BBC janala bangla pdf download, bbc janala english course registration, bbc janala english learning book 010 pdf, bbc janala english learning book 03 pdf free download, bbc janala english learning book 04 pdf free download, bbc janala english learning book 4 pdf, bbc janala english learning book-2 pdf, bbc janala english spoken course, BBC জানালা ইংরেজি শেখার বই, Bbc জানালা ইংরেজি শেখার বই pdf download, বিবিসি জানালা ইংরেজি শেখার বই পিডিএফ, বিবিসি জানালা ইংরেজি শেখার বই pdf, bbc জানালা ইংরেজি শেখার বই pdf, বিবিসি জানালা ইংরেজি শেখার বই pdf download, ইংরেজি শিখার বই, bbc janala bangla pdf, bbc জানালা ইংরেজি শেখার বই pdf download, bbc janala, বিবিসি জানালা ইংরেজি শেখার বই ০১ pdf, ইংরেজি উচ্চারণের গাইড বই pdf, ইংরেজি শেখার বই pdf download
BBC জানালা ইংরেজি শেখার বই PDF Download । ইংরেজিতে সমস্যা আমাদের অনেকের জন্যেই কঠিন এক বাস্তবতা। ভালো জব পাচ্ছি না এবং বন্ধুমহলে হীনমন্যতা অনেকের ক্ষেত্রে এটা কেবলই ইংরেজীর জন্যে। ইংরেজীতে যদিও এত ভয় ও আতঙ্ক, এই ইংরেজী শেখার বিকল্প কিছুই নেই। আর ইংরেজী যেহেতু এখন আন্তর্জাতিক ভাষা, সেহেতু ইংরেজী শেখার গুরুত্ব অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ইংরেজী জানা অনেক দরকার। ইংরেজীতে আমরা প্রাতিষ্ঠানিক বই পড়ছি, প্রতি ক্লাসে মডেল টেস্ট শেষ করেছি অথবা দুই একটি আর্টিকেল পড়ছি। তবুও আমরা ইংরেজী পারি না। কারণ, আমরা নিয়মিত কাজে ইংরেজী ব্যবহার করায় অভ্যস্ত নই। আর এটি সবার জন্যে সহজও না।
কিন্তু ইংরেজী শেখার গুরুত্ব উপলব্ধি করে এটিকে আরো সহজ ও প্রাণবন্ত করার লক্ষ্যে প্রথম আলাে উদ্যোগী হয়ে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযােগিতায় ইংরেজি শেখার জন্য BBC জানালার লেসন (পাঠক্রম) প্রকাশ করে আসছে। কার্যক্রমের প্রথম দিকে এটি নিয়ে প্রথম আলো পত্রিকায় সপ্তাহে তিন দিন আলোচনা করা হতাে। তবে বর্তমানে এর পাঠক চাহিদা বৃদ্ধি পাওয়ায় এখন সপ্তাহে চার দিন এই লেসন প্রকাশিত হচ্ছে।
►► আরো দেখুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি গাইড : যে বইগুলো পড়তেই হবে (ডাউনলোড লিংকসহ)
তবে আপনি যদি প্রথম আলো পত্রিকার নিয়মিত পাঠক না হয়ে থাকেন, তাহলে আপনি তাদের বই দিয়ে ইংরেজী শেখাকে রপ্ত করতে পারেন। কারণ, BBC জানালার পাঠগুলো শুধুমাত্র পত্রিকায় প্রকাশ করেই প্রথম আলাে দায়িত্ব শেষ করেনি, এগুলোর যুগোপযোগি বইও তারা তৈরি করেছে। কোর্সটিকায় আজ আমরা সেই বইগুলো নিয়েই আলোচনা করবো। তাই পুরো আর্টিকেলটি মনযোগ দিয়ে পড়ুন। এই আর্টিকেলের শেষেই আমরা BBC জানালা ইংরেজি শেখার বই PDF Download লিংক সংযুক্ত করে দেব।
BBC জানালা ইংরেজি শেখার বই দিয়ে কিভাবে শিখবেন?
আর্টিকেলের শুরুতেই উল্লেখ করেছি, আমাদের ইংরেজী শিখতে না পারার পেছনে প্রধান কারণ হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে ইংরেজীর ব্যবহার করছি না। BBC জানালা ইংরেজি শেখার বইটি মূলত আপনাকে সেভাবেই ইংরেজী শিখতে আগ্রহী করবে। এই বইয়ে আছে বিটিভিতে প্রচারিত আমাদের নাটক বিশ্বাস’ এবং গেম শাে “মজায় মজায় শেখা’ অনুষ্ঠানের ঘটনা নিয়ে প্রকাশ করা বিভিন্ন ইংরেজি লেসন।
BBC জানালা ইংরেজি শেখার বই এর লেসনগুলাে পড়ে ও চর্চা করে আপনি বিভিন্ন ইংরেজি শব্দ ও বাক্য শিখতে পারবেন। পাশাপাশি চাকরি, ব্যবসা ও দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়ােজনে আরও ভালােভাবে ইংরেজি ভাষা ব্যবহার করতে পারবেন; যেটি কিনা সবথেকে বেশি জরুরী।
►► আরো দেখুন: ডাউনলোড মেডিকেল ভর্তি পরীক্ষার সবগুলো বই
ইংরেজী শিখতে গেলে যদি নিজের মত করে কোন একটি পদ্ধতি বের করে নিতে পারেন, যেটা আপনার জন্য সবথেকে বেশি ইফেক্টিভ হয়, তাহলে অবশ্যই সেটি ভালো। BBC জানালা ইংরেজি শেখার বই আপনাকে সেভাবে গড়ে তুলবে। বিদেশে যাওয়া, কোনাে অতিথির সাথে ইংরেজীতে কথা বলা, কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কথা বলা, বন্ধুদের সাথে গল্প করা অথবা নতুন একটি ভাষা আয়ত্ত করাসহ যেখানেই প্রয়োজন হোক না কেন এই বইটি পড়ে আপনি অনেক আনন্দ নিয়ে ইংরেজি শিখতে পারবেন।
কেন ইংরেজী শিখবেন BBC জানালা ইংরেজি শেখার বই দিয়ে?
আপনি যদি ইংরেজীতে কথা বলা শিখতে কোর্স খুঁজে থাকেন তাহলে BBC জানালা ইংরেজি শেখার বই হতে পারে আপনার জন্য ভালো একটি মাধ্যম। এই বইয়ের প্রতিটি লেসনে রয়েছে ছবি, সংলাপ, দরকারি ইংরেজি শব্দসহ মজার সব অনুশীলনী। লেসনগুলাে আপনি একাই চর্চা করতে পারেন, অথবা চাইলে বন্ধু ও পরিবারের সদস্যদেরও সঙ্গে নিতে পারেন। বইটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
BBC জানালা ইংরেজি শেখার বই ডাউনলোড
এ ছাড়া চমৎকার এ বইয়ের শেষে আছে অনেক গুরুত্বপূর্ণ শব্দতালিকা। শব্দতালিকা পড়ে আপনি সঠিক উচ্চারণের পরামর্শসহ প্রয়ােজনীয় বিভিন্ন শব্দের অর্থ জানতে পারবেন। বইটি বন্ধুদের সঙ্গে চর্চা করার সময় একে অন্যকে সহায়তা করুন, তাদের সাথে ইংরেজীতে কথা বলুন। একটা সময়ে আপনি ইংরেজীতে আরো বেশি পারফেক্ট হয়ে উঠবেন।
Discussion about this post