Bangabandhu Satellite Paragraph
The launching of a satellite called Bangabandhu Satellite- 1 into the earth’s orbit on the 12th of May, 2018 adds a new feather to the crown of Bangladesh as a nation in the world map. This is the first Bangladeshi geostationary communication satellite that makes a room for Bangladesh in the space.
Bangladesh took all kinds technical support for manufacturing and launching of the satellite from other countries. Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) under direct supervision of the government worked hard to implement the satellite- sending project. On behalf of Bangladesh.
BTRC awarded the satellite contract to European satellite manufacturer Thales Alenia Space to construct the satellite, build ground infrastructure for the operation, training of resources and provisioning of a launch vehicle for $248 million. The initial delivery vehicle of Bangabandhu Satellite- 1 was supposed to be Arianespace’s Ariane 5 rocket.
But it had a long queue time and Bangladesh wanted to put up the satellite on December 16, 2017. But due to several technical delays the final launch happened on May 12, 2018 (GMT+6) from the historic Complex 39A at NASA’s Kennedy space Centre. SpaceX, a commercial space delivery startup owned by Elon Musk, using their Falcon 9 Block 5, the most high- tech rocket, embarked upon a journey that will be retold by generations to come in Bangladesh.
Bangabandhu Satellite- 1 is now expected to operate Direct to Home (DTH) service for TV channels, VSAT, backhaul and trunking, network restoration, disaster preparedness and relief. As of now, Bangladesh rents all these services from satellite services provides in the region. It nearly costs around $14million per year. Now Bangladesh can save the amount and rent out the excess capacity to the other countries in the region and earn up to $50 million per year.
বাংলা অনুবাদ
২০১৮ সালের ১২ই মে পৃথিবীর কক্ষপথে বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ নামক একটি স্যাটেলাইট উৎক্ষেপণ বিশ্বের মানচিত্রে জাতি হিসাবে বাংলাদেশের মুকুটে একটি নতুন পালক যুক্ত করেছে। এটিই প্রথম বাংলাদেশি জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট যা মহাকাশে বাংলাদেশের জন্য একটি জায়গা তৈরি করে।
বাংলাদেশ অন্যান্য দেশ থেকে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের জন্য সব ধরনের প্রযুক্তিগত সহায়তা নিয়েছে। সরকারের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) স্যাটেলাইট পাঠানোর প্রকল্প বাস্তবায়নে কঠোর পরিশ্রম করেছে।
বাংলাদেশের পক্ষে ড. স্যাটেলাইট নির্মাণ, অপারেশনের জন্য গ্রাউন্ড অবকাঠামো নির্মাণ, সম্পদের প্রশিক্ষণ এবং ২৪৮ মিলিয়ন ডলারে একটি লঞ্চ ভেহিকলের ব্যবস্থা করার জন্য বিটিআরসি ইউরোপীয় স্যাটেলাইট নির্মাতা থ্যালেস অ্যালেনিয়া স্পেসকে স্যাটেলাইট চুক্তি প্রদান করে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রাথমিক ডেলিভারি ভেহিকেল হওয়ার কথা ছিল আরিয়ানস্পেসের আরিয়ান ৫ রকেট। কিন্তু এতে দীর্ঘ সারি ছিল এবং বাংলাদেশ ১৬ ডিসেম্বর, ২০১৭-এ স্যাটেলাইটটি স্থাপন করতে চেয়েছিল। কিন্তু বেশ কিছু প্রযুক্তিগত বিলম্বের কারণে চূড়ান্ত উৎক্ষেপণটি ১২ মে, ২০১৮ (GMT+6) ঐতিহাসিক কমপ্লেক্স 39A থেকে NASA-এর কেনেডি মহাকাশে হয়েছিল।
কেন্দ্র স্পেসএক্স, এলন মাস্কের মালিকানাধীন একটি বাণিজ্যিক স্পেস ডেলিভারি স্টার্টআপ, তাদের ফ্যালকন ৯ ব্লক ৫, সবচেয়ে উচ্চ প্রযুক্তির রকেট ব্যবহার করে, এমন একটি যাত্রা শুরু করেছে যা বাংলাদেশে আগত প্রজন্মের দ্বারা পুনরায় বলা হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ এখন টিভি চ্যানেল, ভিস্যাট, ব্যাকহল এবং ট্রাঙ্কিং, নেটওয়ার্ক পুনরুদ্ধার, দুর্যোগ প্রস্তুতি এবং ত্রাণের জন্য সরাসরি হোম (ডিটিএইচ) পরিষেবা পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে।
এখন পর্যন্ত বাংলাদেশ এই অঞ্চলে স্যাটেলাইট পরিষেবাগুলি থেকে এই সমস্ত পরিষেবা ভাড়া নেয়। এটি প্রতি বছর প্রায় ১৪ মিলিয়ন ডলার খরচ করে। এখন বাংলাদেশ এই পরিমাণ সঞ্চয় করতে পারে এবং অতিরিক্ত ক্ষমতা অঞ্চলের অন্যান্য দেশকে ভাড়া দিতে পারে এবং প্রতি বছর ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত আয় করতে পারে।
গুরুত্বপূর্ণ শব্দের অর্থ
satellite উপগ্রহ; launching চালু করা; orbit কক্ষপথ; feather পালক; crown মুকুট; geostationary ভূ-স্থির; communication যোগাযোগ; space মহাশূন্য; technical প্রযুক্তিগত; manufacturing উৎপাদন; supervision তত্ত্বাবধান; implement বাস্তবায়ন; awarded ভূষিত, পুরস্কৃত; manufacturer প্রস্তুতকারক; construct নির্মাণ; infrastructure অবকাঠামো; operation অপারেশন; resources সম্পদ; provisioning বিধান; vehicle যানবাহন; initial প্রাথমিক; long queue দীর্ঘ সারি; delays বিলম্ব; commercial ব্যবসায়িক, বাণিজ্যিক; startup স্টার্টআপ, শুরু; embarked সূচনা; retold পুনরায় বলা; generations প্রজন্ম; expected প্রত্যাশিত; operate পরিচলনা; disaster বিপর্যয়; preparedness প্রস্তুতি; relief ত্রাণ; rents ভাড়া; amount পরিমাণ; excess অতিরিক্ত; capacity ক্ষমতা, সক্ষমতা।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে প্যারাগ্রাফটি বাংলা অর্থসহ PDF ফাইলে ডাউনলোড করে নাও। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post