এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ও বিশ্বপরিচয় গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় mcq
১. ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে কোন সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ?
ক. ইউনিসেফ
খ. জাতিসংঘ
গ. সার্ক
ঘ. ইউরোপীয় ইউনিয়ন
২. অংশীদারিত্ব এসডিজির কত নম্বর অভীষ্ট?
ক. ১৪
খ. ১৫
গ. ১৬
ঘ. ১৭
৩. এসডিজি অর্জনের রোল মডেল বলা হয়েছে কোন দেশকে?
ক. জাপান
খ. ভারত
গ. চীন
ঘ. বাংলাদেশ
৪. টেকসই উন্নয়ন অভীষ্ট কত সালের মধ্যে অর্জন করতে হবে?
ক. ২০২৫
খ. ২০২৯
গ. ২০২৮
ঘ. ২০৩০
৫. SDG এর পূর্ণরূপ কী?
ক. Suitable Development Goals
খ. Sustained Development Goals
গ. Sustainable Developing Goals
ঘ. Sustainable Development Goals
৬. অংশীজন বলা হয় কাদেরকে?
ক. সুবিধাভোগী
খ. উন্নয়নের সুফল ভোগকারী জনগোষ্ঠী
গ. তৃণমূল জনগোষ্ঠী
ঘ. উন্নয়নকর্মী
৭. উন্নয়নে অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় কীভাবে?
ক. অন্যকে সহযোগিতার মাধ্যমে
খ. উন্নয়নের সুফল ভোগের মাধ্যমে
গ. দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে
ঘ. ব্যক্তিগত লাভে কাজ করার মাধ্যমে
৮. অংশীদারিত্বের মূল লক্ষ্য কী?
ক. ব্যক্তিগত উপকারিতা
খ. দলীয় উপকারিতা
গ. নির্দিষ্ট গোষ্ঠীর উপকারিতা
ঘ. সামষ্টিক উপকারিতা
৯. কাদের কথা ভেবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়?
ক. দরিদ্রদের
খ. ধনীদের
গ. নারীদের
ঘ. সকলের
১০. এসডিজি বাস্তবায়নে কোন বিষয়কে বিশেষভাবে বিবেচনা করা হয়?
ক. আন্তর্জাতিক সহযোগিতা
খ. ব্যক্তিগত উন্নয়ন
গ. অংশীদারিত্বের গুরুত্ব
ঘ. উন্নয়নকর্মীর দক্ষতা
১১. বিচ্ছিন্নভাবে পরিচালিত তৎপরতা সমন্বিত করার প্রয়োজন রয়েছে কেন?
ক. এসডিজি বাস্তবায়নের জন্য
খ. এমডিজি বাস্তবায়নের লক্ষ্যে
গ. অংশীদারিত্ব বাড়ানোর উদ্দেশ্যে
ঘ. সামাজিক সম্প্রতি প্রতিষ্ঠায়
১২. অংশীদারিত্বের প্রক্রিয়ায় সাধারণ মানুষকে কাদের সাথে অন্তর্ভুক্ত করতে হবে?
ক. উন্নয়নকর্মী
খ. রাজনীতিবিদ
গ. সমাজের উঁচুশ্রেণি
ঘ. সরকারি কর্মকর্তা
১৩. টেকসই উন্নয়নের অন্যতম প্রধান অভীষ্ট কী?
ক. আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি
খ. দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন
গ. আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি
ঘ. সাংস্কৃতিক সহযোগিতা হ্রাস
১৪. এমডিজি এর বাংলা পূর্ণরূপ কী?
ক. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
খ. বহুমুখী উন্নয়ন লক্ষ্য
গ. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য
ঘ. ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য
১৫. বাংলাদেশকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ অর্জনের রোল মডেল বলা হয় কেন?
ক. এসডিজি অর্জনে ব্যাপক সাফল্য লাভ করায়
খ. এলডিসি অর্জনে ব্যাপক সাফল্য লাভ করায়
গ. ভিশন-২০২১ অর্জনে অভূতপূর্ব সাফল্য লাভ করায়
ঘ. এমডিজি অর্জনে ব্যাপক সাফল্য লাভ করায়
১৬. এসডিজি এর মূল উদ্দেশ্য কী?
ক. দারিদ্র্য বিমোচন
খ. জেন্ডার সমতা
গ. অসমতা হ্রাস
ঘ. বিশ্বের সার্বিক ও সর্বজনীন কল্যাণ
১৭. সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা বলা হয় কোনটিকে?
ক. সহস্রাব্দ উন্নয়ন
খ. পরিকল্পিত উন্নয়ন
গ. টেকসই উন্নয়ন
ঘ. সুষম উন্নয়ন
১৮. অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে টেকসই উন্নয়ন কর্মসূচিতে দ্রুত কোনটি গড়ে তুলতে হবে?
ক. শিল্প কারখানা
খ. অর্থভাণ্ডার
গ. কর্মসংস্থান
ঘ. তথ্যভাণ্ডার
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post