৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : কুরআন মজিদ হলো মহান আল্লাহর পবিত্র বাণী। আর মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর বাণী, কর্ম ও মৌনসম্মতিকে বলা হয় হাদিস। কুরআন মজিদ ও হাদিস শরিফ হলো ইসলামের প্রধান দুটি উৎস। মহানবি (স.) বলেছেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে (মেনে চললে) তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এ দুটি হলো আল্লাহর কিতাব (আল-কুরআন) ও তাঁর রাসুলের সুন্নত (মুসলিম)।
৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘খান্নাস’ শব্দের অর্থ কী?
ক. মানুষ
খ. অধিপতি
গ. কুমন্ত্রণাদাতা
ঘ. আত্মগোপনকারী (শয়তান)
২. সূরা নাসের আয়াত কতটি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
৩. কুরআন মজিদের কোন সূরার আয়াত সর্বপ্রথম নাযিল হয়?
ক. সূরা ফালাক
খ. সূরা ইউসুফ
গ. সূরা বাকারা
ঘ. সূরা আলাক
৪. আল-কুরআনের সর্বশেষ সূরা কোনটি?
ক. সূরা নাসর
খ. সূরা আন-নাস
গ. সূরা আল-ফাতিহা
ঘ. সূরা ফালাক
৫. সূরা আন-নাস কোথায় অবতীর্ণ হয়?
ক. মক্কায়
খ. কুফায়
গ. তায়েফে
ঘ. মদিনায়
৬. সূরা ফালাকের সাথে কোন সূরার গভীর সম্পর্কে রয়েছে?
ক. সূরা নাস
খ. সূরা ইখলাস
গ. সূরা কাফিরুন
ঘ. সূরা মাউন
৭. ফালাকু শব্দের অর্থ কী?
ক. গভীর হলো
খ. ভূমিকা
গ. গিরাসমূহ
ঘ. প্রভাত
৮. লাবিদ ইবনে আসিম কে ছিলেন?
ক. বিখ্যাত গবেষক
খ. বিখ্যাত জাদুকর
গ. বিখ্যাত মুনাফেক
ঘ. বিখ্যাত সাহিত্যিক
৯. ‘উকাদুন’ শব্দের অর্থ কী?
ক. ফুৎকারকারী
খ. অন্ধকার
গ. গিরাসমূহ
ঘ. হিংসুক
১০. সূরা আল-হুমাযাহ কোথায় অবতীর্ণ হয়?
ক. মক্কায়
খ. কুফায়
গ. বসরায়
ঘ. মদিনায়
১১. হুতামা কীসের নাম?
ক. জাহান্নামের
খ. বাগানের
গ. জান্নাতের
ঘ. নহরের
১২. আমাদুন শব্দের অর্থ কী?
ক. বেড়া
খ. দেওয়াল
গ. ঘর
ঘ. খুঁটি
১৩. সূরা হুমাযাহর নৈতিক শিক্ষা কী?
ক. প্রতারণা করা যাবে না
খ. মিথ্যা বলা যাবে না
গ. ধূমপান করা যাবে না
ঘ. অর্থের প্রতি লোভ করা যাবে না
১৪. সূরা আসরে আল্লাহ তায়ালা কীসের শপথ নিয়েছেন?
ক. আসরের নামাযের
খ. পৃথিবীর
গ. সময়ের
ঘ. আসমানের
১৫. কালাম সৎকাজের আদেশ দেন এবং ধৈর্যধারণ করেন। তিনি আশা করছেন তিনি সফলতা লাভ করবেন। কোন সূরার আলোকে তিনি সফলতার আশা করছেন।
ক. আল-আসর
খ. আন-নাস
গ. ফাতিহা
ঘ. ইখলাস
৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় mcq
১৬. আসর শব্দের অর্থ কী?
ক. মহাসমুদ্র
খ. মহাকাশ
গ. মহাকাল
ঘ. মহামানব
১৭. সূরা আসরে ক্ষতি থেকে বাঁচার কয়টি উপায়ের কথা বলা হয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
১৮. সূরা আসরের আয়াত সংখ্যা কতটি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৯. ‘হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞান সমৃদ্ধ কর।’ আয়াতটি। কোন সূরার অংশ?
ক. সূরা ত্ব-হা
খ. সূরা বাকারা
গ. সূরা নামল
ঘ. সূরা নাহল
২০. কী অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ?
ক. ধন
খ. স্ত্রী
গ. জ্ঞান
ঘ. বন্ধু
২১. দুনিয়া-আখিরাতের সমস্ত নিয়ামত কার দান?
ক. আল্লাহ তায়ালার
খ. নবিগণের
গ. রাসুলগণের
ঘ. ফেরেশতাগণের
২২. জনাব ওমর আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য প্রার্থনা করলেন। তার কাজটিকে কী বলা হয়?
ক. শাফাআত
খ. নামায
গ. নিয়ামত
ঘ. মুনাজাত
২৩. সন্তানের অতি আপনজন কারা?
ক. দাদা-দাদি
খ. মাতা-পিতা
গ. চাচা-চাচি
ঘ. নানা-নানি
২৪. সুন্নাহ হলো কীসের অপর নাম?
ক. কুরআনের
খ. হাদিসের
গ. ইজমার
ঘ. কিয়াসের
২৫. ইসলামি জীবনব্যবস্থায় হাদিসের স্থান কততম?
ক. ১ম
খ. ৪র্থ
গ. ২য়
ঘ. ৩য়
২৬. আমাদের নবির সবচেয়ে বড় মুজিযা কী?
ক. কুরআন মজিদ
খ. চন্দ্র দু টুকরা করা
গ. মক্কা বিজয়
ঘ. ইসলাম প্রচার
২৭. সালাত আদায় করার পদ্ধতি আমরা কীভাবে জানতে পেরেছি?
ক. কুরআনের মাধ্যমে
খ. হাদিসের মাধ্যমে
গ. সাহাবিদের মাধ্যমে
ঘ. নবি-রাসুলগণের মাধ্যমেও
২৮. ইসলামি জীবনব্যবস্থার দ্বিতীয় উৎস কোনটি?
ক. কুরআন খ. হাদিস
গ. ইজমা ঘ. কিয়াস
২৯. আল-কুরআনের ব্যাখ্যা বলা হয় কোনটিকে?
ক. হাদিস
খ. কিয়াস
গ. ইজমা
ঘ. ইজতিহাদ
৩০. নবি করিম (স)-এর হাদিস সংরক্ষণ করতেন কে?
ক. রাসুলগণ
খ. সাহাবিগণ
গ. মুমিনগণ
ঘ. নবিগণ
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা সকল অধ্যায়ের সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post