ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান নবম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : যেসব বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত না হয়ে সমস্ত আলো শোষণ করে নেয়, তাদের কালো দেখায়। বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলে আমরা বস্তুটি দেখতে পাই। কালো বস্তু সব আলো শোষণ করার ফলে কোনো আলোই আমাদের চোখে প্রতিফলিত হয় না।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান নবম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. চাঁদকে অনুজ্জ্বল বস্তু বলা হয় কেন?
উত্তর: চাঁদের নিজের আলো নেই বলে চাঁদকে অনুজ্জ্বল বস্তু বলা হয়।
যেসব বস্তুর নিজের কোনো আলো নেই, অন্য বস্তুর আলো প্রতিফলিত করে, তাদের অনুজ্জ্বল বস্তু বলা হয়। চাঁদেরও নিজের আলো নেই। চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়।
২. নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তলটি চকচক করে কেন?
উত্তর: নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো প্রতিফলক তল থেকে সমান্তরালে নির্গত হয় বলে প্রতিফলক তলটি চকচক করে।
নিয়মিত প্রতিফলনে বেশিরভাগ প্রতিফলিত রশ্মি নির্দিষ্ট অভিমুখে এসে আমাদের চোখে পড়ে। তাই প্রতিফলক তলটি চকচক করে।
৩. একটি সমতল দর্পণের সম্মুখে একটি বস্তু ৫ সেমি দূরে রয়েছে। এর প্রতিবিম্ব কোথায় হবে?
উত্তর: দর্পণ থেকে বস্তুর দূরত্ব = দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব
সুতরাং এক্ষেত্রে দর্পণের পেছনে দর্পণ থেকে ৫ সেমি দূরে বস্তুটির একটি অসদ প্রতিবিম্ব গঠিত হবে।
৪. কেন আমরা কালো বস্তুকে কালো দেখি?
উত্তর: কালো বস্তু সব আলো শোষণ করে নেয় বলে আমরা কালো বস্তুকে কালো দেখি।
যেসব বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত না হয়ে সমস্ত আলো শোষণ করে নেয়, তাদের কালো দেখায়। বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলে আমরা বস্তুটি দেখতে পাই। কালো বস্তু সব আলো শোষণ করার ফলে কোনো আলোই আমাদের চোখে প্রতিফলিত হয় না।
৫. নিয়মিত প্রতিফলন বলতে কী বোঝায়?
উত্তর: আলোকরশ্মি আপতনের পর সমান্তরালভাবে প্রতিফলিত হলে তাকে নিয়মিত প্রতিফলন বলে।
সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো মসৃণ, চকচকে প্রতিফলক তলে আপতিত হলে ঐ রশ্মিগুলো নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রতিফলিত হয় এবং প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরালভাবে একটি নির্দিষ্ট অভিমুখে চলে যায়। আলোক রশ্মির এই ধরনের প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে।
৬. আলোর প্রতিফলনের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: আলোর প্রতিফলনের দুটি বৈশিষ্ট্য হলো:
১. আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান।
২. আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অতিলম্ব একই সমতলে অবস্থানকরে।
৭. দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দুইটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য হলো:
১. দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হয়।
২. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে।
৮. আলোর দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: আলোর দুটি বৈশিষ্ট্য হলো:
১. কোনো বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে ফিরে আসলেই আমরা বস্তুটি দেখতে পাই।
২. আলো সরলরেখায় চলে।
৯. অন্ধকারে কোনো বস্তুকে দেখা যায় না কেন?
উত্তর: অন্ধকারে আলো থাকে না বলে কোনো বস্তু দেখা যায় না।
আমাদের চোখে দেখার অনুভূতি সৃষ্টি করে আলো। আমরা তখনই কোনো বস্তুকে দেখি, যখন ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে। চোখ থেকে আলো গিয়ে বস্তুতে পড়ে না, বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলেই আমরা বস্তুটি দেখতে পাই। আবার, কোনো বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে ফিরে না আসলে আমরা বস্তুটি দেখতে পাই না। তাই অন্ধকারে আলো ছাড়া কোনো কিছু দেখা যায় না।
১০. আলো না থাকলে কী হতো?
উত্তর: আলো না থাকলে পৃথিবীতে জীবন থাকত না। কারণ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
আলো এক প্রকার শক্তি। আলো ছাড়া আমরা দেখতে পাই না। আলো না থাকলে গাছপালা জন্মাত না। প্রাণীরা খাবার পেত না। আমাদের খাদ্য ও বস্ত্র যেসব উদ্ভিদ থেকে আসে তা জন্মাত না। আলো ছাড়া তাই জীবন কল্পনা করা কঠিন।
১১. চাঁদকে অনুজ্জ্বল বস্তু বলা হয় কেন?
উত্তর: চাঁদের নিজের আলো নেই বলে চাঁদকে অনুজ্জ্বল বস্তু বলা হয়।
যেসব বস্তুর নিজের কোনো আলো নেই, অন্য বস্তুর আলো প্রতিফলিত করে, তাদের অনুজ্জ্বল বস্তু বলা হয়। চাঁদেরও নিজের আলো নেই। এটি সূর্যের আলোতে আলোকিত হয়।
১২. পৃষ্ঠতলের সাথে আলোর প্রতিফলনের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: আলোর নিয়মিত প্রতিফলন হয় মসৃণ তলে। অর্থাৎ যে পৃষ্ঠ যত মসৃণ বা চকচকে তা তত বেশি আলো প্রতিফলিত করে। আর যে পৃষ্ঠ যত অমসৃণ বা কম চকচকে তা তত কম আলো প্রতিফলিত করে। অমসৃণ বা কম চকচকে পৃষ্ঠে আলোর প্রতিফলনের সাথে বিক্ষেপণও ঘটে।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের মূল বই থেকে ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান নবম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও ব্যবহার করতে পারবে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post