দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর : প্রাণীদেহের যেসব গ্রাহক অঙ্গ পরিবেশ থেকে বিশেষ উদ্দীপনা গ্রহণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায় তাদের জ্ঞানেন্দ্রিয় বলে। উদাহরণ- চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক হলো পঞ্চইন্দ্রিয়।
ট্রপিক চলন-উদ্দীপকের উৎসের দিকে বা গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক বা দিগনির্ণীত চলন বলে। এটি প্রধানত তিন প্রকারের।
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
শূন্যস্থান পূরণ করো
১. অ্যামিবার গমন পদ্ধতি হল ______ ।
উত্তর : অ্যামিবয়েড
২. পাখির উড্ডয়ন দু-প্রকার ______ ও ______ ।
উত্তর : ফ্ল্যাপিং, গ্লাইডিং
৩. ক্ষণপদ ______ গমন অঙ্গ ।
উত্তর : অ্যামিবার
৪. অস্থিসন্ধিগুলি ______ বন্ধনি দ্বারা আবদ্ধ থাকে ।
উত্তর : লিগামেন্ট
৫. ______ নামক প্রাণী গমনে অক্ষম ।
উত্তর : স্পঞ্জ
৬. হরমোনকে _______ সমম্বায়ক বলে।
উত্তর : রাসায়নিক
৭. উদ্ভিদ হরমোন _______ কলা থেকে উৎপন্ন হয় ।
উত্তর : ভাজক
৮. ডাবের জল _______ হরমোন থাকে।
উত্তর : কাইনিন
৯. প্রাণী হরমোন _______ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ।
উত্তর : অনাল
১০. _______ একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন।
উত্তর : কাইনিন
১১. _______ হরমোন DNA রেপ্লিকেশন ত্বরান্বিত করে।
উত্তর : সাইটোকাইনিন
১২. _______ হরমোন ক্লোরোফিল বিনষ্টিকরণ বিলম্বিত করে।
উত্তর : সাইটোকাইনিন
১৩. _______ একটি গ্যাসীয় হরেমান।
উত্তর : ইথিলিন
১৪. _______ এটি স্টেরয়েড হরমোন।
উত্তর : ইস্ট্রোজেন
১৫. _______ একটি গ্লাইকোপ্রোটিন হরমোন।
উত্তর : FSH
২. বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
১. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন্ প্রাণীটিতে? –
ক. ব্যাং
খ. সাপ
গ. কেঁচো
ঘ. মাছ
উত্তর : ঘ. মাছ
২. বল ও সকেট সন্ধির উদাহরণ হল –
ক. হাঁটু সন্ধি
খ. কনুই সন্ধি
গ. ঊরু সন্ধি
ঘ. করোটির অস্থি সন্ধি
উত্তর : গ. ঊরুসন্ধি
৩. হাতের বাইসেপস পেশি হল –
ক. ফ্লেক্সর পেশি
খ. এক্সটেনসর পেশি
গ. অ্যাবডাক্টর পেশি
ঘ. অ্যাডাক্টর পেশি
উত্তর : ক. ফ্লেক্সর পেশি
৪. কোনটি রোটেটর পেশি?
ক. পাইরিফরমিস পেশি
খ. ফ্রেক্সর পেশি
গ. ডেলটয়েড পেশি
ঘ. মায়োটোম পেশি
উত্তর : ক. পাইরিফরমিস পেশি
৫. উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হল –
ক. কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা
খ. কাণ্ডের বৃদ্ধি ঘটানো
গ. মূলের বৃদ্ধি ঘটানো
ঘ. ফলের বিকাশ ঘটানো
উত্তর : ক. কোশে কোশে রাসায়নিক সমন্বয় সাধন করা
৬. ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন?
ক. ইথিলিন
খ. ফ্লোরিজেন
গ. কাইনিন
ঘ. অক্সিন
উত্তর : খ. ফ্লোরিজেন
৭. উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল?
ক. মূল
খ. পাতা
গ. কাণ্ড
ঘ. ফল
উত্তর : খ. মূল
৮. উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন?
ক. কাইনিন
খ. অক্সিন
গ. জিব্বেরেলিন
ঘ. ইথিলিন
উত্তর : গ. জিব্বেরেলিন
৯. মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন্ হরমোন?
ক. LTH
খ. STH
গ. ACTH
ঘ. GTH
উত্তর : ক. LTH
১০. তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন হরমোন?
ক. অ্যাড্রিনালিন
খ. নন-অ্যাড্রিনালিন
গ. ইনসুলিন
ঘ. থাইরক্সিন
উত্তর : ক. অ্যাড্রিনালিন
১১. স্ত্রীলোকদের স্তনগ্রন্দ্বির বিকাশ ঘটায় কোন হৱমোন?
ক. STH
খ. থাইরক্সিন
গ. ইস্ট্রোজেন
ঘ. প্রোজেস্টেরন
উত্তর : ঘ. প্রোজেস্টেরন
১২. উদ্ভিদের জরা রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন্ হরমোন?
ক. সাইটোকাইনিন
খ. জিব্বেরেলিন
গ. কৃত্রিম অক্সিন
ঘ. কৃত্রিম জিব্বেরেলিন
উত্তর : ক. সাইটোকাইনিন
১৩. পত্রমোচন বিলম্বিত করে কোন্ হরমোন?
ক. অক্সিন
খ. জিব্বেরেলিন
গ. কাইনিন
ঘ. ইথিলিন
উত্তর : গ. কাইনিন
১৪. গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে?
ক. STH
খ. TSH
গ. থাইরক্সিন
ঘ. অ্যাড্রিনালিন
উত্তর : খ. TSH
১৫. নীচের কোনটি নিউরোট্রান্সমিটার নয়?
ক. অ্যাড্রিনালিন
খ. নন-অ্যাড্রিনালিন
গ. অ্যাসিটাইলকোলিন
ঘ. STH
উত্তর : ঘ. STH
৩. এককথায় উত্তর দাও:
১. জীবে উত্তেজনা বা প্রতিক্রিয়া সৃষ্টি করে—উদ্দীপক।
২. অ্যাক্সনের ওপর যে আবরণ থাকে, তাকে বলে—অ্যাক্সোলেমা।
৩. অ্যাক্সনের অ্যাক্সোলমার ওপর যে আবরণ থাকে,তাকেবলে—মায়ােলিনসিদ।
৪. নিউরােনের যে অংশটি স্বােয়ান কোশ সংলগ্ন থাকে,তাকেবলে—অ্যাক্সন।
৫. দুটি নিউরােনের সংযােগস্থলকে বলে—সাইন্যাপস।
৬. সাইন্যাপসে যে তরল পদার্থ থাকে, তা হল— নিউরােট্রান্সমিটার।
৭. সাইন্যাপসের মধ্যস্থিত নিউরােট্রান্সমিটার পদার্থটি হল—অ্যাসিটাইলকোলিন।
৮. সাইন্যাপসের মধ্য দিয়ে স্নায়ুস্পন্দন পরিবহণ করে— নিউরােট্রান্সমিটার।
৯. প্রাণীদেহে স্নায়বিক আদান-প্রদান নিম্নের কার মাধ্যমে সম্পন্ন হয়—স্নায়ু।
১০. স্নায়ু যে যােগকলার আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে বলে—এপিনিউরিয়াম।
১১. গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনা পরিবহণ করে—সংজ্ঞাবহস্নায়ু।
১২. জীবদেহে পরিবেশের পরিবর্তনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়,তাকেবলে—উত্তেজনা।
১৩. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে স্নায়ুস্পন্দন বহন করে—চেষ্টীয়স্নায়ু।
১৪. কোন্ স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে স্নায়বিক অনুভূতি পরিবহণকরে—সংজ্ঞাবহবাসংবেদীস্নায়ু।
১৫. গঠন অনুযায়ী স্নায়ু—পাঁচপ্রকার।
৪. বিবৃতিগুলোর সত্য-মিথ্যা যাচাই করো:
১. কাইনিন ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে। [সত্য]
২. অক্সেইন শব্দের অর্থ বৃদ্ধি হওয়া। [সত্য]
৩. ACTH এর কম ক্ষরণে কুশিং রোগ হয়। [মিথ্যা]
৪. ইনসুলিন অ্যান্টিকিটোজেনিক হরমোন। [সত্য]
৫. এপিনেফ্রিন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়। [মিথ্যা]
৬. থাইরক্সিনের প্রভাবে BMR বৃদ্ধি পায়। [সত্য]
৭. নিউরোফাইব্রিল স্নায়ুকোশের সংকোচনে সহায়তা করে। [সত্য]
৮. অ্যাক্সোপ্লাজমে নিজল দানা থাকে। [মিথ্যা]
৯. ডেনড্রনের শাখাকে ডেনড্রাইট বলে। [সত্য]
১০. অপটিক স্নায়ু মিশ্র স্নায়ু। [মিথ্যা]
১১. সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। [সত্য]
১২. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে মেনিনজেস বলে। [সত্য]
১৩. মানুষের মস্তিষ্কের পাঁচটি ভেন্ট্রিকল থাকে। [মিথ্যা]
১৪. মানুষের প্রতিটি চোখে প্রায় 65 লক্ষ কোন কোশ থাকে। [সত্য]
১৫. স্নায়ুতন্ত্রের একক হল নেফ্রন। [মিথ্যা]
৫. অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?
উত্তর : লঘুমস্তিষ্ক ।
২. একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও ।
উত্তর : অ্যাসিটাইল কোলিন ।
৩. গুরুমস্তিষ্কের যোজককে কী বলে?
উত্তর : করপাস ক্যালোসাম ।
৪. লঘুমস্তিষ্কের যোজককে কী বলে?
উত্তর : ভারমিস ।
৫. উদ্ভিদের কোশ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী?
উত্তর : সাইটোকাইনিন ।
৬. স্নায়ুকোশের মৃত্যুর পর কে তার স্থান দখল করে?
উত্তর : নিউরোগ্লিয়া ।
৭. স্নায়ুর আবরণকে কী বলে?
উত্তর : এপিনিউরিয়াম ।
৮. একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও ।
উত্তর : চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায় ।
৯. ব্ল্যানভিয়ারের পর্ব নিউরোনের কোথায় থাকে?
উত্তর : অ্যাক্সনে ।
১০. চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো ।
উত্তর : অপটিক স্নায়ু ।
১১. CSF- এর পুরো নাম লেখো ।
উত্তর : Cerebro Spinal Fluid .
১২. মস্তিষ্কের রিলে স্টেশন কাকে বলে?
উত্তর : স্টেশন বলে ।
১৩. দু’টি স্নায়ুকোশের সংযোগস্থলকে কী বলে?
উত্তর : সাইন্যাপ্স ।
১৪. কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে?
উত্তর : কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ
১৫. দু’টি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কী?
উত্তর : সাইনোভিয়াল তরল ।
৬. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. হরমোনকে রাসায়নিক সমন্বয়সাধক বলে কেন?
উত্তর : হরমোন উৎপত্তিস্থল থেকে রক্ত , লসিকা বা কলারসের মাধ্যমে বাহিত হয়ে অন্য অঙ্গের কলাকোশের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে । তাই হরমোনকে সমন্বয়সাধক বলে ।
২. ক্রেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন? এর কাজ কী?
উত্তর : বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ক্রেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন । এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সাড়া প্রদান পরিমাপ করা হয় ।
৩. সংবেদন বলতে কী বোঝায়?
উত্তর : পরিবেশের বিভিন্ন প্রকার বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে সকল অনুভূতির সৃষ্টি হয় তাকে সংবেদন বলে । যেমন- চাপ , তাপ , আলো , ক্ষুধা , তৃয়া ইত্যাদি উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করা ।
৪. অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলতে কী বোঝায়?
উত্তর : তারারন্ধ্রের বিপরীত দিকে রেটিনার যে স্থানে অপটিক স্নায়ু বের হয় সেই স্থানে রড ও কোন কোশ না থাকায় ঐ স্থানে প্রতিবিম্ব গঠিত হয় না । এই অংশটিকে অন্ধবিন্দু বলে ।
৫. গোনাড কী? উদাহরণ দাও ।
উত্তর : জননগ্রন্থি দু’টিকে অর্থাৎ পুরুষদেহে শুক্রাশয় এবং স্ত্রীদেহে ডিম্বাশয়কে একত্রে গোনাড বলে ।
উদাহরণ- শুক্রাশয় ও ডিম্বাশয় । প্রশ্ন : নাৰ্ভ বা
৬. স্নায়ু কাকে বলে? এটি কয় প্রকারের?
উত্তর : যোগকলার আবরণবেষ্টিত স্নায়ুতহুগুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে । গঠন অনুসারে নার্ভ বা স্নায়ু দুই প্রকারের মেডুলেটেড স্নায়ু বা মেডুলারি আবরণযুক্ত স্নায়ু । নন – মেডুলেটেড স্নায়ু বা মেডুলারি আবরণবিহীন স্নায়ু ।
৭. দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও ।
উত্তর : দরজায় ঘন্টা বাজা ( উদ্দীপক ) কান ( গ্রাহক ) সংজ্ঞাবহ স্নায়ুকোশ স্নায়ুকেন্দ্র ( মস্তিষ্ক ) → আজ্ঞাবহ স্নায়ুকোশ হাত , পায়ের পেশি ( কারক ) → দরজা খুলে দেওয়া ।
৮. মেনিনজেস ও CSF ও এর অবস্থান বিবৃত করো ।
উত্তর : মেনিনজেস মস্তিষ্ক ও সুষুম্নাকান্ডকে ঘিরে অবস্থান করে । CSF- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে সুষুম্নাকান্ডের কেন্দ্রীয়নালী ও সাবঅ্যারাকনয়েড স্থানে অবস্থান করে ।
৯. উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো ।
উত্তর : জিব্বেরেলিন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে । জিব্বেরেলিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় ।
১০. অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো ।
উত্তর : কর্নিয়া অ্যাকুয়াস হিউমর লেন্স → ভিট্রিয়াস হিউমর ।
১১. অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য লেখো , নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ১- গঠন গত ২- কার্যগত
উত্তর : অ্যাক্সন সাধারণত শাখাহীন কিন্তু ডেনড্রন শাখা প্রশাখাযুক্ত হয় । অ্যাক্সনের কাজ হলো স্নায়ুস্পন্দন কোশদেহ থেকে পরবর্তী স্নায়ুকোশে বহন করা আর ডেনড্রনের কাজ হলো স্নায়ুস্পদন গ্রহণ করে কোশদেহে পাঠিয়ে দেওয়া ।
১২. সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও ।
উত্তর : যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে । উদাহরণ- শিশুর মাতৃস্তন বা দুগ্ধ পান ৷ যে প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে (জন্মসূত্রে নয়) তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলে । উদাহরণ- শিশুর হাঁটতে শেখা ।
১৩. পিটুইটারিকে প্রভুগ্রন্থি (মাস্টার গ্ল্যান্ড) বলে কেন?
উত্তর : পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে ।
১৪. একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টি বলতে কী বোঝায়?
উত্তর : যে দৃষ্টিতে দু’টি চোখ দিয়ে দু’টি আলাদা আলাদা বস্তু দেখা যায় তাকে একনেত্র দৃষ্টি বলে । উদাহরণ- গোরু, মহিষের চোখ । যে দৃষ্টিতে দু’টি চোখ দিয়ে একটিই বস্তু দেখা যায় তাকে দ্বিনেত্র দৃষ্টি বলে । উদাহরণ- মানুষের চোখ ।
১৫. মেনিনজেস কী? এর কাজ কী?
উত্তর : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের (মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড) বাইরের ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে । এর তিনটি স্তর হলো – বাইরের ডুরাম্যাটার , মধ্যের অ্যারাকনয়েড ম্যাটার ও ভিতরের প্যারাম্যাটার ।
কাজ – কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে রক্ষা করা ।
৭. রচনাধর্মী প্রশ্নের উত্তর:
১. ট্রপিক চলন কাকে বলে? বিভিন্ন প্রকার ট্রপিক চলন সংক্ষেপে লেখো।
২. লজ্জাবতী স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায় এবং বনচাঁড়ালের পাতার নীচের পাতা দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে— এর কারণ কী? উদ্ভিদের চলন কত প্রকারের হয়?
৩. উদ্ভিদের প্রধান তিন প্রকার চলন উদাহরণযোগে সংক্ষেপে আলোচনা করো।
৪. ন্যাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো।
৫. ট্যাকটিক চলন কাকে বলে? এটি কয় প্রকারের হয়? ফোটোট্যাকটিক চলন উদাহরণ দিয়ে বোঝ।
আরো দেখো: ১০ম শ্রেণীর জীবন বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নোত্তর
মাধ্যমিকের শিক্ষার্থীরা, তোমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর উপরে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে পিডিএফে এই সম্পূর্ণ নোটটি ডাউনলোড করে নিতে পারো। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post