ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর : বর্তমানে আধুনিকযুগে কোনো রাষ্ট্রই এককভাবে তাদের প্রয়োজন সম্পন্ন করতে পারে না। এ প্রয়োজনীয়তা থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ধারণা সৃষ্টি হয়েছে। গড়ে তুলেছে বিভিন্ন সহযোগিতা সংস্থা। এদের মধ্যে অন্যতম হলো জাতিসংঘ।
বিশ্বে শান্তি স্থাপনের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠন করা হয়। বিশ্বের প্রায় সকল রাষ্ট্র জাতিসংঘের সদস্য। বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। তাছাড়া রয়েছে বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থা। যেমন-সার্ক, আসিয়ান, ইইউ প্রভৃতি। এসব সংস্থা তাদের সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করে।
ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর
১. কোন অঞ্চলের দেশগুলো নিয়ে আসিয়ান গঠিত হয়েছে?
ক. দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলো নিয়ে
খ. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ নিয়ে
গ. এশিয়ার সবগুলো দেশ নিয়ে
ঘ. এশিয়ার ধনী দেশগুলো নিয়ে
২. আসিয়ান (ASEAN)-এর সদস্য কতটি রাষ্ট্র?
ক. ৬টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ১২টি
৩. ১৯৮৫ সালের কোন মাসে সার্ক গঠিত হয়?
ক. ডিসেম্বর মাসে
খ. এপ্রিল মাসে
গ. মে মাসে
ঘ. জুন মাসে
৪. স্বল্পোন্নত দেশ বলতে যা বোঝায়-
ক. প্রথম বিশ্বের দেশ
খ. দ্বিতীয় বিশ্বের দেশ
গ. তৃতীয় বিশ্বের দেশ
ঘ. চতুর্থ বিশ্বের দেশ
৫. সার্কের বর্তমান সদস্য কয়টি রাষ্ট্র?
ক. ৯টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ৮টি
৬. ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে নিয়ে যে সংস্থাটি গড়ে উঠেছে তার নাম কী?
ক. জি-৮
খ. সার্ক
গ. কমনওয়েলথ
ঘ. ইউরোপিয়ান ইউনিয়ন
৭. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. বাংলাদেশের রাজধানী ঢাকাতে
খ. নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে
গ. পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে
ঘ. ভারতের রাজধানী নয়াদিল্লিতে
৮. পশ্চিম ইউরোপের দেশগুলো সহযোগিতার লক্ষ্যে প্রথমে কোনটি গঠন করেছিল?
ক. আসিয়ান
খ. সার্ক
গ. কমন মার্কেট
ঘ. ইউরোপিয়ান ইউনিয়ন
৯. কমন মার্কেটের আওতা বেড়ে কোনটি গঠিত হয়?
ক. ইউরোপিয়ান ইউনিয়ন
খ. সার্ক
গ. আসিয়ান
ঘ. ওআইসি
১০. আসিয়ান (ASEAN) ১৯৬৭ সালের কয় তারিখে গঠিত হয়?
ক. ৭ই আগস্ট
খ. ৮ই আগস্ট
গ. ৯ই আগস্ট
ঘ. ১০ই আগস্ট
১১. ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
ক. নেদারল্যান্ডসের হেগ শহরে
খ. ভারতের নয়াদিল্লিতে
গ. কানাডার মনট্রিলে
ঘ. বেলজিয়ামের ব্রাসেলসে
১২. পৃথিবীর ধনী, শিল্পোন্নত ও প্রভাবশালী দেশগুলো মিলে কোন সংস্থা গঠন করেছে?
ক. আসিয়ান
খ. সার্ক
গ. জি-সেভেন গ্রুপ
ঘ. ইউরোপিয়ান ইউনিয়ন
১৩. আরব দেশগুলোর সংগঠনের নাম কী?
ক. আরব লীগ
খ. ওআইসি
গ. আসিয়ান
ঘ. কমনওয়েলথ
১৪. বাংলাদেশের একজন নাগরিক জার্মানি যাওয়ার জন্যে ভিসার আবেদন করল। কিন্তু ফ্রান্সের একজন নাগরিক ভিসা ছাড়াই জার্মানিতে বেড়াতে গেল। এর কারণ নিচের কোনটি হতে পারে?
ক. ফ্রান্স ও জার্মানি ইইউভুক্ত দেশ
খ. ফ্রান্স নিরাপত্তা পরিষদের সদস্য দেশ
গ. ফ্রান্স-জার্মানির মধ্যকার ভিসাবিহীন ভ্রমণ চুক্তি
ঘ. দুটিই ইউরোপের দেশ বলে
১৫. ওআইসি কোন দেশগুলোর সংগঠন?
ক. আরব দেশগুলোর
খ. মুসলিম দেশগুলোর
গ. ইউরোপের দেশগুলোর
ঘ. আফ্রিকার দেশগুলোর
১৬. জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) কোন দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছে?
ক. আরব দেশগুলো নিয়ে
খ. মুসলিম দেশগুলো নিয়ে
গ. ইউরোপীয় দেশগুলো নিয়ে।
ঘ. সামরিক জোটের সদস্য নয় এমন দেশগুলো নিয়ে
১৭. কোন অঞ্চলের দেশগুলো নিয়ে সার্ক (SAARC) গঠিত হয়েছে?
ক. এশিয়ার ধনী দেশগুলো নিয়ে
খ. দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলো নিয়ে
গ. দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে
ঘ. এশিয়ার সবগুলো দেশ নিয়ে
১৮. SAARC এর পুরো নাম কী?
ক. South Asian Association for Regional Cooperation
খ. South African Association for Regional Cooperation
গ. South Asian Association for Rural Cooperation
ঘ. South American Association for Regional Cooperation
১৯. সার্ক (SAARC) কত সালে গঠিত হয়?
ক. ১৯৮৪
খ. ১৯৮৫
গ. ১৯৮৬
ঘ. ১৯৮৭
২০. সার্কের পর্যবেক্ষক দেশ কোনটি?
ক. ভারত
খ. মিয়ানমার
গ. চীন
ঘ. জাপান
২১. আসিয়ান সদর দপ্তর কোথায়?
ক. ঢাকা
খ. দিল্লি
গ. জাকার্তা
ঘ. কাঠমান্ডু
২২. শিল্পোন্নত শীর্ষ সাত দেশের জোটের নাম কী?
ক. সার্ক
খ. আসিয়ান
গ. ন্যাম
ঘ. জি-৭
২৩. আসিয়ান গঠিত হয় কত সালে?
ক. ১৯৬৫
খ. ১৯৬৭
গ. ১৯৬৯
ঘ. ১৯৭১
২৪. ASEAN-এর পুরো নাম কী?
ক. Association of South-East Asian Nations
খ. Association of South-East American Nations
গ. Authority of South-East Asian Nations
ঘ. Association of South-East African Nations
২৫. আফ্রিকার দেশগুলো নিয়ে গড়ে উঠেছে কোন সংস্থাটি?
ক. OAU
খ. OIC
গ. NAM
ঘ. SAARC
২৬. সার্ক হলো-
i. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা
ii. আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা
iii. দক্ষিণ দেশগুলোর সংস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন হলেও SAARC এর কার্যক্রম বিস্তৃত-
i. শিক্ষাক্ষেত্রে
ii. প্রযুক্তি উন্নয়ন
iii. সংস্কৃতি ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. আসিয়ান গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
i. অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা
ii. শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা
iii. কৃষি ও শিল্পক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. সার্কভুক্ত দেশগুলোর অভিন্ন স্বার্থ হচ্ছে-
i. নিরক্ষরতা ও দারিদ্র্য
ii. সন্ত্রাস, শিশু ও নারী পাচার
iii. রাজনীতি ও শাসননীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. বিশ্বের উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো-
i. সার্ক
ii. আসিয়ান
iii. মুক্তবাজার অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের ষষ্ঠ শ্রেণির ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় mcq প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post