এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ও বিশ্বপরিচয় গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় mcq
১. ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
ক. ১০.৯০ কোটি
খ. ১২.৯৩ কোটি
গ. ১১.৯৩ কোটি
ঘ. ১২.১২ কোটি
২. কোনটি পরিবর্তনের ফলে মানুষের জীবন-জীবিকার নানা পরিবর্তন ঘটেছে?
ক. পরিবেশ
খ. জলবায়ু
গ. সমাজ
ঘ. তাপমাত্রা
৩. বাংলাদেশের জলবায়ু কেমন?
ক. সমভাবাপন্ন
খ. চরমভাবাপন্ন
গ. নাতিশীতোষ্ণ
ঘ. শীতল
৪. বাংলাদেশের দক্ষিণে কি অবস্থিত?
ক. মিজোরাম
খ. বঙ্গোপসাগর
গ. মেঘালয়
ঘ. ত্রিপুরা
৫. ‘তাজিওডং’ কোথায় অবস্থিত?
ক. খাগড়াছড়ি
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. বান্দরবান
৬. ভূমির স্বাভাবিক গতিবিধি কি কারণে বদলে যাচ্ছে?
ক. খাল-বিল ভরাট
খ. অধিক বৃষ্টিপাত
গ. অতিরিক্ত খরা
ঘ. বৈরী আবহাওয়া
৭. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক. কিউক্রাডং
খ. তাজিওডং
গ. গারো পাহাড়
ঘ. মোদক মুয়াল
৮. ভাওয়ালের সোপানভূমি কোন সময়ে গঠিত?
ক. প্লাইস্টোসিনকালে
খ. টারসিয়ারি যুগে
খ. মধ্যযুগে
ঘ. সাম্প্রতিককালে
৯. গড় হিসেবে বাংলাদেশ উষ্ণতম মাস কোনটি?
ক. এপ্রিল
খ. মে
গ. জুন
ঘ. জুলাই
১০. পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি?
ক. শ্রীলংকা
খ. মায়ানমার
গ. অস্ট্রেলিয়া
ঘ. বাংলাদেশ
১১. দক্ষিণ এশিয়ার কয়টি বড় নদী বাংলাদেশে অবস্থিত?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১২. এশিয়া মহাদেশের কোন দিকে বাংলাদেশ অবস্থিত?
ক. উত্তর
খ. দক্ষিণ
গ. পূর্ব
ঘ. পশ্চিম
১৩. মেঘালয় বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
১৪. বাংলাদেশের তিনদিক দিয়ে কোন দেশটি বেষ্টিত?
ক. শ্রীলঙ্কা
খ. মায়ানমার
গ. পাকিস্তান
ঘ. ভারত
১৫. বাংলাদেশের দক্ষিণে কোনটি অবস্থিত?
ক. আসাম
খ. মায়ানমার
গ. পশ্চিমবঙ্গ
ঘ. বঙ্গোপসাগর
১৬. কোনটি বাংলাদেশের উত্তরে অবস্থিত?
ক. আসাম
খ. মিজোরাম
গ. মায়ানমার
ঘ. বঙ্গোপসাগর
১৭. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত?
ক. ১১৩১ মিটার
খ. ১২৩১ মিটার
গ. ৬১০ মিটার
ঘ. ৫২০ মিটার
১৮. আনুমানিক কত বছর পূর্বের সময়কে পাইস্টোসিন কাল বলা হয়?
ক. ১৫০০০
খ. ২২০০০
গ. ২৫০০০
ঘ. ৩০০০০
১৯. বরেন্দ্রভূমি অঞ্চলের মাটির রং কেমন?
ক. ধূসর ও সাদা
খ. ধূসর ও লাল
গ. কালো ও সাদা
ঘ. বাদামি ও কালচে
২০. লালমাই পাহাড়টি কুমিলা শহরের কোনদিকে অবস্থিত?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
২১. পাইস্টোসিন কালের সোপানসমূহের মধ্যে কোনটির আয়তন সবচেয়ে কম?
ক. বরেন্দ্রভূমি
খ. মধুপুরের গড়
গ. লালমাই পাহাড়
ঘ. ভাওয়ালিগড়
২২. লালমাই পাহাড়ের আয়তন কত?
ক. ৩০ বর্গকিলোমিটার
খ. ৩২ বর্গকিলোমিটার
গ. ৩৪ বর্গকিলোমিটার
ঘ. ৩৬ বর্গকিলোমিটার
২৩. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত?
ক. ২০ মিটার
খ. ২১ মিটার
গ. ২২ মিটার
ঘ. ২৩ মিটার
২৪. বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিধৌত সমভূমি?
ক. ৮০%
খ. ১০%
গ. ৯০%
ঘ. ৭০%
২৫. সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে এদেশে বর্ষায় কী পরিলক্ষিত হয়?
ক. বৃষ্টি
খ. বন্যা
গ. ঝড়
ঘ. জলোচ্ছ্বাস
২৬. জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম?
ক. সপ্তম
খ. অষ্টম
গ. নবম
ঘ. দশম
২৭. ভূখণ্ডের তুলনায় এদেশের জনসংখ্যার ঘনত্ব কেমন?
ক. খুব কম
খ. খুব বেশি
গ. সহনীয়
ঘ. মাঝামাঝি
২৮. ২০০১ সালে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?
ক. ১.৪৬%
খ. ১.৪৭%
গ. ১.৪৮%
ঘ. ১.৪৯%
২৯. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৪৮%
খ. ০.২৫%
গ. ১.৩৭%
ঘ. ১.০৬%
৩০. বাংলাদেশে কোন জায়গায় জনবসতি কম?
ক. নিচু ভূমিতে
খ. পার্বত্য অঞ্চলে
গ. সমতল ভূমিতে
ঘ. পাবন ভূমিতে
৩১. সিলেটে কোন শিল্পকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে?
ক. চা
খ. বস্ত্র
গ. পোশাক
ঘ. সাবান
৩২. বাংলাদেশের জলবায়ু কী নামে পরিচিত?
ক. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু
খ. মৌসুমি জলবায়ু
গ. ক্রান্তীয় জলবায়ু
ঘ. শীতল জলবায়ু
৩৩. বাংলাদেশের শীতকালে সূর্য কোন গোলার্ধে থাকে?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
৩৪. গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত?
ক. ২০°
খ. ২১°
গ. ২২°
ঘ. ৩৮°
৩৫. বাংলাদেশে বর্ষাকালের গড় তাপমাত্রা কত?
ক. ২৫° সেলসিয়াস
খ. ২৭° সেলসিয়াস
গ. ২৯° সেলসিয়াস
ঘ. ৩১° সেলসিয়াস
৩৬. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. ডিসেম্বর
খ. জানুয়ারি
গ. ফেব্রুয়ারি
ঘ. এপ্রিল
৩৭. বাংলাদেশের শীতকাল কেমন?
ক. শুষ্ক ও আরামদায়ক
খ. আর্দ্র ও আরামদায়ক
গ. আর্দ্র ও উষ্ণ উষ্ণ
ঘ. আরামদায়ক
৩৮. কোন মাসগুলোকে বাংলাদেশের গ্রীষ্মকাল ধরা হয়?
ক. নভেম্বর-ফেব্রুয়ারি
খ. মার্চ-মে
গ. জুন-অক্টোবর
ঘ. জুন-জুলাই
৩৯. বাংলাদেশে গ্রীষ্মকালের সর্বনিম্ন তাপমাত্রা কত?
ক. ২১° সেলসিয়াস
খ. ২৩° সেলসিয়াস
গ. ২৫° সেলসিয়াস
ঘ. ২৭° সেলসিয়াস
৪০. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
ক. এপ্রিল
খ. মে
গ. জুন
ঘ. জুলাই
৪১ . বাংলাদেশের বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়?
ক. মৌসুমি
খ. স্থানীয়
গ. সামুদ্রিক
ঘ. সাময়িক
৪২. কোন এলাকার জনগণের জীবিকা কোনো না কোনোভাবে প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল?
ক. পাহাড়ি
খ. উপকূলীয়
গ. গ্রাম
ঘ. শহর
৪৩. ভূমিকম্পের স্থায়িত্বকাল কেমন?
ক. ১ মিনিট
খ. কয়েক মিনিট
গ. ৩০ সেকেন্ড
ঘ. কয়েক সেকেন্ড
৪৪. কোনটিতে আকস্মিক পরিবর্তন ঘটে?
ক. ভূমিকম্প
খ. বিচূর্ণীভবন
গ. নগ্নীভবন
ঘ. ক্ষয়ীভবন
৪৫. ভূমিকম্পের উৎপত্তিস্থলকে কী বলে?
ক. কেন্দ্র
খ. উপকেন্দ্র
গ. অতিকেন্দ্র
ঘ. অর্ধকেন্দ্র
৪৬. ভূমিকম্পের প্রভাবে-
i. শিলাতে ভাঁজের সৃষ্টি হয়
ii. নদীর গতিপথ পাল্টে যায়
iii. বিশাল সামুদ্রিক ঢেউ বা সুনামির সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৭. বাংলাদেশের ভূমিকম্প বলয়ে কোনটিকে প্রলয়ঙ্করী বলা হয়?
ক. প্রথম বলয়
খ. দ্বিতীয় বলয়
গ. তৃতীয় বলয়
ঘ. চতুর্থ বলয়
৪৮. বাংলাদেশের ভূমিকম্প বলয়সমূহকে কী বলা হয়?
ক. সিসমিক রিস্ক জোন
খ. কনসোর্টিয়াম জোন
গ. প্রলয়ঙ্করী জোন
ঘ. লঘু জোন
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
মামুনের বাড়ি টাঙ্গাইলে। সে জানে টাঙ্গাইলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। তারপরও সে টাঙ্গাইল সদরে একটি ৫তলা ভবনে থাকে। সে ভূমিকম্পের প্রস্তুতিস্বরূপ ঘরের টেবিল বা খাটের নিচের জায়গা সুরক্ষিত বলে মনে করে।
৪৯. মামুন কিরূপ ভূমিকম্পের শিকার হতে পারে?
ক. প্রলয়ঙ্করী
খ. বিপজ্জনক
গ. লঘু
ঘ. মারাত্মক
৫০. মামুন ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় কত তলা বেশি তৈরি করেছে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post