bangamata paragraph class 7 : সপ্তম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই অনুযায়ী প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি তোমাদের সপ্তম শ্রেণির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এটি তোমরা বাংলা অর্থসহ পড়ে নাও।
bangamata paragraph class 7
Bangamata
Sheikh Fazilatunnesa Mujib was popularly known as Begum Mujib. She was born in Tungipara, Gopalganj on 8 August, 1930. She was the life partner of Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation. She is called Bangamata for her motherly love and affection for the people of Bangladesh. She led very simple life and did not like luxury at all. She taught her children how to lead an ordinary life. Her sacrifice in all historical movements of the country especially in the liberation war of Bangladesh in 1971 is praiseworthy. Though she was not involved in political activities, she always inspired and encouraged Bangabandhu to involved himself freely for the cause of the people and the country. She played a significant role in rebuilding the new born Nation. But it is the matter of regret that she was brutally killed along with her husband, sons and some other close relatives on the dark night of 15 August, 1975. She will remain ever memorable in the hearts of the Bangalees.
বাংলা অনুবাদ: শেখ ফজিলাতুন্নেসা মুজিব বেগম মুজিব নামে পরিচিত ছিলেন। তিনি ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনসঙ্গী ছিলেন। বাংলাদেশের মানুষের প্রতি তার মাতৃস্নেহ ও ভালোবাসার জন্য তাঁকে বঙ্গমাতা বলা হয়। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন এবং বিলাসিতা মোটেই পছন্দ করতেন না। তিনি তাঁর সন্তানদের শিখিয়েছিলেন কীভাবে একটি সাধারণ জীবনযাপন করতে হয়। দেশের সকল ঐতিহাসিক আন্দোলনে বিশেষ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার আত্মত্যাগ প্রশংসনীয়। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকলেও তিনি সর্বদা বঙ্গবন্ধুকে জনগণ ও দেশের স্বার্থে স্বাধীনভাবে নিজেকে সম্পৃক্ত করতে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছেন। তিনি নবজাতি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু পরিতাপের বিষয় যে, ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্ধকার রাতে তাঁর স্বামী, ছেলে এবং আরও কিছু নিকটাত্মীয়সহ তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বাঙালির হৃদয়ে।
►► আরো দেখো: সকল প্যারাগ্রাফ বাংলা অর্থসহ
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে bangamata paragraph class 7 বাংলা অর্থসহ PDF ফাইলে ডাউনলোড করে নাও। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post