এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য জীববিজ্ঞানের গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, জীববিজ্ঞান ৮ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- মানব রেচন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের জীববিজ্ঞান বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ৮ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর
১. মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে?
ক. ইউরিয়া
খ. ইউরোক্রোম
গ. ইউরিক এসিড
ঘ. ক্রিয়েটেনিন
২. বৃক্কের অবতল অংশের ভাঁজকে কী বলে?
ক. পেলভিস
খ. ইউরেটর
গ. পিরামিড
ঘ. হাইলাস
৩. একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র ত্যাগ করে?
ক. ১.৩
খ. ১.৪
গ. ১.৫
ঘ. ১.৬
৪. একটি রেনাল করপাসল-এ কয়টি অংশ থাকে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৫. বৃক্কের একক কী?
ক. পেলভিস
খ. পিড়কা
গ. নেফ্রন
ঘ. হাইলাস
৬. কিডনি বিকল হলে রক্তে কোনটির পরিমাণ বৃদ্ধি পায়?
ক. অ্যামাইনো এসিড
খ. ইউরিক এসিড
গ. বিভিন্ন ধরনের লবণ
ঘ. ক্রিয়েটিনন
৭. প্রতিটি বৃক্কে কতটি নেফ্রন থাকে?
ক. ৮ লক্ষ
খ. ১০ লক্ষ
গ. ১৫ লক্ষ
ঘ. ২০ লক্ষ
৮. অস্থিতন্ত্রের অংশগুলোকে সংযুক্ত করে কোনটি?
ক. তরুনাস্থি
খ. অস্থিসন্ধি
গ. লিগামেন্ট
ঘ. টেনডন
৯. ডায়ালাইসিস টিউবটি যে তরলের মধ্যে ডুবানো থাকে তার গঠন কিরূপ?
ক. লসিকা রসের মতো
খ. প্রোটোপ্লাজমের মতো
গ. ইনসুলিন হরমোনের মতো
ঘ. রক্তের প্লাজমার মতো
১০. কিডনি সংযোজন কয়ভাবে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১১. কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলেস্টেরল ব্যবহৃত হয়?
ক. পিটুইটারি
খ. থাইরয়েড
গ. ল্যাঙ্গারহ্যান্স
ঘ. অ্যাডরেনাল
১২. বৃক্কের প্রতিটি ইউরিনিফেরাস নালিকা প্রধান কতটি অংশে বিভক্ত?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৩. ঘনাকার আবরণী টিস্যুর কাজ কোনটি?
ক. ছাঁকন
খ. পরিবহন
গ. পরিশোষণ
ঘ. খাদ্য সঞ্চয়
১৪. নিচের কোনটি রেনাল টিউব্যুলের অংশ নয়?
ক. বোম্যান্স ক্যাপসুল
খ. গোড়াদেশীয় প্যাচানো নালিকা
গ. হেনলির লুপ
ঘ. প্রান্তীয় প্যাচানো নালিকা
১৫. কোনটি পেলভিক গার্ডল এর অস্থি?
ক. স্ক্যাপুলা
খ. স্টার্নাম
গ. পিউবিস
ঘ. ম্যাক্রাম
১৬. নেফ্রনে কোন পদার্থটি ছাঁকনির মতো কাজ করে?
ক. রেনাল টিউব্যুল
খ. বোম্যান্স ক্যাপসুল
গ. গ্লোমেরুলাস
ঘ. হেনলির লুপ
১৭. বৃক্কের বাইরের ক্যাপসুল সংলগ্ন অংশকে বলে-
ক. মেডুলা
খ. কর্টেক্স
গ. প্যাপিলা
ঘ. পেলভিস
১৮. সাধারণত মেডুলায় কয়টি রেনাল পিরামিড থাকে?
ক. ৮ – ১২টি
খ. ৮ – ১৪টি
গ. ১০ -১৫টি
ঘ. ১২ – ১৬টি
১৯. হাইলাসের ভেতর দিয়ে প্রবেশ করে-
ক. রেনাল শিরা
খ. লসিকা নালি
গ. ইউরেটার
ঘ. রেনাল ধমনি
২০. কোনটি মূত্রের রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ?
ক. হিমোগ্লোবিন
খ. ইউরোক্রোম
গ. অ্যান্থোসায়ানিন
ঘ. প্রোটিন
২১. ডায়ালাইসিস টিউবের বৈশিষ্ট্য কোনটি?
ক. ভেদ্য পর্দা
খ. বৈষম্যভেদ্য পর্দা
গ. অভেদ্য পর্দা
ঘ. আংশিক বৈষম্যভেদ্য
২২. অ্যাফারেন্ট অ্যার্টারিওল কতটি কৈশিকনালিকা তৈরি করে?
ক. ৩০টি
খ. ৪০টি
গ. ৫০টি
ঘ. ৬০টি
২৩. নিচের কোনটির কারণে মূত্রের রং হলুদ হয়?
ক. হিমোগ্লোবিন
খ. লিপোফিউসিন
গ. ইউরোক্রোম
ঘ. বিলিরুবিন
২৪. ইফারেন্ট অ্যার্টারিওল কোনটি থেকে সৃষ্টি হয়?
ক. রেনাল ধমনি
খ. হেপাটিক ধমনি
গ. রেনাল শিরা
ঘ. কৈশিক জালিকা
২৫. বৃক্কের পাথর অপসারণে ব্যবহৃত হয়-
i. ইউটেরোস্কোপিক
ii. আল্ট্রাসনিক লিথট্রিপসি
iii. অস্ত্রোপচার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৬. দেহের জন্য ক্ষতিকর ইউরিয়া-
i. রক্তের সাহায্যে যকৃতে যায়
ii. রক্তের সাহায্যে হৃৎপিণ্ডে যায়
iii. রক্তে পরিশোধিত হয়ে মূত্র হিসেবে দেহ থেকে বেরিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. A চিহ্নিত অংশটির নাম কী?
ক. পেলভিস
খ. মেডুলা
গ. ইউরেটার
ঘ. নেফ্রন
২৮. চিত্রটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. দুই ধরনের গঠন দেখা যায়
ii. অসংখ্য নেফ্রন নিয়ে গঠিত
iii. এর বাইরের দিকে অবতল ভেতরের দিকে উত্তল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ জীববিজ্ঞান ৮ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post