ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান পঞ্চম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : পৃথিবীর প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়। এ খাদ্য কোথা থেকে আসে, তা কি তোমরা জান? সাধারণত সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে।
তবে এর বাইরে সবুজ শৈবাল ও কিছু ব্যাকটেরিয়াও খাদ্য প্রস্তুত করতে পারে। এ অধ্যায়ে আমরা সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে সে বিষয়ে জানতে পারব। উদ্ভিদ নিজে প্রস্তুতকৃত খাদ্য ব্যবহার করে তার দেহের বৃদ্ধি ও অন্যান্য কাজে লাগায়। সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে। এ অধ্যায়ে সে বিষয়ে আমরা জানতে পারব।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান পঞ্চম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. আমরা হাঁটাচলার শক্তি কোথা থেকে পাই?
ক. খাদ্য গ্রহণের মাধ্যমে
খ. ডায়নামো থেকে
গ. বিদ্যুৎ থেকে
ঘ. গ্যাস সিলিন্ডার থেকে
২. কাজ করার জন্য প্রয়োজন হয় কোনটির?
ক. শক্তি
খ. শ্রম
গ. তাপ
ঘ. খাদ্য
৩. মোটরগাড়ি কীসের শক্তিতে চলে?
ক. পেট্রোল
খ. গ্যাস
গ. ব্যাটারি
ঘ. সূর্য
৪. শ্রেণিকক্ষের পাখা কোন শক্তির সাহায্যে ঘুরে?
ক. বৈদ্যুতিক শক্তি
খ. তাপশক্তি
গ. সৌরশক্তি
ঘ. পানিশক্তি
৫. জীবেরা কোথা থেকে শক্তি পায়?
ক. আলো
খ. বায়ু
গ. গ্যাস
ঘ. খাদ্য
৬. কোন কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি?
ক. পাতার কোষগুলোতে
খ. কান্ডের কোষে
গ. শাখাপ্রশাখার কোষে
ঘ. মূলের কোষে
৭. পৃথিবীর সমগ্র শক্তির মূল উৎস কোনটি?
ক. চন্দ্র
খ. বায়ু
গ. নক্ষত্র
ঘ. সূর্য
৮. সবুজ উদ্ভিদকুল নিজেদের খাবার নিজেরা কীভাবে তৈরি করে?
ক. শ্বসন প্রক্রিয়ায়
খ. প্রস্বেদন প্রক্রিয়ায়
গ. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
ঘ. রেচন প্রক্রিয়ায়।
৯. সবুজ উদ্ভিদ খাবারের মধ্যে কোন শক্তি আবদ্ধ করে?
ক. সৌরশক্তি
খ. বিদ্যুৎশক্তি
গ. আলোকশক্তি
ঘ. বায়ুশক্তি
১০. স্থলজ উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?
ক. সালোকসংশ্লেষণ
খ. ব্যাপন
গ. শ্বসন
ঘ. অভিস্রবণ
১১. কোন পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে?
ক. সালোকসংশ্লেষণ
খ. শ্বসন
গ. রেচন
ঘ. প্রস্বেদন
১২. সবুজ পাতার কোষগুলোতে কোনটি বেশি থাকে?
ক. গলজি বস্তু
খ. রাইবোসোম
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. ক্লোরোপ্লাস্ট
১৩. পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় কীসের আদানপ্রদান ঘটে?
ক. গ্যাসের
খ. তরল পদার্থের
গ. কঠিন পদার্থের
ঘ. ধাতুর
১৪. খাদ্য উৎপাদন করে কোনটি?
ক. গরু
খ. ছাগল
গ. মাছ
ঘ. সবুজ উদ্ভিদ
১৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কোন উদ্ভিদে ঘটে?
ক. ছত্রাক
খ. লাল উদ্ভিদে
গ. সবুজ উদ্ভিদ
ঘ. বর্ণহীন মূলে
১৬. উদ্ভিদের পাতার কোন অংশ সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে?
ক. সবুজ প্লাস্টিড
খ. মেসোফিল কোষ
গ. মধ্যশিরা
ঘ. পত্রফলক
১৭. পাতার কোন অংশে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে?
ক. প্লাস্টিডের ভেতর
খ. স্টোমাটার ভেতর
গ. মধ্যশিরার ভেতর
ঘ. পত্রফলকের ভেতর
১৮. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন খাদ্যটি উৎপন্ন করে?
ক. প্রোটিন
খ. ভিটামিন
গ. গ্লুকোজ
ঘ. সুক্রোজ
১৯. উদ্ভিদ খাদ্য উৎপাদনের পর উপজাত হিসেবে কোন গ্যাসটি বের করে দেয়?
ক. কার্বন ডাইঅক্সাইড
খ. হাইড্রোজেন
গ. অক্সিজেন
ঘ. মিথেন
২০. সবুজ উদ্ভিদের কোন অংশে স্বল্প সময়ে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়?
ক. পাতায়
খ. কান্ডে
গ. মূলে
ঘ. ডালপালায়
২১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি অপরিহার্য উপাদান?
ক. বায়ু
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. আলো
ঘ. ক্লোরোফিল
২২. সবুজ পাতায় আপতিত সূর্যালোকের কত অংশ সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়?
ক. অধিকাংশ
খ. সামান্য
গ. অর্ধেকাংশ
ঘ. এক-চতুর্থাংশ
২৩. পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করার কারণ-
i. পাতা চ্যাপটা ও প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যালোক পায়
ii. পাতার কোষগুলোতে ক্লোরোপাস্টের সংখ্যা বেশি থাকে
iii. পাতায় পত্ররন্দ্রের সংখ্যা বেশি থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে-
i. এর শক্তির মূল উৎস সূর্য
ii. এতে সঞ্চিত শক্তি সালোকসংশ্লেষণের ফল
iii. এর উৎপাদন উদ্ভিদ ছাড়া অসম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়-
i. গ্লুকোজ
ii. অক্সিজেন
iii. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
এক কৃষক তার ক্ষেতে জমি চাষ করছিল। কিন্তু দুপুর বেলায় বেশি গরমের কারণে তার জমির পাশে একটি তেঁতুল গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসে পড়ে। কিছু সময় পরে এখানে আরাম না লাগায় একটি বট গাছের নিচে বসে আরাম অনুভব করে।
২৬. কৃষকের প্রথম গাছটির নিচে আরাম না লাগার কারণ?
ক. পাতায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকা
খ. গ্যাসীয় আদানপ্রদান কম ঘটেছিল
গ. পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা বেশি
ঘ. গ্যাসীয় আদানপ্রদান বেশি ঘটেছিল
২৭. কৃষকের প্রথম গাছ অপেক্ষা দ্বিতীয় গাছটির নিচে আরাম লাগার কারণ-
i. উক্ত পাতায় সালোকসংশ্লেষণের সময় O₂ এবং CO₂ এর অনুপাত বজায় থাকে
ii. অর্ধেক সময়ে দ্বিতীয় গাছ কর্তৃক কম পরিমাণ CO₂ গ্যাস শোষিত হয়
iii. দ্বিতীয় গাছটির পাতায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. কোনটি আলোর প্রধান উৎস?
ক. সৌরবিদ্যুৎ
খ. সূর্যালোক
গ. ইলেকট্রিক কোষ
ঘ. ডায়নামো
২৯. সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইডের উৎস কোনটি?
ক. পানি
খ. বায়ুমণ্ডল
গ. উদ্ভিদ
ঘ. গাড়ি
৩০. কোনটির মাধ্যমে সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদে কার্বন ডাই-অক্সাইড প্রবেশ করে?
ক. লেন্টিসেল
খ. কিউটিকল
গ. জাইলেম টিস্যু
ঘ. পত্ররন্ধ্র
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান পঞ্চম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post