ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : আমাদের দেহ একটি আজব যন্ত্র। যন্ত্রটির গড়ন এমন নিখুঁত যে এর কথা ভাবতেই অবাক লাগে। যন্ত্রের প্রতিটি অংশ মাপে মাপে বানানো। একটুও কম-বেশি নেই। আর যন্ত্রটিকে ঠিক ঠিক চালানোর জন্য প্রতিটি অংশ নিজ নিজ কাজ করে চলে। কাউকে কিছু বলতে হয় না। কার কী কাজ সে আপনিই বুঝে নিচ্ছে। আমাদের কিছু বুঝার আগেই ঘটনা ঘটে যায়।
যেমন- চোখের দিকে সাঁই করে একটি মাছি উড়ে এলো ওমনি চোখের পাতা গেল বন্ধ হয়ে। অসাবধানে গরম চুলায় হাত পড়লে, তুমি হাত সরিয়ে নেবে। পায়ে কাঁটা ফুটার সাথে সাথে ‘উঃ মাগো’ বলে কাতরাবে। সারা শরীর জেনে গেল কী একটা পায়ে বিধল। আমরা এগুলো অনুভব করতে পারি পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। এ অধ্যায়ে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সম্পর্কে আলোচনা করব।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ কোনটি?
ক. চোখ
খ. নাক
গ. কান
ঘ. জিহ্বা
২. আমাদের কান কয়টি অংশে বিভক্ত?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৩. কানের বাইরের অংশ কোনটি?
ক. পিনা
খ. কর্ণকুহর
গ. কর্ণপটহ
ঘ. মধ্যকর্ণ
৪. পিনা যে নালির সাথে যুক্ত তাকে কী বলে?
ক. কর্ণপটহ
খ. স্যাকুলাস
গ. কর্ণকুহর
ঘ. ইউট্রিকুলাস
৫. বহিঃকর্ণের শেষ অংশে যে পর্দা থাকে তাকে কী বলে?
ক. কর্ণপটহ
খ. কর্ণকুহর
গ. পিনা
ঘ. স্যাকুলাস
৬. কর্ণপটহের বৈশিষ্ট্য কোনটি?
ক. এটি একটি পর্দা
খ. এটি অন্তঃকর্ণে থাকে
গ. এটি একটি হাড়
ঘ. এটি একটি নালি
৭. স্টেপিস এর কাজ কী?
ক. দেখা
খ. স্বাদ গ্রহণ
গ. শব্দ তৈরি
ঘ. শব্দ পরিবহন
৮. কানের কোন অংশের মাধ্যমে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছে?
ক. কর্ণপটহ
খ. স্যাকুলাস
গ. ইউট্রিকুলাস
ঘ. গলবিল
৯. মধ্যকর্ণে কতটি ক্ষুদ্র অস্থি আছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১০. অন্তঃকর্ণ কোন অস্থির মধ্যে অবস্থিত?
ক. অডিটরি মিটাস
খ. ম্যালিয়াস
গ. ইনকাস
ঘ. অডিটরি ক্যাপসুল
১১. অন্তঃকর্ণের যে প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালি দিয়ে গঠিত তার নাম কী?
ক. স্যাকুলাস
খ. ইউট্রিকুলাস
গ. ইনকাস
ঘ. স্টেপিস
১২. কোনটিতে শ্রবণ সংবেদি কোষ থাকে?
ক. ককলিয়াতে
খ. মধ্যকর্ণে
গ. ইউট্রিকুলাসে
ঘ. স্যাকুলাসে
১৩. পিনার কাজ কী?
ক. শব্দ কর্ণকুহরে পাঠানো
খ. কর্ণপটহের বাইরের ও ভেতরের বায়ুর চাপ সমান রাখা
গ. স্নায়ুগুলো উদ্দীপ্ত করা
ঘ. শব্দতরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌছায়
১৪. পিনা কী দিয়ে গঠিত?
ক. মাংস ও কোমল অস্থি
খ. হাড় বা অস্থি
গ. হাড় ও রস
ঘ. স্নায়ুতন্ত্র
১৫. কানের যত্নের জন্য-
i. নিয়মিত কান পরিষ্কার করা
ii. কানে পানি যেন না ঢুকে
iii. উচ্চ শব্দে গান না শুনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. কানের বাইরের অংশটি যা দিয়ে গঠিত তা হলো-
i. পিনা
ii. কর্ণপটহ
iii. স্যাকুলাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক অন্তঃকর্ণের গঠন পড়াতে গিয়ে একটি প্রকোষ্ঠের কথা বললেন যা দেখতে শামুকের মতো প্যাঁচানো নালিকাবিশেষ।
১৭. শিক্ষকের বলা প্রকোষ্ঠের নাম কী?
ক. ইউট্রিকুলাস
খ. স্যাকুলাস
গ. ম্যালিয়াস
ঘ. ইনকাস
১৮. উদ্দীপকের নালিকার মতো অভাটি-
i. ককলিয়া নামে পরিচিত
ii. এক ধরনের রসে পূর্ণ থাকে
iii. সংবেদি কোষবিহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. নাকের কয়টি অংশ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২০. জিহ্বার উপরের আস্তরণে স্বাদ গ্রহণের জন্য কী থাকে?
ক. স্বাদকোষ
খ. সোরাস
গ. স্বাদকোরক
ঘ. ভিলাই
২১. শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে কীসের সংক্রমণে ছোট ছোট দাগ দেখা যায়?
ক. শৈবাল
খ. ছত্রাক
গ. ভাইরাস
ঘ. ব্যাকটেরিয়া
২২. জিহ্বায় কোন অংশে স্বাদ কারক থাকে না?
ক. সামনে
খ. পেছনে
গ. পাশে
ঘ. মাঝে
২৩. জিহ্বার কোন অংশ দিয়ে তিতা স্বাদ অনুভব হয়?
ক. অগ্রভাব
খ. পাশে
গ. সামনে
ঘ. পশ্চাতে
২৪. জ্বর হয়ে জিহ্বায় সাদা বা হলদে দাগ পড়লে কী করলে ভালো ফল পাওয়া যায়?
ক. লবণগুলো কুলকুচি করলে
খ. ব্রাশ দিয়ে পরিষ্কার করলে
গ. গরম পানিতে ধুলে
ঘ. জিহ্বায় মলম লাগালে
২৫. নাকের ছিদ্র কোনটি?
ক. নাসারন্ধ্র
খ. নাসাপথ
গ. মুখগহ্বর
ঘ. শ্বাসনালি
২৬. নাকের মধ্যে কী রকম ঝিলি থাকে?
ক. শ্লেষ্মা ঝিল্লি আবরণ
খ. স্নায়ুতন্ত্র
গ. লোম ও রস
ঘ. কোমল অস্থি
২৭. আমরা জিহ্বা দিয়ে কী করি?
ক. শ্বাস নেই
খ. স্বাদ গ্রহণ করি
গ. শুনি
ঘ. অনুভব করি
২৮. জিহ্বায় স্বাদ গ্রহণের জন্য কী থাকে?
ক. স্নায়ুতন্ত্র
খ. কোরক
গ. লোম ও রস
ঘ. কোমলাস্থি
২৯. জিহ্বার অগ্রভাগ দিয়ে কোন ধরনের স্বাদ অনুভব করি?
ক. মিষ্টি ও নোনতা
খ. টক
গ. ঝাল
ঘ. তিতা
৩০. জিহ্বার পাশের অংশ দিয়ে কোন ধরনের স্বাদ অনুভব করি?
ক. মিষ্টি
খ. ঝাল
গ. লবণ ও টক
ঘ. তিতা
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post