এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য জীববিজ্ঞানের গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, জীববিজ্ঞান ১০ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- সমন্বয়।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের জীববিজ্ঞান বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ১০ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর
১. বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে কোন হরমোনটি ব্যবহার হয়?
ক. অক্সিন
খ. ইথিলিন
গ. জিবেরেলিন
ঘ. সাইটোকাইনিন
২. মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি?
ক. পনস
খ. সেরিব্রাম
গ. সেরিবেলাম
ঘ. মেডুলা অবলংগাটা
৩. ডায়াবেটিস টাইপ-১ এ আক্রান্ত রোগীর দেহে ইনসুলিন উৎপন্ন হয়-
ক. বেশি পরিমাণে
খ. কম পরিমাণে
গ. প্রয়োজনমতো
ঘ. একেবারেই উৎপন হয় না
৪. ছোট দিনের উদ্ভিদ নিচের কোনটি?
ক. ঝিঙা
খ. সূর্যমুখী
গ. শশা
ঘ.ডালিয়া
৫. অভিস্রবণ ও শ্বসনের হার বৃদ্ধিতে কোন হরমোনের প্রভাব রয়েছে?
ক. অক্সিন
খ. ইথিলিন
গ. সাইটোকাইনিন
ঘ. জিবেরেলিন
৬. আইলেটস অফ ল্যাংগারহ্যানস নিঃসৃত হরমোন কোনটি?
ক. ইনসুলিন
খ. প্রোল্যাকটিন
গ. অ্যাডরেনালিন
ঘ. থাইরোট্রপিন
৭. মানবদেহে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত?
ক. গ্রীবা অঞ্চলে
খ. গলার ট্রাকিয়ার উপরে
গ. কিডনির উপরে
ঘ. ফুসফুসের নিচে
৮. আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়?
ক. অ্যাড্রিনাল
খ. থাইমাস
গ. থাইরয়েড
ঘ. প্যারাথাইরয়েড
৯. কোনটি ফল পাকাতে সাহায্য করে?
ক. অক্সিন
খ. ইথিলিন
গ. সাইটোকাইনিন
ঘ. জিবেরেলিন
১০. মস্তিষ্কের কয়টি অংশ?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
১১. কোনটির অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়?
ক. থাইরক্সিন
খ. ইনসুলিন
গ. আয়োডিন
ঘ. পেপসিন
১২. মেরুরজ্জু থেকে কতজোড়া স্নায়ু নির্গত হয়?
ক. ১০ জোড়া
খ. ১১ জোড়া
গ. ২১ জোড়া
ঘ. ৩১ জোড়া
১৩. নিচের কোনটি দেহের মসৃণ পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে?
ক. মস্তিষ্ক
খ. সুষুষ্মাকাণ্ড
গ. করোটিক স্নায়ু
ঘ. স্বয়ংক্রিয় স্নায়ু
১৪. কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলেস্টেরল ব্যবহৃত হয়?
ক. পিটুইটারি
খ. থাইরয়েড
গ. ল্যাঙ্গারহ্যান্স
ঘ. অ্যাডরেনাল
১৫. মায়োলিনে কোনটি থাকে?
ক. আমিষ
খ. স্নেহ
গ. শর্করা
ঘ. ভিটামিন
১৬. সেরিব্রামের মাঝখানে খাঁজটি কী?
ক. মেনিনজেস
খ. গ্রেম্যাটার
গ. সেরিব্রাল হেমিস্ফিয়ার
ঘ. ডোপামিন
১৭. স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা পরিচালিত হয় কোনটি?
ক. অগ্ন্যাশয়
খ. চোখ
গ. হাতের পেশি
ঘ. জিহ্বা
১৮. কোনটি পস্টুলেটেড হরমোন?
ক. অক্সিন
খ. ইথিলিন
গ. ভার্নালিন
ঘ. অ্যাবসিসিক এসিড
১৯. শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি কোন হরমোনের প্রভাবে ঘটে?
ক. অ্যাড্রিনালিন
খ. থাইরক্সিন
গ. রিলাক্সিন
ঘ. টেস্টোস্টেরন
২০. খাদ্যদ্রব্য সংরক্ষণে কোনটি অনুমোদিতভাবে ব্যবহার করা হয়?
ক. ক্যালসিয়াম এপারনেট
খ. হেভিমেটাল
গ. সরবেট
ঘ. কাৰ্বাইড
২১. নিম্নের কোনটির কারণে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়?
ক. ইথিলিন
খ. ভার্নালিন
গ. অক্সিন
ঘ. IAA
২২. কোন কোষটি ভ্রূণে পরিণত হয়?
ক. সহকারী কোষ
খ. প্রতিপাদ কোষ
গ. এপিক্যাল কোষ
ঘ. ভিত্তি কোষ
২৩. কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ?
ক. অক্সিন
খ. জিবেরেলিন
গ. সাইটোকাইনিন
ঘ. ইথিলিন
২৪. মস্তিষ্ক কয়টি অংশে বিভক্ত?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২৫. উদ্ভিদ দেহে প্রাপ্ত হরমোন কোনটি?
ক. থাইমিন
খ. সাইটোকাইনিন
গ. এ্যাডরেনালিন
ঘ. ইস্ট্রোজেন
২৬. কোনটিতে নিসল দানা দেখা যায়?
ক. কোষদেহ
খ. ডেনড্রাইট
গ. নিউরিলেমা
ঘ. র্যান ভিয়ারের পর্ব
২৭. উদ্ভিদ হরমোন অক্সিন এর নামকরণ করেন—
ক. কোল ও স্নিট
খ. রবার্ট হুক
গ. লিউয়েন হুক
ঘ. ক্যারোলাস লিনিয়াস
২৮. পারকিনসন রোগ কত বয়সের পরে হয়?
ক. ৩০
খ. ৪০
গ. ৪৫
ঘ. ৫০
২৯. কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলেস্টেরোল ব্যবহৃত হয়?
ক. থাইরয়েড
খ. প্যারাথাইরয়েড
গ. এডরেনাল
ঘ. প্যারোটিড
৩০. কোন গ্রন্থি বয়োঃবৃদ্ধির সাথে সাথে ছোট হয়ে যায়?
ক. থাইরয়েড
খ. থাইমাস
গ. এডরেনাল
ঘ. পিটুইটারী
৩১. নিচের কোনটির অঙ্কুরোদগমে কার্যকারিতা রয়েছে?
ক. ইথিলিন
খ. অ্যাবসিসিক এসিড
গ. জিবেরেলিন
ঘ. অক্সিন
৩২. উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোনটি?
ক. জিবেরেলিন
খ. সাইটোকাইনিন
গ. ভার্নালিন
ঘ. ফ্লোরিজেন
৩৩. কোন তন্ত্রটি পেশিকে চালনা করে?
ক. স্নায়ুতন্ত্র
খ. পেশিতন্ত্র
গ. রেচনতন্ত্র
ঘ. রক্তসংবহনতন্ত্র
৩৪. ডায়টম শৈবালে কোন ধরনের চলন পরিলক্ষিত হয়?
ক. সামগ্রিক চলন
খ. বক্র চলন
গ. সরল চলন
ঘ. ফটোপ্রপিক চলন
৩৫. পিঁপড়া খাদ্যের খোঁজ পেলে খাদ্য উৎসে থেকে বাসায় আসার পথে কী নিঃসৃত করে?
ক. অক্সিন
খ. জিবেরোলিন
গ. ফেরোমন
ঘ. ফ্লোরিজেন
৩৬. পারকিনসন রোগের চিকিৎসা-
i. ইনসুলিন গ্রহণ
ii. ফিজিওথেরাপি গ্রহণ
iii. পরিমিত খাদ্য গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
লাল পিঁপড়ার বিশাল বাহিনী সারিবদ্ধভাবে খাবার নিয়ে বাসায় ফিরছে।
৩৭. কাজটি সম্পাদনের জন্য নিজেদের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে উক্ত প্রাণী কী ব্যবহার করে?
ক. মেলানিন
খ. ফেরোমেন
গ. ভার্নালিন
ঘ. ইথিলিন
৩৮. সমন্বয় সাধনে উল্লিখিত প্রাণির ব্যবহৃত উপাদানটি কৃষি উন্নয়নেও কার্যকর কারণ-
i. এটি ব্যবহারে ক্ষতিকর পোকা দমন করা যায়
ii. বালাইনাশক এর ব্যবহার কমানো যায়
iii. এটি পরিবেশবান্ধব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ১০ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post