৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : আল্লাহ তায়ালার দাসত্ব স্বীকার করাকে ইবাদত বলে। আল্লাহর সকল আদেশ-নিষেধ, বিধিবিধান মেনে চলার নামই ইবাদত। পরকালের শান্তির জন্য মানুষ সালাত, সাওম ইত্যাদি পালন করে থাকে। দুনিয়ার প্রত্যেকটি কাজ বিস্মিল্লাহ বলে শুরু করাও ইবাদতের অন্তর্ভুক্ত।
৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. কীভাবে নামায থেকে বের হতে হবে?
ক. রুকুর মাধ্যমে
খ. সিজদার মাধ্যমে
গ. সালামের মাধ্যমে
ঘ. দরুদ পড়ার মাধ্যমে
২. সালাতের প্রত্যেক রাকআতে কোনটি পড়তে হয়?
ক. সূরা নাস
খ. সূরা ফীল
গ. সূরা ফাতিহা
ঘ. সূরা ইখলাস
৩. সালাতে কীভাবে নিয়ত করা উত্তম?
ক. মুখে উচ্চারণ করে
খ. মনে মনে
গ. আরবিতে
ঘ. বাংলায়
৪. নামাযের তাকবিরে তাহরিমা বলার পর পুরুষ কোথায় হাত বাঁধবে?
ক. বুকের ওপর
খ. পেটের ওপর
গ. নাভির নিচে
ঘ. হাঁটুর নিচে
৫. ‘সুবহানা রাব্বিয়াল আযিম’ -কোথায় পড়তে হবে?
ক. রুকুতে
খ. সিজদায়
গ. সোজা হয়ে দাঁড়িয়ে
ঘ. শেষ বৈঠকে
৬. দুই রাকআত বিশিষ্ট সালাতে কয়টি সিজদা দিতে হয়?
ক. দুইটি
খ. চারটি
গ. ছয়টি
ঘ. আটটি
৭. সালাতের আহকাম কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
৮. সালাতের ওয়াজিব কয়টি?
ক. ১৩টি
খ. ১৪টি
গ. ১৫টি
ঘ. ১৬টি
৯. নামাযের পূর্বে প্রস্তুতিমূলক কাজকে কী বলা হয়?
ক. আহকাম
খ. আরকান
গ. নিয়ত
ঘ. ইকামাত
১০. সালাতের আহকাম ও আরকান মোট কয়টি?
ক. ৭টি
খ. ১০টি
গ.১৩টি
ঘ. ১৪টি
১১. নামাযের আগে রাসুল (স) কীসের নির্দেশ দিয়েছেন?
ক. গোসলের
খ. কুরআন তিলাওয়াতের
গ. মিসওয়াক করার
ঘ. হাদিস অধ্যয়নের
১২. সালাতের সুন্নত কয়টি?
ক. ১১টি
খ. ২১টি
গ. ৯টি
ঘ. ১৯টি
১৩. মীম নামায পড়া অবস্থায় অট্টহাসি দেয়। এর ফলে কী হবে?
ক. নামায আদায় হবে না
খ. নামায আদায় হবে
গ. সাহু সিজদাহ্ দিতে হবে
ঘ. মোটামুটি আদায় হবে
১৪. মাহমুদ সালাত আদায় করতে গিয়ে ধারাবাহিকতা রক্ষা করেনি, এতে তার কী করতে হবে?
ক. সিজদায়ে সাহু দিতে হবে
খ. ওযু করতে হবে
গ. সালাত নষ্ট করতে হবে
ঘ. তায়াম্মুম করতে হবে
১৫. আলিফ মসজিদে গিয়ে নামায আদায় করছে। কিন্তু বিতর নামাযে দোয়া কুনুত পড়তে ভুলে গেছে। এমতাবস্থায় তার করণীয় কী?
ক. সালাত ছেড়ে দিবে
খ. সালাত সমাপ্ত করবে
গ. সিজদায়ে সাহু দিয়ে আদায় করবে
ঘ. কিছুই করবে না
১৬. দুনিয়ার প্রত্যেকটি কাজ কী বলে শুরু করলে ইবাদতের অন্তর্ভুক্ত হবে?
ক. বিসমিল্লাহ
খ. আউযুবিল্লাহ
গ. নাউযুবিল্লাহ
ঘ. সুবহানাল্লাহ
১৭. সিজদাহ্ শব্দের বাংলা প্রতিশব্দ কী?
ক. উন্নতকরণ
খ. অবনতকরণ
গ. জমিন
ঘ. জায়নামাজ
১৮. সিজদাহ্ সাহু করা কী?
ক. ফরজ
খ. ওয়াজিব
গ. সুন্নত
ঘ. নফল
১৯. সাহু মানে কী?
ক. ভুল
খ. শুদ্ধ
গ. পরিশুদ্ধ
ঘ. শাস্তি দেওয়া
২০. সিজদায়ে তিলাওয়াতের শর্ত কয়টি?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৭টি
ঘ. ১৪টি
২১. কুরআনে কতটি জায়গায় তিলাওয়াতে সিজদাহ রয়েছে?
ক. ১৪টি
খ. ১৫টি
গ. ১৬টি
ঘ. ১৭টি
২২. সেলিম সাহেব কুরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ তিনি তিলাওয়াত বন্ধ করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ‘আল্লাহ্ আকবার’ বলে সিজদাহ করলেন। তার এ কাজটিকে কী বলা হয়?
ক. ওয়াজিব সিজদাহ
খ. তিলাওয়াতে সিজদাহ
গ. সিজদায়ে সাহু
ঘ. মুস্তাহাব সিজদাহ
২৩. কোনটি সাম্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. নামায
খ. রোজা
গ. সাদাকাহ
ঘ. আকাইদ
২৪. রিপন দৈনিক পাঁচবার নির্ধারিত সময়ে নামায আদায় করে। এটি রিপন কী শিক্ষা দেবে?
ক. সময়ানুবর্তী হওয়া
খ. একাগ্রতা প্রকাশ করা
গ. বিনয় নম্রতা প্রদর্শন করা
ঘ. দৃঢ়তা অবলম্বন করা
২৫. তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে- এখানে আল্লাহ কোনটির নির্দেশ দিয়েছেন?
ক. সময়ানুবর্তিতার
খ. শৃঙ্খলার
গ. একাগ্রতার
ঘ. ঐক্যবদ্ধতার
২৬. রাসুল (স) মিসওয়াক করতে উৎসাহ দিয়েছেন। মিসওয়াক করলে-
i. দাঁত পরিষ্কার হয়
ii. মুখে দুর্গন্ধ আসে না
iii. রোগের আশঙ্কা নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. সালাত ভঙ্গ হওয়ার কারণ-
i. অপবিত্র স্থানে সিজদাহ করা
ii. শব্দ করে হাসা
iii. অন্য সূরা না পড়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. সালাত আদায়কালে কোনোকিছু ভুল হওয়া স্বাভাবিক। এতে ওয়াজিব রক্ষার জন্য সিজদায়ে সাহু আদায় করতে হয়। এক্ষেত্রে সিজদায়ে সাহু হবে-
i. ভুলবশত নামাজের ওয়াজিব ছুটে গেলে
ii. কোনো ফরজ একবারের স্থলে একাধিকবার করলে
iii. কোনো ওয়াজিবের রূপ পরিবর্তন করলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. মাহমুদ পবিত্রতা অর্জনের জন্য ওযু করল। এতে তার-
i. মন প্রফুল্ল থাকবে
ii. শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকবে
iii. ইবাদতে অধিক সওয়াব লাভ হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. যাকাত দেওয়া, সাদকা ও দান খয়রাত করা ইত্যাদি যে শ্রেণির ইবাদত-
i. ইবাদতে বাদানি
ii. ইবাদতে মালি
iii. আর্থিক ইবাদত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা সকল অধ্যায়ের সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post