Noun, Adjective এবং Preposition-এর পরে যে বিশেষ Preposition বিশেষ অর্থে বসে তাকে Appropriate Preposition বলে। ইংরেজিতে ভালো লেখা এবং বলার জন্যর appropriate preposition list with examples জানা আবশ্যক। কেননা ন্যাটিভ স্পিকাররা, অর্থাৎ যাদের মাতৃভাষা ইংরেজি, তারা ইংরেজিতে কথা বলার সময় প্রচুর Appropriate Preposition বলে থাকেন।
স্কুলের পরীক্ষা, চাকরী পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এমনকি বিসিএস পরীক্ষায়ও Appropriate Preposition এর ওপর প্রশ্ন করা হয়ে থাকে। তাই এটি আয়ত্বে আনা অতীব গুরুত্বপূর্ণ। কোর্সটিকায় আজ আমরা বহুল গুরুত্বপূর্ণ এ টপিকের ওপর আলোচনা করবো। আজকের আলোচনায় আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরবো।
appropriate preposition list with examples
আমাদের তালিকায় Appropriate Preposition এর প্রায় ১০০০+ Preposition ফ্রেস রয়েছে। যা আপনি পিডিএফ ফরমেটে ডাউনলোড করতে পারবেন। নিচে A থেকে I পর্যন্ত অক্ষরগুলো থেকে ১০টি করে Appropriate Preposition তুলে ধরা হল। তবে ডাউনলোড লিংকে ক্লিক করে আপনারা A থেকে Z পর্যন্ত সবগুলো অক্ষরের পূর্ণাঙ্গ প্রিপজিশনের তালিকাটি ডাউনলোড করতে পারবেন।
A
- abhorance of (ঘৃণা) – A liar has no abhorance of telling lies.
- abhorent to (ঘৃণ্য) – Dishonesty is abhorant to me.
- abide by (কোনো কিছু মেনে চলা) – They do not abide by social rules.
- abide in (কোথাও থাকা) – Man abides in society.
- abide with (সংগে থাকা) – My cousin abides with me.
- abound in (প্রচুর পরিমাণে থাকা) – Fishes abound in the pond.
- abound with (পূর্ণ থাকা) – The pond abounds with fishes.
- abreast of (কারো বা কিছুর পাশাপাশি থাকা) – Keep abreast of the latest events.
- absent from (অনুপস্থিত) – He was absent from the class.
- absolve from (কাউকে মুক্ত করা) – The judge absolved him from blame.
B
- ban from (কারো কোনো কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করা) – The politicians were banned from holding meetings in the street.
- bar from (কোনো কিছু থেকে বিরত রাখা) – He was barred from doing crime.
- bargain for, on (কথাবার্তা বলা) – They bargained with the hotel management for/on the accommodation of the guest.
- based on (কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত) – Honesty is based on truth.
- bask in (রোদ পোহানো) – In winter, villagers bask in the sun.
- because of (কারণে) – He cannot attend the office and other places in time because of traffic jam.
- beforehand with (আগেভাগে) – When you go on a journey, it is a good thing to be beforehand with your packing.
- beg for (প্রার্থনা করা) – The poor lady goes from door to door and begs for alms.
- beg of (মিনতি করা) – The thief begged of us to release him.
- beguile into (ছলনা করা/ প্রতারিত করা) – They were beguiled into forming an unwise alliance.
C
- callous to (উদাসীন) – You cannot remain callous to your study.
- capable of doing sth (কোনো কিছু করতে সমর্থ) – They are capable of earning practical knowledge.
- care about (কোনো ব্যক্তিকে গুরুত্ব দেয়া) – But I don’t care about money.
- care for (কোনো কিছু/ ব্যক্তির যত্ন নেয়া) – The dog had been cared for that morning.
- careful of/with/about (যত্নবান) – They are not careful of their health.
- carry out / carry on (পালন করা, চালিয়ে যাওয়া) – Indomitable spirit of adventure has inspired him to undertake and carry out dangerous tasks.
- cautious about (কোনো কিছু নিয়ে সতর্ক) – She is always cautious about money, too.
- cling to (কোনো কিছুতে লেগে থাকা) – He clings to his faith.
- collection of (কোনো কিছুর সংগ্রহ) – A library is a collection of books.
- come forward to (এগিয়ে আসা) – The doctors and the nurse came forward to help the student.
D
- dangerous for (কারো/ কোনো কিছুর জন্য বিপজ্জনক) – Nicotine in tobacco is very dangerous for your health.
- daunt from (কাউকে বিরত রাখা) – Nothing can daunt him form the path of his aims and goals.
- deal in (কোনো কিছুর ব্যবসা করা) – He deals in books.
- deal with (কোনো কিছু আলোচনা করা/সমাধান করা) – You should deal with your problem.
- decorated by (সাজানো) – We decorated the school building with flags and flowers.
- dedicate to (কোনো কিছুতে নিবেদিত করা) – He has dedicated his life to the service of mankind.
- depart from (কারো থেকে চলে যাওয়া) – One day he has to depart from this world for his heavenly abode.
- depend/ dependent on (But independent) (কোনো কিছু/ ব্যক্তির উপর নির্ভর করা) – The future of a country
- depends on the students.
- deprive oneself of (কোনো কিছু থেকে বঞ্চিত করা)-You should not deprive yourself of education. [CB ’13]
- derive from (কোনো কিছু থেকে আহরণ করা) – He derives pleasure from beneficial activities.
E
- effect on (কোনো কিছুর উপর প্রভাব) – Smoking has a bad effect on health.
- efficient at (দক্ষ) – Bangladeshi women are very efficient at needle work.
- enchanted with (মুগ্ধ) – You will be enchanted with the beauty of tea gardens in Sylhet.
- encroach on (কোথাও অনভিপ্রেতভাবে প্রবেশ করা) – Foreign culture encroaches on our country.
- end in (ভালমন্দ কোনো পরিণতি লাভ করা) – My effort did not end in smoke. [DinajB ’11]
- endow with (কাউকে কোনো কিছু দেয়া) – A person should be endowed with this virtue.
- enjoy with (কোনো কিছু উপভোগ করা) – I enjoyed the day with my friends.
- enter/ place (enter এর পরে place থাকলে কোন Preposition বসে না) He entered the room.
- entered into (কোন কিছুদে প্রবেশ করা) – The students entered into the argument.
- equipped with (কাউকে কোনো কিছু দিয়ে সজ্জিত করা) – Indeed, a library is a place which is well equipped with books and furniture.
F
- faced with (সম্মুখীন) – The village I live in is faced with arsenic poisoning.
- faith in (কোনো কিছুতে কাহারও উপর বিশ্বাস থাকা) – Everyone must have faith in Allah.
- fall victim to (কোনো কিছুর শিকার হওয়া) – Many people fall victim to damages as well as diseases. (কিন্তু Victim এর পূর্বে Fall by না থাকলে Victim of হবে।)
- familiar to (কারো সাথে পরিচিত) – Mr. Ranjit is familiar to Mr. Prokash but he is not.
- familiar with (কোনো কিছুর সাথে পরিচিত) – I am familiar with the job.
- fed up with (কোনো কিছু নিয়ে বিরক্ত) – We are fed up with the job.
- fill with (কোনো কিছু দিয়ে প–র্ণ করা) – The cities are filled with fume and smoke from motor vehicles, mills and factories.
- find out (খুঁজে বের করা) – Medical science is yet to find out a cure for it.
- fit for (যোগ্য/উপযুক্ত) – The people of developed countries are fit for traveling.
- fond of (কোনো কিছুর অনুরাগী) – A good student is fond of books.
appropriate preposition list with examples
- get rid of (কোনো কিছু থেকে মুক্তি পাওয়া) – They help us to get rid of the din and bustle of life. [RB ’13; ’09]
- give up (কোনো কিছু ত্যাগ করা) – It is high time we gave up the habit of covetousness. [CB ’09]
- glad about (কোনো কিছু নিয়ে খুশি) – My parents are also very glad about your glorious result.
- glad of (কোনো কিছুর জন্য কৃতজ্ঞ) – I am glad of your help.
- go against (কোনো ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে যাওয়া) – He cannot go against rules.
- go on (চালিয়ে যাওয়া) – We should go on our study.
- go through (পড়া) – You should go through English newspapers, story books etc.
- go with/by (তাল মেলানো) – We should not go with the current.
- good at (কোনো কিছুতে দক্ষ) – Hasan is good at English.
- good in (ভাল ব্যবহার) – The boy is good in the team.
H
- habit of doing (কোনো কিছু করার অভ্যাস) – I have the habit of reading.
- hanker after/for (কোনো কিছুর জন্য লালায়িত হওয়া) – Some people hanker after riches. [CB ’09
- harmful to (কোনো কিছুর/ কারো জন্য ক্ষতিকর) – It is harmful to our health.
- hatred to (কারো জন্য ঘৃনা) – One should bear hatred to criminals.
- headed by (কাউকে প্রধান করে) – A medical board was formed headed by Dr. Hasibur Rahman
- hear of from (কারো কাছ থেকে কিছু জানা) – I have just heard from your brother that you got a prize in the play.
- held in (কোথাও অনুষ্ঠিত হওয়া) – The ceremony was held in our college last Friday.
- held on (কোনো কিছুর/ বিষয়ের উপর অনুষ্ঠিত হওয়া) – Seminars and symposium were held on the poet’s life
- and literary works. [RB ’11]
- helpful for to do (কোনো কিছু করতে কারো জন্য সহায়ক) – The book is helpful for me to make the report.
- hinder from(কোনো কিছু করতে কাউকে বিঘ্নিত করা) – It hindered him from going abroad.
I
- idea about (কোনো কিছু সম্বন্ধে চিন্ত/ধারণা/ মত/ বিশ্বাস) – He has some strange ideas about education.
- idea of (কোনো কিছুর চিত্র) – If you come, you will be able to get a fair idea of our village life.
- Idea of/for (কোনো কিছুর পরিকল্পনা/ অভিপ্রায়/ উদ্দেশ্য) – He already had an idea for his next novel. I like the
- idea of living on a boat.
- ignorant of (কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে অজ্ঞ) – Being ignorant of the current topics one can’t be an enlightened person.
- ignore of (অবহেলা করা) – Our women are ignored of decision making.
- imbued with (কোনো কিছু দিয়ে অনুপ্রাণিত) – I was imbued with her love.
- immerse in (নিমগ্ন থাকা) – He always immerses in deep studies.
- impressed with/by (বিমোহিত হওয়া) – I was impressed with her beauty.
- in a fix about (কোনো কিছু নিয়ে বিব্রত) – I am in a fix about this matter.
- in accordance with (কোনো কিছু অনুসারেi) – He leads his life in accordance with religion.
ওপরের তালিকায় appropriate preposition list with examples এর অল্পকিছু উদাহরণ তুলে ধরা হল। তবে ডাউনলোড লিংকে ক্লিক করে আপনারা A থেকে Z পর্যন্ত সবগুলো অক্ষরের পূর্ণাঙ্গ প্রিপজিশনের তালিকাটি ডাউনলোড করতে পারবেন। তাই শীটটি সংগ্রহ করতে ওপরের দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন।
Discussion about this post