৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : তাওহিদ আরবি শব্দ। বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ। আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহিদ বা একত্ববাদ বলা হয়। আল্লাহ তায়ালাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনিই হলেন একমাত্র ইলাহ। তিনি সকল দোষ-ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ তায়ালার প্রতি এরূপ বিশ্বাসই হলো তাওহিদ।
৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. হযরত ইবরাহিম (আ) কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
ক. মূর্তিপূজক
খ. অগ্নিপূজক
গ. প্রকৃতিপূজক
ঘ. মুসলমান
২. হযরত ইবরাহিম (আ)-এর পিতা কী ছিলেন?
ক. রাজা নমরুদের উজির
খ. রাজা নমরুদের সেনাপতি
গ. রাজা নমরুদের প্রাসাদপ্রহরী
ঘ. মন্দিরের পুরোহিত
৩. ইবরাহিম (আ)-কে অগ্নিকুন্ডে নিক্ষেপ থেকে শিক্ষণীয় বিষয় কী?
ক. কাফিররা অত্যাচারী
খ. কাফিররা জুলমকারী
গ. নির্যাতনের পরও একত্ববাদে বহাল থাকতে হবে
ঘ. নির্যাতনের পর প্রতিবাদ করতে হবে
৪. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল কে?
ক. হযরত মুহাম্মদ (স)
খ. হযরত মূসা (আ)
গ. হযরত ঈসা (আ)
ঘ. হযরত দাউদ (আ)
৫. আখিরাত অর্থ কী?
ক. পরকাল
খ. দুনিয়া
গ. আকাশ
ঘ. বাতাস
৬. মানুষের দুনিয়ার জীবনকে কী বলা হয় কী?
ক. হাশর
খ. ইহকাল
গ. পরকাল
ঘ. কিয়ামত
৭. তাওহিদে বিশ্বাস মানুষের মধ্যে কী জাগিয়ে তুলে?
ক. আত্মমর্যাদা
খ. ইমানের চেতনা
গ. আত্মবলীয়ান
ঘ. নিজেকে চেনার প্রেরণা
৮. মুমিনের অন্তর হচ্ছে-
ক. আল্লাহর আরশ
খ. ফেরেশতাদের আরশ
গ. রাসুলের আরশ
ঘ. পিতামাতার আরশ
৯. ‘কারীমা’ শব্দের অর্থ-
ক. দয়া
খ. মহামহিম
গ. মহাবিজ্ঞ
ঘ. প্রজ্ঞাময়
১০. তাওহিদ ও রিসালাতের পর আমাদের কীসের প্রতি বিশ্বাস করতে হবে?
ক. কবরকে
খ. আখিরাতকে
গ. দুনিয়াকে
ঘ. কোনোটিই নয়
১১. ‘দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র’ বাণীটি কার?
ক. আল্লাহর
খ. নবি (স)-এর
গ. সাহাবিদের
ঘ. মনীষীদের
১২. কিয়ামত অর্থ কী?
ক. মহাপ্রলয়
খ. সমাবেশ
গ. পুনরুত্থান
ঘ. ধ্বংস
১৩. হাশর শব্দের অর্থ কী?
ক. সমাবেশ
খ. পৃথক হওয়া
গ. ধ্বংস করা
ঘ. মহাপ্রলয়
১৪. পৃথিবীতে তাওহিদকে প্রতিষ্ঠিত করার জন্য কারা তাওহিদের শিক্ষা দিয়েছেন?
ক. নবি-রাসুলেরা
খ. ফেরেশতারা
গ. সাহাবিরা
ঘ. ওলিরা
১৫. মুসলমান হতে হলে সর্বপ্রথম কোনটিকে বিশ্বাস করতে হয়?
ক. কালিমা তায়্যিবাকে
খ. নামাজকে
গ. রোজাকে
ঘ. হজকে
৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় mcq
১৬. পরকালীন জীবনের প্রথম ধাপ কোনটি?
ক. কিয়ামত
খ. কবর
গ. পুলসিরাত
ঘ. হাশর
১৭. একমাত্র উম্মতে মুহাম্মদীর জন্যে কে সুপারিশ করবেন?
ক. হযরত মুহাম্মদ (স)
খ. হযরত ঈসা (আ)
গ. হযরত মূসা (আ)
ঘ. হযরত দাউদ (আ)
১৮. মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনকে কী বলে?
ক. কবর
খ. হাশর
গ. আখিরাত
ঘ. মিজান
১৯. নৈতিকতা কী?
ক. নীতির অনুশীলন
খ. নীতি বাক্য
গ. নীতি পালন
ঘ. ব্যবসা করা
২০. স্তরে স্তরে কী সৃষ্টি করা হয়েছে?
ক. সপ্তাকাশ
খ. সাত জমিন
গ. তিন কাল
ঘ. চার কিতাব
২১. নৈতিকতা ও নীতির অনুশীলন মানবজীবনের কী?
ক. গুরুত্বপূর্ণ সম্পদ
খ. স্বাভাবিক ব্যাপার
গ. গুরুত্বপূর্ণ নয়
ঘ. বহির্ভূত বিষয়
২২. নৈতিকতা মানুষকে কী করে?
ক. প্রকৃত মানুষে পরিণত করে
খ. ধ্বংস করে
গ. অন্ধ করে
ঘ. খারাপ করে
২৩. মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় কোনটি?
ক. আকাইদ
খ. আখলাক
গ. ইলম
ঘ. বিজ্ঞান
২৪. মালেক নৈতিকতার অনুশীলন করে। এই নৈতিকতার অনুশীলন মালেককে কীসে পরিণত করবে?
ক. শিক্ষিত মানুষে
খ. প্রকৃত মানুষে
গ. সামাজিক মানুষে
ঘ. বিজ্ঞানমনস্ক মানুষে
২৫. আমরা অন্যায়-অত্যাচার বা পাপ কাজ থেকে দূরে থাকতে নিচের কোনটি অবলম্বন করব?
ক. দৃঢ় মনোবল প্রদর্শন করা
খ. পড়াশোনা করা
গ. অলসতা ত্যাগ করা
ঘ. নৈতিকতা
২৬. নবি-রাসুলগণ এসেছেন-
i. পথহারা মানুষকে সৎপথে আনতে
ii. ইসলামের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে
iii. মানুষকে জান্নাত অবলোকন করাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. রহিম তার ইসলাম শিক্ষা বইতে পড়েছে যে, নবি-রাসুলগণ আমাদের-
i. আল্লাহর পরিচয় জানিয়েছেন
ii. ভালোমন্দ পথের নির্দেশনা দিয়েছেন
iii. তারা মানুষকে আল্লাহর পথে ডাকতেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. আসমানি কিতাবকে অবিশ্বাস করলে-
i. ইমান অপূর্ণাঙ্গ থাকে
ii. আল্লাহকে অবিশ্বাস করা হয়
iii. আল্লাহর বাণীকে অবিশ্বাস করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. লা-ইলাহা ইল্লাল্লাহ দ্বারা
i. তাওহিদের ঘোষণা দেওয়া হয়েছে
ii. আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে
iii. রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩০. ‘ইল্লাল্লাহ’ দ্বারা আমরা কী স্বীকার করি?
i. একমাত্র সত্তাকে
ii. একমাত্র রাসুল (সা)-কে
iii. একমাত্র উপাস্যকে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা সকল অধ্যায়ের সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post