ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অষ্টম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : দৈনন্দিন জীবনে আমরা নানা রকমের জিনিস ব্যবহার করে থাকি। এদের কোনোটি বিশুদ্ধ আর কোনোটি মিশ্রণ। মিশ্রণের মধ্যে আবার কোনোটি দ্রবণ, কোনোটি সাসপেনসন আর কোনোটি কলয়েড।
আমরা সকলেই চিনির শরবত ও ঝালমুড়ির সাথে কম বেশি পরিচিত। গ্লাসে বা জগে পানি নিয়ে তাতে কিছু চিনি ঢেলে চামচ দিয়ে নাড়া দিলেই কিন্তু চিনির শরবত হয়ে যায়। আবার ঝালমুড়ি বানাতে হলে কিছু মুড়ি নিয়ে তাতে চানাচুর, কিছু পেঁয়াজ কুচি, মরিচের কুচি, টোমেটো ইত্যাদি ভালোভাবে মিশাতে হয়।
চিনির শরবত ও ঝালমুড়ি উভয় ক্ষেত্রেই কিন্তু একের অধিক উপাদান আছে। এরকম একের অধিক বিভিন্ন উপাদানের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকেই আমরা মিশ্রণ বলি। এই উপাদানগুলো মিশ্রিত থাকলেও, ক্ষুদ্র স্কেইলে তাদের কাজগুলো পৃথক ভাবেই অবস্থান করে।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অষ্টম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. কোনটি একটি উৎকৃষ্ট দ্রাবক?
ক. তেল
খ. চিনি
গ. গ্লিসারিন
ঘ.পানি
২. চিনির শরবতে পানি কী?
ক. দ্রব
খ. দ্রাবক
গ. দ্রবণ
ঘ. মিশ্রণ
৩. কোন পদার্থের উপাদানগুলো সমসত্ত্ববিশিষ্ট হয়?
ক. ধুলাযুক্ত পানি
খ. লবণ বালির মিশ্রণ
গ. বিশুদ্ধ পানি
ঘ. লবণ ও পানির মিশ্রণ
৪. পানি ও চিনির শরবতে চিনি কী?
ক. দ্রাবক
খ. দ্রবণ
গ. দ্রব
ঘ. মিশ্রণ
৫. দ্রবণে যা দ্রবীভূত হয় সেটি-
ক. দ্রাবক
খ. চিনি
গ. দ্রব
ঘ. মিশ্রণ
৬. দ্রবণ সমান কোনটি?
ক. দ্রাবক
খ. দ্রব্য
গ. দ্রব + দ্রাবক
ঘ. পানি
৭. যে দ্রবণে পানি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় তাকে কী বলে?
ক. দ্রাবক
খ. মিশ্রণ
গ. জলীয় দ্রবণ
ঘ. দ্রব
৮. দ্রবণের মধ্যে কোনটির পরিমাণ কম থাকে?
ক. দ্রব
খ. দ্রাবক
গ. মিশ্রণ
ঘ. দ্রবণ
৯. কোনটি জলীয় দ্রবণ?
ক. শরবত
খ. কোকাকোলা
গ. সেভেন আপ
ঘ. আরসি কোলা
১০. ঘনমাত্রার ওপর নির্ভর করে দ্রবণ কয় প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১১. দ্রবণে যেটি বেশি পরিমাণে থাকে তাকে কী বলে?
ক. দ্রাবক
খ. দ্রব
গ. কলয়েড
ঘ. সাসপেনসন
১২. কোনটি রাসায়নিক দ্রাবক?
ক. এসিটোন
খ. পানি
গ. মধু
ঘ. রস
১৩. পানিতে তুঁতের রং বাড়ালে কী হয়?
ক. পাতলা হয়
খ. ঘন হয়
গ. সবুজ হয়
ঘ. লাল হয়
১৪. তুঁতের দ্রবণে পানি দিলে-
i. দ্রবণের বর্ণ হালকা হয়
ii. দ্রবণের বর্ণ গাঢ় হয়
iii. দ্রবণ লঘু হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. ২৫° সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা কত?
ক. ১৬ গ্রাম
খ. ২৬ গ্রাম
গ. ৩৬ গ্রাম
ঘ. ৪৫ গ্রাম
১৬. ২৫° সেলসিয়াস তাপমাত্রায় ১০০ গ্রাম পানি কত গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে?
ক. ২১.৪ গ্রাম
খ. ১১১.৪ গ্রাম
গ. ২১১.৪ গ্রাম
ঘ. ৩১১.৪ গ্রাম
১৭. আমরা কীভাবে ভাসমান ময়লা দূর করতে পারি?
ক. ছাঁকুনি দিয়ে
খ. তাপ দিয়ে
গ. তলানি ফেলে
ঘ. ঊর্ধ্বপাতনে
১৮. কোনটি সঠিক?
ক. দ্রব = দ্রবণ + দ্রাবক
খ. দ্রাবক = দ্রবণ + দ্রব
গ. দ্রবণ = দ্রব + দ্রাবক
ঘ.দ্রবণ = দ্রব – দ্রাবক
১৯. চিনির গাঢ় দ্রবণ অপেক্ষা লঘু দ্রবণে কোনটি বেশি থাকে?
ক. চিনি
খ. পানি
গ. স্ফটিক চিনি
ঘ. কেলাস পানি
২০. অসম্পৃক্ত দ্রবণকে কতটি শ্রেণিতে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২১. তরল-গ্যাস দ্রবণ কোনটি?
ক. পানি-ভিনেগার অ্যাসিড
খ. পানি-চুন
গ. পানি-লবণ
ঘ. সেভেন আপ
২২. ২৫°C তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা কত?
ক. ২৭.৬
খ. ৩৬
গ. ২১১.৪
ঘ. ১১৫.৭
২৩. ফরমালিন কোন ধরনের দ্রবণ?
ক. তরল-তরল
খ. তরল কাঠিন
গ. তরল-গ্যাস
ঘ. গ্যাস-কঠিন
২৪. অস্বচ্ছ দ্রবণকে কী দিয়ে ছাঁকতে হয়?
ক. সাধারণত কাগজ দিয়ে
খ. কাপড় দিয়ে
গ. ছাঁকনি দিয়ে
ঘ. ফিল্টার কাগজ দিয়ে
২৫. মাছ নিশ্বাসের সাথে কোথা থেকে অক্সিজেন গ্রহণ করে?
ক. বাতাস
খ. পানি
গ. শৈবাল
ঘ. মাটি
২৬. পানিতে বসবাসকারী প্রাণীসমূহ কোথা থেকে অক্সিজেন গ্রহণ করে?
ক. মাটি
খ. বাতাস
গ. পানি
ঘ. বায়ু
২৭. তরল ও গ্যাসের দ্রবণ কোনটি?
ক. ব্রোঞ্জ
খ. সোডা ওয়াটার
গ. ফরমালিন
ঘ. সিলভার ক্লোরাইড
২৮. তরল-তরল দ্রবণ কোনটি?
ক. চিনি + পানি
খ. বালি + পানি
গ. মাটি + পানি
ঘ. লেবুর রস + পানি
২৯. কোন কোমল পানীয়ের বোতলের মুখ খুললে হিসস্ শব্দ হয়?
ক. লেবুর শরবত
খ. চিনির শরবত
গ. আমের জুস
ঘ. কোকাকোলা
৩০. ২৫° সে. তাপমাত্রায় ১০০ গ্রাম পানিতে-
i. লবণের দ্রবণীয়তা ৩৬ গ্রাম
ii. সর্বোচ্চ ২১১.৪ গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে
iii. চিনির দ্রবণীয়তা ১২১.৪ গ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অষ্টম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post