এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ও বিশ্বপরিচয় গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- স্বাধীন বাংলাদেশ।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় mcq
১. মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কারা?
ক. ইপিআর খ. জনগণ
গ. প্রচার মাধ্যম ঘ. বুদ্ধিজীবী
১. ১৯৭১ সালের ২৫ মার্চের পৈশাচিক গণহত্যার নাম কী ছিল?
ক. অপারেশন জ্যাকপট
খ. অপারেশন ফ্রিডম
গ. কিলিং
ঘ. অপারেশন সার্চ লাইট
২. মুজিবনগর সরকারের প্রধানন্ত্রীর নাম কী?
ক. এ. কে. খোন্দকার
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দিন আহমদ
ঘ. মনসুর আলী
৩. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কখন?
ক. ৯ এপ্রিল, ১৯৭১
খ. ১০ এপ্রিল, ১৯৭১
গ. ১৫ এপ্রিল, ১৯৭১
ঘ. ১৭ এপ্রিল, ১৯৭১
৪. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখে?
ক. ১০ এপ্রিল
খ. ১৭ এপ্রিল
গ. ১৮ এপ্রিল
ঘ. ২০ এপ্রিল
৫. মুক্তিযুদ্ধের সরকারের উপদেষ্টা পরিষদে কতজন সদস্য ছিলেন?
ক. ৫
খ. ৬
গ. ১০
ঘ. ১২
৬. বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য কী ছিল?
ক. এককেন্দ্রিক সরকার প্রতিষ্ঠা
খ. এক দলীয় শাসন কায়েম
গ. শোষণমুক্ত রাষ্ট্র গঠন
ঘ. পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন মন
৭. ১৯৭১ সালের ১১ এপ্রিল বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?
ক. তাজউদ্দিন আহমদ
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম মনসুর আলী
৮. ১৯৭১ সালে কে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. তাজউদ্দীন আহমেদ
৯. ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে?
ক. ৭০ নং
খ. ৭৩ নং
গ. ৭৭ নং
ঘ. ৮৭ নং
১০. মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন কে?
ক. জেনারেল জিয়াউর রহমান
খ. শেখ মুজিবুর রহমান
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. তাজউদ্দীন আহমেদ
১১. বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত?
ক. ১৯৯২ সালে
খ. ১৯৯৬ সালে
গ. ১৯৯৮ সালে
ঘ. ২০০৯ সালে
১২. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন?
ক. খন্দকার মোশতাক আহমেদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দিন আহমদ
ঘ. এম মনসুর আলী
১৩. রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. তাজউদ্দীন আহমেদ
ঘ. এম মনসুর আলী
১৪. কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
ক. ১৯৭১ সালের ১৫ এপ্রিল
খ. ১৯৭১ সালের ১৬ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৮ এপ্রিল
১৫. এম. এ হান্নান স্বাধীনতা ঘোষণা করেন কোন তারিখে?
ক. ২৫ মার্চ
খ. ২৬ মার্চ
গ. ২৭ মার্চ
ঘ. ২৮ মার্চ
১৬. বঙ্গবন্ধুর পক্ষে প্রথম কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
ক. এম এ হান্নান শাহ
খ. মেজর জিয়াউর রহমান
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. তাজউদ্দিন আহমদ
১৭. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কোন বেতার কেন্দ্র থেকে?
ক. ঢাকা বেতার কেন্দ্র
খ. খুলনা বেতার কেন্দ্র
গ. চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র
ঘ. রাজশাহী বেতার কেন্দ্র
১৮. মুজিবনগর এর পূর্বনাম কী ছিল?
ক. বৈদ্যনাথতলা
খ. মেহেরপুর
গ. নবাবগঞ্জ
ঘ. কুষ্টিয়া
১৯. ১৯৭১ সালে বাংলাদেশ সরকার কোথায় শপথ গ্রহণ করেন?
ক. কলকাতায়
খ. যশোরের নওয়াপাড়ায়
গ. খুলনার খালিশপুরে
ঘ. মেহেরপুরের বৈদ্যনাথতলায়
২০. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. এম মনসুর আলী
খ. এ. কে. খন্দকার
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. মনসুর আলী
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. তাজউদ্দিন আহমদ
২২. মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন?
ক. এএইচএম কামারুজ্জামান
খ. তাজউদ্দিন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম মনসুর আলী
২৩. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল?
ক. মনসুর আলী
খ. আবদুর রব
গ. এ. এইচ. এম. কামারুজ্জামান
ঘ. তাজউদ্দিন আহমদ
২৪. মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. লে. কর্নেল আবদুর রব
খ. আ. স. ম. আব্দুর রব
গ. কর্নেল ওসমানী
ঘ. এ. কে. খন্দকার
২৫. মুক্তিযুদ্ধকালে আতাউল গনি ওসমানীর পদবি কী ছিল?
ক. মেজর
খ. জেনারেল
গ. মেজর জেনারেল
ঘ. কর্নেল
২৬. মুজিবনগর সরকারের কার্যক্রমকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৭. মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখ অনুমোদন করে?
ক. ৫ই এপ্রিল
খ. ১০ই এপ্রিল
গ. ৩রা জুন
ঘ. ১৬ই ডিসেম্বর
২৮. মুক্তিযুদ্ধের সময় গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন নামে বেশি পরিচিত ছিল?
ক. অস্থায়ী
খ. প্রবাসী বাংলাদেশ
গ. মুজিবনগর
ঘ. আওয়ামী লীগ
২৯. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় কত তারিখে?
ক. ১০ এপিল
খ. ১১ এপ্রিল
গ. ১২ এপ্রিল
ঘ. ১৭ এপ্রিল
৩০. সরকার যুদ্ধক্ষেত্রকে কতটি সেক্টরে ভাগ করেন?
ক. ৮
খ. ৯
গ. ১০
ঘ. ১১
৩১. মক্তিযুদ্ধে কয়টি ব্রিগেড ফোর্স ছিল?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ১১
৩২. মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল কোনটি?
ক. বিএনপি
খ. জাতীয় পার্টি
গ. জামায়াতে ইসলামী
ঘ. আওয়ামী লীগ
৩৩. যুদ্ধের সময় ছাত্ররা কোথায় প্রশিক্ষণ নেয়?
ক. ভারতে
খ. ভুটানে
গ. পাকিস্তানে
ঘ. রাশিয়ায়
৩৪. মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা?
ক. ছাত্ররা
খ. কৃষকরা
গ. নারীরা
ঘ. গণসাইন কর্মীরা
৩৫. মুজিববাহিনী গঠিত হয় কাদের সহায়তায়?
ক. ছাত্র-ছাত্রী
খ. পুলিশ
গ. বুদ্ধিজীবী
ঘ. কৃষক-শ্রমিক
৩৬. মুক্তিযুদ্ধের জন্য কারা অর্থ সংগ্রহ করেছেন?
ক. প্রবাসী বাঙালিরা
খ. বুদ্ধিজীবীরা
গ. শিল্পীরা
ঘ. সাহিত্যিকরা
৩৭. চরমপত্র কখন প্রচার করা হয়?
ক. ভাষা আন্দোলনের সময়
খ. ৬ দফার সময়
গ. দেশ ভাগের সময়
ঘ. স্বাধীনতা যুদ্ধের সময়
৩৮. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব দেন কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. জিয়াউর রহমান
গ. এম এ জি ওসমানী
ঘ. তাজউদ্দিন আহমদ
৩৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর কোন দেশ বেশি অবদান রাখে?
ক. রাশিয়া
খ. ভুটান
গ. আমেরিকা
ঘ. চীন
৪০. জজ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন?
ক. ব্রিটেন
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. আমেরিকা
৪১. মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয়?
ক. স্বাধীন বাংলা বেতার
খ. রেডিও ফুর্তি
গ. রেডিও আমার
ঘ. আকাশবাণী
৪২. অপারেশন সার্চলাইট ছিল-
i. বাঙালিদের ওপর নৃশংস হত্যাকান্ড
ii. আলোচনার নামে কালক্ষেপণ
iii. ইতিহাসে বর্বরতম গণহত্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করে-
i. চট্টগ্রাম বেতার শিল্পীরা
ii. বাংলাদেশ সংবাদ সংস্থা
iii. চট্টগ্রাম সংস্কৃতি কর্মীরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. কত সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়?
ক. ১৯৭০
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৬
৪৫. সংবিধান কার্যকর হয় কোন দিবসে?
ক. বিজয়
খ. ভাষা
গ. স্বাধীনতা
ঘ. নারী
৪৬. সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৪৭. গণপরিষদ আদেশ জারি করা হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯৭০
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৫
৪৮. কত তারিখে গণপরিষদ আদেশ জারি করা হয়?
ক. ২৩ মার্চ
খ. ১ মে
গ. ১ জুলাই
ঘ. ১ জানুয়ারি
৪৯. স্বাধীনতার স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশকে কতটি দেশ স্বীকৃতি দেয়?
ক. ১৪০
খ. ১৬০
গ. ১৭০
ঘ. ১৮০
৫০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান জারি করেন কখন?
ক. ১১ জানুয়ারি, ১৯৭২
খ. ২১ জানুয়ারি, ১৯৭২
গ. ১৭ ফেব্রুয়ারি, ১৯৭২
ঘ. ২১ ফেব্রুয়ারি, ১৯৭২
৫১. কার নেতৃত্বে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়?
ক. ড. কামাল হোসেন
খ. মোহাম্মদ উলাহ
গ. সুরঞ্জিত সেনগুপ্ত
ঘ. শেখ মুজিবুর রহমান
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post