দশম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর : যৌন জননের সময় পিতা এবং মাতার দেহে উৎপন্ন গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়। পিতা ও মাতার জনন থেকে অপত্য উৎপন্ন হওয়ায় অপত্যে পিতা ও মাতার মতো বৈশিষ্ট্য হয়।
দু’টি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ণ ঘটালে যে বৈশিষ্ট্যটি F , জনুতে বা প্রথম অপত্য বংশে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। অন্যদিকে , যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
শূন্যস্থান পূরণ করো
১. জীবের বাহ্যিক বৈশিষ্ট্যগুলিকে _______ বলে।
উত্তর : ফিনোটাইপ
২. পুরুষদের লিঙ্গকে _______ বলে।
উত্তর : হেটেরোগ্যামেটিক
৩. মহিলাদের লিঙ্গকে _______ বলে।
উত্তর : হোমোগ্যামেটিক
৪. বংশগতি ও _______ একে অপরের পরিপূরক
উত্তর : বিভেদন
৫. সবুজ বর্ণান্ধতাকে _______ বলে।
উত্তর : ডিউটেরানোপিয়া
৬. _______ রোগে রক্ত তঞ্চন ব্যাহত হয়।
উত্তর : হিমোফিলিয়া
৭. হিমোফিলিয়া রোগের জিন _______ ।
উত্তর : লিঙ্গ সংযোজিত
৮. জিহ্বার রোলারের জন্য দায়ী জিন _______ ক্রোমোজোমে অবস্থিত।
উত্তর : অষ্টম
৯. মানষের ‘Y’ ক্রোমোজোমে ______ জিন বর্তমান।
উত্তর : 231টি
১০. কোনো প্রজাতির মোট জিনের সমষ্টিকে _______ বলে।
উত্তর : জিনপুল
১১. _______ থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলে।
উত্তর : β
১২. α (আলফা) থ্যালাসেমিয়ার জিন ______ ক্রোমোজোমে অবস্থিত।
উত্তর : 16 তম
১৩. মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল ______ ও______ ।
উত্তর : পৃথকভবন সূত্র, স্বাধীন সঞ্চারণ সূত্র
১৪. মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন একজোড়া জিন ______ সৃষ্টি করে।
উত্তর : সংযুক্ত কানের লতি
১৫. বিশুদ্ধ জীব সবসময়ই _______ হয়।
উত্তর : হোমোজাইগাস
২. বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
১. একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে—
ক. জিনোটাইপ
খ. ফিনোটাইপ
গ. লোকাস
ঘ. অ্যালিল
উত্তর : ঘ. অ্যালিল
২. একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতাবাহক | মহিলার সন্তানরা কীরূপ হবে ?
ক. সব পুত্র বর্ণান্ধ
খ. অর্ধেক পুত্র বর্ণান্ধ
গ. সব কন্যাই বাহক
ঘ. সব পুত্র বাহক
উত্তর : খ. অর্ধেক পুত্র বর্ণান্ধ
৩. বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো—
ক. লাল – নীল
খ. লাল – হলুদ
গ. সাদা – হলুদ
ঘ. লাল – সবুজ
উত্তর : ঘ. লাল – সবুজ
৪. মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন ?
ক. 3 জোড়া
খ. 5 জোড়া
গ. 7 জোড়া
ঘ. 9 জোড়া
উত্তর : গ. 7 জোড়া
৫. একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (lt) মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হলো—
ক. সবই দীর্ঘ
খ. সবই খর্ব
গ. 50 % দীর্ঘ ও 50 % খর্ব
ঘ. 75 % দীর্ঘ ও 25 % খর্ব
উত্তর : গ. 50 % দীর্ঘ ও 50 % খর্ব
৬. নীচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো
ক. RRYY ও rryy
খ. RRYys RrYy
গ. RRyys Rryy
ঘ. IrYY ও rrYy ।
উত্তর : ঘ. IrYY ও rrYy ।
৭. মানুষের মুক্ত কানের লতি হলো একপ্রকার—
ক. প্রকট বৈশিষ্ট্য
খ. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
গ. সংকর বৈশিষ্ট্য
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক. প্রকট বৈশিষ্ট্য
৮. রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো—
ক. হোমোজাইগাস
খ. হেটারোজাইগাস
গ. হোমোজাইগাস ও হেটারোজাইগাস
ঘ. কোনোটিই নয়
উত্তর : গ. হোমোজাইগাস ও হেটারোজাইগাস
৯. সন্ধ্যামালতী উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায় ?
ক. মেন্ডেলিয়ান বংশগতি
খ. সহ – প্রকটতা
গ. বহুজিন অ্যালিলতা
ঘ. অসম্পূর্ণ প্রকটতা
উত্তর : ঘ. অসম্পূর্ণ প্রকটতা
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ mcq
১০. মানুষের জননকোশে ক্রোমোজোমের সংখ্যা—
ক. 23
খ. 23 জোড়া
গ. 22
ঘ. 22 জোড়া
১১. বংশগতির জনক বলা হয়–
ক. ডারউইনকে
খ. ল্যামার্ককে
গ. মেন্ডেলকে
ঘ. দ্য ভ্রিসকে
উত্তর : গ. মেন্ডেলকে
১২. দু’টি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে—
ক. 25 %
খ. 50 %
গ. 75 %
ঘ. 100 % .
উত্তর : খ. 50 %
১৩. নীচের কোনটি অটোজোম জিনঘটিত রোগ ?
ক. বর্ণান্ধতা
খ. হিমোফিলিয়া
গ. থ্যালাসেমিয়া
ঘ. সবক’টি
উত্তর : গ. থ্যালাসেমিয়া
১৪. নীচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো –
ক. কান্ডের দৈঘ্য বেঁটে
খ. বীজের আকার – কুঞিত
গ. বীজপত্রের বর্ণ – হলুদ
ঘ. ফুলের বর্ণ – সাদা ।
উত্তর : গ. বীজপত্রের বর্ণ – হলুদ
১৫. RRYY জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো
ক. এক ধরনের
খ. চার ধরনের
গ. দুই ধরনের
ঘ. তিন ধরনের ।
উত্তর : ক. এক ধরনের
৩. এককথায় উত্তর দাও:
১. ক্রোমোজমের উপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে?
উত্তর : লোকাস ৷
২. মানুষের একটি অটোজোম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো ৷
উত্তর : থ্যালাসেমিয়া ( Thalassemi (A) ।
৩. Y ক্রোমোজোমে অবস্থিত জিনকে কী বলে?
উত্তর : হোলান্ড্রিক জিন ।
৪. একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও ।
উত্তর : হিমোফিলিয়া ।
৫. মানুষের ক্ষেত্রে 44 + XY কোন লিঙ্গকে সূচিত করে?
উত্তর : পুরুষলিঙ্গ ।
৬. মানুষের একটি ‘ X ‘ ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ দাও ।
উত্তর : হিমোফিলিয়া । ( Haemophilia )
৭. কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী?
উত্তর : কারণ ইহা প্রছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে ।
৮. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F , জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত?
উত্তর : 9 : 3 : 3 : 1 .
৯. কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়?
উত্তর : থ্যালাসেমিয়া ।
১০. মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো ।
উত্তর : 1 : 2 : 1 .
৪. বিবৃতিগুলোর সত্য-মিথ্যা যাচাই করো:
১. DNA ও RNA এর সুনির্দিষ্ট বিন্যাসকে জেনেটিক কোড বলে। [সত্য]
২. রাতকানা একটি বংশগত রোগ। [মিথ্যা]
৩. মানুষের ক্ষুদ্রতম জিনটি হল ZFY। [সত্য]
৪. জিনগুলি যখন খুবই কাছাকাছি থাকে, তাকে বলে রূপান্তর। [মিথ্যা]
৫. টেস্টক্রসের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী মেডেল। [সত্য]
৬. X ক্রোমোজোম আক্রোসেন্ট্রিক । [সত্য]
৭. ‘X’ ক্রোমোজোম সাবমেটাসেণ্ট্রিক। [মিথ্যা]
৮. দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত 1:1:1:1 । [সত্য]
৯. মেন্ডেল তার গবেষণার কাজে গিনিপিগ ব্যবহার করেন। [মিথ্যা]
১০. বংশগতি ও বিভেদন একে অপরের পরিপূরক। [সত্য]
১১. সংলগ্ন কানের লতি প্রকট চরিত্র। [মিথ্যা]
১২. নীল মনিযুক্ত চোখ প্রকট চরিত্র। [মিথ্যা]
১৩. জিনের যেস্থানে ক্রোমোজোম অবস্থান করে, তাকে লোকাস বলে। [মিথ্যা]
১৪. Tt X tt হল টেস্ট ক্রস। [সত্য]
১৫. সন্তানের লিঙ্গ নির্ধারণে মাতাই প্রধান ভূমিকা নেয়। [মিথ্যা]
৬. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?উদাহরণ দাও।
উত্তর : বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দু’টি জীবের সংকরায়ণে প্রকট জিনটি সম্পূর্ণরূপে প্রকাশ না পাওয়ায় জীবের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলে।
উদাহরণ – সন্ধ্যামালতী উদ্ভিদে লাল ও সাদা ফুলযুক্ত গাছের মিলনে প্রথম জনুতে সমস্ত (গোলাপি) ফুল উৎপন্ন হয়। এটি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ।
২. প্রকরণ কাকে বলে?এর কারণ কী?
উত্তর : যৌন জননের সময় জিনের পরিবর্তনে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে। জিনগত পরিবর্তন প্রকরণের কারণ।
৩. প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে ?
উত্তর : দু’টি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ণ ঘটালে যে বৈশিষ্ট্যটি F , জনুতে বা প্রথম অপত্য বংশে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। অন্যদিকে , যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।
৪. বংশগতির একককে মেন্ডেল কী বলেন?বর্তমানে এই একককে কী বলা হয়?
উত্তর : মেন্ডেল বংশগতির একককে ফ্যাক্টর বলে উল্লেখ করেন। বর্তমানে এই একককে জিন বলা হয়।
৫. বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে?উদাহরণ দাও।
উত্তর : কোনো জীব বংশানুক্রমে একরকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলে। মেন্ডেলের একসংকর পরীক্ষায় জনিতৃ জনুর লম্বা (TT) ও বেঁটে (tt) মটর গাছ হলো বিশুদ্ধ উদ্ভিদের উদাহরণ।
৬. সংকর জীব এবং সংকরায়ণ কাকে বলে ?
উত্তর : দু’টি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলে। সংকর জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ণ বলে। যেমন— খাঁটি লম্বা (TT) এবং খাঁটি বেঁটে (tt) দু’টি জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটি হলো সংকর জীব (Tt)।
৭. রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে?
উত্তর : হিমোফিলিয়া A মহারানি ভিক্টোরিয়ার পরিবারে প্রথম দেখা যায়। তাই এই রোগকে রাজকীয় হিমোফিলিয়া বলে।
৮. হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো।
উত্তর : হিমোফিলিয়া X- ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই রোগে দেহের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত ক্ষরণ হতে থাকে অর্থাৎ রক্ততঞ্চন ব্যাহত হয়।
কারণ: হিমোফিলিয়া A : রস্তুতনে সাহায্যকারী উপাদান VIII | অর্থাৎ অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর – এর অভাবে হয়।
হিমোফিলিয়া B : রক্ততঞ্চনে সাহায্যকারী উপাদান IX অর্থাৎ ক্রিসমাস ফ্যাক্টর – এর অভাবে হয়।
জেনেটিক্স বা সুপ্রজননবিদ্যা কাকে বলে?উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় পিতা – মাতা থেকে অপত্যে বিভিন্ন বৈশিষ্ট্য সঞ্চারণের কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে সুপ্রজননবিদ্যা বলে।
৯. পিতা – মাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় কেন?
উত্তর : যৌন জননের সময় পিতা এবং মাতার দেহে উৎপন্ন গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়। পিতা ও মাতার জনন থেকে অপত্য উৎপন্ন হওয়ায় অপত্যে পিতা ও মাতার মতো বৈশিষ্ট্য হয়।
১০. মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত?
উত্তর : ফিনোটাইপ অনুপাত , লম্বা ও বেঁটে = 3 : 1 জিনোটাইপ অনুপাত , বিশুদ্ধ লম্বা সংকর লম্বা বিশুদ্ধ বেঁটে = 1 : 2 : 1
১১. হোমোজাইগ্যাস বা সমসংকর জীব কাকে বলে?
উত্তর : কোনো জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাশে একই প্রকার জিন থাকলে একে হোমোজাইগাস জীব বলে।
১২. বর্ণান্ধতা কী?এই রোগের লক্ষণ কী ?
উত্তর : মানুষের X ক্রোমোজোমের একটি জিনের পরিবর্তনের জন্য চোখের রেটিনায় কোন কোশে অপসিন প্রোটিনের ত্রুটি দেখা দেয়। ফলে মানুষ লাল , সবুজ বা কোনো কোনো ক্ষেত্রে নীল বর্ণও চিনতে পারে না। একে বর্ণান্ধতা বলে। লক্ষণ : লাল , সবুজ বা নীল বর্ণ দেখতে না পাওয়া।
১৩. অ্যালিল কাকে বলে?
উত্তর : সমসংস্থ ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে।
১৪. ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে?
উত্তর : কোনো জীবের বৈশিষ্ট্যাবলির বাহ্যিক প্রকাশকে ওই জীবের ফিনোটাইপ বলে এবং জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলে।
১৫. মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন?
উত্তর : মটর গাছ নির্বাচনের কারণ : মটর গাছ সহজে কম স্থানে প্রতিপালন করা হয়। ও মটর গাছ স্বপ্রজননক্ষম এবং বিশুদ্ধ। অল্প সময়ে প্রচুর অপত্য উৎপন্ন হয়। মটর গাছে সহজে সংকরায়ণ ঘটানো যায়।
৭. রচনাধর্মী প্রশ্নের উত্তর:
১. মেন্ডেলের সফলতার কারণ কী? মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন?
২. একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে?
৩. থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়? সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর সময় কী পরামর্শ দেওয়া হয়?
৪. মেন্ডেলের একসংকর পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মেন্ডেলের সফলতার কারণ কী?
৫. মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কী? মেন্ডেলের বংশগতির সূত্র দু’টি বিবৃত করো।
আরো দেখো: ১০ম শ্রেণীর জীবন বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নোত্তর
মাধ্যমিকের শিক্ষার্থীরা, তোমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর উপরে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে পিডিএফে এই সম্পূর্ণ নোটটি ডাউনলোড করে নিতে পারো। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post