এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য জীববিজ্ঞানের গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, জীববিজ্ঞান ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- খাদ্য পুষ্টি এবং পরিপাক।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের জীববিজ্ঞান বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর
১. উদ্ভিদের অত্যাবশকীয় উপাদান কোনটি?
ক. ফসফরাস
খ. ম্যাঙ্গানিজ
গ. ম্যাগনেসিয়াম
ঘ. জিংক
২. কোনটি উদ্ভিদের মাইক্রো উপাদান?
ক. ফসফরাস
খ. ম্যাঙ্গানিজ
গ. ম্যাগনেসিয়াম
ঘ. জিংক
৩. নিচের কোনটিতে সবচেয়ে বেশি পরিমাণ আমিষ রয়েছে?
ক. গরু ও খাসির মাংসে
খ. মসুর ডাল ও মুরগীর মাংসে
গ. ইলিশ ও চিংড়ী মাছে
ঘ. ডিম ও ছোলাতে
৪. সুষম খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত কত?
ক. ৪:২:১
খ. ৪:১:১
গ. ৪:১:২
ঘ. ৪:২:২
৫. কোন উপাদানটির অভাবে ডাইব্যাক রোগ হয়?
ক. নাইট্রোজেন
খ. ফসফরাস
গ. সালফার
ঘ. ম্যাগনেসিয়াম
৬. মিশ্র আমিষে কত প্রকার আবশ্যকীয় অ্যামাইনো এসিড পাওয়া যায়?
ক. ৫ প্রকার
খ. ৬ প্রকার
গ. ৭ প্রকার
ঘ. ৮ প্রকার
৭. কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়?
ক. ভিটামিন-এ
খ. ভিটামিন-বি১২
গ. ভিটামিন-সি
ঘ. ভিটামিন-ডি
৮. রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
ক. এ
খ. বি
গ. সি
ঘ. ডি
৯. উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য ম্যাক্রো উপাদান কোনগুলো?
ক. N, Cu, Mo
খ. N, Ca, Mg
গ. Mn, B, Cl
ঘ. C, B, N
১০. উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে?
ক. নাইট্রোজেন
খ. ক্যালসিয়াম
গ. ক্লোরিন
ঘ. অক্সিজেন
১১. ইউরিক এসিড কোথায় তৈরি হয়?
ক. যকৃতে
খ. দেহকোষে
গ. রেনাল ধমনিতে
ঘ. বৃক্কে
১২. আমিষে শতকরা কতভাগ নাইট্রোজেন থাকে?
ক. ২০
খ. ১৮
গ. ১৭
ঘ. ১৬
১৩. মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের?
ক. ৪
খ. ৩
গ. ২
ঘ. ১
১৪. আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কতভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার?
ক. ২৫
খ. ২০
গ. ১৫
ঘ. ১০
১৫. একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের শতকরা কতভাগ পানি থাকা প্রয়োজন?
ক. ২০-৪০
খ. ৩০-৫০
গ. ৪৫-৬০
ঘ. ৫৫-৭০
১৬. উদ্ভিদ মাটি থেকে ম্যাগনেসিয়াম কী অবস্থায় শোষণ করে?
ক. Mg
খ. Mg
গ. Mg
ঘ. Mg
১৭. নিচের কোনটি পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে?
ক. ম্যাগনেসিয়াম
খ. বোরন
গ. কার্বন
ঘ. পটাশিয়াম
১৮. ডিমের প্রতি ১০০ গ্রামে কি পরিমাণ চর্বি থাকে?
ক. ১৩.৩ গ্রাম
খ ২.৬ গ্রাম
গ. ০.৬ গ্রাম
ঘ. ০.৪ গ্রাম
১৯. সিগেলা নামক ব্যাকটেরিয়া আক্রমণে কোন রোগটি হয়?
ক. কোষ্ঠকাঠিন্য
খ. আমাশয়
গ. গ্যাস্ট্রিক আলসার
ঘ. ডায়রিয়া
২০. কোনটি রসায়ন গবেষণাগার?
ক. যকৃত
খ. পাকস্থলি
গ. অগ্ন্যাশয়
ঘ. ক্ষুদ্রন্ত্র
২১. নিচের কোনটিতে নাইট্রোজেন থাকে?
ক. শর্করা
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. ভিটামিন
২২. এক কিলোক্যালরি কত মেগাজুলের সমান?
ক. ০.০০০৪১৮
খ. ০.০০৪১৮
গ. ০.০৪১৮
ঘ. ৪১৮০
২৩. কায়িক শ্রমের মাধ্যমে মানুষ শতকরা কতভাগ শক্তি পায়?
ক. ৫-১০%
খ. ১০-১৫%
গ. ১০-২০%
ঘ. ২০-৩০%
২৪. সাব-ম্যাক্সিলারি লালাগ্রন্থির অবস্থান কোথায়?
ক. কানের সামনে
খ. কানের নিচে
গ. চোয়ালের নিচে
ঘ. চিবুকের নিচে
২৫. সুপারবীটের কাণ্ডের বৃদ্ধির জন্য নিম্নের কোনটি প্রয়োজন?
ক. Na
খ. K
গ. CI
ঘ. F
২৬. গোল আলুর কোন অংশে খাদ্য জমে থাকে?
ক. মূল
খ. কাণ্ড
গ. পাতা
ঘ. ফল
২৭ . অস্থিবন্ধনীর ইলাস্টিন মূলত কী?
ক. আমিষ
খ. তরুণাস্থি
গ. স্নায়ু
ঘ. রক্তজালক
২৮. কোলেস্টেরল কোন গ্রন্থির হরমোন তৈরি করে?
ক. প্যারোটিড
খ. থাইরয়েড
গ. প্যারাথাইরয়েড
ঘ. অ্যাডরেনাল
২৯. বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনে অত্যাবশকীয় উপাদান কোনটি?
ক. মলিবডেনাম
খ. ম্যাঙ্গানিজ
গ. ম্যাগনেসিয়াম
ঘ. জিংক
৩০. কোন উদ্ভিদে শোষণ ঘটে?
ক. রোহিনী
খ. শৈবাল
গ. রাইজোবিয়াম
ঘ. স্বর্ণলতা
৩১. অণুচক্রিকা নিচের কোন রাসায়নিক দ্রব্যটি নিঃসরণ করে?
ক. প্রোথ্রম্বিন
খ. থ্রম্বোপ্লাস্টিন
গ. ফাইব্রিনোজেন
ঘ. ফাইব্রিন
৩২. পিত্তলবণের সংস্পর্শে কোন পদার্থ সাবান ফেনার মতো পরিণত হয়?
ক. ভিটামিন
খ. স্নেহ
গ. আমিষ
ঘ. শর্করা
৩৩. কোন উদ্ভিদের পত্ররন্দ্র রাতে খোলা ও দিনে বন্ধ থাকে?
ক. জলজ উদ্ভিদ
খ. শাল বৃক্ষ
গ. পাতাবিহীন উদ্ভিদ
ঘ. রসালো পাতাবিশিষ্ট উদ্ভিদ
৩৪. কিটোসিস রোগের কারণ কী?
ক. লিপিডের বিপাক
খ. প্রোটিনের বিপাক
গ. শর্করার বিপক
ঘ. রোমোনের কার্যকারিতা
৩৫. যকৃতে কতটি অসম্পূর্ণ খণ্ড রয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩৬. নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে কোন উপাদান?
ক. মিউসিন
খ. টায়ালিন
গ. হাইড্রোক্লোরিক এসিড
ঘ. পিত্তলবণ
৩৭. কোথায় অ্যাপেনডিক্স থাকে?
ক. ক্ষুদ্রান্তে
খ. বৃহদন্তে
গ. পাকস্থলিতে
ঘ. গলবিলে
৩৮. মানুষের কয়জোড়া লালাগ্রন্থি রয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩৯. ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদে-
i. সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটে
ii. ক্লোরোফিল সংশ্লেষিত হয় না
iii. মূলের বর্ধন ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪০. সালফারের অভাবে-
i. পাতায় ক্লোরোসিস হয়
ii. ডাইব্যাক রোগ সৃষ্টি হয়
iii. কাণ্ড খসখসে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও
ii খ. i ও iii
গ. ii ও
iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য পুষ্টি উপাদানগুলো অত্যন্ত প্রয়োজনীয়। ৬০টি অজৈব উপাদানের মধ্যে কিছু অত্যাবশ্যকীয় উপাদান রয়েছে।
৪১. উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কয়টি অত্যাবশ্যকীয় উপাদান রয়েছে?
ক. ৮টি
খ. ১০টি
গ. ১৬টি
ঘ. ১৪টি
৪২. অত্যাবশ্যকীয় উপাদানগুলোর মধ্যে রয়েছে—
i. C
ii. B
iii. Mg
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post