ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : জিহ্বায় বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য স্বাদ কোরক থাকে। জিহ্বার সামনে, পেছনে, পাশে স্বাদ গ্রহণের জন্য বিশেষ স্বাদ কোরক থাকায় আমরা জিহ্বার অগ্রভাগ দিয়ে মিষ্টি ও নোনতা, পাশের অংশ দিয়ে লবণ ও টক স্বাদ অনুভব করে থাকি। তাই জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয়।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. আমাদের দেহ ত্বক দিয়ে ঢাকা থাকে কেন?
উত্তর: বিভিন্ন রোগজীবাণু থেকে সুরক্ষিত থাকার জন্য, আমাদের দেহ ত্বক দিয়ে ঢাকা থাকে। আমাদের চারপাশে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের রোগজীবাণু। এছাড়া আমরা চলাফেরা করতে গিয়ে বিভিন্নভাবে আঘাত পাই। বাইরের এসব রোগজীবাণু ও আঘাত থেকে দেহের ভেতরের নরম অঙ্গগুলোকে রক্ষার জন্য আমাদের দেহ ত্বক দিয়ে ঢাকা থাকে।
২. কোন অঙ্গগুলোর মধ্য দিয়ে আলোক রশ্মি চোখে প্রবেশ করে?
উত্তর: আমরা যে বস্তু দেখি তা থেকে আলোকরশ্মি সর্বপ্রথম চোখে প্রবেশ করে কনজাংকটিভা, কর্নিয়া, পিউপিল এবং লেন্সের মাধ্যমে রেটিনাতে পৌঁছায়।
৩. আমরা কীভাবে কোনো বস্তু দেখি তা বুঝিয়ে দাও।
উত্তর: আমরা যে বস্তু দেখি তা থেকে প্রতিফলিত আলোকরশ্মি কনজাংকটিভা, কর্নিয়া, পিউপিল হয়ে লেন্সের উপর পড়ে। এ রশ্মি লেন্সের মধ্য দিয়ে রেটিনার ওপর পতিত হয়। রেটিনার ওপর বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। এখন রেটিনায় উপস্থিত আলোক সংবেদি রড কোষ ও কোন কোষগুলো আলোকরশ্মি দ্বারা উদ্দীপিত হয়ে স্নায়ু উদ্দীপনা উৎপাদন করে। এ উদ্দীপনা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায়। ফলে আমরা বস্তুটিকে সোজাভাবে দেখি।
৪. চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কী ঘটে?
উত্তর: চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কোনো বস্তু দেখা যাবে না।
বাইরের পরিবেশ থেকে পাওয়া কোনো বস্তুর প্রতিবিম্ব লেন্সের মাধ্যমে রেটিনার উপর পড়লে তা আমরা দেখতে পাই। এখন, চোখের লেন্স নষ্ট হয়ে গেলে রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি হবে না। এর ফলে দৃষ্টি উদ্দীপনা মস্তিষ্কে প্রেরিত হবে না। ফলে কোনো বস্তু দেখা সম্ভব হবে না।
৫. আমরা কীভাবে গন্ধ অনুভব করি?
উত্তর: আমাদের নাকের ভেতরে এক ধরনের আবরণ থাকে। একে ঘ্রাণঝিল্লি বলে। এটি অসংখ্য ঘ্রাণ কোষ দ্বারা পূর্ণ থাকে। ঘ্রাণ কোষ স্নায়ু দ্বারা মস্তিষ্কের সাথে যোগাযোগ রক্ষা করে। বাইরের কোনো গন্ধ নাসাপথে প্রবেশ করলে নাকে ঘ্রাণঝিল্লি থেকে নিঃসৃত রসে তা দ্রবীভূত হয়ে যায় এবং সেখানকার স্নায়ু কোষগুলো উদ্দীপিত হয়। এ উদ্দীপনা মস্তিষ্কের ঘ্রাণকেন্দ্রে প্রেরিত হলে তখন গন্ধ অনুভব হয়।
৬. চোখের কাজ কী?
উত্তর: চোখের কাজ—
i. চোখের সাহায্যে বিভিন্ন বস্তু দেখা যায়।
ii. চোখের সাহায্যে কোনো বস্তুর আকার, আকৃতি, বর্ণ, তার চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়।
৭. জিহ্বা একটি সংবেদী অঙ্গ—ব্যাখ্যা কর।
উত্তর: জিহ্বা একটি সংবেদী অঙ্গ। জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক, ঝাল, মিষ্টি, তিতা স্বাদ গ্রহণ করে থাকি। এটা আমাদের স্বাদ ইন্দ্রিয়।
৮. অক্ষিগোলক কী? এতে কয়টি স্তর আছে?
উত্তর: চোখের একটি বিশেষ অঙ্গ অক্ষিগোলক যা দেখতে গোলাকার বলের মত। গোলকটি তিনটি স্তর নিয়ে গঠিত। যথা: i. ক্লেরা, ii. কোরয়েড ও ররর. রেটিনা।
৯. আমাদের দেহ ত্বক দিয়ে ঢাকা থাকে কেন?
উত্তর: বিভিন্ন রোগজীবাণু থেকে সুরক্ষিত থাকার জন্য, আমাদের দেহ ত্বক দিয়ে ঢাকা থাকে।
আমাদের চারপাশে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের রোগজীবাণু এছাড়া আমরা চলাফেরা করতে গিয়ে বিভিন্নভাবে আঘাত পাই। বাইরের এসব রোগজীবাণু ও আঘাত থেকে দেহের ভেতরের নরম অঙ্গগুলোকে রক্ষার জন্য আমাদের দেহ ত্বক দিয়ে ঢাকা থাকে।
১০. জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় কেন?
উত্তর: জিহ্বায় বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য স্বাদ কোরক থাকে। জিহ্বার সামনে, পেছনে, পাশে স্বাদ গ্রহণের জন্য বিশেষ স্বাদ কোরক থাকায় আমরা জিহ্বার অগ্রভাগ দিয়ে মিষ্টি ও নোনতা, পাশের অংশ দিয়ে লবণ ও টক স্বাদ অনুভব করে থাকি। তাই জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয়।
১১. মধ্যকর্ণ বলতে কী বোঝায়?
উত্তর: মধ্যকর্ণ মানুষের শ্রবণ ইন্দ্রিয় কর্ণ বা কানের অন্যতম অংশ। বহিঃকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। এটা একটা বায়ুপূর্ণ থলি, যার মধ্যে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ অন্তঃকর্ণে পৌঁছায়। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে। এ নলটির কাজ হলো কর্ণপটহের বাইরের ও ভেতরের বায়ুর চাপ সমান রাখা।
১২. ত্বকের স্তর কয়টি ও কী কী?
উত্তর: ত্বকের দুটি স্তর আছে। একটি উপচর্ম বা বহিঃত্বক এবং অন্যটি অন্তঃচর্ম বা অন্তঃত্বক।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও ব্যবহার করতে পারবে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post