ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অষ্টম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : বালি ভারী অদ্রবণীয় পদার্থ। যে ভারী অদ্রবণীয় পদার্থ পাত্রের তলায় জমা হয় তাকে তলানি বলে। কোনো মিশ্রণে তলানি পড়লে তাকে দ্রবণ বলা যায় না। তাই বালি ও পানির মিশ্রণকে দ্রবণ বলা যায় না।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অষ্টম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. পানিতে চিনির মিশ্রণ এবং পানিতে বালির মিশ্রণ একনয় কেন?
উত্তর: পানিতে চিনি যোগ করে নাড়তে থাকলে চিনি পানিতে দ্রবীভূত হয়ে সমস্বত্ব মিশ্রণ তৈরি করে। এ অবস্থায় পানি-চিনির একটি দ্রবণ তৈরি হয়। এর বিভিন্ন অংশের উপাদান, গঠন ও ধর্ম একই থাকে।
পানিতে বালি যোগ করে নাড়তে থাকলে বালি পানিতে দ্রবীভূত না হয়ে পাত্রের তলায় তলানি হিসেবে জমতে থাকে। এতে অসমস্বত্ব মিশ্রণ তৈরি হয়।
২. ঘন ও পাতলা দ্রবণ বলতে কী বোঝ?
উত্তর: সমান আয়তনের দ্রবণের ক্ষেত্রে যেটিতে দ্রবের পরিমাণ তুলনামূলক বেশি থাকে সেটি ঘন দ্রবণ, আর যেটিতে তুলনামূলকভাবে দ্রবের পরিমাণ কম থাকে সেটি হলো পাতলা দ্রবণ।
৩. লবণ ও পানির দ্রবণে দ্রব এবং দ্রাবকের নাম লেখ।
উত্তর: দ্রবণের মধ্যে খাবার লবণ কম পরিমাণে থাকে আর পানি বেশি পরিমাণে থাকে। তাই খাবার লবণ হলো দ্রব আর পানি হলো দ্রাবক।
৪. রাসায়নিক পদার্থের স্বাদ গ্রহণ করা উচিত নয় কেন?
উত্তর: বেশিরভাগ রাসায়নিক পদার্থই মানবদেহের জন্য ক্ষতিকর। তাই কোনো দ্রবণ বা রাসায়নিক পদার্থ সম্পর্কে পুরোপুরি না জেনে এটি খেয়ে স্বাদ পরীক্ষা করা কোনো মতেই উচিত নয়।
৫. একটি লবণের দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত কীভাবে শনাক্ত করবে?
উত্তর: একটি লবণের দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত জানতে হলে দ্রবণকে একটি টেস্টটিউবে নিয়ে এর মধ্যে আর কিছু দ্রব যোগ করে ভালো করে ঝাঁকানো হয়:
i. দ্রব যদি দ্রবীভূত না হয়ে টেস্টটিউবের তলায় থিতিয়ে পড়ে এবং দ্রবণের গাঢ়ত্ব একই থাকে, তাহলে বুঝতে হবে ঐ দ্রবণটি সম্পৃক্ত।
ii. দ্রব যদি আংশিক বা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় এবং দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে ঐ দ্রবণটি অসম্পৃক্ত।
৬. চিনির দ্রবণীয়তা লবণের চেয়ে বেশি ব্যাখ্যা কর।
উত্তর: কোনো নির্দিষ্ট পরিমাণ তরল পদার্থে সকল বস্তু সমান পরিমাণে দ্রবীভূত হয় না। ১০০ সিসি পানিতে যে পরিমাণ চিনি দ্রবীভূত হয় সেই একই পরিমাণ পানিতে সমপরিমাণ লবণ দ্রবীভূত হয় না। লবণের চেয়ে চিনি পানিতে অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হয়। সাধারণ তাপমাত্রায় চিনি লবণের চেয়ে ৬ গুণ বেশি দ্রবীভূত হয়। সুতরাং চিনির দ্রবণীয়তা লবণের চেয়ে অনেক বেশি।
৭. বালি ও পানির মিশ্রণকে দ্রবণ বলা যায় না কেন?
উত্তর: বালি ভারী অদ্রবণীয় পদার্থ। যে ভারী অদ্রবণীয় পদার্থ পাত্রের তলায় জমা হয় তাকে তলানি বলে। কোনো মিশ্রণে তলানি পড়লে তাকে দ্রবণ বলা যায় না। তাই বালি ও পানির মিশ্রণকে দ্রবণ বলা যায় না।
৮. তরল-তরল দ্রবণ কীভাবে তৈরি করা যায়?
উত্তর: যেসব দ্রবণে দ্রব ও দ্রাবক উভয়েই তরল পদার্থ হয় তাদেরকে তরল-তরল দ্রবণ বলা হয়। এক গ্লাস পানি নিয়ে তাতে এক চামচ লেবুর রস যোগ করে নাড়া দিলে একটি তরল তরল-দ্রবণ পাওয়া যায়।
৯. বিকারে পানি ঢাললে কী হবে? ব্যাখ্যা কর।
উত্তর: বিকারে পানি ঢাললে চিনির কণাগুলো পানিতে দ্রবীভূত হয়ে যাবে। ফলে চিনির একটি দ্রবণ তৈরি হবে। এতে টিন খণ্ড ও বালি অমিশ্রিত অবস্থায় থাকবে।
১০. কোন ক্ষেত্রে বেশি দ্রব দ্রবীভূত হবে তা ব্যাখ্যা কর।
উত্তর: A চিত্রে দ্রব হচ্ছে লবণ এবং B চিত্রে দ্রব হচ্ছে চিনি। আমরা জানি, ২৫° সেলসিয়াস তাপমাত্রায় ১০০ মিলি পানি সর্বোচ্চ ৩৬ গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। আর চিনি দ্রবীভূত করতে পারে ২১১.৪ গ্রাম। চিনির দ্রবণীয়তা বেশি বলে লবণ অপেক্ষা চিনি দ্রুত দ্রবীভূত হবে। তাই ই চিত্রের ক্ষেত্রে বেশি দ্রব দ্রবীভূত হবে।
১১. উদ্দীপক থেকে দ্রব ও দ্রাবক পৃথক করে লেখ।
উত্তর: দ্রবণে বেশি পরিমাণে থাকে দ্রাবক এবং কম পরিমাণে থাকে দ্রব। উদ্দীপকের শরবতে পানির পরিমাণ বেশি বলে পানি হলো দ্রাবক। আর চিনি ও লেবুর রস হলো দ্রব।
প্রথমে ছাঁকন কাগজকে সমান দু’ভাঁজ করা হয়, তারপর পুনরায় দু’ভাঁজ করা হয়। এবার একদিকে তিন ভাঁজ এবং অন্যদিকে এক ভাঁজ রেখে ছাঁকন কাগজটিকে কলার মোচার আকার করা হয়। এভাবে ছাঁকন কাগজ ভাঁজ করা হয়।
১২. দ্রবণ, সাসপেনসন ও অসমস্বত্ব মিশ্রণের মূল পার্থক্য কী?
উত্তর: অসমস্বত্ব মিশ্রণে উপকরণগুলো সহজে চিহ্নিত করা যায় ও আলাদা করা যায়। সাসপেনসনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না আর দ্রবণের ক্ষেত্রে উপকরণগুলো চিিহ্নতও করা যায় না, আলাদাও করা যায় না।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অষ্টম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও ব্যবহার করতে পারবে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post