৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ৪র্থ অধ্যায় : স্প্রেডশিটের আভিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম।
এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। স্প্রেডশিটের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এ সফটওয়্যারে সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়।
৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ৪র্থ অধ্যায়
২৩. কোনো ওয়ার্কশিট তৈরি করে Open করলে ওয়ার্কশিট ফাইলটির নাম কোথায় দেখা যায়?
● টাইটেল বারে
খ শিট ট্যাবে
গ ফর্মুলা বারে
ঘ অফিস বাটনে
২৪. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
ক অ্যাকসেস
খ ডিমওয়েভার
গ নেটবিনস
● এক্সেল
২৫. মিনিমাইজ বাটন কোথায় থাকে? [নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক টুল বারে
● টাইটেল বারে
গ ফর্মুলা বারে
ঘ রিবনে
২৬. ওয়ার্কবুক উইন্ডোর অবস্থা প্রদর্শিত হয় কোন বারে?
ক ফর্মুলা বারে
● স্ট্যাটাস বারে
গ শিট ট্যাবে
ঘ ফর্মেটিং টুল বারে
২৭. স্প্রেডশিটের আভিধানিক অর্থ কী? [নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
ক সফটওয়্যার প্রোগ্রাম
খ প্রোগ্রাম কোড
● ছড়ানো বড় মাপের কাগজ
ঘ চিঠি
২৮. স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায় কোন প্রোগ্রামের সাহায্যে?
● স্প্রেডশিট প্রোগ্রাম
খ মাইক্রোসফট ওয়ার্ডে
গ ওয়ার্ড প্রসেসর
ঘ এক্সেস প্রোগ্রামের সাহায্যে
৪৬. যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে?
ক স্ট্যাটাস বার
● কুইক অ্যাকসেস টুলবার
গ টাইটেল বার
ঘ শিট ট্যাব
৪৭. কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম? [গভঃ মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া]
● মাইক্রোসফট
খ ভিসিক্যালক
গ ওপেন অপিস ক্যালক
ঘ অ্যাকসেস
৪৮. হিসাব রাখার চেষ্টা থেকে মানুষের প্রথম আবিষ্কার কী? (জ্ঞান)
● অ্যাবাকাস
খ পাস্কালেন
গ স্লাইডিরুল
ঘ ক্যালকুলেটর
৪৯. অ্যাবাকাস কী? (জ্ঞান)
ক এক ধরনের লেখার উপায়
● এক ধরনের গণনার যন্ত্র
গ এক ধরনের কথা বলার যন্ত্র
ঘ এক ধরনের গান শোনার যন্ত্র
৫০. কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে স্বস্তি দিয়েছে? (জ্ঞান)
ক অ্যাবাকাস ● ক্যালকুলেটর
গ কম্পিউটার
ঘ স্লাইডরুল
৫১. নিচের কোনটি আবিষ্কারের পর জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা দূর হয়েছে? (জ্ঞান)
ক রেডিও খ রকেট
● কম্পিউটার
ঘ ল্যাপটপ
৫২. স্প্রেডশিটের আভিধানিক অর্থ কী? (জ্ঞান)
ক হিসাবের বড় ছক
খ বড় আকারের ম্যাপ
গ লেখালেখির বড় ছক
● ছড়ানো বড় কাগজ
৫৩. কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম? (জ্ঞান)
ক ওয়ার্ড
খ লোটাস
● এক্সেল
ঘ ফক্সপ্রো
৫৪. স্প্রেডশিট ব্যবহার করা হয় কেন? (অনুধাবন)
ক দলিলপত্র প্রস্তুত করার জন্য
● আর্থিক হিসাব সংরক্ষণের জন্য
গ প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহের জন্য
ঘ চিত্র বা ম্যাপ অঙ্কনের জন্য
৫৫. স্প্রেডশিটে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের কোন কাজটি করা যায়? (অনুধাবন)
ক সকল দলিলপত্র সংক্ষণ করা যায়
খ যাবতীয় কাজ পরিচালনা করা যায়
গ সকল কর্মীদের তথ্য সংরক্ষণ করা যায়
● পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়
৫৬. অ্যাপল কোম্পানি সর্বপ্রথম কোন স্প্রেডশিট সফটওয়্যারটি উদ্ভাবন করেছে? (জ্ঞান)
ক কেস্প্রেড
● ভিসিক্যালক্
গ মাইক্রোসফট এক্সেল
ঘ ওপেন অফিস ক্যাল্ক
৫৭. বর্তমানে কোন স্প্রেডশিট সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? (জ্ঞান)
ক ভিসিক্যালক্
খ কে-স্প্রেড
● মাইক্রোসফট এক্সেল
ঘ ওপেন অফিস ক্যালক
৫৮. স্প্রেডশিটকে কখনো কখনো কী বলা হয়? (জ্ঞান)
ক ওয়াইড বুক
খ স্প্রেড বুক
● ওয়ার্কবুক
ঘ ওয়ার্কশিট
৫৯. একটি ওয়ার্কবুকে অনেকগুলো কী থাকে? (জ্ঞান)
ক প্রোগ্রাম
খ সফটওয়্যার
গ চ্যানেল
● ওয়ার্কশিট
৬০. একেকটা ওয়ার্কশিটে বহুসংখ্যক কী থাকে? (জ্ঞান)
● সারি ও কলাম
খ উপাত্ত ও তথ্য
গ বর্ণ ও সংখ্যা
ঘ ভাইরাস ও কিলার
৬১. বর্তমান যুগ কিসের যুগ? (জ্ঞান)
ক কম্পিউটার
খ মোবাইল ফোন
গ স্যাটেলাইট
● তথ্য ও যোগাযোগ
৬২. তথ্যপ্রযুক্তি যুগের একটি গুরুত্বপূর্ণ কাজ কোনটি? (অনুধাবন)
ক তথ্যসংগ্রহ
খ তথ্যসংরক্ষণ
● তথ্য প্রক্রিয়াকরণ
ঘ তথ্য বাজারজাতকরণ
৬৪. কোন প্রোগ্রামের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়? (জ্ঞান)
ক ডাটাবেজ
● স্প্রেডশিট
গ ওয়ার্ড প্রসেসিং
ঘ অ্যানিমেশন
৬৫. স্প্রেডশিট প্রোগ্রামের কাজ স্বয়ংক্রিয়ভাবে হয় কেন? (উচ্চতর দক্ষতা)
● সূত্র ব্যবহারের সুযোগ থাকায়
খ তথ্য সংরক্ষণ করার সুযোগ থাকায়
গ এক তথ্য বার বাব ব্যবহারের সুযোগ
ঘ টাইপ করার সাথে সাথে সফটওয়্যার প্রসেস করে ফেলে
৬৬. উপাত্তের চিত্ররূপ স্বয়ংক্রিভাবে দেয়া সহজ কোন প্রোগ্রামের মাধ্যমে? (জ্ঞান)
ক ওয়ার্ড প্রসেসর
● স্প্রেডশিট
গ ডাটাবেস
ঘ গ্রাফিক্স
৬৭. সবচেয়ে সহজে কোন সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগ ও ই-মেইল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা যায়? (জ্ঞান)
ক গ্রাফিক্স সফটওয়্যার
খ এক্সিস প্রোগাম
● এমএস এক্সেল প্রোগ্রাম
ঘ ডাটাবেস প্রোগ্রাম
class 8 ict chapter 4 mcq
৬৮. উপরের দিক থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে? (জ্ঞান)
ক অক্ষ
খ সারি
● কলাম
ঘ সেল
৬৯. ওয়ার্কশিটে বাম থেকে ডান দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে? (প্রয়োগ)
ক অক্ষ ● রো গ কলাম ঘ সেল
৭০. শাহীন তার কম্পিউটার ব্যবহার করে একটি আর্থিক প্রতিবেদন তৈরির সিদ্ধান্ত নিল। এক্ষেত্রে তাকে কোন প্রোগ্রামটি ব্যবহার করতে হবে? (প্রয়োগ)
● স্প্রেডশিট
খ এমএস পাওয়ার পয়েন্ট
গ এমএস এক্সেস
ঘ এমএস অফিস
৭১. স্প্রেডশিট প্রোগ্রামের ছোট ছোট ঘরগুলোকে কী বলে? (জ্ঞান)
ক সারি
খ কলাম
● সেল
ঘ ওয়ার্কশিট
৭২. গবেষণায় উপাত্তগুলোকে বিশ্লেষণ করা হয় কেন? (অনুধাবন)
ক উপাত্তকে ব্যবহারযোগ্য করার জন্য
খ উপাত্তকে আকর্ষণীয় করার জন্য
গ উপাত্তকে সংরক্ষণ করার জন্য
● উপাত্তকে বোধগম্য করার জন্য
৭৩. স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করার সুবিধা কোনটি? (অনুধাবন)
ক অতি দ্রুত কাজ করা যায়
খ নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করা যায়
● বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়
ঘ সহজভাবে উপাত্ত প্রক্রিয়াকরণ করা যায়
৭৪. ওয়ার্কশিটে সারি ও কলাম কীভাবে নির্দেশ করা থাকে? (অনুধাবন)
● বর্ণ দিয়ে কলাম এবং সংখ্যা দিয়ে সারি
খ বর্ণ দিয়ে সারি এবং সংখ্যা দিয়ে কলাম
গ বর্ণ/সংখ্যা দিয়ে সারি ও কলাম উভায়
ঘ যে কোনো একটি দিয়ে সারি এবং বিপরীতটি দিয়ে কলাম
৭৫. স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কী করা হয়? (অনুধাবন)
ক উপাত্ত সংগ্রহের কাজ
● উপাত্ত বিশ্লেষণের প্রাথমিক কাজ
গ উপাত্ত বিশ্লেষণের চূড়ান্ত কাজ
ঘ উপাত্ত বিশ্লেষণের পরবর্তী কাজ
৭৬. তুলনামূলক উপাত্ত বিশ্লেষণে স্প্রেডশিট সবচেয়ে উপযোগী কেন? (উচ্চতর দক্ষতা)
● বিশ্লেষণকৃত উপাত্তের চিত্ররূপ দেওয়া যায়
খ বিশ্লেষণকৃত উপাত্ত সংরক্ষণ করা যায়
গ বিশ্লেষণের জন্য সহজে উপাত্ত সংগ্রহ করা যায়
ঘ বিশ্লেষণকৃত উপাত্ত পরবর্তীতে ব্যবহার করা যায়
৮২. স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে – (অনুধাবন)
র. যেকোনো ধরনের উপাত্ত নিয়ে কাজ করা যায়
রর. নির্দিষ্ট সংখ্যক উপাত্ত নিয়ে কাজ করতে হয়
ররর. অল্প সময়ে হিসাবের কাজ সম্পাদন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৮৩. স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে করা যায় (অনুধাবন)
র. হিসাব-নিকাশ
রর. বাজার বিশ্লেষণ
ররর. চার্ট বা গ্রাফ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৮৪. স্প্রেডশিট প্রোগ্রামে- (অনুধাবন)
র. সূত্র ব্যবহারের সুযোগ আছে রর. একই সূত্র বারবার প্রয়োগ করা যায়
ররর. গ্রাফিক্স অ্যানিমেশন করা যায়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৮৫. স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে হিসাবের কাজ – (অনুধাবন)
র. দ্রুত করা যায় রর. নির্ভুলভাবে করা যায়
ররর. স্বয়ংক্রিয়ভাবে করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শহিদুল একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত আছেন। তিনি তার যাবতীয় কাজ হাতেকলমে করেন বলে কার্যসম্পাদনে বিলম্ব হয়। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
৮৬. ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পরামর্শ গ্রহণ করলে জনাব শহিদুল- (প্রয়োগ)
র. দ্রুত সময়ে কাজ সম্পাদন করতে পারবেন
রর. নির্ভুলভাবে উপাত্ত প্রক্রিয়াকরণ করতে পারবেন
ররর. স্বয়ংক্রিয়ভাবে হিসাবকার্য সম্পাদন করতে পারবেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৮৭. উক্ত প্রোগ্রাম ব্যবহার করলে জনাব শহিদুল যেসব সুবিধা ভোগ করতে পারবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
● বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করার সুযোগ
খ দ্রুত ও নির্ভুলভাবে হিসাব কাজ সম্পাদনের সুযোগ
গ ই-মেইল ঠিকানা ব্যবস্থাপনা ও সংরক্ষণের সুবধিা
ঘ হিসাব কাজে সূত্র প্রয়োগ করার সুযোগ
৯১. কোনটিতে সেল রেফারেন্স প্রদর্শন করা হয়? [বরিশাল শিক্ষক সমিতি]
ক শিট ট্যাবে
খ কুইক অ্যাকসেস টুলবারে
● ফর্মুলা বারে
ঘ ঝধাব বাটনে
৯২. এক্সেল কী?
ক একটি ইন্টারনেট ব্রাউজার
খ গান শোনার সফটওয়্যার
● স্প্রেডশিট সফটওয়্যার
ঘ হার্ডওয়্যার
৯৩. একটা ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে সেগুলো কিসে দেখানো হয়?
ক স্ট্যাটাস বারে
খ প্রোগ্রামে
গ ফরম্যাট বারে
● শিট ট্যাবে
৯৪. এক্সেল অফিস বাটনের পাশেই কার অবস্থান?
ক রিবনের
খ টাইটেল বারের
গ স্ট্যাটাস বারের
● কুইক অ্যাকসেস টুলবারের
৯৫. আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক একসেস প্রোগ্রাম
খ ইন্টারনেট
গ অডিটলুক
● স্প্রেডশিট
৯৬. কোন দশকে ভিসিক্যালক্ স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করা হয়?
ক ষাট
● সত্তর
গ আশি
ঘ নব্বই
৯৭. সর্বপ্রথম কোন কোম্পানি স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে? [খুলনা জিলা স্কুল]
● অ্যাপল
খ হুয়াংহু
গ ডেল
ঘ স্যামসাং
৯৮. স্প্রেডশিটের অপর নাম কী?
ক কে স্প্রেড
খ নোট প্যাড
● ওয়ার্কবুক
ঘ একসেস প্রোগ্রাম
৯৯. ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় কোন বাটনের মাধ্যমে?
ক স্ট্যাটাস বার
খ টাইটেল বার
● অফিস বাটন
ঘ হেল্প বাটন
১০০. কোন বারের সাহায্যে বিভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট দেখার অপশন রয়েছে?
ক শিট ট্যাব
খ অফিস বাটন
গ ফর্মুলা বার
● স্ট্যাটাস বার
►► আরো দেখো: ৮ম শ্রেণির আইসিটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। আমাদের মূল নৈর্ব্যত্তিক শীটে ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর রয়েছে। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ৪র্থ অধ্যায় উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post