ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন উত্তর : মানুষ নিজস্ব পরিবেশে বাস করে। পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয়। সভ্যতার ধারাবাহিক পরিবর্তনে পরিবেশ ও মানুষের সম্পর্কের মধ্যেও পরিবর্তন এসেছে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলস্বরূপ পরিবেশগত বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে। পরিবেশও ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের পরিবেশগত সমস্যার প্রতিরোধে অনেক কিছু করণীয় রয়েছে।
ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন উত্তর
১. উচ্চৈঃস্বরে মাইক বাজানো কোন ধরনের পরিবেশ দূষণ?
ক. শব্দদূষণ
খ. বায়ুদূষণ
গ. মাটি দূষণ
ঘ. পানি দূষণ
২. মানুষ কীভাবে নিজের আরাম বাড়িয়েছে?
ক. কলকারখানা বানিয়ে
খ. রাস্তা বানিয়ে
গ. ফসল উৎপাদন করে
ঘ. শীতাতপ যন্ত্র বানিয়ে
৩. শব্দদূষণের ফলে কোন রোগের প্রাদুর্ভাব বাড়ছে?
ক. এইডস
খ. নানা ধরনের এলার্জি
গ. ম্যালেরিয়া
ঘ. ডেঙ্গু
৪. নদীর পানি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ছে কেন?
ক. বৃষ্টি হওয়ার কারণে
খ. কালো ধোঁয়ার কারণে
গ. শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যের কারণে
ঘ. শব্দদূষণের কারণে
৫. শিল্পকারখানার বর্জ্য নদীর পানিতে মিশে কোনটি বিলুপ্ত করছে?
ক. পাহাড়
খ. জলজ জীববৈচিত্র্য
গ. গাছপালা
ঘ. প্রাকৃতিক গ্যাস
৬. পাহাড় কাটা হয় কেন?
ক. সূর্যের ক্ষতিকর রশ্মি ঠেকানোর জন্য
খ. বন্যা নিয়ন্ত্রণের জন্য
গ. ঘরবাড়ি নির্মাণের জন্য
ঘ. পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য
৭. বৈশ্বিক উষ্ণায়নের ফলে কী ঘটে?
ক. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়
খ. নদীর স্রোত বৃদ্ধি পায়
গ. প্রাকৃতিক দুর্যোগ হ্রাস পায়
ঘ. জীববৈচিত্র্য বৃদ্ধি পায়
৮. কেন উপকূলীয় এলাকার লোকজন পরিবেশগত উদ্বাস্তু হয়ে পড়ে?
ক. পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি নির্মাণের জন্য
খ. কলকারখানা নির্মাণের জন্য
গ. বাঁধ তৈরির জন্য
ঘ. বৈশ্বিক উষ্ণায়নের জন্য
৯. জমির স্বাভাবিক উর্বরা শক্তি কমে যাচ্ছে কেন?
ক. জৈব সারের ব্যবহারের জন্য
খ. রাসায়নিক সারের ব্যবহারের জন্য
গ. বারবার চাষের জন্য
ঘ. জমিতে পলি পড়ার জন্য
১০. তাপমাত্রা বেড়ে যাচ্ছে কেন?
ক. শব্দদূষণের জন্য
খ. গাছপালার জন্য
গ. বন্যার জন্য
ঘ. বিষাক্ত বর্জ্য ও কালো ধোঁয়ার জন্য
১১. ভূমিক্ষয় বাড়ার কারণ কী?
ক. প্রাকৃতিক বন ধ্বংস
খ. বৈশ্বিক উষ্ণতা
গ. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ঘ. শিল্পকারখানা স্থাপন
১২. সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে মহাকাশের কোন স্তর?
ক. ট্রপোমণ্ডল
খ. ওজোন স্তর
গ. স্ট্রাটোস্ফিয়ার স্তর
ঘ. মেটোস্ফিয়ার স্তর
১৩. ওজোন স্তর ছিদ্র হয়ে যাচ্ছে কেন?
ক. জলাভূমি ধ্বংসের জন্য
খ. শব্দদূষণের জন্য
গ. পানি দূষণের জন্য
ঘ. বন উজাড়, ভূমিক্ষয় ও তাপ বৃদ্ধির জন্য
১৪. নির্বিচারে বনজঙ্গল ধ্বংস করার ফলে কোনটি অনিশ্চিত হয়ে পড়ছে?
ক. নাইট্রোজেন গ্যাসের পরিমাণ
খ. কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ
গ. বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ
ঘ. খনিজ সম্পদ
১৫. সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে কোন দেশটি ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে?
ক. নেপাল
খ. ভুটান
গ. মালদ্বীপ
ঘ. আফগানিস্তান
১৬. নদীতে বাঁধ দিয়ে আমরা কীসের ব্যবস্থা করেছি?
ক. মাছ ধরার
খ. জমিতে সেচের ব্যবস্থা
গ. চিংড়ি আবাদের
ঘ. বন্যা নিয়ন্ত্রণের জন্য
১৭. শব্দদূষণ কীসের জন্যে ক্ষতিকর?
ক. স্বাস্থ্যের
খ. বনায়নের
গ. নগরায়ণের
ঘ. বসবাসের
১৮. মানুষের বিভিন্ন চাহিদা মেটাতে কীসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে?
ক. গাছপালার সংখ্যা
খ. কলকারখানা
গ. আবাদি জমির সংখ্যা
ঘ. জলাশয়ের সংখ্যা
১৯. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কী ধরনের পরিবর্তন হচ্ছে?
ক. সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে
খ. দাবানল সৃষ্টি হচ্ছে
গ. খনিজ পদার্থ কমে যাচ্ছে
ঘ. গাছ মরে যাচ্ছে
২০. সূর্যের ক্ষতিকর রশ্মি কোনটি?
ক. সবুজ রশ্মি
খ. লাল রশ্মি
গ. অতিবেগুনি রশ্মি
ঘ. হলুদ রশ্মি
২১. ওজোন স্তরের কাজ কী?
ক. সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ঠেকানো
খ. বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ানো
গ. বায়ুতে অক্সিজেনের পরিমাণ বাড়ানো
ঘ. বায়ুমণ্ডলকে দূষণমুক্ত রাখা।
২২. একই জমি বারবার চাষ হওয়ার ফলে কোনটি ঘটছে?
ক. ফলন বৃদ্ধি পাচ্ছে
খ. সারের ব্যবহার হ্রাস পাচ্ছে
গ. উর্বরা শক্তি কমে যাচ্ছে
ঘ. ফসল নষ্ট হচ্ছে
২৩. ভূমিক্ষয় আর তাপ বৃদ্ধি রোধ করা সম্ভব হচ্ছে না কেন?
ক. গাছপালা কমে যাওয়ার কারণে
খ. আবাদি জমির সংখ্যা হ্রাস পাওয়ার কারণে
গ. উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে
ঘ. উঁচু ভবন নির্মাণ করার জন্য
২৪. পরিবেশ দূষণের কারণে ঢাকা শহরের অসংখ্য শিশু কোন রোগে ভুগছে?
ক. এইডস
খ. শ্বাসকষ্ট
গ. ম্যালেরিয়া
ঘ. নিউমোনিয়া
২৫. পরিবেশ দূষণের ফলে বাতাসে কীসের ভারসাম্য কমে যাচ্ছে?
ক. অক্সিজেনের
খ. নাইট্রোজেনের
গ. কার্বন ডাইঅক্সাইডের
ঘ. হিলিয়ামের
২৬. মানুষ কীসের শক্তিকে কাজে লাগিয়ে কল চালিয়েছে?
ক. মাটির
খ. পানির
গ. তাপের
ঘ. চাপের
২৭. জীববৈচিত্র্য বিলুপ্ত হওয়ার কারণ কোনটি?
ক. বৃক্ষরোপণ
খ. তাপমাত্রা হ্রাস
গ. মাটির ক্ষয় রোধ
ঘ. শিল্পকারখানার বর্জ্য
২৮. জনসংখ্যা বৃদ্ধির ফলে-
i. নগরের বস্তি বৃদ্ধি পায়
ii. নদীর পানি দূষিত হয়
iii. কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. মানুষ প্রকৃতির ওপর আধিপত্য বাড়িয়েছে-
i. নদীতে বাঁধ দিয়ে সেচের মাধ্যমে
ii. পানিশক্তিকে কাজে লাগিয়ে কল চালানোর মাধ্যমে
iii. শীতাতপ যন্ত্র বানানোর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. শিল্পকারখানার বর্জ্য নদীর পানিতে মেশার ফলে-
i. তা ব্যবহারে অনুপযোগী হয়ে যাচ্ছে
ii. জলজ জীববৈচিত্র্য বিলুপ্ত হচ্ছে
iii. জলজ জীববৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের ষষ্ঠ শ্রেণির ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post