এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ও বিশ্বপরিচয় গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- সৌরজগৎ ও ভূমণ্ডল।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় mcq
১. পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব কত?
ক. ১৫ কোটি কিলোমিটার
খ. ৫.৮ কোটি কিলোমিটার
গ. ১০.৫ কোটি কিলোমিটার
ঘ. ৪.২ কোটি কিলোমিটার
২. সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক. হিলিয়াম
খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. সালফার
৩. পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা কতগুণ?
ক. ২ গুণ
খ. ৩ গুণ
গ. ৪ গুণ
ঘ. ৫ গুণ
৪. ঢাকা হতে পঞ্চগড়ের সময়ের পার্থক্য ৮ মিনিট। ঢাকায় দ্রাঘিমা ৯০° পূর্ব হলে পঞ্চগড়ের দ্রাঘিমা কত?
ক. ৮২°
খ. ৮৮°
গ. ৯২°
ঘ. ৯৮°
৫. কোনো স্থানের সময় সকাল ১১ টা হলে ঐ স্থান হতে ২° পূর্বে কোনো স্থানের সময় কী হবে?
ক. ১০টা ৫২ মিনিট
খ. ১০টা ৫৮ মিনিট
গ. ১১টা ২ মিনিট
ঘ. ১১টা ৮ মিনিট
৬. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
ক. বুধ
খ. বৃহস্পতি
গ. শুক্র
ঘ. মঙ্গল
৭. ১° দ্রাঘিমান্তরে কত মিনিট সময়ের ব্যবধান হয়?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৮. টাইটান কোন গ্রহের উপগ্রহ?
ক. শনি
খ. বৃহস্পতি
গ. নেপচুন
ঘ. ইউরেনাস
৯. কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?
ক. শুক্র
খ. শনি
গ. মঙ্গল
ঘ. নেপচুন
১০. বায়ুমন্ডলের যে স্তর দিয়ে বিমান চলাচল করে সেটি কোন স্তর নামে পরিচিত?
ক. স্ট্র্যাটোমণ্ডল
খ. গুরুমণ্ডল
গ. ট্রপোপস
ঘ. ওজোন স্তর
১১. ডিমোস ও ফেবোস কোন গ্রহের উপগ্রহ?
ক. মঙ্গল
খ. বৃহস্পতি
গ. শনি
ঘ. নেপচুন
১২. গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?
ক. ০ ডিগ্রি
খ. ৬০ ডিগ্রি পূর্ব
গ. ৯০ ডিগ্রি পূর্ব
ঘ. ১৮০ ডিগ্রি পশ্চিম
১৩. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক. বুধ
খ. শুক্র
গ. মঙ্গল
ঘ. বৃহস্পতি
১৪. ১২°১৩’ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত?
ক. ৩৯ মিনিট
খ. ৪৫ মিনিট
গ. ৫০ মিনিট
ঘ. ৫৪ মিনিট
১৫. সূর্য থেকে শুক্রের এবং পৃথিবী থেকে শুক্রের দূরত্বের পার্থক্য কত?
ক. ৪.৩
খ. ৫.৮
গ. ৬.৫
ঘ. ৭.৮
১৬. সন্ধ্যায় পশ্চিমাকাশে কোনটি দেখা যায়?
ক. মঙ্গল
খ. শুক্র
গ. শনি
ঘ. বৃহস্পতি
১৭. আহ্নিক গতির ফলে কী হয়?
ক. দিনরাত্রির হ্রাসবৃদ্ধি
খ. দিন ও রাত
গ. ঋতু পরিবর্তন
ঘ. জলবায়ুর পরিবর্তন
১৮. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক. মঙ্গল
খ. বুধ
গ. বৃহস্পতি
ঘ. শুক্র
১৯. আন্তর্জাতিক তারিখ রেখা সাইবেরিয়ার উত্তর-পুর্বে কীসের ওপর দিয়ে গিয়েছে?
ক. পাহাড়ের
খ. পর্বতের
গ. দ্বীপপুঞ্জের
ঘ. সমুদ্রের
২০. সূর্যের উন্নতি পরিমাপক যন্ত্রের নাম কী?
ক. ব্যারোমিটার
খ. সেক্সট্যান্ট যন্ত্র
গ. স্লাইড ক্যালিপার্স
ঘ. স্ক্রুগজ
২১. কোনটি পৃথিবীর চারদিকে বিস্তৃত আছে?
ক. মহাকাশ
খ. গ্রহ
গ. ছায়াপথ
ঘ. উপগ্রহ
২২. মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কোনটি সৃষ্টি হয়েছে?
ক. মহাকাশ
খ. বিশ্বজগৎ
গ. সৌরজগৎ
ঘ. জ্যোতিষ্কমণ্ডল
২৩. সৌরজগতের অপর নাম কী?
ক. সৌর পরিবার
খ. সৌর পৃথিবী
গ. সৌর মন্ডলী
ঘ. সৌর কলঙ্ক
২৪. সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক কোনটি?
ক. পৃথিবী
খ. সূর্য
গ. উল্কা
ঘ. ধূমকেতু
২৫. কোন শক্তির মাধ্যমে গ্রহ ও উপগ্রহসমূহ সূর্যের চারদিকে পরিক্রমণ করছে?
ক. অভিকর্ষণ
খ. আণবিক
গ. মহাকর্ষণ
ঘ. সৌরশক্তি
২৬. সূর্যে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের অনুপাত কত?
ক. ৫ : ৪
খ. ৭ : ১০
গ. ১০ : ৭
ঘ. ১১:৪
২৭. সূর্যে হিলিয়ামের পরিমাণ কত?
ক. শতকরা ৩৫ ভাগ
খ. শতকরা ৪৪ ভাগ
গ. শতকরা ৫৫ ভাগ
ঘ. শতকরা ৬৫ ভাগ
২৮. নিচের কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ?
ক. বৃহস্পতি
খ. শুক্র
গ. শনি
ঘ. মঙ্গল
২৯. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
ক. পৃথিবী
খ. বুধ
গ. বৃহস্পতি
ঘ. শনি
৩০. শুক্রকে পশ্চিম আকাশে আমরা কীরূপে দেখতে পাই?
ক. শুকতারা
খ. ধ্রুবতারা
গ. সন্ধ্যাতারা
ঘ. রংধনু
৩১. শুক্রকে কখন আমরা শুকতারা রূপে দেখতে পাই?
ক. সকালে
খ. রাতে
গ. ভোরে
ঘ. সন্ধ্যায়
৩২. শুক্র কর্তৃক সূর্যের পরিভ্রমণ কাল কত?
ক. ২৯ দিন
খ. ৮৮ দিন
গ. ২২৫ দিন
ঘ. ৩৬৫ দিন
৩৩. শুক্রের বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
ক. ০ ভাগ
খ. ১০ ভাগ
গ. ৫৫ ভাগ
ঘ. ৯০ ভাগ
৩৪. সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত কিলোমিটার?
ক. ৩.৮ কোটি
খ. ৭.৮ কোটি
গ. ২০.৮ কোটি
ঘ. ২২.৮ কোটি
৩৫. কোন গ্রহের ওজন পৃথিবীর দশ ভাগের এক ভাগ?
ক. প্লুটো
খ. বুধ
গ. মঙ্গল
ঘ. শনি
৩৬. বৃহস্পতি’র কয়টি উপগ্রহ আছে?
ক. ১৪
খ. ১৫
ঘ. ১৬
ঘ. ১৭
৩৭. শনি গ্রহটি পৃথিবী থেকে কতগুণ বড়?
ক. প্রায় ৭
খ. প্রায় ৯
গ. প্রায় ১১
ঘ. প্রায় ১৩
৩৮. কোন গ্রহটি খালি চোখে দেখা যায়?
ক. শনি
খ. বৃহস্পতি
গ. বুধ
ঘ. শুক্র
৩৯. পৃথিবীর গড় তাপমাত্রা কত?
ক. ১৩.৯০° ফা.
খ. ১২.১৫° সে.
গ. ১৩.৯০° সে.
ঘ. ১২.১৬° ফা.
৪০. পৃথিবীর ব্যাসার্ধ আনুমানিক কত?
ক. ৬,৪০০ কিলোমিটার
খ. ৬,৭৮৭ কিলোমিটার
গ. ১২,৭০৯ কিলোমিটার
ঘ. ১২,৭৫২ কিলোমিটার
৪১. ট্রপোমণ্ডলের গভীরতা কত?
ক. ১৩ কিলোমিটার প্রায়
খ. ১৩.৯০ কিলোমিটার প্রায়
গ. ১৩ বর্গমাইল প্রায়
ঘ. ১৩.৫ বর্গমাইল প্রায়
৪২. মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোনটি?
ক. স্ট্রাটোমণ্ডল
খ. ট্রপোসীমা
গ. ওজোনস্তর
ঘ. ট্রপোমণ্ডল
৪৩. নিরক্ষরেখার অক্ষাংশ ০° কেন?
ক. পৃথিবী উপবৃত্তাকার বলে
খ. পৃথিবী গোলাকার বলে
গ. পৃথিবীর মাঝখানে বলে
ঘ. পৃথিবী সমান্তরাল বলে
৪৪. অক্ষাংশ পরিমাপের একক কী?
ক. রেডিয়ান
খ. মিনিট
গ. ডিগ্রি
ঘ. সেকেন্ড
৪৫. পৃথিবীর দিনরাত্রি সংঘটিত হওয়ার কারণ কী?
ক. পৃথিবীর আহ্নিক গতি
খ. সূর্যকে প্রদক্ষিণ করা
গ. পৃথিবীর মহাকর্ষ বল
ঘ. পৃথিবীর অভিকর্ষ বল
৪৬. কোনটি পৃথিবীর আহ্নিক গতির ফল?
ক. দিনরাত্রি সংঘটন
খ. দিনরাত্রির হ্রাস-বৃদ্ধি
গ. ঋতু পরিবর্তন
ঘ. সৌরবছর
৪৭. কোথায় আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি?
ক. মেরু অঞ্চলে
খ. নিরক্ষরেখায়
গ. মকরক্রান্তি রেখায়
ঘ. কর্কটক্রান্তি রেখায়
৪৮. কত তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয়?
ক. ২১ জুন
খ. ২৩ সেপ্টেম্বর
গ. ২২ ডিসেম্বর
ঘ. ২১ মার্চ
৪৯. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়?
ক. ২১ মার্চ
খ. ২১ জুন
গ. ২৩ সেপ্টেম্বর
ঘ. ২২ ডিসেম্বর
৫০. উত্তর গোলার্ধে যখন বসন্তকাল দক্ষিণ গোলার্ধে তখন কোন ঋতু বিরাজ করে?
ক. বসন্ত
খ. গ্রীষ্ম
গ. শরৎ
ঘ. শীত
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post