অষ্টম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : লিফট উপরে উঠার সময় উপরের দিকে একটি বাড়তি ত্বরণ সৃষ্টি হয়। ফলে লিফটের সাপেক্ষে ত্বরণ হয় অভিকর্ষজ ত্বরণ ম এর চেয়ে বেশি। এ বর্ধিত ত্বরণের জন্য আমরা লিফটের উপর বেশি বল প্রয়োগ করি। লিফটও আমাদের উপর বিপরীতমুখী যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তা আমাদের ওজনের চেয়ে বেশি হয়। এ কারণেই লিফটে ওঠার সময় ভারী অনুভব হয়।
অষ্টম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বুঝায়?
উত্তর: অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
অভিকর্ষজ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার/সেকেন্ড২। অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপর নির্ভর করে। এজন্য g-এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়।
২. ভর ও ওজনের মধ্যে পার্থক্য কী?
উত্তর: ভর ও ওজনের মধ্যে পার্থক্য নিম্নরূপ:
ভর
১. কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণই হলো ভর। একে স দিয়ে প্রকাশ করা হয়।
২. কোনো বস্তুর ভরের পরিবর্তন হয় না সব জায়গায় একই থাকে।
৩. এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম।
ওজন
১. কোনো বস্তুকে যে বল দিয়ে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই বস্তুর ওজন। বস্তুর ভরকে অভিকষর্জ ত্বরণ g-এর মান দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়। অর্থাৎ W = m ✕ g
২. বস্তুর ওজন পরিবর্তনশীল; বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়।
৩. এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন।
৩. মহাকর্ষীয় ধ্রুবক বলতে কী বুঝ?
উত্তর: মহাকর্ষীয় ধ্রুবক একটি সমানুপাতিক ধ্রুবক। একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। একে এ দ্বারা প্রকাশ করা হয়। এ ধ্রুবক বোঝায় এক কিলোগ্রাম ভরের দুটি বস্তু এক মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা এ এর সমান।
৪. ভর ও ওজন বলতে কী বুঝায়?
উত্তর: ভর হলো কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। আন্তর্জাতিক পদ্ধতিতে এর একক কিলোগ্রাম। অন্যদিকে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। ওজনের একক নিউটন।
৫. অভিকর্ষজ ত্বরণ ‘g’ এর মান ৯.৮ মিটার/সেকেন্ড২ বলতে কী বুঝ?
উত্তর: অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮ মিটার/সেকেন্ড২ বলতে বোঝায় ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে ৯.৮ মিটার/সেকেন্ড বৃদ্ধি পায়।
৬. মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ:
মহাকর্ষ
১. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল হলো মহাকর্ষ।
২. এটি যেকোনো দুটি বস্তুর মধ্যে হতে পারে।
অভিকর্ষ
১. পৃথিবী ও তার নিকটবর্তী কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল হলো অভিকর্ষ।
২. দুটি বস্তুর একটি অবশ্যই পৃথিবী হতে হবে।
৭. লিফটে উপরে উঠার সময় ভারী অনুভব হয় কেন?
উত্তর: লিফট উপরে উঠার সময় উপরের দিকে একটি বাড়তি ত্বরণ সৃষ্টি হয়। ফলে লিফটের সাপেক্ষে ত্বরণ হয় অভিকর্ষজ ত্বরণ ম এর চেয়ে বেশি। এ বর্ধিত ত্বরণের জন্য আমরা লিফটের উপর বেশি বল প্রয়োগ করি। লিফটও আমাদের উপর বিপরীতমুখী যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তা আমাদের ওজনের চেয়ে বেশি হয়। এ কারণেই লিফটে ওঠার সময় ভারী অনুভব হয়।
৮. কোনো বস্তুর ভর 10kg বলতে কী বুঝায়?
উত্তর: কোনো বস্তুর ভর 10kg বলতে বোঝায় ঐ বস্তু 10kg পরিমাণ পদার্থ দিয়ে তৈরি। স্থান পরিবর্তনে এর মানের কোনো পরিবর্তন হয় না। ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনে সাথে এ 10kg মানের কোনো পরিবর্তন হবে না।
৯. কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা মাটিতে পড়ে কেন?
উত্তর: কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা মাটিতে ফিরে আসে অভিকর্ষ বলের প্রভাবে।
কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাই অভিকর্ষ বল। একে ঐ বস্তুর ওজন বলে। এই বলের কারণেই কোনো বস্তু উপর থেকে নিচে মাটির দিকে ফিরে আসে।
আরও দেখো—অষ্টম শ্রেণির বিজ্ঞান সকল অধ্যায়ের সৃজনশীল সমাধান
শিক্ষার্থীরা, মূল বই থেকে অষ্টম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করে তোমরা পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post