ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন উত্তর : বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা-বাণিজ্য প্রসার লাভ করেছে। দেশে রাষ্ট্রীয় মালিকানায় কিছু শিল্প কারখানা, রেল ও সড়ক ব্যবস্থা প্রভৃতি রয়েছে। বর্তমানে আমাদের দেশে গার্মেন্টস শিল্প বিকাশ লাভ করেছে, যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে।
শ্রমজীবী মানুষের জীবনে অসমতা না ঘুচলেও তাদের জীবনেও কিছু ইতিবাচক পরিবর্তন আসছে। অর্থনৈতিক উন্নতি ছাড়া কোনো দেশ ও জাতি টিকে থাকতে পারে না। দেশ থেকে বেকারত্ব, দারিদ্র্য দূর করতে পারলে দেশের জনগণও উন্নত জীবনযাপন করতে পারবে। এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সেই বিষয়ে জানতে পারব।
ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন উত্তর
১. বাংলাদেশের বন্দর নগরী কোনটি?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. সিলেট
ঘ. খুলনা
২. বাংলাদেশের শিল্প শহর কোনটি?
ক. চট্টগ্রাম
খ. সিলেট
গ. খুলনা
ঘ. নারায়ণগঞ্জ
৩. লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ কীসের ওপর নির্ভরশীল?
ক. স্কুলের
খ. শহরের
গ. কলেজের
ঘ. মফস্বলের
৪. ভাসমান মানুষগুলো কোথায় বেশি থাকে?
ক. বড় শহরে
খ. অভিজাত এলাকায়
গ. বস্তিতে
ঘ. গ্রামে
৫. কোনটি অর্থনৈতিক কাজ?
ক. খেলাধুলা
খ. ডাকাতি
গ. সন্তান পালন
ঘ. উৎপাদন
৬. বাড়তি শস্য উৎপাদন করে কারা দেশবাসীর খাদ্যের জোগান দেন?
ক. জেলে খ. তাঁতি
গ. কৃষক ঘ. কামার
৭. শহরাঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনধারা কেমন?
ক. কৃষিকেন্দ্রিক
খ. শিল্প বা ব্যবসাকেন্দ্রিক
গ. কুটিরশিল্পকেন্দ্রিক
ঘ. রাজনৈতিককেন্দ্রিক
৮. বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং সার, কীটনাশক ও উচ্চফলনশীল বীজের প্রয়োগে কী হয়েছে?
ক. উৎপাদন কমেছে
খ. উৎপাদন বেড়েছে
গ. আগের মতোই আছে
ঘ. ফসলের ক্ষতি হয়েছে
৯. ফসলের উৎপাদন বৃদ্ধিতে কীসের ওপর এর প্রভাব পড়ছে?
ক. সামগ্রিক জীবনযাত্রায়
খ. স্বাস্থ্যখাতে
গ. শিল্পখাতে
ঘ. যোগাযোগ ব্যবস্থায়
১০. খাদ্যে স্বনির্ভর হওয়া বলতে কী বোঝায়?
ক. ভারত থেকে খাদ্য না আনা
খ. চীন থেকে খাদ্য খাদ্য না আনা
গ. দেশে উৎপাদিত খাদ্য দ্বারা চাহিদা মেটানো
ঘ. নিজ দেশের খাদ্য অন্য দেশে বিক্রি করা
১১. দেশের শিল্প-বাণিজ্য ও জনগণের কর্মসংস্থান অনেকাংশে কীসের ওপর নির্ভরশীল?
ক. শহুরে অর্থনীতির উপর
খ. কুটিরশিল্পের উপর
গ. তাঁতশিল্পের উপর
ঘ. গ্রামীণ অর্থনীতির উপর
১২. বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে?
ক. ত্রিশ শতাংশ
খ. এক-দ্বিতীয়াংশ
গ. এক-তৃতীয়াংশ
ঘ. এক-পঞ্চমাংশ
১৩. উন্নত দেশের জন্য অর্থনীতির কোন সেক্টরটি গুরুত্বপূর্ণ?
ক. শিল্প
খ. কৃষি
গ. ব্যবসায় ও বাণিজ্য
ঘ. চাকরি
১৪. বস্তি এলাকায় যারা বসবাস করে তাদেরকে কী বলা হয়?
ক. ছিন্নমূল
খ. ভাসমান
গ. বস্তিবাসী
ঘ. নিম্নবিত্ত
১৫. শহরের ধনী জনগোষ্ঠীরা কোথায় বাস করে?
ক. অভিজাত এলাকায়
খ. বস্তিতে
গ. ভাড়া বাড়িতে
ঘ. নিজস্ব বাড়িতে
১৬. কোনো সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলতে কী বোঝায়?
ক. অর্থনৈতিক কাজ করে জীবিকা অর্জন
খ. সাংস্কৃতিক কাজ করে জীবিকা অর্জন
গ. রাজনৈতিক কাজ করে জীবিকা অর্জন
ঘ. সামাজিক কাজ করে জীবিকা অর্জন
১৭. বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষের পেশা কী?
ক. ব্যবসায়ী
খ. কৃষি
গ. কামার
ঘ. জেলে
১৮. বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে-
i. কৃষি ও শিল্পের ওপর
ii. ব্যবসায়-বাণিজ্যের ওপর
iii. সরকারের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. দেশ স্বাধীন হবার পর বাংলাদেশ উন্নতি লাভ করে-
i. কৃষিক্ষেত্রে
ii. সংস্কৃতির ক্ষেত্রে
iii. শিল্পক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০. কৃষক জমি চাষের পাশাপাশি করেন-
i. পশুপালন
ii. মাছ চাষ
iii. পোশাক তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. মানুষের প্রতিদিনের উপার্জিত অর্থে চাহিদা মেটে-
i. খাদ্য ও চিকিৎসা
ii. পোশাক ও বাড়িঘর নির্মাণ
iii. সরকারি সুযোগ-সুবিধার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রম উন্নত হচ্ছে-
i. কারখানা তৈরি করে
ii. আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে
iii. উচ্চফলনশীল বীজ এসে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভর করে
i. ব্যবসায়-বাণিজ্য
ii. শেয়ার বাজার
iii. বাজার ও কর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. শহরের মানুষের জন্যে গ্রাম থেকে আনা হয়-
i. খাদ্যশস্য
ii. কাঁচামাল
iii. তৈরি পোশাক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. বর্তমানে কৃষিতে ব্যবহৃত হচ্ছে-
i. আধুনিক যন্ত্রপাতি
ii. সার
iii. কীটনাশক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬. কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ
i. জেলে
ii. তাঁতি ও কামার
iii. কুমোর ও ছুতার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. শহরের অর্থনৈতিক জীবন সচল রাখে-
i. শিল্পপতি
ii. ব্যবসায়ী
iii. চাকরিজীবী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের ওপর নির্ভরশীল-
i. লেখাপড়ার জন্যে
ii. কর্মসংস্থানের জন্যে
iii. চিত্তবিনোদনের জন্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
করিমের মনে হয় তাদের গ্রামের সকলেই কৃষক। কিন্তু যখন সে গ্রামের বাজারে যায় তখন আরও বিভিন্ন পেশার লোকদের সে দেখতে পায়।
৩৯. গ্রামের সকলেই কৃষক, করিমের এ রকম মনে হওয়ার কারণ কোনটি?
ক. অধিকাংশ লোক কৃষিজীবী
খ. প্রচুর ফসল উৎপাদিত হয় বলে
গ. গ্রামটি কৃষকদের বলে
ঘ. ইতঃপূর্বে সে অন্যদের সম্পর্কে ভাবেনি
৪০. করিমের গ্রামে যে সকল অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয় তার গুরুত্ব হলো-
i. খাদ্য চাহিদার জোগান দেয়া
ii. শিল্পের কাঁচামালের জোগান দেয়া
iii. শিল্পকারখানা স্থাপন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের ষষ্ঠ শ্রেণির ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post