এসএসসি ২০২৬ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য জীববিজ্ঞানের গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, জীববিজ্ঞান ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- দৃঢ়তা প্রদান ও চলন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের জীববিজ্ঞান বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
এসএসসি ২০২৬ জীববিজ্ঞান ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর
১. অস্থির ভেতর শতকরা কতভাগ জৈব যৌগ থাকে?
ক. ৩০
খ. ৪০
গ. ৫০
ঘ. ৬০
২. তরুণাস্থি কোন তন্তুময় যোজক কলা দ্বারা পরিবেষ্টিত?
ক. পেরিটোনিয়াম
খ. পেরিসিলিয়াম
গ. পেরিকার্ডিয়াম
ঘ. পেরিকন্ড্রিয়াম
৩. কোনটি গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. অস্থি
খ. পেশি
গ. লিগামেন্ট
ঘ. টেনডন
৪. অস্টিওপোরেসিস কিসের অভাবজনিত রোগ?
ক. নাইট্রোজেন
খ. ক্যালসিয়াম
গ. জিংক
ঘ. সালফার
৫. অস্থির ভেতর শতকরা কত ভাগ অজৈব যৌগ থাকে?
ক. ৭০
খ. ৬০
গ. ৫০
ঘ. ৪০
৬. তরুণাস্থি অস্থির ন্যায় শক্ত নয় কেন?
ক. নরম ও স্থিতিস্থাপক বলে
খ. নরম বলে
গ. নরম ও স্থিতিস্থাপক নয় বলে
ঘ. যোজক কলা বলে
৭. কোনটি ঈষৎ সচল অস্থি সন্ধি?
ক. মেরুদণ্ডের অস্থি সন্ধি
খ. করোটিকা
গ. কব্জা সন্ধি
ঘ. বল ও কোটর সন্ধি
৮. দুই বা ততোধিক অস্থি ও সংযোগস্থলকে কী বলে?
ক. টেনডন
খ. লিগামেন্ট
গ. তরুনাস্থি
ঘ. কবজি সন্ধি
৯. অস্থির গঠন ও দৃঢ়তার জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. পটাসিয়াম
খ. ফসফরাস
গ. আয়োডিন
ঘ. ক্যালসিয়াম
১০. অস্থিসমূহ পরস্পরের সাথে কোনটির মাধ্যমে যুক্ত থাকে?
ক. লিগামেন্ট
খ. টেন্ডন
গ. ইলাস্টিন
ঘ. কন্ড্রিয়ন
১১. তরুণাস্থির আবরণ হলো—
ক. পেরিকার্ডিয়াম
খ. ভ্ৰূণথলি
গ. পেরিটোনিয়াম
ঘ. পেরিকন্ড্রিয়াম
১২. পেকটোরাল গার্ডলের অস্থি কোনটি?
ক. ম্যান্ডিবল
খ. ক্লাভিকল
গ. স্যক্রাম
ঘ. প্যাটেলা
১৩. টিবিও ফিবুলা কিসের অস্থি?
ক. হাতের
খ. পায়ের
গ. শ্রোণি অঞ্চলের
ঘ. বক্ষ অঞ্চলের
১৪. পীত বর্ণের তত্তুর সংখ্যা বেশি—
ক. টেন্ডনে
খ. লিগামেন্টে
গ. ট্রাইসেপসে
ঘ. বাইসেপসে
১৫. হাতের কনুই কোন ধরনের অস্থিসন্ধির উদাহরণ?
ক. ঈষৎ সচল অস্থিসন্ধি
খ. নিশ্চল অস্থিসন্ধি
গ. বল ও কোটরসন্ধি
ঘ. কব্জি সন্ধি
১৬. কন্ড্রিনের মাঝে দৃশ্যমান গহ্বরের নাম কী?
ক. সাইনোভিয়াল
খ. কন্ড্রিয়াম
গ. ল্যাকিউনি
ঘ. কন্ডিওসাইট
১৭. অস্থিবন্ধনীর ইলাস্টিন মূলত কী?
ক. আমিষ
খ. তরুণাস্থি
গ. স্নায়ু
ঘ. রক্তজালক
১৮. কনুই সোজা করতে হলে কোনটি প্রসারিত হয়?
ক. রেডিয়াস
খ. আলনা
গ. বাইসেপস
ঘ. ট্রাইসেপস
১৯. অস্থিতে কোন খনিজ লবণ সঞ্চিত থাকে?
ক. ম্যাগনেসিয়াম
খ. ক্যালসিয়াম
গ. সালফার
ঘ. আয়রন
২০. যোজক কলার রূপান্তরিত রূপ কোনটি?
ক. পেশিকলা
খ. অস্থি
গ. রূপান্তরিত কলা
ঘ. আবরণী কলা
২১. অস্টিওপোরেসিস কোনটির অভাবে হয়?
ক. সোডিয়াম
খ. ম্যাগনেসিয়াম
গ. পটাসিয়াম
ঘ. ক্যালসিয়াম
২২. আমাদের দেহে হাঁড়ের সংখ্যা কতটি?
ক. ২০৬
খ. ২০০
গ. ১০০
ঘ. ৩৩
২৩. কোন বন্ধনীর মাধ্যমে একটি অস্থি অন্য অস্থির সাথে যুক্ত থাকে?
ক. লিগামেন্ট
খ. টেন্ডন
গ. তরুণাস্থি
ঘ. প্রোটিন
২৪. পূৰ্ণ সচল অস্থি অন্ধি-
ক. করোটিকা অস্থিসন্ধি
খ. মেরুদণ্ডের অস্থিসন্ধি
গ. কবজা সন্ধি
ঘ. পিঞ্জর সন্ধি
২৫. তরুণাস্থি কোষগুলো থেকে কী নিঃসৃত হয়?
ক. অস্ট্রিন
খ. কন্ড্রিন
গ. লিগামেন্ট
ঘ. টেনডন
২৬. লিগামেন্টের তন্তুগুলো ইলাস্টিক নামক – দ্বারা তৈরি?
ক. শর্করা
খ. আমিষ
গ. চর্বি
ঘ. ভিটামিন
২৭. কোলেনকাইমা টিস্যুর কাজ-
ক. দৃঢ়তা প্রদান
খ. দেহ গঠন
গ. খাদ্য সঞ্চয়
ঘ. খাদ্য পরিবহন
২৮. তরুণাস্থির মাতৃকা কোনটি দিয়ে গঠিত?
ক. কন্ড্রিওসাইট
খ. কন্ড্রিন
গ. পেরিকন্ড্রিয়াম
ঘ. ল্যাকিউনি
২৯. অস্টিওপোরেসিস হওয়ার লক্ষণ হলো-
i. পেশির শক্তি কমতে থাকে
ii. গিঁট ফুলে যায়
iii. অস্থিতে ব্যথা অনুভব হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. আর্থ্রাইটিস এর প্রতিকার হলো—
i. হালকা ব্যায়াম করা
ii. স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করা
iii. সঠিক চিকিৎসা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
৬৫ বছরের সালেহা বেগম কোমরের ব্যথার জন্য তেমন কাজ করতে পারেন না। চিকিৎসক বলেছেন তার শরীরে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরেসিস রোগ হয়েছে।
৩১ . সালেহা বেগমের উক্ত রোগের লক্ষণ কোনটি?
ক. অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া
খ. অক্ষির পুরুত্ব বেড়ে যাওয়া
গ. অস্থির ঘনত্ব বেড়ে যাওয়া
ঘ. পেশি শক্তি বাড়তে থাকা
৩২. সালেহা বেগমের উক্ত রোগের প্রতিরোধের উপায় হচ্ছে-
i. রাফেজযুক্ত খাবার খাওয়া
ii. অলস সময় জীবন পরিহার করা
iii. ভিটামিন ডি কম খাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৬ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৬ জীববিজ্ঞান ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post