ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো, তোমার উচ্চতা কত? তোমার ওজন কত? এখন কয়টা বাজে? আজকে বাতাসের তাপমাত্রা কত? ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের।
দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন, বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামাকাপড় তৈরি করার সময়।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. মৌলিক একক কোনটি?
ক. মিলিমিটার একক
খ. সেন্টিমিটার
গ. সেকেন্ড
ঘ. মিলিগ্রাম
২. সকল পদ্ধতিতেই কোনটির একক একই থাকে?
ক. ভর
খ. দৈর্ঘ্য
গ. সময়
ঘ. তাপমাত্রা
৩. আয়তনের একক কোনটি?
ক. গ্রাম
খ. কিলোগ্রাম
গ. মিটার
ঘ. ঘনমিটার
৪. এস আই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কোনটি?
ক. মিটার
খ. ফুট
গ. গজ
ঘ. ইঞ্জি
৫. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
ক. কিলোগ্রাম
খ. মিটার
গ. সেকেন্ড
ঘ. কেলভিন
৬. পূর্বে পরিমাপের কয়টি পদ্ধতি চালু ছিল?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
৭. ১৯৬০ সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে পরিমাপের কয়টি পদ্ধতি চালু করা হয়?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
৮. বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপ পদ্ধতি কোনটি?
ক. এমকেএস পদ্ধতি
খ. এফপিএস পদ্ধতি
গ. সিজিএস পদ্ধতি
ঘ. এসআই পদ্ধতি
৯. আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কোনটি?
ক. কিলোগ্রাম
খ. পাউন্ড
গ. সের
ঘ. গ্রাম
১০. আলোক ঔজ্জ্বল্যের একক কোনটি?
ক. ফ্লাক্স
খ. মোল
গ. ক্যান্ডেলা
ঘ. অ্যাম্পিয়ার
১১. এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কোনটি?
ক. গ্রাম
খ. মোল
গ. আউন্স
ঘ. ছটাক
১২. এসআই পদ্ধতিতে বিদ্যুৎপ্রবাহের একক কোনটি?
ক. মিটার
খ. কেলভিন
গ. অ্যাম্পিয়ার
ঘ. সেকেন্ড
১৩. এফপিএস পদ্ধতিতে ভরের একক কোনটি?
ক. কিলোগ্রাম
খ. গ্রাম
গ. পাউন্ড
ঘ. আউন্স
১৪. প্লাটিনাম ইরিডিয়ামের তৈরি ধাতব চোঙের ভরকে বিজ্ঞানীরা কীসের আদর্শ একক হিসেবে ঠিক করেছেন?
ক. দৈর্ঘ্যের
খ. ভরের
গ. বিদ্যুৎপ্রবাহের
ঘ. তাপমাত্রার
১৫. বিজ্ঞানীরা কত সালে দৈর্ঘ্যের একক মিটার নির্ধারণ করেন?
ক. ১৮৭৫ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৭৮ সালে
বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাণ mcq
১৬. আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন কোনটি ব্যবহার করি?
ক. মিটার
খ. ফুট
গ. গজ
ঘ. হাত
১৭. একজন ব্যক্তির উচ্চতা ২ মিটার ৫ সেমি। তার উচ্চতা সেন্টিমিটারে কত হবে?
ক. ১০
খ. ১০০
গ. ২০৫
ঘ. ১০০০
১৮. সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কোনটি?
ক. ফুট
খ. গজ
গ. সেন্টিমিটার
ঘ. মিটার
১৯. সি.সি. বলতে কোনটি বুঝায়?
ক. কিউবিক সেন্টিমিটার
খ. লিটার
গ. ঘনমিটার
ঘ. কিউবিক মিটার
২০. এককের আন্তর্জাতিক পদ্ধতিকে বলা হয়-
i. সংক্ষেপে এসআই
ii. ইন্টারন্যাশনাল সোর্স অব ইউনিট
iii. ইন্টরন্যাশনাল সিস্টেম অব ইউনিট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২১. যৌগিক একক হলো-
i. ঘনমিটার
ii. বর্গমিটার
iii. ক্যান্ডেলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
আমাদের দৈনন্দিন জীবনে সময়ের বিভিন্ন একক ব্যবহৃত হয়। যেমন- মিনিট, সেকেন্ড, ঘণ্টা, দিন, মাস ইত্যাদি। সময় পরিমাপ করা হয় পৃথিবীর নিজ কক্ষপথের আবর্তনকাল দ্বারা।
২২. এস আই পদ্ধতিতে উদ্দীপকের রাশিটির একক কোনটি?
ক. মিনিট
খ. সেকেন্ড
গ. ঘণ্টা
ঘ. কিলোঘণ্টা
২৩. গ্রহটির নিজ অক্ষের চারপাশে আবর্তন কাল কত?
ক. এক বছর
খ. ছয় মাস
গ. এক মাস
ঘ. ২৪ ঘণ্টা
২৪. আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কোনটি?
ক. গ্রাম
খ. কিলোগ্রাম
গ. মেট্রিক
ঘ. কুইন্টাল
২৫. পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
ক. এক দিন
খ. এক সৌর মাস
গ. এক সৌর বছর
ঘ. এক সৌর ঘণ্টা
২৬. CGS পদ্ধতি ও MKS পদ্ধতির সম্পর্ক কী?
ক. একে অন্যের গুণিতক
খ. একে অন্যের উপগুণিতক
গ. একে অন্যের পরিপূরক
ঘ. একে অন্যের সমান্তরাল
২৭. যে দন্ডকে ভরের আদর্শ হিসেবে ধরা হয় সেই দন্ডটি কোথায় সংরক্ষিত আছে?
ক. চীনে
খ. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
গ. ফ্রান্সের সাভ্রেতে
ঘ. গ্রিসের এথেন্সে
২৮. ১ মেট্রিক টন = কত?
ক. ১০০০ কেজি
খ. ১০০ কেজি
গ. ১০ কেজি
ঘ. ১০,০০০ কেজি
২৯. সিজিএস পদ্ধতিতে ভরের একক কী?
ক. গ্রাম
খ. কিলোগ্রাম
গ. কেজি
ঘ. টন
৩০. কোনটির একক সকল পদ্ধতিতে একই হয়ে থাকে?
ক. ভর
খ. দৈর্ঘ্য
গ. সময়
ঘ. তাপমাত্রা
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post