শিক্ষার্থীরা, তোমাদের ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৩ প্রকাশ হয়েছে। ২০২৩ সালের ষষ্ঠ শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে NCTB। নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ শিখন অভিজ্ঞতা বেছে নেওয়া হয়েছে। সিলেবাস অনুযায়ী নিচে এ শিখন অভিজ্ঞতাগুলো তুলে ধরা হলো।
ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম এই বছরেই চালু করা হলো বিধায় শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের প্রশাসক, সবারই নিজেদের প্রস্তুত করতে ও নতুন শিক্ষাক্রমে অভ্যস্ত হতে কিছুটা সময় বেশি লেগেছে। তাই জানুয়ারি থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যতগুলো শিখন অভিজ্ঞতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল, অনেক ক্ষেত্রেই তা করা সম্ভব হয়নি।
৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৩
ষাণ্মাসিক শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়নে ষষ্ঠ শ্রেনীতে মোট ৮টি শিখন অভিজ্ঞতার মূল্যায়ন করা হয়েছিল। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আগে আরো ১৪টি শিখন অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। ২০২৩ শিক্ষাবর্ষের পরিবর্তিত সময় অনুযায়ী (৫০-৫৫ মিনিট) প্রয়োজন হবে প্রায় ৫৬টি সেশন।
১. বাংলা
২. ইংরেজি
৩. গণিত
৪. ডিজিটাল প্রযুক্তি
৫. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
৬. জীবন ও জীবিকা
৭. শিল্প ও সংস্কৃতি
৮. স্বাস্থ্য সুরক্ষা
৯. ইসলাম শিক্ষা
১০. হিন্দুধর্ম শিক্ষা
১১. খ্রীষ্টধর্ম শিক্ষা
১২. বিজ্ঞান
৬ষ্ঠ শ্রেণির বার্ষিক মূল্যায়ন সিলেবাস ২০২৩
৬ষ্ঠ শ্রেণির বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা pdf
৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৩
৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্ন ২০২৩
৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন ২০২৩
ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৩
ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস
ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস 2023
ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন ২০২৩
class 6 barshik mullayon pdf
class 6 annual exam syllabus 2023
class 6 final exam syllabus 2023
অন্যান্য সাধারণ নির্দেশনা
১। শিক্ষক লক্ষ্য রাখবেন কোন বিষয়ের শ্রেণির বাইরের কাজ যেন অন্য আরেকটি বিষয়ের শ্রেণি সময়কে প্রভাবিত না করে। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি শ্রেণির বাইরের কাজ যেন ডিজিটাল প্রযুক্তির পর যে বিষয়ের সেশন পরিচালিত হওয়ার কথা সে বিষয়ের সময়কে প্রভাবিত না করে। সকল বিষয়ের সেশন সময় পরিকল্পনা মত শেষ করতে হবে।
২। ‘নিজে নিজে পড়ি’, ‘সরবে পড়ি’, ‘নিরবে পড়ি’, ‘দলগতভাবে পড়ি’ এই ধরণের পাঠগুলো শিক্ষক নিজে পড়ে বুঝিয়ে দিতে পারেন এবং শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন। এতে করে সেশনের সময় কিছুটা সংক্ষেপ করা সম্ভব হবে এবং প্রয়োজনে পরের সেশনের কিছু কাজ আগের এই সময়ে সম্পন্ন করা যাবে। এভাবে শিক্ষকের সুবিধা অনুসারে কিছু কিছু ক্ষেত্রে ৩টি সেশনের কাজ ২টি সেশনের মাঝে সম্পন্ন করে একটি সেশন কমানো যাবে।
৩। দুর্যোগ বা অন্যান্য কারনে যদি বিদ্যালয় বন্ধ থাকে, শিক্ষক পূর্বে থেকে বাড়ির কাজ, দলীয় বাড়ির কাজ, তথ্য সংগ্রহ এই ধরণের কাজগুলো শিক্ষার্থীদের বুঝিয়ে দিয়ে শিখন কার্যক্রম চলমান রাখতে পারেন যেন পরিকল্পনা অনুযায়ী সেশন শেষ করা সম্ভব হয়।
৪। যে কোন উপস্থাপনের সময় সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দলের সকল সদস্যকে যাচাই করার স্বার্থে সবাইকে অল্প সময়ের জন্য হলেও উপস্থাপনের সুযোগ করে দিতে হবে। সেশন বা সেশনের সময় কমানোর জন্য দলের কোন সদস্যের অংশগ্রহণের সুযোগ নষ্ট করা যাবে না।
৫। শিখন অভিজ্ঞতা অনুযায়ী শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক সহায়িকা অনুসরণ করতে হবে।
আরো দেখো: ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নের সমাধান (সকল সাবজেক্ট)
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে তোমাদের ৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৩ এর পিডিএফ শেয়ার করা হয়েছে। ওপরে Get Syllabus PDF অপশনে ক্লিক করে তোমাদের সিলেবাসটি সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post