জীববিজ্ঞান ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : গলজি বডি কোষের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। লাইসোসোম তৈরি, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ ও কিছু এনজাইম নির্গমন করা এর কাজ। প্রাণিকোষে নিউক্লিয়াসের বাইরে সেন্ট্রোসোম অবস্থান করে। কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের মেরু নির্দেশ করা এবং কোষ বিভাজনে সাহায্য করা এর কাজ।
জীববিজ্ঞান ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. স্কেলিটাল যোজক টিস্যু বলতে কী বোঝায়?
উত্তর: দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল যোজক টিস্যু বলে। এর মাধ্যমে দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়। অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে। দেহের নাজুক ও নরম অঙ্গগুলোকে রক্ষা করে।
২. ট্রাকিড কোষের গঠন লেখ।
উত্তর: ট্রাকিড কোষ লম্বা। এর দুপ্রান্ত সরু ও সুচালো। প্রাচীরে লিগনিন জমে পুরু হয়ে অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। ফলে পানির চলাচল পার্শ্বীয় জোড়া কূপের মাধ্যমে হয়। এর প্রাচীরের পুরুত্ব অনেক রকম হয়, যেমন: বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার ও কূপাঙ্কিত। ফার্ন বর্গ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড দেখা যায়। কোষরসের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান প্রধান কাজ। তবে কখনো খাদ্য সঞ্চয়ের কাজও এ টিস্যু করে থাকে।
৩. নিউক্লিয়াস কয়টি অংশ নিয়ে গঠিত ও কী কী?
উত্তর: নিউক্লিয়াস চারটি অংশ নিয়ে গঠিত। যথা: i) নিউক্লিয়াস ii) নিউক্লিওপ্লাজম iii) নিউক্লিয়ার ঝিল্লী ও iv) ক্রোমাটিন ও জালিকা।
৪. উদ্ভিদ ও প্রাণিকোষের পার্থক্যগুলো উল্লেখ কর।
উত্তর: উদ্ভিদ ও প্রাণিকোষের মধ্যে পার্থক্যগুলো নিচে উল্লেখ করা হলো:
উদ্ভিদকোষ:
i) প্লাজমা আবরণীর বাইরে সেলুলোজের তৈরি জড় কোষপ্রাচীর থাকে।
ii) সাধারণত প্লাস্টিড থাকে।
iii) বড় গহ্বর থাকে।
iv) উদ্ভিদকোষে শর্করা থাকে।
v) সেন্ট্রোসোম থাকে না।
প্রাণিকোষ:
i) প্লাজমা আবরণী থাকে, কোষপ্রাচীর থাকে না।
ii) প্লাস্টিড থাকে না।
iii) গহ্বর থাকে না, থাকলে আকারে অত্যন্ত ছোট হয়।
iv) প্রাণিকোষে শর্করা গ্লাইকোজেনরূপে মজুদ থাকে।
v) সবসময় সেন্ট্রোসোম থাকে।
জীবকোষ ও টিস্যু
৫. একটি ক্রোমোসোমের চিহ্নিত চিত্র অঙ্কন কর ও কাজ উল্লেখ কর।
উত্তর: একটি ক্রোমোসোমের চিহ্নিত চিত্র নিম্নরূপ:
ক্রোমোসোমের কাজ: ক্রোমোসোম জিন বহন করে। জিন প্রতিটি জীবের প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। তাই ক্রোমোসোম বংশগতির বাহক হিসেবে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বয়ে নিয়ে যায়।
৬. কোষ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
উত্তর: নিউক্লিয়াসের গঠনের ওপর ভিত্তি করে কোষ দুই প্রকার।
১. আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ। যেমন: ব্যাকটেরিয়া।
২. প্রকৃত কোষ বা ইউক্যারিওটি কোষ। যেমন: অ্যামিবা।
৭. প্রকৃত কোষ এবং আদি কোষের পার্থক্যগুলো লেখ।
উত্তর: আদিকোষ ও প্রকৃত কোষের পার্থক্যগুলো হলো:
আদিকোষ:
নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস থাকে না।
রাইবোসোম ছাড়া পর্দা ঘেরা অন্য কোনো অঙ্গাণু থাকে না।
DNA মুক্ত অবস্থায় থাকে।
এটি সাধারণত অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়।
প্রকৃতকোষ:
নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস থাকে।
সকল প্রকার কোষ অঙ্গাণু থাকে।
DNA নিউক্লিয়ার রেটিকুলামে বা ক্রোমোসোমে থাকে।
এটি সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়।
৮. কোষে গলজি বডি ও সেন্ট্রোসোমের অবস্থান ও কাজ উল্লেখ কর।
উত্তর: গলজি বডি কোষের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। লাইসোসোম তৈরি, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ ও কিছু এনজাইম নির্গমন করা এর কাজ।
প্রাণিকোষে নিউক্লিয়াসের বাইরে সেন্ট্রোসোম অবস্থান করে। কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের মেরু নির্দেশ করা এবং কোষ বিভাজনে সাহায্য করা এর কাজ।
৯. প্রকৃত কোষের বৈশিষ্ট্য কী কী?
উত্তর: প্রকৃতকোষের বৈশিষ্ট্য হলো: ১. কোষের নিউক্লিয়াস সুগঠিত। ২. সুস্পষ্ট নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে। ৩. ক্রোমোসোমে প্রোটিন ও অন্যান্য উপাদান থাকে। ৪. এসব কোষে রাইবোসোম ছাড়া অন্যান্য কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে।
১০. স্টোন সেলের গঠন কেমন?
উত্তর: স্টোন সেল খাটো, সমব্যাসীয়, লম্বাটে আবার কখনও তারকাকার হতে পারে। এদের গৌণপ্রাচীর খুবই শক্ত। অত্যন্ত পুরু ও লিগনিনযুক্ত। কোষ প্রাচীর কূপযুক্ত হয়।
১১. স্ক্লেরাইড টিস্যু কোথায় পাওয়া যায়?
উত্তর: স্ক্লেরাইড টিস্যু নগ্নবীজী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে পাওয়া যায়। এরা বহিঃত্বক জাইলেম ও ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছরূপে থাকতে পারে।
১২. কোষপ্রাচীরের কাজগুলো কী কী?
উত্তর: কোষপ্রাচীরের কাজ হলো কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। কোষকে দৃঢ়তা প্রদান করা। কোষের আকার ও আকৃতি বজায় রাখা। পার্শ্ববর্তী কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করা। পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করা।
আরও দেখো—এসএসসি জীববিজ্ঞান সৃজনশীল পূর্ণাঙ্গ সাজেশন
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে জীববিজ্ঞান ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post