এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য জীববিজ্ঞানের গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, জীববিজ্ঞান ৭ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- গ্যাসীয় বিনিময়।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের জীববিজ্ঞান বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
এসএসসি ২০২৪ জীববিজ্ঞান ৭ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর
১. ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম কী?
ক. প্লুরা
খ. পেরিকার্ডিয়াম
গ. টেরিটোনিয়াম
ঘ. মেনিনজেস
২. ব্রঙ্কাস কোন তন্ত্রের অংশ?
ক. রেচন
খ. স্নায়ু
গ. জনন
ঘ. শ্বসন
৩. যক্ষ্মারোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কী?
ক. Streptococcus pneumonia
খ. Mycobacterium tuberculosis
গ. Vibrio cholerae
ঘ. Amoeba proteus
৪. কোনটির সংক্রমণে ব্রঙ্কাইটিস হয়?
ক. ছত্রাক
খ. ভাইরাস
গ. ব্যাকটেরিয়া
ঘ. প্রোটোজোয়া
৫. নিউমোকক্কাস নিচের কোনটির অন্তর্ভুক্ত?
ক. ব্যাকটেরিয়া
খ. প্রোটোজোয়া
গ. ভাইরাস
ঘ. ছত্রাক
৬. নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়?
ক. যক্ষ্মা
খ. নিউমোনিয়া
গ. হাঁপানী
ঘ. ব্রঙ্কাইটিস
৭. কোনটি নিউমোনিয়ার জন্য দায়ী?
ক. ভাইরাস
খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া
ঘ. প্রোটোজোয়া
৮. Pneumococcus এর আক্রমণের সাথে কোন লক্ষণ জড়িত?
ক. জন্ডিস দেখা দিবে
খ.ওজন কমতে থাকে
গ. পেটের পীড়া দেখা দেয়
ঘ. ফুসফুসে শ্লেষ্মা জমে
৯. কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক
ঘ. প্রোটোজোয়া
১০. কোনটি পরিবেশে পুনরায় ফিরে আসে না?
ক. পানি
খ. কার্বন
গ. শক্তি
ঘ. নাইট্রোজেন
১১. ডায়াফ্রাম কোন তন্ত্রের অংশ?
ক. রেচন
খ. পরিপাক
গ. শ্বসন
ঘ. স্নায়ু
১২. সিউজেস্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়?
ক. রেচনতন্ত্রে
খ. পরিপাকতন্ত্রে
গ. স্নায়ুতন্ত্রে
ঘ. শ্বসনতন্ত্রে
১৩. শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP উৎপন্ন হয়?
ক. ৪
খ. ৮
গ. ১২
ঘ. ১৮
১৪. রোটা ভাইরাসের আক্রমণে কোন রোগ হয়?
ক. জন্ডিস
খ. নিউমোনিয়া
গ. ডায়রিয়া
ঘ. যক্ষ্মা
১৫. খাদ্য প্রস্তুত বাধাপ্রাপ্ত হলে উদ্ভিদের কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে?
ক. ব্যাপন
খ. ইমবাইবিশন
গ. প্রস্বেদন
ঘ. শ্বসন
১৬. উদ্ভিদে রাত-দিন নিম্নোক্ত যে গ্যাসীয় উপাদানটি তৈরি হয়-
ক. CO2
খ. CO
গ. O2
ঘ. C3
১৭. শ্বসনের হার কোথায় বেশি?
ক. মূল ও কাণ্ডের অগ্রভাগে
খ. মূলের শেষভাগে
গ. পাতার নিম্নপৃষ্ঠে
ঘ. ভ্রূণে
১৮. রং শনাক্তকারী একটি পিগমেন্টের অভাবে পার্থক্য করা যায় না-
ক. লাল, নীল
খ. নীল, হলুদ
গ. হলুদ, সবুজ
ঘ. সবুজ, লাল
১৯. বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ-
ক. ০.০৩৩ ভাগ
খ. ২.৯৫ ভাগ
গ. ২০.৯৫ ভাগ
ঘ. ৭৮.০২ ভাগ
২০. শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?
ক. ২০-২২° C
খ. ২৫-৩০° C
গ. ৩০-৪০° C
ঘ. ২০-৪৫° C
২১. স্বরযন্ত্রের ইংরেজি রূপ কোনটি?
ক. Pharynx
খ. Larynx
গ. Trachea
ঘ. Nasal cabity
২২. ডিডিটি কোথায় ব্যবহার করা হয়?
ক. আইসক্রিমে
খ. শুঁটকিতে
গ. পানীয়তে
ঘ. শাকসবজিতে
২৩. কোষে খাদ্যের কোন বিক্রিয়ার ফলে CO2 তৈরি হয়?
ক. জারণ
খ. বিজারণ
গ. সংযোজন
ঘ. প্রতিস্থাপন
২৪. উদ্ভিদে কোনটির মাধ্যমে গ্যাসীয় উপাদান বিনিময় হয়?
ক. মূলরোম
খ. পত্ররন্ধ্র
গ. কিউটিকল
ঘ. পাতা
২৫. কোনটিতে স্বরযন্ত্র দেখা যায়?
ক. গ্লটিস
খ. ল্যারিংস
গ. এপিগ্লটিস
ঘ. ট্রাকিয়া
২৬. কোনটি গ্যাসীয় উপাদান?
ক. অক্সিন
খ. সাইটোকাইনিন
গ. IAA
ঘ. ইথিলিন
২৭. খাদ্য প্রস্তুতে বাধাগ্রস্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে?
ক. শ্বসন
খ. প্রস্বেদন
গ. অভিস্রবণ
ঘ. ব্যাপন
২৮. ফুসফুসের কৈশিক নালিকার গাত্র কিরূপ?
ক. পুরু
খ. পাতলা
গ. মোটা
ঘ. খাট
২৯. শ্বসনের সময় O2 কোন প্রক্রিয়ার মাধ্যমে কোষের মধ্যে প্রবেশ করে?
ক. ব্যাপন
খ. অভিস্রবণ
গ. ইমবাইবিশন
ঘ. অন্তঃঅভিস্রবণ
৩০. শ্বসন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী অঙ্গের সমষ্টিকে কী বলে?
ক. পরিপাকতন্ত্র
খ. শ্বসনতন্ত্র
গ. ব্যাপন
ঘ. রেচনতন্ত্র
৩১. কোন মাছ খেলে এলার্জি হয়?
ক. চিড়ি
খ. রুই
গ. কৈ
ঘ. কাতল
৩২. নিচের কোন বস্তুটি ফুসফুসে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী?
ক. আয়রন
খ. এ্যাসবেস্টস
গ. জিংক
ঘ. ম্যাগনেসিয়াম
৩৩. স্নায়ুবিক উত্তেজনার কারণে সংকুচিত হয়-
i. পিঞ্জরাস্থির মাংসপেশী
ii. বক্ষগহ্বর
iii. মধ্যচ্ছদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৪. রাতের বেলা উদ্ভিদে-
i. কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়
ii. অক্সিজেন উৎপন্ন হয়
iii. শ্বসন প্রক্রিয়া চালু থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
নাসিকা ছিদ্র থেকে গলবিল পর্যন্ত শ্বসনতন্ত্রের অংশটি লোমাবৃত ও পাতলা পর্দা দ্বারা আবৃত। শ্বাস-প্রশ্বাসের সময় এরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩৫. উদ্দীপকে উল্লিখিত অংশটির নাম কী?
ক. নাসারন্ধ্র
খ. নাসাপথ
গ. স্বরযন্ত্র
ঘ. শ্বাসনালি
৩৬. উদ্দীপকে উল্লিখিত লোম ও পর্দার কাজ-
i. প্রশ্বাসের বায়ুকে বিশুদ্ধ করা
ii. গ্যাসীয় আদান প্রদান ঘটানো
iii. ঠাণ্ডা বাতাসের ক্ষতি থেকে ফুসফুসের রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ জীববিজ্ঞান ৭ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post