ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : পশুপাখির প্রতি সদয় হওয়া খুবই প্রয়োজন। গৃহপালিত পশু-পাখি আমাদের অনেক উপকার করে। বনের পশুপাখিও প্রকৃতির সম্পদ। এদের যত্ন নিতে হবে। অনর্থক পশুপাখি ধ্বংস করব না। অতিথি পাখি শিকার করব না। এ ব্যাপারে সবাইকে উৎসাহিত করা দরকার।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. বাঁশ ও আখের কাণ্ডকে তৃণ কাণ্ড বলা হয় কেন?
উত্তর: বাঁশ ও আখের কাণ্ড পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট। পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়। ক্ষেত্র বিশেষে এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা বা ভরাট হতে পারে।
২. শিম গাছের কাণ্ডকে আরোহিণী বলা হয় কেন?
উত্তর: শিম গাছের কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে বলে এদের ক্লাইম্বার বা আরোহিণী বলে।
৩. উদ্ভিদের প্রতি যত্ন নেওয়া দরকার কেন?
উত্তর: উদ্ভিদ প্রকৃতির অমূল্য সম্পদ। উদ্ভিদ আমাদের অনেক উপকার করে। এজন্য উদ্ভিদের বেশি বেশি যত্ন করা দরকার। অকারণে কখনো গাছ কাটব না বা গাছের ডাল ভাঙব না।
৪. মরিচ গাছের মূলকে স্থানিক মূল বলা হয় কেন?
উত্তর: মরিচ গাছের ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভেতর প্রবেশ করে শাখা-প্রশাখা বিস্তার করে। এজন্য মরিচ গাছের মূলকে স্থানিক মূল বলা হয়।
৫. ধান, ঘাস ও বাঁশের মূলকে গুচ্ছমূল বলা হয় কেন?
উত্তর: ধান, ঘাস ও বাঁশের মূলকে গুচ্ছমূল বলা হয়। কারণ উদ্ভিদের মূল লক্ষ করলে দেখা যাবে যে, কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। এদের গুচ্ছমূল বলে। ভ্রণমূল নষ্ট হয়ে সে স্থান থেকেও গুচ্ছমূল উৎপন্ন হতে পারে।
৬. কেয়া গাছের মূলকে অগুচ্ছ মূল বলা হয় কেন?
উত্তর: কেয়া গাছের মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না বরং পরস্পর থেকে আলাদা থাকে, এজন্য এর অগুচ্ছ মূল বলে।
৭. পর্বমধ্য বলতে কী বোঝায়?
উত্তর: পর্বমধ্য বলতে পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশকে বোঝায়।
পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না।
৮. পশু-পাখির প্রতি আমাদের কিরূপ আচরণ করা প্রয়োজন?
উত্তর: পশুপাখির প্রতি সদয় হওয়া খুবই প্রয়োজন। গৃহপালিত পশু-পাখি আমাদের অনেক উপকার করে। বনের পশুপাখিও প্রকৃতির সম্পদ। এদের যত্ন নিতে হবে। অনর্থক পশুপাখি ধ্বংস করব না। অতিথি পাখি শিকার করব না। এ ব্যাপারে সবাইকে উৎসাহিত করা দরকার।
৯. আম পাতাকে আদর্শ পাতা বলা হয় কেন?
উত্তর: আম পাতায় পত্রমূল, বৃন্ত ও ফলক তিনটি অংশই আছে বলে একে আদর্শ পাতা বলা হয়।
পাতা সাধারণত চ্যাপ্টা ও সবুজ বর্ণের হয়। এর তিনটি অংশ হলো—পত্রমূল, বৃন্ত বা বোঁটা এবং পত্রফলক। সব উদ্ভিদের পাতায় এই তিনটি অংশ থাকে না। তিনটি অংশ থাকলেই সে পাতাকে আদর্শ পাতা বলা হয়। আমপাতার এই তিনটি অংশ আছে।
১০. উদ্ভিদের প্রতি যত্নবান হওয়া দরকার কেন?
উত্তর: উদ্ভিদ আমাদের অনেক উপকার করে বলে এদের প্রতি যত্নবান হওয়া দরকার।
উদ্ভিদ আমাদের জাতীয় সম্পদ। এটি পৃথিবীর জলবায়ু সংরক্ষণের গুরুত্বপূর্ণ নিয়ামক। খরা, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণেই গাছ না কেটে, ডাল না ভেঙে উদ্ভিদের যত্ন করা দরকার।
১১. উদ্ভিদের জন্য মূলের বর্ধিষ্ণু অঞ্চল গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: বর্ধিষ্ণু অঞ্চলেই মূলের বৃদ্ধি ঘটে বলে এ অঞ্চল গুরুত্বপূর্ণ। বর্ধিষ্ণু অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে মূলের বৃদ্ধি ঘটে না। ফলে এক সময় গাছ মরে যায়। তাই বলা যায়, উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মূলের বর্ধিষ্ণু অঞ্চল।
১২. কাণ্ড রূপান্তরিত হয় কেন?
উত্তর: উদ্ভিদের বিশেষ ধরনের প্রয়োজনে কাণ্ড রূপান্তরিত হয়।
সাধারণত উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাকে কাণ্ড বলে। অধিকাংশ ক্ষেত্রেই এ বক্তব্যটি সত্য তবে বিশেষ ক্ষেত্রে উদ্ভিদের প্রয়োজনে কাণ্ড মাটির নিচে জন্মাতে পারে। যেমন—আদা, হলুদ, পিঁয়াজ ইত্যাদি খাদ্য সঞ্চয় করে।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও ব্যবহার করতে পারবে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post