এসএসসি ২০২৬ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য জীববিজ্ঞানের গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- জীবে পরিবহন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের জীববিজ্ঞান বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
এসএসসি ২০২৬ জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর
১. কোন প্রক্রিয়ায় উদ্ভিদে খনিজ পদার্থ পাশের কোষে স্থানান্তরিত হয়?
ক. প্রস্বেদন
খ. শ্বসন
গ. ব্যাপন
ঘ. অভিস্রবণ
২. কোন বিজ্ঞানী প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নাম দেন?
ক. কার্টিস
খ. ম্যাসম
গ. লিনিয়াস
ঘ. লুন্ডোগার্ড
৩. রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ?
ক. A এবং Rh+
খ. B এবং Rh-
গ. O এবং Rh-
ঘ. O এবং Rh+
৪. প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?
ক. ৬০%
খ. ৭০%
গ. ৮০%
ঘ. ৯০%
৫. ধমনীর প্রাচীর কয় স্তরবিশিষ্ট?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
৬. সুস্থ অবস্থায় হাতের কবজিতে পালস্ এর মান প্রতি মিনিটে কত?
ক. ৬০
খ. ৭০
গ. ৮০
ঘ. ৯০
৭. একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
৮. রক্ত কোষের ক্যান্সারকে কী বলে?
ক. অ্যানজিনা
খ. নিউমোনিয়া
গ. অস্টিওপোরেসিস
ঘ. লিউকোমিয়া
৯. পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?
ক. দেহকোষ
খ. প্যারেনকাইমা
গ. রক্ষীকোষ
ঘ. সঙ্গীকোষ
১০. বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কোনটির জন্য?
ক. অভিসরণ
খ. ব্যাপন
গ. ইমবাইবিশন
ঘ. প্রস্বেদন
১১. ক্যালোজ কখন গলে যায়?
ক. বসন্তকালে
খ. শীতকালে
গ. গ্রীষ্মকালে
ঘ. বর্ষাকালে
১২. কোনটি রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়?
ক. ব্যাপন
খ. অভিস্রবণ
গ. শোষণ
ঘ. প্রস্বেদন
১৩. স্ট্রোক শরীরের কোন অংশে হয়?
ক. মস্তিষ্কে
খ. মেরুদণ্ডে
গ. হৃৎপিণ্ডে
ঘ. বক্ষদেশে
১৪. উদ্ভিদের পাতা থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যায় কোন প্রক্রিয়ায়?
ক. প্রস্বেদন
খ. শ্বসন
গ. ব্যাপন
ঘ. অভিস্রবণ
১৫. সাধারণত রক্তের কতভাগ রক্তরস?
ক. ৫৫
খ. ৬০
গ. ৬৫
ঘ. ৭০
১৬. রক্তের গ্রুপ কয়টি?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
১৭. মানবদেহে কয় ধরনের এন্টিজেন থাকে?
ক. ৪ ধরনের
খ. ৫ ধরনের
গ. ২ ধরনের
ঘ. ৩ ধরনের
১৮. A ও B অ্যান্টিজেন কোনটিতে উপস্থিত?
ক. RBC
খ. প্লাজমা
গ. সাইটোপ্লাজম
ঘ. WBC
১৯. কোন খাদ্যটিতে অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে না?
ক. রুটি
খ. গবাদিপশুর যকৃত
গ. মাখন
ঘ. ঝিনুক
২০. এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?
ক. হিমোগ্লোবিন
খ. শ্বেত রক্তকণিকা
গ. অণুচক্রিকা
ঘ. প্লেটলেটস
২১. জাইলেম ও ফ্লোয়েম একত্রে কী গঠন করে?
ক. ফাইবার
খ. পেরিসাইকেল
গ. বান্ডল সিথ
ঘ. ভাসকুলার বান্ডল
২২. ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে?
ক. মূলে
খ. কাণ্ডে
গ. ফলে
ঘ. পাতায়
২৩. রক্তের উপাদান কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৪. উদ্ভিদে CO2 বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৫. ট্রাকিয়া বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। প্রত্যেকটিকে কী বলে?
ক. অনুক্লোম শাখা
খ. গলনালি
গ. ব্রংকাস
ঘ. অ্যালভিওলাস
২৬. মানুষের রক্তের লোহিতকণিকায় কয় ধরনের এন্টিজেন বিদ্যমান?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৭. B গ্রুপের রক্তের রক্তরসে কোন এন্টিবডি পাওয়া যায়?
ক. a
খ. b
গ. A
ঘ. B
২৮. কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে?
ক. আমিষ
খ. স্নেহ
গ. শর্করা
ঘ. খনিজ লবণ
২৯. কোষ রসের আহরণ কিসের মাধ্যমে হয়?
ক. ভেসেল
খ. সিভনল
গ. ট্রাকিড
ঘ. ফ্লোয়েম ফাইবার
৩০. রক্ত কোষ কয় ধরনের প্রোটিন দ্বারা তৈরি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩১. ট্রাইকাসপিড বাল্ব খুলে গেলে CO2 সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে?
ক. ডান নিলয়ে
খ. বাম নিলয়ে
গ. বাম অলিন্দে
ঘ. ডান অলিন্দে
৩২. রক্তের গ্রুপ জানা না থাকলে সাধারণত কোন গ্রুপ নিরাপদ?
ক. O এবং Rh-
খ. O এবং Rh+
গ. A এবং Rh-
ঘ. A এবং Rh+
৩৩. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে কোনটি?
ক. জাইলেম
খ. ভাজক টিস্যু
গ. পত্ররন্ধ্র
ঘ. ফ্লোয়েম
৩৪. বড় উদ্ভিদের পাতায় পানি পৌঁছায় কিসের মাধ্যমে?
ক. ট্রাকিড
খ. ভেসেল
গ. সিভনল
ঘ. সঙ্গীকোষ
৩৫. ব্যাপন ঘটে—
i. পাতার মেসোফিল টিস্যুতে
ii. ঘরের কোণায় সুগন্ধি ঢেলে দিয়ে
iii. অর্ধভেদ্য পর্দার এপাশ থেকে ওপাশে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
বিপ্লব গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। প্রচুর রক্তক্ষরণরত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। খুব তাড়াতাড়ি তাকে বিশেষ প্রক্রিয়ায় রক্ত দেয়া হয়। তার ব্লাড গ্রুপ জানা ছিল না।
৩৬. যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে তার নাম কী?
ক. রক্ত সংযোজন
খ. রক্ত সংবহন
গ. রক্ত প্রতিস্থাপন
ঘ. রক্ত সঞ্চালন
৩৭. উক্ত অবস্থাতে তাকে কোন গ্রুপের রক্ত দেওয়া নিরাপদ?
ক. A
খ. B
গ. AB
ঘ. O
এসএসসি-২০২৬ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৬ জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post