ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর : আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ, আর নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগসহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়।
অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। শুধু মানুষই নয়, পশুপাখি এবং কীটপতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ জীবনধারা লক্ষ করি।
ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর
১. কোনটিকে সভ্যতার সোপান বলা হয়?
ক. মুদ্রণ যন্ত্র
খ. কৃষি
গ. বাষ্পীয় ইঞ্জিন
ঘ. নগর
২. কত শতকে বিদ্যুৎ আবিষ্কৃত হয়?
ক. চৌদ্দ শতকে
খ. ষোলো শতকে
গ. আঠারো শতকে
ঘ. বিশ শতকে
৩. বাষ্পচালিত ইঞ্জিন প্রথম কোথায় আবিষ্কৃত হয়?
ক. আমেরিকায়
খ. ইংল্যান্ডে
গ. চীনে
ঘ. রাশিয়ায়
৪. বাষ্পচালিত ইঞ্জিন কোন শতকে আবিষ্কৃত হয়?
ক. ষোলো
খ. সতেরো
গ. আঠারো
ঘ. উনিশ
৫. যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন তৈরির ভিত্তি কী ছিল?
ক. বাষ্পীয় ইঞ্জিন
খ. বিদ্যুৎ আবিষ্কার
গ. স্টিম টারবাইনের আবিষ্কার
ঘ. সভ্যতার অগ্রগতি
৬. কোন বাষ্পীয় ইঞ্জিন দিয়ে প্রথমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়?
ক. স্পিনিং মেশিন
খ. স্টিম টারবাইন
গ. জেনারেটর
ঘ. স্টিম এয়ার
৭. শিল্পবিপ্লব কোন মহাদেশে শুরু হয়েছিল?
ক. ইউরোপ
খ. উত্তর আমেরিকা
গ. এশিয়া
ঘ. অস্ট্রেলিয়া
৮. কোন শতকে রেল যোগাযোগ চালু হয়?
ক. ষোলো
খ. সতেরো
গ. আঠারো
ঘ. উনিশ
৯. শিল্পবিপ্লব-পরবর্তী সমাজব্যবস্থার উল্লেখযোগ্য আবিষ্কার কী?
ক. মোটরগাড়ি ও রেডিও
খ. রেডিও ও কম্পিউটার
গ. স্বয়ংক্রিয় যন্ত্র ও কম্পিউটার
ঘ. টেলিভিশন ও কম্পিউটার
১০. কৃষির শুরুতে কী দিয়ে লাঙলের ফলা তৈরি করা হতো?
ক. কাঠ
খ. পাথর
গ. লোহা
ঘ. বাঁশ
১১. কোথায় মধ্যযুগের শেষ দিকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে?
ক. আমেরিকায়
খ. ইউরোপে
গ. এশিয়ায়
ঘ. অস্ট্রেলিয়ায়
১২. কারা প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞানবিজ্ঞানের ঐতিহ্য আবিষ্কার করে?
ক. আমেরিকার মানুষ
খ. এশিয়ার মানুষ
গ. ইউরোপের মানুষ
ঘ. আফ্রিকার মানুষ
১৩. ইউরোপের মানুষ প্রাচীন গ্রিস ও রোমের কোনটি আবিষ্কার করে?
ক. সাংস্কৃতিক মানুষ
খ. পোশাক-আশাকের ঐতিহ্য
গ. জ্ঞানবিজ্ঞানের ঐতিহ্য
ঘ. ধর্মীয় ঐতিহ্য
১৪. কত সালে কলম্বাস আমেরিকায় পৌছান?
ক. ১৪৪২ সালে
খ. ১৪৬২ সালে
গ. ১৪৭২ সালে
ঘ. ১৪৯২ সালে
১৫. নিউটনের যুগান্তকারী আবিষ্কার কোনটি?
ক. জনসংখ্যা তত্ত্ব
খ. মাধ্যাকর্ষণ তত্ত্ব
গ. বাষ্পচালিত ইঞ্জিন
ঘ. স্টিম টারবাইন
সমাজ বিবর্তনের ইতিহাস class 6 mcq
১৬. নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্ব কত সালে আবিষ্কৃত হয়?
ক. ১৬০৫ সালে
খ. ১৬৬৫ সালে
গ. ১৬৮৫ সালে
ঘ. ১৬৯৫ সালে
১৭. কত শতকে শিল্পবিপ্লব ঘটে?
ক. সতেরো
খ. আঠারো
গ. উনিশ
ঘ. বিশ
১৮. শিল্পবিপ্লবের পথিকৃৎ ছিল কোন দেশ?
ক. আমেরিকা
খ. জাপান
গ. ইংল্যান্ড
ঘ. ফ্রান্স
১৯. শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান কোনটি দখল করে নেয়?
ক. সৌরশক্তি
খ. যন্ত্র
গ. আণবিক শক্তি
ঘ. বিদ্যুৎ
২০. কোন সমাজের ভিত্তি হিসেবে জ্ঞান ও তথ্য কাজ করেছে?
ক. পশুপালনকারী সমাজের
খ. কৃষিভিত্তিক সমাজের
গ. শিল্পবিপ্লব-পরবর্তী সমাজের
ঘ. উদ্যান কৃষিভিত্তিক সমাজের
২১. বর্তমানে বিশ্বে কোন ধরনের সমাজ বিরাজমান?
ক. শিল্পভিত্তিক সমাজ
খ. কৃষিভিত্তিক সমাজ
গ. শিল্পবিপ্লব-পরবর্তী সমাজ
ঘ. পশুপালনকারী সমাজ
২২. শিল্পবিপ্লব-পরবর্তী সমাজে কোনটি অর্থনীতির মূল বৈশিষ্ট্য?
ক. অর্থের অবাধ প্রবাহ
খ. তথ্য আদানপ্রদান করা
গ. তথ্য প্রক্রিয়াজাত করা
ঘ. শিল্পায়ন ও নগরায়ণ
২৩. সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হওয়াকে কী বলে?
ক. নগরায়ণ
খ. বিশ্বায়ন
গ. আঞ্চলীকরণ
ঘ. প্রযুক্তিকরণ
২৪. সভ্যতা কীসের অবদান?
ক. কৃষির
খ. শিল্পের
গ. নগরায়ণের
ঘ. প্রকৃতির
২৫. কৃষিকাজের সূচনা হয়-
i. নীল নদের তীরে
ii. সিন্ধু উপত্যকায়
iii. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৬. কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য হলো-
i. লাঙলের ব্যবহার শুরু
ii. মানুষের স্থায়ীভাবে বসবাস শুরু
iii. বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. কৃষিসমাজে যে সকল অর্থনৈতিক ব্যবস্থা চালু হয় তা হলো-
i. উৎপাদন
ii. ভোগ
iii. বিনিময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৮. কৃষিবিপ্লবের ফলে
i. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয়
ii. খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায়
iii. কৃষিতে যন্ত্রের ব্যবহার শুরু হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের ফলে-
i. যোগাযোগের বিস্তার ঘটে
ii. শিল্প উৎপাদন বৃদ্ধি পায়
iii. শিল্পবিপ্লবের সূচনা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. বিশ শতকে যেসব জিনিসের ব্যবহার শুরু হয় তা হলো-
i. বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ
ii. মোটরগাড়ি
iii. টেলিফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের ষষ্ঠ শ্রেণির ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post