এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ও বিশ্বপরিচয় গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭ – ১৯৭০)।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় mcq
১. কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?
ক. অধ্যাপক আবুল কাশেম
খ. ড. মুহাম্মদ এনামুল
গ. ড. জিয়াউদ্দিন আহমদ
ঘ. চৌধুরী খালেকুজ্জামান
২. ‘তমদ্দুন মজলিস’ কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. সাংস্কৃতিক
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. অর্থনৈতিক
৩. পাকিস্তানের কত শতাংশ বাঙালি ছিল?
ক. ১০%
খ. ৫৬%
গ. ২২%
ঘ. ২৭%
৪. আইয়ুব খান নিচের কোন ব্যবস্থাটি চালু করেন?
ক. সমাজতন্ত্র
খ. মৌলিক গণতন্ত্র
গ. সংসদীয় গণতন্ত্র
ঘ. রাজতন্ত্র
৫. প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে?
ক. শহীদ শফিউরের পিতা
খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. শহীদ বরকতের পিতা
৬. ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?
ক. ১৯৪৭
খ. ১৯৪৮
গ. ১৯৫১
ঘ. ১৯৫২
৭. ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শীর্ষক কবিতার প্রেক্ষাপট নিচের কোনটি?
ক. গণঅভ্যুত্থান
খ. ভাষা আন্দোলন
গ. স্বাধীনতা যুদ্ধ
ঘ. ১৯৪৭ এর দেশ বিভাগ
৮. ৬ দফার উদ্দেশ্য কী ছিল?
ক. জনগণের অধিকার রক্ষা
খ. বাংলাকে শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃতিদান
গ. ২১ ফেব্রুয়ারিকে ‘শহিদ দিবস’ হিসাবে ঘোষণা করা
ঘ. শাসন বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করা
৯. ১৯৬৬ সালে পাকিস্তানের প্রশাসনিক চিত্রে কৃষিখাতে বাঙালি কত শতাংশ ছিল?
ক. ১৯%
খ. ২১%
গ. ২২%
ঘ. ২৭%
১০. ‘তমদ্দুন মজলিশ’ সাংস্কৃতিক সংগঠনটির প্রতিষ্ঠাতা কে?
ক. অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল্লাহ
খ. অধ্যাপক আবুল কাশেম
গ. ড. মুহাম্মদ এনামুল হক
ঘ. মোঃ শামসুল হক
১১. পূর্ববাংলার মুক্তিসনদ কোনটি?
ক. ভাষা আন্দোলন
খ. ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান
গ. ৬ দফা
ঘ. ২১ দফা
১২. ৬ দফা কোন বিষয়টি তুলে ধরে?
ক. স্বাধীন বাংলার রূপরেখা
খ. বাঙালির অধিকার
গ. জাতীয় পরিচয়
ঘ. বাঙালির চেতনা
১৩. ‘তমদ্দুন মজলিশ’ কত তারিখে গঠিত হয়?
ক. ২ জানুয়ারি
খ. ১৯ ফেব্রুয়ারি
গ. ২ সেপ্টেম্বর
ঘ. ১৯ জুলাই
১৪. ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?
ক. শঙ্খনীল কারাগার
খ. আগুনের পরশমনি
গ. তালপাতার সেপাই
ঘ. আরেক ফাল্গুন
১৫. যুক্তফ্রন্ট কত দিন ক্ষমতায় ছিল?
ক. ৪৫
খ. ৫৬
গ. ৬৫
ঘ. ৭১
১৬. ২১ দফা জনগণের কাছে কী হিসেবে গৃহীত হয়?
ক. সংবিধান
খ. রায়
গ. স্বার্থ রক্ষার সনদ
ঘ. দলিল
১৭. প্রাদেশিক পরিষদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৫২
খ. ১৯৫৪
গ. ১৯৫৩
ঘ. ১৯৫৫
১৮. পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল কতটি?
ক. ২৩৬
খ. ২৩৭
গ. ২৩৮
ঘ. ২৩৯
১৯. যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কয়টি দল নিয়ে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৬
২০. কত সালে পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয়?
ক. ১৯৫৬
খ. ১৯৫৭
গ. ১৯৫৮
ঘ. ১৯৫৯
২১. ১৯৬৬ সালে প্রেসিডেন্টের সচিবালয়ে বাঙালিদের অবস্থান ছিল কত?
ক. ১৯%
খ. ২০%
গ. ৩০%
ঘ. ৩২%
২২. পাকিস্তানের সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৫৪
খ. ১৯৬৫
গ. ১৯৭০
ঘ. ১৯৫২
২৩. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মূল কারণ কী ছিল?
ক. ভাষার দাবি আদায়
খ. বাংলার স্বায়ত্তশাসন
গ. দেশের স্বাধীনতা অর্জন
ঘ. যুক্তফ্রন্ট গঠন
২৪. উনসত্তরের গণঅভ্যুত্থানের অর্জন কোনটি?
ক. মাতৃভাষার স্বীকৃতি
খ. সংবিধান প্রতিষ্ঠা
গ. অর্থনৈতিক বৈষম্য হ্রাস
ঘ. জাতীয়তাবাদের বিকাশ
২৫. পাকিস্তান সংবিধানে কত সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
ক. ১৯৫৬
খ. ১৯৬২
গ. ১৯৬৬
ঘ. ১৯৭০
২৬. যুক্তফ্রন্টের ২১ দফার পঞ্চম দফাটি কী ছিল?
ক. কুটির শিল্পের সম্প্রসারণ
খ. হস্ত শিল্পের সম্প্রসারণ
গ. বস্ত্র শিল্পের সম্প্রসারণ
ঘ. লবণ শিল্পের সম্প্রসারণ
২৭ . আইয়ুব খান ‘মৌলিক গণতন্ত্র’ ব্যবস্থা চালু করেন কেন?
ক. সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য
খ. রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য
গ. অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য
ঘ. নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য
২৮. ১৯৬৬ সালে শিল্পে বাঙালিদের অবস্থান কত শতাংশ ছিল?
ক. ২৪.৪%
খ. ২৮.১%
গ. ২২.৭%
ঘ. ২৫.৭%
২৯. ১৯৬৬ সালে পাকিস্তানের স্বরাষ্ট্র খাতে কত ভাগ বাঙালি ছিলেন?
ক. ২২.৭%
খ. ২৩.৬৫%
গ. ২৫.৩%
ঘ. ২৭.৮%
৩০. পাকিস্তানের সেনাবাহিনীতে মোট অফিসারের শতকরা কত ভাগ বাঙালি ছিলেন?
ক. ৫
খ. ১০
গ. ১৫
ঘ. ২০
৩১. কখন ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি ঘোষিত হয়?
ক. ১৯৪০ সালে
খ. ১৯৫৬ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৬ সালে
৩২. কখন লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৬৬ সালের ২-৩ ফেব্রুয়ারি
খ. ১৯৬৬ সালের ৩-৪ ফেব্রুয়ারি
গ. ১৯৬৬ সালের ৪-৫ ফেব্রুয়ারি
ঘ. ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি
৩৩. শেখ মুজিবুর রহমান পাকিস্থানের কোন শহরে ছয়দফা পেশ করেছিলেন?
ক. করাচি
খ. রাওয়ালপিন্ডি
গ. পেশোয়ার
ঘ. লাহোর
৩৪. ১৯৬৬ সালে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে কে যোগদান করেন?
ক. শামসুল হক
খ. শেখ মুজিবুর রহমান
গ. মওলানা আব্দুল হামিদ খান
ঘ. এ কে ফজলুল হক
৩৫. ৬ দফা দাবি উপস্থাপন করেন কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. শামসুল হক
গ. ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৩৬. ৬ দফা প্রস্তাবে প্রথম দফাটিতে কোন প্রসংগটি স্থান পেয়েছিল?
ক. কর ধার্যকরণ
খ. মুদ্রা
গ. কেন্দ্রীয় সরকার
ঘ. কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা
৩৭. ৬ দফা অনুসারে কেন্দ্রীয় সরকারের হাতে কয়টি বিষয় থাকবে?
ক. ৫
খ. ৪
গ. ৩
ঘ. ২
৩৮. কোনটিকে পূর্ববাংলার জাতীয় মুক্তির সনদ বলা হতো?
ক. ছাত্রদের ১১ দফা
খ. যুক্তফ্রন্টের ২১ দফা
গ. বঙ্গবন্ধুর ৬ দফা
ঘ. ছাত্রসমাজের ১৫ দফা
৩৯. ‘আগরতলা’ মামলার এক নম্বর আসামি কাকে করা হয়?
ক. শামসুল হককে
খ. এ কে ফজলুল হককে
গ. শেখ মুজিবুর রহমানকে
ঘ. তোফায়েল আহমদকে
৪০. কত সালে ‘আগরতলা’ মামলা করা হয়?
ক. ১৯৬৭
খ. ১৯৬৮
গ. ১৯৬৯
ঘ. ১৯৭০
৪১. ঐতিহাসিক আগরতলা মামলার শুনানি কবে শুরু হয়েছিল?
ক. ১৯৬৮ সালের ১৯ জুন
খ. ১৯৬৮ সালের ২০ জুন
গ. ১৯৬৮ সালের ২১ জুন
ঘ. ১৯৬৮ সালের ২২ জুন
৪২. ‘আগরতলা’ মামলার বিরুদ্ধে ছাত্রসমাজ কয় দফা পেশ করে?
ক. ২১
খ. ১৫
গ. ১১
ঘ. ৬
৪৩. পূর্ববাংলার জনগণ স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে-
i. নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য
ii. নিজেদের ঐতিহ্য রক্ষার জন্য
iii. নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে –
i. পূর্ব পাকিস্তানে আন্দোলন দানাবেঁধে ওঠে
ii. বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে
iii. পূর্ব পাকিস্তানের মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ৩টি সদরদপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে। সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র শতকরা ৫ ভাগ ছিলেন বাঙালি। সেনাবাহিনীর মাত্র ৪ ভাগ লোক বাঙালি ছিলেন। সামরিক বাহিনীর জন্য বাজেটের বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে।
৪৫. অনুচ্ছেদে পাকিস্তানি শাসকগোষ্ঠীর কোন বৈষম্যের দিকটি ফুটে উঠেছে?
ক. অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য
খ. সামরিক ক্ষেত্রে বৈষম্য
গ. প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য
ঘ. রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য
৪৬. উক্ত বৈষম্যের বাস্তব ফল হলো-
i. পশ্চিম পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত
ii. পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত
iii. পূর্ব পাকিস্তানিরা নিরাপত্তাহীনতায় ভুগত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post