দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর : ডিনাইট্রিফিকেশন যে প্রক্রিয়ায় মাটির নাইট্রেট ও নাইট্রাইট যোগ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয় তাকে ডিনাইট্রিফিকেশন বলে। উদাহরণ: সিউডোমোনাস, থিয়োব্যাসিলাস ইত্যাদি।
যে প্রক্রিয়ায় নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে। অ্যামোনিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো– ব্যাসিলাস মাইকরডিস , ব্যাসিলাস ভলগারিস ইত্যাদি।
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
শূন্যস্থান পূরণ করো
১. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস হল ___________ ।
উত্তর : SO2
২. ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হল __________ ।
উত্তর : ইটাই-ইটাই
৩. ইউট্রফিকেশন শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী _________ ।
উত্তর : ইউবার
৪. একটি প্রাথমিক বায়ুদূষক হল __________ ।
উত্তর : কার্বন মনোক্সাইড
৫. পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল _________ ।
উত্তর : 0.05 ppm
৬. বিশ্বের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ দেশ হল ________।
উত্তর : চিন
৭. অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় ________।
উত্তর : জনবিস্ফোরণ
৮. জীবের সন্তান উৎপাদনের হারকে ________ বলে ।
উত্তর : ফেকানডিটি
৯. ________একটি তেজস্ক্রিয় গ্যাস ।
উত্তর : রেডন
১০. ক্যানসার সৃষ্টিকারী পদার্থগুলিকে ________বলে
উত্তর : কারসিনোজেন
১১. সর্বাধিক জনন ক্ষমতার হারকে তা ________ বলে ।
উত্তর : জৈবিক ক্ষমতা
১২. বর্তমানে ভারতে প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্য সংখ্যা ________ জন ।
উত্তর : 934
১৩. বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ _______
উত্তর : 77.17%
১৪. জীবদেহে প্রোটিনের একটি আবশ্যিক উপাদান _______ ।
উত্তর : নাইট্রোজেন
১৫. মাটিতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ ________।
উত্তর : 0.1-0.5%
১৬. লেগ হিমোগ্লোবিন _______ উদ্ভিদের মূলে থাকে।
উত্তর : শিম্বিগোত্রীয়
১৭. _______ পদ্ধতিতে নাইট্ৰাইট নাইট্রেটে পরিণত হয়।
উত্তর : নাইট্রেটেশন
১৮. ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনঘটিত যৌগ হল _______ ।
উত্তর : NO ও NO2
১৯. অ্যামোনিয়া থেকে নাইট্ৰাইট ও নাইট্রেট তৈরি হওয়াকে বলে _______ ।
উত্তর : নাইট্ৰিফিকেশন
২০. যে সকল পদার্থ পরিবেশ দূষণ ঘটায়, তাদের ________বলে ।
উত্তর : দূষক
২১. শব্দ পরিমাপক একক হল ________ ।
উত্তর : ডেসিবেল
২২. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে _________ গ্যাস উৎপন্ন ।
উত্তর : SO2
২৩. ধোঁয়াশার প্রধান উপাদান PAN ও __________ ।
উত্তর : O2
২৪. _________হল প্রাকৃতিক বৃক্ক ।
উত্তর : জলাভূমি
২৫. CFC হল ________ গ্যাস ।
উত্তর : গ্রিনহাউস
২৬. ক্যানসার শব্দটি ল্যাটিন শব্দ ________ থেকে সৃষ্টি হয়েছে ।
উত্তর : ক্যানক্রাম
২৭. বিজ্ঞানী _________ 1980 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীববৈচিত্র্যকে ব্যাখ্যা করেন ।
উত্তর : নর্স ম্যাকমানুস
২৮. সমগ্র পৃথিবীতে __________ টি মেগা-ডাইভারসিটির দেশ আছে ।
উত্তর : 12
২৯. ভারতে ________ হটস্পট আছে ।
উত্তর : 4টি
৩০. পৃথিবীর মোট স্থলভাগের __________ ভারতে অবস্থিত ।
উত্তর : 2.4%
২. বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
১. নীচের কোনটি মিথোজীবী ব্যাকটেরিয়া? –
ক. অ্যাজোটোব্যাকটার
খ. অ্যানাবিনা
গ. রাইজোবিয়াম
ঘ. স্পাইরুলিনা
উত্তর : গ. রাইজোবিয়াম
২. নাইট্ৰিফিকেশনে সাহায্য করে –
ক. ব্যাসিলাস মাইকয়ডিস
খ. নাইট্রোব্যাকটার
গ. অ্যাজোন্টোব্যাকটার
ঘ. অ্যাজোলা
উত্তর : ক. ব্যাসিলাস মাইকয়ডিস
৩. বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ –
ক. 77.17%
খ. 20.60%
গ. 70.17%
ঘ. 0.03%
উত্তর : ক. 77.17%
৪. অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন হওয়াকে বলে-
ক. নাইট্রিফিকেশন
খ. ডিনাইট্রিফিকেশন
গ. অ্যামোনিফিকেশন
ঘ. সিমবায়োসিস
উত্তর : ক. নাইট্ৰিফিকেশন
৫. নীচের কোনটি মাটির উর্বরতা হ্রাস করে? –
ক. সিউডোমোনাস
খ. নাইট্রোব্যাকটার
গ. নস্টক
ঘ. রাইজোবিয়াম
উত্তর : ক. সিউডোমোনাস
৬. গৌণ দূষক হল –
ক. PAN
খ. এরোসল
গ. CO
ঘ. CO2
উত্তর : ক. PAN
৭. আলোক রাসায়নিক ধোঁয়াশাতে সবসময়ে থাকে –
ক. মিথেন
খ. ওজোন
গ. CO2
ঘ.CO
উত্তর : খ. ওজোন
৮. মুখ্য বায়ুদূষক হল –
ক. CO2
খ. CO
গ. N2
ঘ. SO2
উত্তর : খ. CO
৯. মিনামাটা রোগ প্রথম দেখা যায় –
ক. জাপানে
খ. অস্ট্রেলিয়ায়
গ. ভারতে
ঘ. চিনে
উত্তর : ক. জাপানে
১০. DDT এর সর্বাধিক বায়োম্যাগনিফিকেশন দেখা যায় –
ক. মানুষে
খ. শৈবালে
গ. মাছে
ঘ. উদ্ভিদে
উত্তর : ক. মানুষে
১১. WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা –
ক. 50 dB
খ. 55 dB
গ. 60 dB
ঘ. 65 dB
উত্তর : ঘ. 65 dB
১২. জীবের ঘনত্ব নিরপেক্ষ বৃদ্ধি হারের লেখচিত্র হল –
ক. S-আকৃতির
খ. U-আকৃতির
গ. দুটোই
ঘ. কোনোটিই নয়
উত্তর : খ. J-আকৃতির
১৩. পপুলেশন ঘনত্ব গণনা করা যায় যার সাহায্যে –
ক. D=SN
খ. D=Ns
গ. D=SW
ঘ. D=ws
উত্তর : খ. D = NS
১৪. নীচের কোন রোগে ইনহেলার ব্যবহার করা হয়? –
ক. ক্যানসার
খ. অ্যাজমা
গ. ব্রংকাইটিস
ঘ. AIDS
উত্তর : খ. আ্যাজমা
১৫. নীচের কোনটি ক্যানসার নয়? –
ক. সারকোমা
খ. লিম্ফোমা
গ. গ্লুকোমা
ঘ. কারসিনোমা ।
উত্তর : গ.গ্লুকোমা
৩. এককথায় উত্তর দাও:
১. একটি নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাসের নাম করো ।
উত্তর : একটি নাইট্রোজেনঘটিত গ্রিনহাউস গ্যাস নাইট্রাস অক্সাইড (N2O) ।
২. ভারতবর্ষে কতগুলো হটস্পট আছে?
উত্তর : ভারতবর্ষে 4 টি হটস্পট আছে ।
৩. জীববৈচিত্র্য বিলুপ্তির একটি কারণ লেখো ।
উত্তর : জল ও বায়ুদূষণ জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ ।
৪. ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোনটি?
উত্তর : ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প নাগার্জুন সাগর(অধুপ্রদেশ) ।
৫. কোথায় সাদা বাঘ পাওয়া যায়?
উত্তর : মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদা বাঘ পাওয়া যায় ।
৬. সুন্দরবনের কোন দ্বীপে কুমির পাওয়া যায়?
উত্তর : সুন্দরবনের লোথিয়ান দ্বীপে কুমির পাওয়া যায় ।
৭. ক্রায়োসংরক্ষণের তাপমাত্রা কত?
উত্তর : ক্রায়োসংরক্ষণের তাপমাত্রা -196°C ।
৮. আরাবারি অরণ্য কোথায় অবস্থিত?
উত্তর : আরাবারি অরণ্য পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে অবস্থিত ।
৯. একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও ।
উত্তর : একটি মিথোজীবী ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম ।
১০. ক্লসট্রিডিয়াম কীরূপ জীব?
উত্তর : ক্লসট্রিডিয়াম মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া ।
১১. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও ।
উত্তর : একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল নাইট্রোব্যাকটার ।
১২. একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও ।
উত্তর : একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল সিউডোমোনাস ।
১৩. দেহে নাইট্রোজেনের একটি উপযোগিতা লেখো ।
উত্তর : দেহে প্রোটিন গঠনের জন্য নাইট্রোজেন প্রয়োজন ।
১৪. SPM-এর পুরো নাম লেখো ।
উত্তর : SPM-এর পুরো নাম Suspended Particulate Matter ।
১৫. CFCs-এর পুরো নাম কী?
উত্তর : CFCs-এর পুরো নাম ক্লোরোকুওরোকার্বন ।
৪. বিবৃতিগুলোর সত্য-মিথ্যা যাচাই করো:
১. অ্যাসিড বৃষ্টিতে HCl এর শতকরা পরিমাণ 40% । [মিথ্যা]
২. ধোঁয়াশা একটি প্রাথমিক দূষক । [মিথ্যা]
৩. SPM একটি গৌণ দূষক । [মিথ্যা]
৪. ধোঁয়াশা হল ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ । [সত্য]
৫. BOD এর একক mg/lit । [সত্য]
৬. রেডন গ্যাসটি ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী । [সত্য]
৭. 8 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস । [মিথ্যা]
৮. বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ । [সত্য]
৯. প্লুরার প্রদাহকে প্লুরিসি বলে । [সত্য]
১০. বর্তমানে মানুষের গেড় আয়ু 70-100 বছর । [সত্য]
১১. 2-4-D হল একটি ক্যানসার সৃষ্টিকারী আগাছানাশক । [সত্য]
১২. ধূমপায়ীদের প্রায় 80-85% ফুসফুসের ক্যানসার হয় । [সত্য]
১৩. শব্দের নিরাপদ মাত্রা 60 dB । [সত্য]
১৪. ট্যাক্সাস উদ্ভিদ থেকে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধী ঔষধ পাওয়া যায় । [সত্য]
১৫. প্রোটিনের প্রধান উপাদান হল নাইট্রোজেন। [সত্য]
৬. অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. নাইট্রোজেন চক্র কাকে বলে?
উত্তর : যে পদ্ধতিতে নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে ফিরে যায় এবং পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে তাকে নাইট্রোজেন চক্র বলে।
২. দুটি রাসায়নিক সার এবং দু’টি কীটনাশকের নাম লেখো যার দ্বারা মাটি দূষিত হয়?
উত্তর : রাসায়নিক সার : ইউরিয়া ও অ্যামোনিয়া • কীটনাশক BHC ও DDT
৩. রিবেশ দূষণজনিত দু’টি রোগের নাম লেখো।
উত্তর : হাঁপানি বা অ্যাজমা ( Asthm (A)। ও ব্রঙ্কাইটিস ( Bronchitis )।
৪. হাঁপানি বা অ্যাজমার কারণ কী? এর লক্ষণ লেখো।
উত্তর : হাঁপানি বা অ্যাজমা মানুষের শ্বাসতন্ত্রের শ্বাসনালির সংকোচনের ফলে হঠাৎ কষ্টদায়ক শ্বাস – প্রশ্বাস শুরু হলে তাকে হাঁপানি বলে। কারণ ধুলো , ঘরের ঝুল , ফুল বা ছত্রাকের রেণু , ধূমপানের ধোঁয়া , রাসায়নিক পদার্থ ( হিস্টামিন ) ইত্যাদির শ্বাসনালিতে প্রবেশ।
লক্ষণ : বুকে সাঁই সাঁই শব্দ , শ্বাস নিতে কষ্ট , কাশি , শুয়ে থাকতে কষ্ট ইত্যাদি এই রোগের লক্ষণ।
৫. বাঘ এবং সিংহের সংখ্যা হ্রাসের দু’টি কারণ লেখো।
উত্তর : বনভূমি কেটে ফেলায় স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়েছে। ও অর্থ উপার্জনের জন্য চোরাশিকারিদের মাধ্যমে বাঘ ও সিংহের হত্যা বাড়ছে। ফলে সংখ্যা কমে যাচ্ছে।
৬. অ্যামোনিফিকেশন কাকে বলে?
উত্তর : যে প্রক্রিয়ায় নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে। অ্যামোনিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো– ব্যাসিলাস মাইকরডিস , ব্যাসিলাস ভলগারিস ইত্যাদি।
৭. নাইট্রিফিকেশন কাকে বলে? নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর : অ্যামোনিয়া হতে নাইট্রেট ও নাইট্রাইট তৈরির পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলে। উদাহরণ : – নাইট্রোসোমোনাস , নাইট্রোব্যাক্টর ইত্যাদি।
৮. ডিনাইট্রিফিকেশন কাকে বলে?
উত্তর : ডিনাইট্রিফিকেশন যে প্রক্রিয়ায় মাটির নাইট্রেট ও নাইট্রাইট যোগ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয় তাকে ডিনাইট্রিফিকেশন বলে। উদাহরণ : সিউডোমোনাস , থিয়োব্যাসিলাস ইত্যাদি।
৯. ক্রায়োসংরক্ষণ বলতে কী বোঝায়?
উত্তর : যে প্রক্রিয়ায় 196 ° C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে উদ্ভিদের পরাগরেণু , বীজ , শুক্রাণু বা ডিম্বাণু ইত্যাদি সংরক্ষণ করা হয় তাকে ক্রায়োসংরক্ষণ বা Cryopreservation বলে।
১০. ইউট্রোফিকেশন ( Eutrophication ) কাকে বলে?
উত্তর : যে পদ্ধতির সাহায্যে কোনো জলাশয়ে ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থ মিশ্রিত হওয়ার জন্য জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের অভাব দেখা যায় , তাকে ইউট্রোফিকেশন বলে।
১১. গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো।
উত্তর : গ্রিনহাউস গ্যাসগুলি হলো— মিথেন , নাইট্রাস অক্সাইড , ক্লোরোফ্লুরোকার্বন , ওজোন ইত্যাদি।
১২. ভারতীয় একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দু’টি সংরক্ষণ ব্যবস্থা উল্লেখ করো।
উত্তর : একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দু’টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ— 1) উপযুক্ত প্রজননের ব্যবস্থা করতে হবে। 2) উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকার রোগের হাত থেকে গণ্ডারকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে।
১৩. নাইট্রোজেন স্থিতিকারী ( Nitrogen fixing ) দু’টি ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর : নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া – 1) ক্লক্সট্রিডিয়াম , 2) রাইজোবিয়াম।
১৪. দূষক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসকল পদার্থ দূষণ সৃষ্টিতে সাহায্য করে তাদের দূষক বলে। যেমন— ধুলোবালি , CO , NO , SO , ইত্যাদি।
১৫. ভঙ্গুর ও অভঙ্গুর পদার্থ বলতে কী বোঝায়?
উত্তর : ভঙ্গুর পদার্থ : যেসব দূষক পদার্থ সহজে বিয়োজিত হয় তাদের ভঙ্গুর পদার্থ 3 পদার্থ সম্ভিত হয় তাকে জৈব বা বায়োঅ্যাকুমুলেশন বলে।
উদাহরণ— পারদ , সিসা , ক্যাডমিয়াম ইত্যাদি।
৭. রচনাধর্মী প্রশ্নের উত্তর:
১. গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও । নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান তিনটি ঘটনা ব্যাখ্যা করো ।
২. নাইট্রোজেন চক্রের যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো । “বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ুদূষণের একটি অন্যতম প্রধান কারণ ” – যুক্তিসহ উক্তিটি সমর্থন করো ।
৩. “ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমন্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্মায়ন ” – পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তার সারসংক্ষেপ করো । শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায় এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো।
৪. ওজোন হোল (Ozon Hole) কী? এর কারণ ও প্রভাব উল্লেখ করো।
৫. সুন্দরবনে মিষ্টিজলের সংকটের ফলে সৃষ্ট প্রভাবগুলি আলোচনা করো । সুন্দরবনের দু’টি ম্যানগ্রোভ অরণ্যের এবং দু’টি প্রাণীর নাম লেখো।
৬. মাটিদূষণের দু’টি কারণ ও দু’টি কুফল আলোচনা করো ।
৭. গ্রিনহাউস প্রভাব কী? গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো।
৮. জীববৈচিত্র্য সংরক্ষণে JFM (Joint Forest Management) – এর ভূমিকা আলোচনা করো । টাইগার প্রজেক্ট কী?
আরো দেখো: ১০ম শ্রেণীর জীবন বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নোত্তর
মাধ্যমিকের শিক্ষার্থীরা, তোমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর উপরে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে পিডিএফে এই সম্পূর্ণ নোটটি ডাউনলোড করে নিতে পারো। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post