ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান দশম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : স্থিতি ও গতি আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার বিষয়। এ বিশ্বে কোনো বস্তু স্থির আবার কোনো বস্তু গতিশীল। প্রতিদিন আমাদের আশেপাশে নানা রকম স্থিতি ও গতি দেখতে পাই। বাড়িঘর, দালান-কোঠা, রাস্তার ল্যাম্পপোস্ট, রাস্তার পাশে গাছ সব সময়ই দাঁড়িয়ে আছে-এরা স্থিতিতে আছে বা স্থির। চলমান বাস, চলন্ত গাড়ি, চলন্ত রিক্সা, চলন্ত ট্রেন এমনকি আমাদেরও হাঁটা-চলা হলো গতির উদাহরণ। এ অধ্যায়ে আমরা স্থিতি ও গতি নিয়ে আলোচনা করব।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান দশম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. কোনটি গতির প্রকারভেদ নয়?
ক. ঘূর্ণন গতি
খ. পর্যাবৃত্ত গতি
গ. চলন গতি
ঘ. মিশ্র গতি
২. কোনটি চলন গতির উদাহরণ?
ক. বৈদ্যুতিক পাখার গতি
খ. সাইকেলের চাকার গতি
গ. টেবিলের ড্রয়ারের গতি
ঘ. ঘড়ির কাঁটার গতি
৩. কোনটি চলন গতির প্রকারভেদ?
ক. ঘূর্ণন গতি
খ. জটিল গতি
গ. সরল গতি
খ. পর্যাবৃত্ত গতি
৪. চলন গতি হলো-
i. লেখার সময় হাতের গতি
ii. চলন্ত সাইকেলের চাকার গিত
iii. বৈদ্যুতিক পাখার গতি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. একটি বাক্সের উপর বল প্রয়োগ করা হলে বাক্সটি A বিন্দু থেকে B বিন্দুতে চলে যায়। এটি কোন ধরনের গতি?
ক. রৈখিক গতি
খ. দোলন গতি
গ. চলন গতি
ঘ. জটিল গতি
৬. যখন কোনো বস্তু তার সকল কণা বা বিন্দু নিয়ে একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
ক. চলন গতি
খ. পর্যাবৃত্ত গতি
গ. বক্রগতি
ঘ. স্থিতি
৭. আমরা যখন একটি সোজা রাস্তা অতিক্রম করি তখন তার গতিকে কী বলে?
ক. সরল গতি
খ. ঘূর্ণন গতি
গ. পর্যাবৃত্ত গতি
ঘ. জটিল গতি
৮. চলন গতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৩ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৬ ভাগে
ঘ. ২ ভাগে
৯. কোনো বস্তু যখন আঁকাবাঁকা পথে চলে তাকে কী গতি বলে?
ক. চলন গতি
খ. সরল গতি
গ. বক্রগতি
ঘ. রৈখিক গতি
নিচের চিত্রটি লক্ষ করো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
১০. চিত্রটি কোন ধরনের গতিকে নির্দেশ করে?
ক. চলন গতি
খ. ঘূর্ণন গতি
গ. জটিল গতি
ঘ. পর্যাবৃত্ত গতি
১১. A বস্তুর-
i. সকল কণা বিভিন্ন সময়ে সমান দূরত্ব অতিক্রম করে
ii. সকল কণা একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে
iii. সকল কণা একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১২. যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে চক্রাকারে পরিভ্রমণ করে তখন তার গতিকে কী গতি বলে?
ক. দোলন গতি
খ. পর্যাবৃত্ত গতি
গ. চলন গতি
ঘ. ঘূর্ণন গতি
১৩. শ্রেণিকক্ষের বা তোমার বাসার সিলিং ফ্যানের গতি কোন ধরনের গতি?
ক. জটিল গতি
খ. পর্যাবৃত্ত গতি
গ. চলন গতি
ঘ. ঘূর্ণন গতি
১৪. বৈদ্যুতিক পাখার গতি কোন ধরনের গতি?
ক. পর্যায়বৃত্ত গতি
খ. ঘূর্ণন গতি
গ. ছন্দিত গতি
ঘ. চলন গতি
১৫. ঘড়ির কাঁটার গতি কোন গতির উদাহরণ?
ক. বক্র গতি
খ. সরল গতি
গ. ঘূর্ণন গতি
ঘ. চলন গতি
১৬. বৈদ্যুতিক পাখার গতি-
i. সরল গতি
ii. ঘূর্ণন গতি
iii. পর্যাবৃত্ত গতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৭. ড্রিল মেশিনের গতি কী ধরনের গতি?
ক. দোলন
খ. ঘূর্ণন চলন
গ. সরল
ঘ. পর্যায়
১৮. ঠেলাগাড়ির চাকার গতি কী ধরনের গতি?
ক. জটিল
খ. রৈখিক
গ. ঘূর্ণন
ঘ. পর্যায়
১৯. গরুর গাড়ির চাকার গতি কী ধরনের গতি?
ক. বক্রগতি
খ. চলন গতি
গ. ঘূর্ণন চলন গতি
ঘ. পর্যাবৃত্ত গতি
২০. যখন একইসাথে কোনো বস্তুর চলন ও ঘূর্ণন গতি থাকে তখন ঐ বস্তুর গতিকে কী বলে?
ক. সরলরৈখিক গতি
খ. বক্রগতি
গ. ঘূর্ণন গতি
ঘ. জটিল গতি
২১. ঘূর্ণন-চলন গতির অপর নাম কী?
ক. মিশ্র গতি
খ. জটিল গতি
গ. ঘূর্ণনস্পন্দন গতি
ঘ. ঘূর্ণন স্থিতিগতি
২২. নিচের কোনটি ঘুরতে ঘুরতে প্রতিবার কিছু দূরত্ব অতিক্রম করছে?
ক. পৃথিবী
খ. ঘুরন্ত ফ্যানল
গ. গড়িয়ে যাওয়া ইট
ঘ. ঘড়ির কাঁটা
২৩. কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রমকরে তাহলে সে গতিকে কী গতি বলে?
ক. পর্যাবৃত্ত গতি
খ. বক্র গতি
গ. দোলন গতি
ঘ. সরল গতি
২৪. সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি?
ক. পর্যাবৃত্ত গতি
খ. রৈখিক গতি
গ. সরল গতি
ঘ. ঘূর্ণন চলন গতি
২৫. রানা রিকশায় করে স্কুলে যাচ্ছে, এক্ষেত্রে রিকশার গতি-
i. জটিল গতি
ii. ঘূর্ণন গতি
iii. রৈখিক গতি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. i ও ii
২৬. ঘূর্ণন ও চলন এক সাথে সম্পন্ন হয়-
i. গড়িয়ে যাওয়া বলের
ii. বৈদ্যুতিক পাখার
iii. পৃথিবীর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৭. কোন গতিতে কোনো একটি বস্তু একই পথ বারবার অতিক্রম করে?
ক. চলন গতি
খ. জটিল গতি
গ.বক্রগতি
ঘ. পর্যাবৃত্ত গতি
২৮. ঘড়ির কাঁটার গতি কোন ধরনের গতি?
ক. জটিল গতি
খ. দোলন গতি
গ. পর্যাবৃত্ত গতি
ঘ. সরল গতি
২৯. বৈদ্যুতিক পাখার গতি কোন ধরনের গতি?
ক. রৈখিক
খ. দোলন
গ. পর্যাবৃত্ত
ঘ. সরল
৩০. পাক দৌড়ের গতি কী ধরনের গতি?
ক. পর্যাবৃত্ত
খ. দোলন
গ. জটিল
ঘ. ঘূর্ণন
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান দশম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post