ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর : সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে। এক টুকরো পাথর বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার। প্রকৃতিকে এমনিভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি যা অদ্যাবধি চলমান রয়েছে। মানুষ বুঝতে পারল সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এই লড়াই আরও সুদৃঢ় হবে।
তাই সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়ম-কানুন, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ নিল। সমাজের মানুষের আনন্দ, বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য আরও কত কী! ফলে রচিত হলো সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ।
ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও :
রমনার বটমূলে প্রতিবছর নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়া হয়। সংগীত, কবিতা আবৃত্তি ছাড়াও নানা, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এদেশের হাজারও মানুষ, যা বাঙালিকে আবদ্ধ করে সুদৃঢ় বন্ধনে।
১. উদ্দীপকে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে?
ক. বস্তুগত
খ. অবস্তুগত
গ. গুণগত
ঘ. পরিমাপগত
২. সংস্কৃতির উক্ত দিকটি-
i. উপলব্ধি করা যায়
ii. স্পর্শ বা দেখা যায় না
iii. মানুষের প্রয়োজনের প্রেক্ষিতে সৃষ্টি হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩. কোন উপাদান মানুষ ও তার সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়?
ক. অবস্তুগত উপাদান
খ. উপবস্তুগত উপাদান
গ. বস্তুগত উপাদান
ঘ. অদৃশ্যমান উপাদান
৪. মানুষের জীবনধারাকে কী বলা হয়?
ক. ধর্ম
খ. সভ্যতা
গ. সংস্কৃতি
ঘ. প্রকৃতি
৫. কোনটির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি ফুটে ওঠে?
ক. ধর্মের
খ. সভ্যতার
গ. কর্মের
ঘ. সংস্কৃতির
৬. মবিন সাহেব ইঞ্জিনিয়ার হয়ে সুন্দর নকশা করে সর্বপ্রথম নিজের বাড়িটি নির্মাণ করলেন। তার বাড়িটি কীসের অন্তর্ভুক্ত?
ক. বস্তুগত সংস্কৃতির
খ. অবস্তুগত সংস্কৃতির
গ. মূল্যবোধের
ঘ. রাষ্ট্রীয় কাঠামোর
৭. কম্পিউটারের সফটওয়্যার সংস্কৃতির কোন ধরনের উপাদান?
ক. বস্তুগত
খ. অবস্তুগত
গ. ভৌত
ঘ. বাহ্যিক
৮. সৌন্দর্য রক্ষা ও লজ্জা নিবারণের জন্য মানুষ পোশাক পরিধান করে। এটি মানুষের জীবনের কোন দিকটি উপস্থাপন করে?
ক. সংস্কৃতি
খ. মূল্যবোধ
গ. আদর্শ
ঘ. ঐতিহ্য
৯. নিচের কোনটি সংস্কৃতির বস্তুগত উপাদান?
ক. নকশিকাঁথা
খ. সাহিত্য
গ. আদর্শ
ঘ. ভাষা
১০. সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. পরিবর্তনশীলতা
খ. স্থবিরতা
গ. গতিহীনতা
ঘ. ধ্বংসশীলতা
১১. সংস্কৃতির কোনটির ক্ষেত্রে একটি পরিবর্তনে অন্যটি পরিবর্তিত হয়?
ক. ভাষা
খ. মনোভাব ও দৃষ্টিভঙ্গি
গ. উপাদান
ঘ. ধারা
১২. সংস্কৃতির অবস্তুগত উপাদান নিচের কোনটি?
ক. ঘরবাড়ি
খ. আসবাবপত্র
গ. ভাষা
ঘ. নকশিকাঁথা
১৩. সংস্কৃতির উপাদান হলো-
i. বস্তুগত
ii. অবস্তুগত
iii. ধর্মীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. সংস্কৃতির বস্তুগত উপাদান-
i. ঘরবাড়ি
ii. আসবাবপত্র
iii. বইপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. সংস্কৃতির অবস্তুগত উপাদান-
i. মনোভাব ও দৃষ্টিভঙ্গি
ii. ঘরবাড়ি
iii. ভাষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. মানুষের সংস্কৃতি গড়ে উঠেছে-
i. অস্তিত্ব রক্ষার জন্য
ii. উদ্দেশ্য সাধনের লক্ষ্যে
iii. নিজদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. সৃষ্টির শুরু থেকে মানুষ নিজেদের প্রয়োজন মিটিয়েছে-
i. প্রকৃতিকে কাজে লাগিয়ে
ii. পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে
iii. প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের ছকটি দেখ এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
ঘর— আসবাবপত্র—পোশাক— খাবার—যানবাহন
১৮. উপর্যুক্ত ছকের সাথে কোনটি জড়িত?
ক. জৈবিক উপাদান
খ. অবস্তুগত উপাদান
গ. উপবস্তুগত উপাদান
ঘ. বস্তুগত উপাদান
১৯. উপর্যুক্ত বিষয়ের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
ক. পঞ্চাশ বছর টিকে থাকতে পারে
খ. শত শত বছর টিকে থাকতে পারে
গ. আশি বছর টিকে থাকতে পারে
ঘ. খুব বেশি দিন টিকে থাকতে পারে না
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
ফাতেমার বাবা ফাতেমাকে জাতীয় জাদুঘরে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য নিয়ে গেল। সেখানে সে নকশিকাঁথা দেখে খুবই খুশি হলো।
২০. উদ্দীপকে সংস্কৃতির কোন উপাদানকে তুলে ধরা হয়েছে?
ক. বস্তুগত
খ. অবস্তুগত
গ. সামগ্রিক জ্ঞান
ঘ. শিল্পকলা
২১. উক্ত সংস্কৃতির অন্তর্ভুক্ত হলো-
i. সংগীত
ii. আসবাবপত্র
iii. বইপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. বোতল নৃত্য কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব?
ক. সাঁওতালদের
খ. ত্রিপুরাদের
গ. মণিপুরিদের
ঘ. চাকমাদের
২৩. ঝুমুর তালে গান লিখেছেন বাংলার কোন কবি?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ
গ. জসীম উদ্দীন
ঘ. জীবনানন্দ দাশ
২৪. পুকুর, নদীনালা কোন ধরনের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে?
ক. গ্রামীণ
খ. শহুরে
গ. প্রযুক্তিগত
ঘ. গুণগত
২৫. পালাগান, যাত্রাগান আধুনিককালেও কোনটি বজায় রেখেছে?
ক. গ্রামের অনন্যতা
খ. মানুষের চাহিদা পূরণের ক্ষমতা
গ. শহরের অনন্যতা
ঘ. আধুনিক জীবনের প্রত্যাশা
২৬. শহুরে সংস্কৃতির কোনটির প্রভাব বেশি পরিলক্ষিত হয়?
ক. বিশ্বায়নের
খ. ধর্মীয় অনুভূতির
গ. সামাজিক মূল্যবোধের
ঘ. গ্রামীণ ঐতিহ্যের
২৭. সানি প্রতিদিন ইন্টারনেটের মাধ্যমে তার প্রবাসী বন্ধুর সাথে যোগাযোগ করে। তাকে কোন সংস্কৃতির অন্তর্ভুক্ত করা যায়?
ক. গ্রামীণ
খ. শহুরে
গ. আদিম
ঘ. সনাতন
২৮. ‘ওয়ানগালা’ উৎসবটি কারা উদ্যাপন করে?
ক. সাঁওতালরা
খ. চাকমারা
গ. গারোরা
ঘ. মারমারা
২৯. ওয়ানগালা, সোহরাই উৎসবগুলো কোন সংস্কৃতিকে ভিত্তি করে উদযাপন করা হয়?
ক. ধর্মীয়
খ. কৃষি
গ. গ্রামীণ
ঘ. শহুরে
৩০. ‘সোহরাই’ উৎসবটি কারা উদযাপন করে?
ক. সাঁওতালরা
খ. গারোরা
গ. চাকমারা
ঘ. ত্রিপুরারা
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের ষষ্ঠ শ্রেণির ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post