এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য জীববিজ্ঞানের গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- জীবনীশক্তি।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের জীববিজ্ঞান বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর
১. নিম্নের কোনটির সালোকসংশ্লেষণের হার বেশি?
ক. আম বৃক্ষ
খ. জবা বৃক্ষ
গ. ভুট্টা
ঘ. দূর্বা ঘাস
২. শ্বসনের উত্তম তাপমাত্রা কত?
ক. ১৮°C – ১৯°C
খ. ১৯°C – ২৪°C
গ. ২০°C – ৪৫°C
ঘ. ২২°C – ৩৫°C
৩. কোনটিকে ‘শক্তিমুদ্রা’ বলা হয়?
ক. GTP
খ. ATP
গ. NADH2
ঘ. FADH2
৪. সবুজ উদ্ভিদে CO2 বিজারণে কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?
ক. ৬টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ৩টি
৫. সালোকসংশ্লেষণের একটি প্রয়োজনীয় উপকরণ হলো –
ক. অক্সিজেন
খ. গ্লুকোজ
খ. পানি
ঘ. হাইড্রোজেন
৬. পাইরুভিক এসিডের রাসায়নিক সংকেত কোনটি?
ক. C6H12O6
খ. C3H4O3
গ. C2H5OH
ঘ. C12H22O11
৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত?
ক. ০° সে. থেকে ১৫° সে.
খ. ২২°সে. থেকে ৩৫° সে.
গ. ৩০° সে. থেকে ৪০° সে.
ঘ. ৩২°সে. থেকে ৪৫° সে.
৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বিষাক্ত পদার্থ কোনটি?
ক. নাইট্রোজেন
খ. অ্যামোনিয়া
গ. ক্লোরোফরম
ঘ. কার্বন ডাই অক্সাইড
৯. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডলের সর্বোচ্চ কত ভাগ CO2 ব্যবহার করতে পারে?
ক. ১%
খ. ০.০৩%
গ. ০.৩%
ঘ. ০.৫%
১০. অবাত শ্বসন প্রক্রিয়ায় কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়?
ক. 56 kcal/mol
খ. 55 kcal/mol
গ. 45 kcal / mol
ঘ. 50 kcal/mol
১১. কিটো এসিড কয় কার্বন বিশিষ্ট যৌগ?
ক. ৩ কার্বন
খ. ৪ কার্বন
গ. ৬ কার্বন
ঘ. ২ কার্বন
১২. পানিতে বিদ্যমান CO2 এর পরিমাণ কত?
ক. ০.০৩%
খ. ৩.০%
গ. ০.৩%
ঘ. ৩৩%
১৩. নিম্নের কোনটি C4 উদ্ভিদ?
ক. আম বৃক্ষ
খ. জবা বৃদ্ধ
গ. ভুট্টা
ঘ. দূর্বা ঘাস
১৪. পাইরুভিক এসিড অসম্পূর্ণ রূপে জারিত হয়ে কী উৎপন্ন করে?
ক. ল্যাকটিক এসিড
খ. শর্করা
গ. ইলেকট্রন
ঘ. মিথাইল অ্যলকোহল
১৫. গ্লুকোজের জারণের ফলে তৈরি হয়-
ক. ৬ অণু CO2
খ. ৬ অণু O2
গ. ৬ অণু ATP
ঘ. ২ অণু ATP
১৬. স্যার হ্যানস ক্রেবস পেশায় কী ছিলেন?
ক. পদার্থবিদ
খ. রসায়নবিদ
গ. প্রাণ রসায়নবিদ
ঘ. জীববিদ
১৭. শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়?
ক. ৪
খ. ৬
গ. ৮
ঘ. ১৮
১৮. শক্তির মূল উৎস কী?
ক. বায়োএনার্জি
খ. শর্করা
গ. ATP
ঘ. সূর্য
১৯. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২০. ATP এবং NADPH + H+ কে কী বলা হয়?
ক. আত্মীকরণ শক্তি
খ. শক্তি মুদ্রা
গ. রূপান্তরিত শক্তি
ঘ. বিকেন্দ্রীকরণ শক্তি
২১. কত তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোকে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো?
ক. ৯৮০ nm
খ. ৮৬০ nm
গ. ৭৮০ nm
ঘ. ৬৮০ nm
২২. সাধারণ তাপমাত্রায় জীবদেহে দৈনিক কত ঘণ্টা শ্বসন প্ৰক্ৰিয়া ঘটে?
ক. ১২
খ. ১৬
গ. ২০
ঘ. ২৪
২৩. সবাত শ্বসনে সর্বমোট কতটি ATP উৎপন্ন হয়?
ক. ৩৮টি
খ. ৩২টি
গ. ১৮টি
ঘ. ১৬টি
২৪. ATP ভেঙে নিচের কোনটি উৎপন্ন হয়?
ক. GTP
খ. APD
গ. NAD
ঘ. AMP
২৫. কত তাপমাত্রায় ভার্নালাইজেশন সম্পন্ন হয়?
ক. ৪-৬ সে.
খ. ২-৬ সে.
গ. ৩°-৫° সে.
ঘ. ২-৫ সে.
২৬. কেলভিন কত সালে নোবেল পুরস্কার পান?
ক. ১৯৫১
খ. ১৯৬১
গ. ১৯৭১
ঘ. ১৯৮১
২৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন কে?
ক. আলেকজান্ডার ফ্লেমিং
খ. ব্ল্যাকম্যান
গ. হ্যাচ ও স্ন্যাক
ঘ. ক্রেবস
২৮. কোনটি দীর্ঘ রাত্রির উদ্ভিদ?
ক. লেটুস
খ. শসা
গ. চন্দ্রমল্লিকা
ঘ. সূর্যমুখী
২৯. ক্রেবস চক্রে কত অণু FADH2 উৎপন্ন হয়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩০. ক্রেবস চক্র কত সালে আবিষ্কৃত হয়?
ক. ১৯৩৭
খ. ১৯৩৫
গ. ১৯৪০
ঘ. ১৯৩০
৩১. ক্রেবস চক্র কোথায় ঘটে?
ক. নিউক্লিয়াসে
খ. মাইট্রোকন্ড্রিয়ায়
গ. ক্লোরোপ্লাস্টে
ঘ. গলজি বস্তুতে
৩২. আলোক নিরপেক্ষ উদ্ভিদ কোনটি?
ক. ঝিঙা
খ. শসা
গ.আম
ঘ. ডালিয়া
৩৩. পাইরুভিক এসিড কয় কার্বনবিশিষ্ট?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
৩৪. উদ্ভিদে দিন-রাত কী গ্যাস উৎপন্ন হয়?
ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. নাইট্রোজেন
৩৫. চন্দ্রমল্লিকা কী ধরনের উদ্ভিদ?
ক. ছোট দিনের উদ্ভিদ
খ. বড় দিনের উদ্ভিদ
গ. ছোট রাত্রির উদ্ভিদ
ঘ. নিরেপক্ষ উদ্ভিদ
৩৬. ক্রেবস চক্রে নিট উৎপাদিত হয়-
ক. ৮টি ATP
খ. ১২টি ATP
গ. ১৬টি ATP
ঘ. ২৪টি ATP
৩৭. পাইরুভিক এসিড জারিত হয়ে তৈরি করে-
ক. ক্রেবস চক্র, CO2
খ. অ্যাসিটাইল, Co-A
গ. CO2, H2O
ঘ. ল্যাকটিক এসিড
৩৮. Biological coin এর বাংলা কী?
ক. জীব মুদ্রা
খ. জৈব মুদ্রা
গ. অজৈব মুদ্রা
ঘ. শক্তি মুদ্রা
৩৯. পানিতে বিদ্যমান CO2 এর পরিমাণ কত?
ক. ০.০৩%
খ. ৩.০%
গ. ০.৩%
ঘ. ৩৩%
৪০. কোনটি C3 উদ্ভিদের উদাহরণ?
ক. ভুট্টা
খ. ইক্ষু
গ. ডাঁটা
ঘ. আম
৪১. গ্লাইকোলাইসিসে কয়টি ATP উৎপন্ন হয়?
ক. ৪
খ. ৮
গ. ৬
ঘ. ১৮
৪২. ক্যালভিন চক্রে অস্থায়ী যৌগ কী তৈরি হয়?
ক. অ্যামাইনো এসিড
খ. 3 ফসফোগ্লিসারিক এসিড
গ অক্সালো এসিটিক এসিড
ঘ. কিটো এসিড
৪৩. গ্লুকোজ জারণের ফলে সৃষ্ট পদার্থ হলো-
ক. কিটো এসিড
খ. পাইরুভিক এসিড
গ. অ্যাসিটাল কো-A
ঘ. FADH 2
৪৪. পাইরুভিক এসিডের সংকেত কোনটি?
ক. C3H4O3
খ. C3H4O5
গ. C2H4O3
ঘ. C3H4O2
৪৫. C4 উদ্ভিদ নয় কোনটি?
ক. আখ
খ. ভুট্টা
গ. ক্যাকটাস
ঘ. অ্যামারান্থাস
৪৬. সবুজ উদ্ভিদে CO2 বিজারণের কয়টি গতি পথ শনাক্ত করা হয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪৭. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?
ক. অজৈব লবণ
খ. পানি
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. অক্সিজেন
৪৮. শ্বসন ক্রিয়ায় উৎপন্ন হয় –
i. পানি
ii. ৩৮ ATP
iii. গ্লুকোজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্য থেকে প্রশ্নের উত্তর দাও :
C6H12O6 A, 2C2H5OH + 2CO2 + শক্তি
৪৯. বিক্রিয়াটিতে A হলো-
ক. এনজাইম
খ. হরমোন
গ. সূর্যালোক
ঘ. ক্লোরোফিল
৫০. বিক্রিয়াটি যে ধরনের জীবে ঘটে—
i. ইস্ট
ii. শৈবাল
iii. ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post