৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টির সেরা হিসেবে পাঠিয়েছেন। মানুষের এই শ্রেষ্ঠত্বের মর্যাদা বজায় রাখতে হলে প্রয়োজন সুন্দর আচার-আচরণ। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার-ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ ঘটে সেসবের সমষ্টিই আখলাক। এটি শুধু মানুষের সাথেই সীমাবদ্ধ নয়। বরং জীবজন্তু, পশুপাখি, গাছপালা ও পরিবেশের সাথেও সুন্দর আচরণ প্রয়োজন।
৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. “তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ যার চরিত্র উত্তম।”-কোন হাদিসগ্রন্থের বাণী?
ক. বুখারি
খ. মুসলিম
গ. বুখারি ও মুসলিম
ঘ. বায়হাকি
২. কীভাবে মানুষ পৃথিবীতে তার মর্যাদা বৃদ্ধি করতে পারে?
ক. আমানতদারিতার মাধ্যমে
খ. সুন্দর আচরণের মাধ্যমে
গ. ভালোবাসার মাধ্যমে
ঘ. আসক্তির মাধ্যমে
৩. পৃথিবীতে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির অন্যতম উপায় কোনটি?
ক. উত্তম আচরণ খ. ব্যবসা করা
গ. সুদ খাওয়া ঘ. অশালীনতা
৪. পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন কে?
ক. পিতামাতা
খ. ফুফা-ফুফু
গ. চাচা-চাচি
ঘ. মামা-মামি
৫. ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’- এটি কার উক্তি?
ক. হযরত মুহাম্মদ (স)-এর
খ. হযরত আবুবকর (রা)-এর
গ. আল্লাহ তায়ালার
ঘ. হযরত উমর (রা)-এর
৬. আমাদের কর্তব্য কী?
ক. পিতামাতার অর্জিত সম্পদ দান করা
খ. প্রতিবেশীর প্রতি অনুগত থাকা
গ. পিতামাতার আদেশ-নিষেধ মেনে চলা
ঘ. সহপাঠীর সাথে খেলাধুলা করা
৭. “পিতামাতার সাথে ভালো ব্যবহার কর।”-উক্তিটি কে করেছেন?
ক. হযরত মুহাম্মদ (স)
খ. হযরত ঈসা (আ)
গ. হযরত মূসা (আ)
ঘ. আল্লাহ তায়ালা
৮. কাদের সর্বপ্রথম প্রয়োজন পূরণের ব্যবস্থা করতে হবে?
ক. পিতামাতার খ. সন্তানের
গ. আত্মীয়স্বজনের ঘ. প্রতিবেশীর
৯. কার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি?
ক. শিক্ষকের
খ. পিতামাতার
গ. ভাইয়ের
ঘ. বোনের
১০. কীভাবে আমরা পিতামাতার প্রতি দায়িত্ব পালন করব?
ক. তাদের সেবাযত্ন করে
খ. তাদেরকে উপহাস করে
গ. তাদের প্রতি ঘৃণ্য আচরণ করে
ঘ. তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে
১১. আল্লাহর কাছে কার অবাধ্যতার পাপ ক্ষমার অযোগ্য?
ক. পিতামাতার খ. শিক্ষকের
গ. গুরুজনদের ঘ. বড় ভাইয়ের
১২. নাজমুল তার স্ত্রীর পরামর্শে পিতামাতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নাজমুলের এ কাজ কীসের পরিপন্থি?
ক. পিতামাতাকে ভালোবাসার
খ. পিতামাতাকে সম্মান করার
গ. পিতামাতার প্রতি দায়িত্বের
ঘ. পিতামাতাকে কষ্ট দেওয়ার
১৩. পিতামাতার সাথে বিরক্তিসূচক কোন শব্দটি উচ্চারণ করা নিষেধ?
ক. ঠিক নয়
খ. উহ
গ. পরে
ঘ. না
১৪. পিতামাতার প্রতি আমাদের কী ধরনের ব্যবহার করা উচিত?
ক. খারাপ ব্যবহার
খ. উত্তম ব্যবহার
গ. অন্যায় আচরণ
ঘ. অসম্মানজনক ব্যবহার
১৫. আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোত্তম পন্থা কোনটি?
ক. পিতামাতার সেবা
খ. আত্মীয়ের সেবা
গ. প্রতিবেশীর সেবা
ঘ. মানুষের সেবা
৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় mcq
১৬. আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে কী বলা হয়?
ক. আত্মীয়
খ. প্রতিবেশী
গ. ভাই
ঘ. পড়শী
১৭. আত্মীয়স্বজন বলতে কাদের বোঝায়?
ক. বন্ধুবান্ধব
খ. দাদা-দাদি, ফুফা-ফুফি
গ. সহপাঠী
ঘ. প্রতিবেশী
১৮. “তুমি আত্মীয়স্বজনের হক দিয়ে দাও।” -এ বাণীটি কার?
ক. মহানবি (স)-এর
খ. হযরত শাহজালাল (র)
গ. হযরত উসমান (রা)
ঘ. আল্লাহ তায়ালার
১৯. যে ব্যক্তি কামনা করে যে তার জীবিকা ও আয়ু বৃদ্ধি পাক, তার করণীয় কী?
ক. আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করা
খ. প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা
গ. অন্যায় কাজ থেকে দূরে থাকা
ঘ. দুঃখকষ্টে ধৈর্যধারণ করা
২০. “সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার প্রতিবেশীরা তার অন্যায়-অত্যাচার থেকে নিরাপদ নয়।” -এ বাণীটি কার?
ক. আল্লাহ তায়ালার
খ. মহানবি (স)-এর
গ. মুমিন বান্দাদের
ঘ. একজন সচেতন প্রতিবেশীর
২১. কত ঘর পর্যন্ত প্রতিবেশী?
ক. ৩০ ঘর
খ. ২৫ ঘর
গ. ৪০ ঘর
ঘ. ৪৫ ঘর
২২. প্রতিবেশীকে অত্যাচার করার পরিণতি কোনটি?
ক. সামাজিক শাস্তি
খ. সামাজিক মর্যাদা লাভ
গ. জান্নাত লাভ
ঘ. জাহান্নাম লাভ
২৩. কোনটি জান্নাত প্রাপ্তির অন্তরায়?
ক. পিতামাতাকে সম্মান করা
খ. প্রতিবেশীদের অবহেলা করা
গ. আত্মীয়কে ভালোবাসা
ঘ. অন্যায়কে প্রতিহত করা
২৪. প্রতিবেশীর সাথে বিবাদ করলে কী হয়?
ক. লাভ হয়
খ. আনন্দ হয়
গ. শান্তি হয়
ঘ. চরম অশান্তি হয়
২৫. “আশপাশের চল্লিশ বাড়ি পর্যন্ত প্রতিবেশী বলে গণ্য হবে”-এ উক্তিটি কার?
ক. আল্লাহর
খ. মহানবি (সা.)-এর
গ. ইমাম আবু হানিফা (রহ.)-এর
ঘ. হযরত উমর (রা)-এর
২৬. “ঐ ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না।”-এ উক্তিটি করেছেন-
ক. আল্লাহ তায়ালা
খ. মহানবি (স)
গ. হযরত আবু বকর (রা)
ঘ. হযরত ইবরাহিম (আ)
২৭. বড় ও ছোট যথাযথ শ্রদ্ধা ও স্নেহ করার ফলে সমাজে কী সৃষ্টি হয়?
ক. মধুর পরিবেশ
খ. সহযোগিতার পরিবেশ
গ. প্রতিযোগিতার পরিবেশ
ঘ. যত্নশীলতার পরিবেশ
২৮. ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন কোন ধরনের আচরণ?
ক. সৌহার্দপূর্ণ
খ. রুচিহীন
গ. গর্হিত
ঘ. প্রশংসনীয়
২৯. আবু তালেব তার ছোট ভাইকে খুব স্নেহ করে। সে কার আদেশের অনুসরণ করে?
ক. আল্লাহর
খ. মহানবি (স.) এর
গ. আবু বকর (রা.) এর
ঘ. আলি (রা.) এর
৩০. যাদের সাথে লেখাপড়া করি তারা কারা?
ক. প্রতিবেশী
খ. আত্মীয়স্বজন
গ. শুভাকাঙ্ক্ষী
ঘ. সহপাঠী
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা সকল অধ্যায়ের সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post