দশম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর : ল্যামার্কের মতবাদ অনুসারে পরিবেশের প্রভাবে ব্যবহার ও অব্যবহারের মাধ্যমে যে বৈশিষ্ট্য অর্জিত হয় তা বংশানুক্রমে সঞ্চারিত হয় এবং জীবের অভিব্যক্তিতে সাহায্য করে। একে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলে। এটি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র নামে পরিচিত।
রুইমাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত। রেড গ্রন্থির সাহায্যে গ্যাস উৎপাদন করে দেহের আপেক্ষিক গুরুত্বের হ্রাস করে, ফলে মাছ জলের ওপরে ভেসে ওঠে। পক্ষান্তরে পটকার পশ্চাদ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক অগ্রপ্রকোষ্ঠ থেকে ভালবের মাধ্যমে আগত গ্যাসকে শোষণ করলে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায়, ফলে মাছ জলের গভীরে ডুবতে পারে।
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
শূন্যস্থান পূরণ করো
১. মানুষের অ্যাপেনডিক্স একটি ________ অঙ্গ ।
উত্তর : লুপ্তপ্রায়
২. অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম হল ________ ।
উত্তর : ডারউনের
৩. ________ একটি মিসিং লিংক ।
উত্তর : আর্কিওপটেরিক্স
৪. ক্যাকটাসের কাণ্ডকে______বলে ।
উত্তর : পর্ণকাণ্ড
৫. রুইমাছের পাখনা সংখ্যা______ ।
উত্তর : সাতটি
৬. শ্বাসমূল দেখা যায়_______গাছে।
উত্তর : সুন্দরী
৭. পায়রার চোখে_________ থাকায় দৃষ্টি শক্তি প্রখর হয় ।
উত্তর : পেকটিন
৮. পায়রার হৃৎপিন্ডে প্রকোষ্ঠ সংখ্যা________।
উত্তর : চারটি
৯. ‘মৌমাছির ভাষা’ আবিষ্কার করেন_________বিজ্ঞানী
উত্তর : কার্ল ভন ফ্রিশ
১০. Evolution শব্দটির আক্ষরিক অর্থ ক্রমবিকাশ __________ ।
উত্তর : ক্রমবিকাশ
১১. জীবনের উৎপত্তি সম্পর্কে আধুনিক মতবাদের প্রবক্তা ________ ।
উত্তর :বিজ্ঞানী হেকেল
১২. প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল ________ ।
উত্তর : সমুদ্র জলে
১৩. জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রমাণ করেন বিজ্ঞানী ________ ।
উত্তর : উরে ও মিলার
১৪. পৃথিবীর প্রথম জীবকোশ হল ________ ।
উত্তর : কোয়াসারভেট
১৫. উচ্চ উস্নতায় পদার্থের দ্রুত প্রসারণকে ________ ।
উত্তর : বিগ ব্যাং
২. বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
১.’ যোগ্যতমের উদৰ্তন’ কথাটির সমর্থক কে? –
ক. ডারউইন
খ. ল্যামার্ক
গ. ডি-ভ্রিস
ঘ. স্পেনসার
উত্তর : ক. ডারউইন
২. ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল-
ক. পৃথভবন
খ. স্বাধীন বণ্টন।
গ. প্রাকৃতিক নির্বাচন
ঘ. উত্তরাধিকার
উত্তর : গ. প্রাকৃতিক নির্বাচন।
৩. ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি ? –
ক. প্লায়োহিপ্পাস
খ. মেসোহিপ্পাস
গ. ইওহিপ্পাস
ঘ. ইকুয়াস
উত্তর : গ. ইওহিপ্পাস
৪. পটকার কোথায় রেড গ্ৰন্থি থাকে? –
ক. অগ্র প্রকোষ্ঠে
খ. পশ্চাদ প্রকোষ্ঠে
গ. উভয় প্রকোষ্ঠে
উত্তর : ঘ. কোনোটিই নয়
৫. শ্বাসমূল থাকে –
ক. সুন্দরী গাছে
খ. বট গাছে
গ. ক্যাকটাস উদ্ভিদে
ঘ. পদ্ম গাছে
উত্তর : ক.সুন্দরী গাছে
৬. উটের রক্তকণিকা শতকরা কত শতাংশ বৃদ্ধি পেতে পারে –
ক. 240%
খ. 260%
গ. 215%
ঘ. 200%
উত্তর : ক. 240%
৭. নিউম্যাটোফোর হল –
ক. কান্ডরন্ধ্র
খ. পত্ররন্ধ্র
গ. শ্বাসরন্ধ্র .
ঘ. কোনোটিই সঠিক নয়
উত্তর : গ. শ্বাসরন্ধ্র
৮.’ রাসায়নিক বিবর্তনবাদের’ স্রষ্টা হলেন –
ক. ওপারিন
খ. হ্যাসলে
গ. হ্যালডেন
ঘ. হ্যালডেন এবং ওপারিন
উত্তর : ঘ. হ্যালডেন এবং ওপারিন
৯. কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা ছিলেন –
ক. হ্যালডেন
খ. ওপারিন
গ. ফক্স
ঘ. হ্যাসলে
উত্তর : খ. ওপারিন
অভিব্যক্তি ও অভিযোজন mcq pdf
১০. বিবর্তন সংক্রান্ত’ প্রাকৃতিক নির্বাচনবাদ’ – এর প্রবক্তা হল –
ক. ল্যার্মাক
খ. হেকেল
গ. হুগো দ্য ভ্রিস
ঘ. ডারউইন
উত্তর : ঘ. ডারউইন
১১. আধুনিক ঘোড়া হল –
ক. ইওহিপ্পাস খ. ইকুয়াস
গ. মেসোহিপ্পাস
ঘ. প্লায়োহিপ্পাস
উত্তর : খ. ইকুয়াস
১২. অর্ধবিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণির প্রাণীদের তা হল –
ক. মৎস্য
খ. উভচর
গ. সরীসৃপ
ঘ. পক্ষী ও স্তন্যপায়ী
উত্তর :
গ. সরীসৃপ
১৩. ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি হল –
ক. অঙ্গের ব্যবহার ও অব্যবহার
খ. অস্তিত্বের জন্য সংগ্রাম
গ. প্রাকৃতিক নির্বাচন
ঘ. উত্তরাধিকার
উত্তর : গ. প্রাকৃতিক নির্বাচন
১৪. একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপৃন্ডযুক্ত প্রাণীটি হল –
ক. মাছ
খ. ব্যাং
গ. সাপ
ঘ. কুমির
উত্তর : ক. মাছ
১৫. ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন –
ক. ভাইসমান
খ. হুগো দ্য ভ্রিস
গ. ডারউইন
ঘ. ভাইসম্যান
উত্তর : ঘ. ভাইসম্যান
৩. এককথায় উত্তর দাও:
১. উভচর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ?
উত্তর : তিনটি ।
২. ডারউইন কোন গ্রন্থে তাঁর ‘ প্রাকৃতিক নির্বাচনবাদ ’ – এর ব্যাখ্যা দেন?
উত্তর : ‘ অন দ্য অরিজিন অব স্পেসিস বাই মিস অব ন্যাচারাল সিলেকশন ’ গ্রন্থে ।
৩. বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গকে কী বলে?
উত্তর : নিষ্ক্রিয় অঙ্গ বলে ।
৪. জীবের উৎপত্তি সম্পর্কিত জৈবরাসায়নিক মতবাদের প্রশ্ন : প্রবক্তা কে?
উত্তর : ওপারিন ও হ্যালডেন ।
৫. বায়োজেনি কী?
উত্তর : আদিম কোশের উৎপত্তি ও জীবনের বিবর্তনের ঘটনা ।
৬. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে?
উত্তর : চার্লস ডারউইন ।
৭. একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও ।
উত্তর : গিংক্গো বাইলোবা ।
৮. আলুর স্ফীতকন্দ ও ফণীমনসার পর্ণকাণ্ড কী জাতীয় অঙ্গ?
উত্তর : সমসংস্থ অঙ্গ ।
৯. মৌমাছিদের ভাষা 1967 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?
উত্তর : কার্ল ভন ফ্রিশ ।
১০. জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কী বলে?
উত্তর : প্রত্ন জীববিদ্যা বাপ্যালিওণ্টলজি ।
১১. মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো ।
উত্তর : অ্যাপেনডিক্স ।
১২. প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম কী?
উত্তর : RNAT .
১৩. কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত?
উত্তর : চার প্রকোষ্ঠ ।
১৪. কোশের অগ্রদূত কাকে বলা হয়?
উত্তর : কোয়াসারভেটকে ।
১৫. মৌমাছির বার্তা আদান প্রদানে কোন কোন নৃত্য সাহায্য করে?
উত্তর : চক্রাকার নৃত্য ও ওয়াগ্টেল নৃত্য ।
৪. বিবৃতিগুলোর সত্য-মিথ্যা যাচাই করো:
১. ডারউইন রচিত মানব বিবর্তন সম্বন্ধীয় গ্রন্থটি হল ‘দ্য ভিসেন্ট অফ ম্যান’। [সত্য]
২. সায়ানোজেন মতবাদের প্রবক্তা লুই পাস্তুর । [মিথ্যা]
৩. প্রাণের উৎপত্তির জন্য নিউক্লিক অ্যাসিড সবচেয়ে প্রয়োজনীয় । [সত্য]
৪. জীবের স্বতঃস্ফূৰ্ত উদ্ভবতত্ত্বের প্রথম বিরোধিতা করেন বিজ্ঞানী পাস্তুর । [মিথ্যা]
৫. উট পাখির লুপ্তপ্ৰায় অগটি হল ডানা । [সত্য]
৬. একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্বের উদাহরণ স্কেনোডন । [মিথ্যা]
৭. Evolution কথাটির অর্থ ক্রমবিকাশ । [সত্য]
৮. অভিব্যক্তি যদি জীবের ক্রমবিকাশের ফল হয় তবে অভিযোজন হল এর কারণ । [সত্য]
৯. ওপারিন ও হ্যালডেন জীবের জৈব রাসায়নিক উৎপত্তি সম্পর্কে মতবাদ প্রকাশ করেন । [সত্য]
১০. প্রায় 400 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল । [মিথ্যা]
১১. কার্বনিফেরাস যুগে উভচর থেকে সরীসৃপের সৃষ্টি হয় । [সত্য]
১২. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের মতবাদ। [সত্য]
১৩. হুগো দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা । [সত্য]
১৪. কুমিরের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ যুক্ত । [সত্য]
১৫. মাছের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড । [সত্য]
৬. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. জীবন্ত জীবাশ্ম কাকে বলে ?
উত্তর : যে সকল জীব বহুবছর ধরে কোনোরকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমসাময়িক ও সমগোত্রীয় জীব অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে।
উদাহরণ: পেরিপেটাস নামক সন্ধিপদ প্রাণী,সিলাকান্থ নামক মাছ, হংসচঞ্চু নামক স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি হলো জীবন্ত জীবাশ্মের উদাহরণ।
২. মৌমাছির একটি আচরণ সংক্ষেপে লেখো।
অথবা, মৌমাছিদের বার্তা আদানপ্রদান কৌশল সংক্ষেপে লেখো।
উত্তর : মৌমাছিদের সামাজিক জীব বলে। এদের মধ্যে বার্তা আদানপ্রদানের উন্নত প্রক্রিয়া দেখা যায়। যে সব শ্রমিক মৌমাছি খাবার সন্ধান করে তাদের স্কাউট বলে। খাবারের সন্ধান পেলে শ্রমিক মৌমাছি দুই প্রকার নৃত্য করে
(i) চক্রাকার নৃত্য : যখন খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে।
(ii) ওয়াগল নৃত্য : যখন খাদ্যের উৎস 100 মিটারের বেশি তখন এই প্রকার নৃত্য করে। এটি দেখতে ইংরেজি 8 -এর মতো।
৩. অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন কাকে বলে ?
উত্তর : যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো সরল উদ্রবংশীয় জীব থেকে ক্রমান্বয়ে জিনগত ভাবে ভিন্ন নতুন জটিলপ্রজাতির উদ্ভব হয়, তাকে অভিব্যক্তি বলে।
৪. নিউক্লিক অ্যাসিড কীভাবে গঠিত হয়েছিল।
উত্তর : গরম তরল স্যুপের মধ্যস্থ নিউক্লিওটাইডগুলি যুক্ত হয়েনিউক্লিক অ্যাসিড গঠিত হয়েছিল। বিজ্ঞানীরা অনুমান করেন প্রথমে RNA গঠিত হয়েছিল, এবং পরে DNA গঠিত হয়।
৫. জীবাশ্ম কী ?
উত্তর : ভূগর্ভে সুদীর্ঘকাল যাবৎ সংরক্ষিত অধুনালুপ্ত প্রাচীন সামগ্রিক জীবের বা জীবদেহাংশের প্রস্তরীভূত অবস্থা অথবা জীবের সম্পূর্ণ দেহ বা দেহাংশের ছাপ ও ছাঁচ অথবা প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত সম্পূর্ণ জীবদেহ বা দেহাংশকে জীবাশ্ম বা ফসিল বলে।
৬. উদ্ভিদের সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও এবং তাদের মধ্যে গঠনগত সাদৃশ্যগুলি লেখো।
উত্তর : উদ্ভিদের কয়েকটি সমসংস্থ অঙ্গ হলো: -আদা, আলু, ওল, পেয়াজ ইত্যাদি। এগুলি সবই ভুনিম্নস্থ কাণ্ড। এদের মধ্যে সাদৃশ্যগুলি হল –পর্ব, পর্বমধ্য, মুকুল,শল্কপত্র ইত্যাদি।
৭. মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের মধ্যে আচরণগত মিল কোথায় ?
উত্তর : সকলক্ষেত্রেই হৃৎপিন্ড (i) রক্ত সংগ্রাহী প্রকোষ্ঠ অলিন্দ এবং রক্তপ্রেরক প্রকোষ্ঠ নিলয় সহযোগে গঠিত। (ii) হৃদপেশি দ্বারা গঠিত। (iii) হৃৎপিণ্ড পাম্প যন্ত্রের মতো কাজ করে রক্ত সংবহনের কাজে নিযুক্ত থাকে।
৮. যোগ্যতমের বিবর্তন বলতে কী বোঝায় ?
উত্তর : যোগ্যতম বলতে বোঝায় “অনেকের মধ্যে যে যোগ্য” এবং উদবর্তন হলো “জীবনে সংগ্রাম করে প্রকৃতিতে টিকে থাকা ”। ডারউইনের মতে যে সকল জীব প্রকৃতিতে সংগ্রাম করে প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে পরিবেশে নিজের অস্তিত্ব বাচিয়ে রাখে বা টিকে থাকে তারাই প্রকৃতিতে নির্বাচিত হয়। আর যারা বাঁচতে পারে না তারা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। ডারউইন একে যোগ্যতমের উদবর্তন বলেন।
উদাহরণ – অনুকূল ভেদ সৃষ্টির মাধ্যমে লম্বা গলাযুক্ত জিরাফ পৃথিবীতে বেঁচে আছে এবং প্রতিকূল প্রকরণের জন্য ছোটো বা খর্ব গলাযুক্ত জিরাফ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে।
৯. অভিযোজন কাকে বলে?
উত্তর : পরিবর্তনশীল পরিবেশে জীব নিজেকে মানিয়ে নিয়ে চলার জন্য অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য ও বংশবিস্তারের জন্য জীবের যে আকৃতিগত, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগত ও আচরণগত পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে।
১০. RBC-এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
উত্তর : উটের RBC (লোহিত রক্তকণিকা) ডিম্বাকার এবং নিউক্লিয়াসযুক্ত। উটের ডিহাইড্রেশনের সময় অভিস্রবণীয় চাপের তারতম্য বা বেশি পরিমাণে জলগ্রহণ করলেও অভিস্রবণীয় চাপের কম বা বেশিতে RBC ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ RBC -র পর্দার প্রসারণ ক্ষমতা অনেক বেশি।
১১. রুইমাছের জলে ভাসতে বা ডুবতে পটকা কীভাবে কাজ করে ?
উত্তর : রুইমাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত। রেড গ্রন্থির সাহায্যে গ্যাস উৎপাদন করে দেহের আপেক্ষিক গুরুত্বের হ্রাস করে, ফলে মাছ জলের ওপরে ভেসে ওঠে। পক্ষান্তরে পটকার পশ্চাদ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক অগ্রপ্রকোষ্ঠ থেকে ভালবের মাধ্যমে আগত গ্যাসকে শোষণ করলে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায়, ফলে মাছ জলের গভীরে ডুবতে পারে
১২. যোগ্যতমের উদবর্তন বলতে কী বোঝো ?
উত্তর : ডারউইনের মধ্যে ত্রিধারা জীবন সংগ্রামের পথে যে সব জীব সহায়ক বা অনুকূল অভিযোজনমূলক বৈশিষ্ট্য অর্জন করে, তারাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়; অন্যরা কালক্রমে অবলুপ্ত হয়। জীবন সংগ্রামে এই উত্তরণকে যোগ্যতমের উদবর্তন বলে।
১৩. কোয়াসারভেট কী ?
উত্তর : ওপারিন (1920)-এর মতে প্রোটিন যৌগগুলি উত্তপ্ত তরল স্যুপ থেকে পৃথক হয়ে একত্রীভূত হয়ে যে দ্বিতীয় আবরণযুক্ত ও প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত কোলয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে কোয়াসারভেট বলা হয়। এর থেকে আদিমতম কোশ বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল।
১৪. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝায় ?
উত্তর : ল্যামার্কের মতবাদ অনুসারে পরিবেশের প্রভাবে ব্যবহার ও অব্যবহারের মাধ্যমে যে বৈশিষ্ট্য অর্জিত হয় তা বংশানুক্রমে সঞ্চারিত হয় এবং জীবের অভিব্যক্তিতে সাহায্য করে। একে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলে। এটি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র নামে পরিচিত।
১৫. মৌমাছিদের বার্তা আদান–প্রদান কৌশল সংক্ষেপে লেখো।
উত্তর : মৌমাছিদের সামাজিক জীব বলে। এদের মধ্যে বার্তা আদান – প্রদানের উন্নত প্রক্রিয়া দেখা যায়। যেসব শ্রমিক মৌমাছি খাবার সন্ধান করে তাদের স্কাউট বলে। খাবারের সন্ধান পেলে শ্রমিক মৌমাছি দুই প্রকার নৃত্য করে—
চক্রাকার নৃত্য : যখন খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে।
ওয়াল নৃত্য : যখন খাদ্যের উৎস 100 মিটারের বেশি তখন এই প্রকার নৃত্য করে। এটি দেখতে ইংরেজি 8 – এর মতো।
৭. রচনাধর্মী প্রশ্নের উত্তর:
১. ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো । হৃৎপিন্ডের তুলনামূলক অংঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের স্বপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে ?
২. বিবর্তনের সপক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো ।
৩. জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও ঊরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো ।
৪. নয়া ডারউইনবাদ বলতে কী বোঝায় ? ডারউইনবাদের ত্রুটি উল্লেখ করো ।
৫. জলজ অভিযোজনে রুই মাছের পটকার এবং খেচর প্রাণী হিসেবে পায়রার বায়ুথলির গুরুত্ব আলোচনা করো ।
৬. অভিব্যক্তির সপক্ষে পরোক্ষ প্রমাণ হিসেবে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদের সদৃশ ব্যাখ্যা করো ।
অথবা , সমসংস্থ অঙ্গ বলতে কী বোঝায় ? উদাহরণ দিয়ে বোঝাও ।
৭. ল্যামার্কের মতবাদের সপক্ষে এবং বিপক্ষে একটি করে উদাহরণ দাও । ল্যামার্কবাদের সঙ্গে ডারউইনবাদের পার্থক্য লেখো ।
৮. জীবাশ্ম কাকে বলে ? জীবাশ্মের গুরুত্ব লেখো ।
৯. অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাসের জন্য কী কী অভিবোজন বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
১০. অভিব্যক্তির সংজ্ঞা দাও। জৈব অভিব্যক্তির প্রমাণ হিসেবে মেরুদন্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠন আলোচনা করো ।
আরো দেখো: ১০ম শ্রেণীর জীবন বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নোত্তর
মাধ্যমিকের শিক্ষার্থীরা, তোমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর উপরে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে পিডিএফে এই সম্পূর্ণ নোটটি ডাউনলোড করে নিতে পারো। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post