ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান নবম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : আলো ছাড়া আমরা দেখতে পাই না। আলো না থাকলে গাছপালা জন্মাত না। প্রাণীরা খাবার পেত না। আমাদের খাদ্য ও বস্ত্র যেসব জীব থেকে আসে তা জন্মাত না। আলো ছাড়া তাই জীবন কল্পনা করা কঠিন। আলো এক প্রকার শক্তি। আলোর কাজ করার সামর্থ্য আছে, অর্থাৎ আলোর আছে শক্তি।
কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। আলো অত্যন্ত দ্রুত চলে, সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। এই দ্রুতিতে তুমি চলতে পারলে এক সেকেন্ডে তুমি পৃথিবীর চারদিকে সাত বারেরও বেশি ঘুরে আসতে পারতে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, কোনো কিছুই আলোর চেয়ে বেশি বেগে চলতে পারে না। আমরা যেখান থেকেই আলো পাই না কেন, সকল আলোর উৎস হলো সূর্য।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান নবম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. আলোর সরল রৈখিক পথকে কী বলে?
ক. আলোকরশ্মি
খ. প্রতিসারণ
গ. শোষণ
ঘ. প্রতিফলন
২. আলো কীভাবে চলে?
ক. সরলরেখায়
খ. বাঁকা পথে
গ. থেমে থেমে
ঘ. আড়াআড়িভাবে
৩. কোন বস্তুর নিজের আলো আছে?
ক. সূর্য
খ. চাঁদ
গ. পৃথিবী
ঘ. চোখ
৪. যে বস্তু আলো শোষণ করে তাকে কেমন দেখায়?
ক. লাল
খ. সাদা
গ. কালো
ঘ. সবুজ
৫. আলো আছে বলেই-
i. আমরা দেখতে পাই
ii. গাছপালা জন্মায়
iii. বায়ু প্রবাহিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. আলোর বৈশিষ্ট্য হলো-
i. এটি অত্যন্ত দ্রুত চলে
ii. এর চলন পথ বক্রাকার
iii. এটি সরল পথে চলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. যেসব বস্তুর নিজের কোন আলো নেই, অন্য বস্তুর আলো প্রতিফলিত করে এদের কী বলে?
ক. উজ্জ্বল বস্তু খ. অনুজ্জ্বল বস্তু
গ. আলোকরশ্মি ঘ. প্রতিসরণ
৮. বস্তু কালো দেখায় কেন?
ক. বস্তু সকল আলো শোষণ করে বলে
খ. বস্তু আলোর প্রতিফলন ঘটায় বলে
গ. বস্তুতে আলো পড়ে না বলে
ঘ. বস্তু আলোর বিক্ষেপণ ঘটায় বলে
৯. উজ্জ্বল বস্তু কোনগুলো?
ক. তারা, চন্দ্র
খ. মোমবাতি, গাছপালা
গ. গাছপালা, বৈদ্যুতিক বাল্ব
ঘ. সূর্য, মোমবাতি
১০. নিচের কোনটি অন্য বস্তুর আলো প্রতিফলিত করে?
ক. তারা
খ. নক্ষত্র
গ. চাঁদ
ঘ. জোনাকি পোকা
১১. আলো যখন কোনো বস্তুতে পড়ে তা থেকে বাধা পেয়ে ফিরে আসে তখন তাকে কী বলে?
ক. প্রতিসরণ
খ. শোষণ
গ. নির্গমন
ঘ. প্রতিফলন
১২. নিজস্ব আলো আছে কোনটির?
ক. সূর্য
খ. চন্দ্র
গ. উপগ্রহ
ঘ. গ্রহ
১৩. কোন রঙের বস্তুর প্রতিফলন ক্ষমতা বেশি?
ক. সাদা
খ. কালো
গ. লাল
ঘ. হলুদ
১৪. বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে তাহলে তাকে কী বলে?
ক. শোষণ
খ. প্রতিফলন
গ. প্রতিসরণ
ঘ. বিশ্লেষণ
১৫. অন্ধরা দেখতে পায় না কারণ অন্ধদের চোখ-
i. স্বাভাবিক নয়.
ii. চোখ থেকে আলো বের হয় না
iii. বস্তু থেকে আসা আলো গ্রহণ করতে পারে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাকে কী বলে?
ক. প্রতিসরণ
খ. শোষণ
গ. প্রতিফলন
ঘ. প্রতিবিম্ব
১৭. আলোর প্রতিফলনের ক্ষেত্রে কোনটি ঘটে?
ক. আপতন কোণ > প্রতিফলন কোণ
খ. আপতন কোণ < প্রতিফলন কোণ
গ. প্রতিফলন কোণ + আপতন কোণ
ঘ. আপতন কোণ = প্রতিফলন কোণ
১৮. আলোর প্রতিফলন কয় প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৯. মসৃণ তলে আপতন কোণ ও প্রতিফলন কোণ-
ক. সমান
খ. অসমান
গ. ছোট
ঘ. বড়
২০. কোন ধরনের প্রতিফলন আলোর প্রতিফলনের সূত্র মেনে চলে?
ক. নিয়মিত প্রতিফলন
খ. ব্যাপ্ত প্রতিফলন
গ. অনিয়মিত প্রতিফলন
ঘ. অসমান্তরাল প্রতিফলন
২১. আয়নায় আলোর কীরূপ প্রতিফলন ঘটে?
ক. বিক্ষিপ্ত প্রতিফলন
খ. ব্যাপ্ত প্রতিফলন
গ. নিয়মিত প্রতিফলন
ঘ. অনিয়মিত প্রতিফলন
২২. দুটি আয়নাকে পাশাপাশি ও মুখোমুখি করে রাখলে কী দেখা যাবে?
ক. নিয়মিত প্রতিফলন
খ. বহুমুখী প্রতিফলন
গ. পূর্ণ প্রতিফলন
ঘ. বিক্ষিপ্ত প্রতিফলন
২৩. মসৃণ বা চকচকে তলে আলোর প্রতিফলন কেমন হয়?
ক. কম হয়
খ. বেশি হয়
গ. হয় না
ঘ. মোটামুটি
২৪. অমসৃণ তলে আলোর কী ধরনের প্রতিফলন হয়?
ক. নিয়মিত
খ. ব্যাপ্ত
গ. সমান্তরাল
ঘ. সুষম
২৫. আলো যে কোণে দর্পণে পড়ে তাকে কী বলে?
ক. আপতন কোণ
খ. প্রতিসরণ কোণ
গ. প্রতিফলন কোণ
ঘ. সূক্ষ্মকোণ
২৬. যে কোণে দর্পণ থেকে আলো প্রতিফলিত হয় তাকে কী বলে?
ক. প্রতিসরণ কোণ
খ. প্রতিফলন কোণ
গ. সূক্ষ্মকোণ
ঘ. আপতন কোণ
২৭. অমসৃণ বা কম চকচকে পৃষ্ঠে আলোর প্রতিফলনের সাথে কী ঘটে?
ক. প্রতিসরণ
খ. প্রতিফলন
গ. বিক্ষেপণ
ঘ. শোষণ
২৮. নিচের কোনটির আপতন কোণ সমান?
ক. প্রতিসরণ কোণ
খ. বিপ্রতীপ কোণ
গ. প্রতিফলন কোণ
ঘ. সূক্ষ্মকোণ
২৯. মসৃণ তল কোনটি?
ক. কাগজের পাতা
খ. প্লাস্টিকের থালা
গ. স্টিলের থালা
ঘ. কাঠের টুকরা
৩০. আপতন কোণ=?
ক. বিক্ষেপণ কোণ
খ. প্রতিসরণ কোণ
গ. প্রতিফলন কোণ
ঘ. বিচ্ছুরণ কোণ
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান নবম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি MCQ প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post