৬ষ্ঠ শ্রেণির বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় mcq : কথা বলার সময় বাক্যের শেষে আমরা থামি। কোনো বাক্যে আমরা কোনোকিছুর বিবরণ দিই। কোনো বাক্যে কিছু জানতে চাই। কোনো বাক্যে প্রকাশ করি বিস্ময়ের ভাব। আবার কোনো কথার অর্থ স্পষ্ট করার জন্য একই বাক্যের মাঝখানে মাঝে মাঝে থামতে হয়।
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোই বিরামচিহ্ন বা যতিচিহ্ন বা ছেদচিহ্ন।
৬ষ্ঠ শ্রেণির বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় mcq
১. বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কী ব্যবহার করা হয়?
ক. দাঁড়ি
খ. প্রশ্নচিহ্ন
গ. বিস্ময় চিহ্ন
ঘ. বিরামচিহ্ন
২. দাঁড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয়?
ক. এক সেকেন্ড
খ. দুই সেকেন্ড
গ. তিন সেকেন্ড
ঘ. চার সেকেন্ড
৩. হৃদয়াবেগ প্রকাশ পায় কিসের মধ্য দিয়ে?
র. ভয়
রর. ঘৃণা
ররর. আনন্দ ও দুঃখ
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. রর
গ. র ও রর
ঘ. র, রর ও ররর
৪. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে?
ক. কোলন
খ. সেমিকোলন
গ. দাঁড়ি
ঘ. হাইফেন
৫. সম্বোধন পদের পরে কী বসে?
ক. কোলন
খ. সেমিকোলন
গ. কমা
ঘ. হাইফেন
৬. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কী বসে?
ক. কোলন
খ. সেমিকোলন
গ. কমা
ঘ. হাইফেন
৭. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন
খ. সেমিকোলন
গ. কমা
ঘ. বিন্দু
৮. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন
খ. ড্যাশ
গ. কমা
ঘ. বিন্দু
৯. সমাসমদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন
খ. সেমিকোলন
গ. কমা
ঘ. হাইফেন
১০. ত্রিপুরার অন্তর্গত ছিল কোন জেলা?
ক. চট্টগ্রাম
খ. বরিশাল
গ. সিলেট
ঘ. কুমিল্লা
১১. ‘অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়’-এটি কোন জাতীয় বাক্য?
ক. বিস্ময়বোধক
খ. বিবৃতিমূলক
গ. অনুজ্ঞাবোধক
ঘ. অনুরোধসূচক
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের ৬ষ্ঠ শ্রেণির বাংলা ২য় পত্র ৭ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও বাংলা প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post