ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান পঞ্চম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : উত্তর: সালোকসংশ্লেষণের অন্যতম নিয়ামক হলো ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের যে অঙ্গে ক্লোরোপ্লাস্ট থাকে সে অঙ্গ সবুজ হয় এবং সালোকসংশ্লেষণ ঘটে। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্যই উদ্ভিদের কচি কাণ্ডেও সালোকসংশ্লেষণ ঘটে।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান পঞ্চম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. পরিবেশে গ্যাস বিনিময় ব্যাখ্যা কর।
উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। ফলে প্রাণিকূলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে।
২. কার্বন ডাইঅক্সাইড + পানি সূর্যালোক ক্লোরোফিল গ্লুকোজ + অক্সিজেন; বিক্রিয়াটি বুঝিয়ে লেখ।
উত্তর: এটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়াটির অর্থ—
১. এতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
২. বিক্রিয়াটি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে ঘটে।
৩. এতে গ্লুকোজ এবং পানি উৎপন্ন হয়।
৩. পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করার দুটি কারণ লেখ।
উত্তর: পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করার দুটি কারণ হলো—
১. পাতার কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি।
২. পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান-প্রদান সহজে ঘটে।
৪. সালোকসংশ্লেষণ বিক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর: সালোকসংশ্লেষণ একটি শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় বায়ুম-লের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করার পর ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটে। এতে শর্করা উৎপন্ন হয় এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয়।
৫. পাতায় বেশি পত্ররন্ধ্র থাকলে কোন ধরনের সুবিধা হয়?
উত্তর: পাতায় বেশি পত্ররন্ধ্র থাকলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্যাসীয় আদান-প্রদান সহজে হয়। এর ফলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
৬. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটিকে সমীকরণের মাধ্যমে উল্লেখ কর।
উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটিকে সমীকরণের মাধ্যমে উল্লেখ করা হলো—
কার্বন ডাইঅক্সাইড + পানি সূর্যালোক/ক্লোরোফিল গ্লুকোজ + অক্সিজেন।
৭. সালোকসংশ্লেষণ বলতে কী বোঝ?
উত্তর: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড এর সহায়তায় নিজের খাদ্য (গ্লুকোজ) ও অক্সিজেন উৎপন্ন করে তাকে সালোকসংশ্লেষণ বলে। প্রক্রিয়াটি নিম্নরূপ:
৮. কচি কাণ্ডেও সালোকসংশ্লেষণ ঘটে—ব্যাখ্যা কর।
উত্তর: সালোকসংশ্লেষণের অন্যতম নিয়ামক হলো ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের যে অঙ্গে ক্লোরোপ্লাস্ট থাকে সে অঙ্গ সবুজ হয় এবং সালোকসংশ্লেষণ ঘটে। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির জন্যই উদ্ভিদের কচি কাণ্ডেও সালোকসংশ্লেষণ ঘটে।
৯. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, পানি কীভাবে পেয়ে থাকে ব্যাখ্যা কর।
উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ বায়ু থেকে পেয়ে থাকে এবং প্রয়োজনীয় পানি মাটি থেকে মূলরোম দ্বারা অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে। এছাড়াও নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল দিয়ে পানি শোষণ করে।
১০. উপরের প্রক্রিয়াটির সমীকরণটি লেখ।
উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটিকে সমীকরণের মাধ্যমে উল্লেখ করা হলো—
কার্বন ডাইঅক্সাইড + পানি সূর্যালোক/ক্লোরোফিল গ্লুকোজ + অক্সিজেন।
১১. পাতায় বেশি পত্ররন্ধ্র থাকলে কোন ধরনের সুবিধা হয়?
উত্তর: পাতায় বেশি পত্ররন্ধ্র থাকলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্যাসীয় আদান-প্রদান সহজে হয়। এর ফলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
১২. ‘শ্বসন প্রক্রিয়ার ওপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল’—ব্যাখ্যা কর।
উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে উদ্ভিদ দেহে আবদ্ধ হয় তা প্রাণিদেহে শ্বসন প্রক্রিয়ার দ্বারা শক্তিরূপে মুক্ত হয়। প্রাণিদেহের পুষ্টি, বৃদ্ধি, চলন, রেচন, সংবহন, জনন প্রভৃতি জৈবনিক কাজগুলো এ শক্তি দ্বারা সম্পন্ন হয়।
সুতরাং, বলা যায় শ্বসন প্রক্রিয়ার ওপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান পঞ্চম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও ব্যবহার করতে পারবে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post