এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ও বিশ্বপরিচয় গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় mcq
১. কুশিয়ারা ও সুরমা আজমিরিগঞ্জের কাছে কী নামে অগ্রসর হয়েছে?
ক. মেঘনা
খ. ব্রহ্মপুত্র
গ. কালনী
ঘ. পদ্মা
২. জলবিদ্যুৎ উৎপাদনের কাজে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. সেক্সট্যান্ট
খ. টারবাইন
গ. ল্যাক্টোমিটার
ঘ. ট্রান্সমিটার
৩. কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশ?
ক. পশুর
খ. সাঙ্গু
গ. নাফ
ঘ. মাতামুহুরী
৪. তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত?
ক. ১৭৭ কিলোমিটার
খ. ১৪২ কিলোমিটার
গ. ৩২০ কিলোমিটার
ঘ. ২৮৯৭ কিলোমিটার
৫. বাংলাদেশে মোট কতগুলো নদী আছে?
ক. ৪০০
খ. ৫০০
গ. ৬০০
ঘ. ৭০০
৬. কোন নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. নাফ
ঘ. কর্ণফুলী
৭. বাংলাদেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি আছে?
ক. ১০%
খ. ১১%
গ. ১২%
ঘ. ১৩%
৮. কোন নদী সিকিমের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি?
ক. তিস্তা
খ. মেঘনা
গ. পদ্মা
ঘ. কর্ণফুলী
৯. অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (IWTA) সৃষ্টি হয়েছে কত সালে?
ক. ১৯৫১
খ. ১৯৫৮
গ. ১৯৬৫
ঘ. ১৯৭১
১০. কোনটি নবায়নযোগ্য শক্তি সম্পদ?
ক. মৎস্য
খ. বনজ
গ. খনিজ
ঘ. জলবিদ্যুৎ
১১. যমুনা নদীর শাখা নদী কোনটি?
ক. ধরলা
খ. তিস্তা
গ. ধলেশ্বরী
ঘ. করতোয়া
১২. মুন কোন নদীর শাখা নদী?
ক. যমুনা
খ. পশুর
গ. মেঘনা
ঘ. তিস্তা
১৩. কর্ণফুলি নদীর উপনদী কোনটি?
ক. কাপ্তাই
খ. হালদা
গ. কাসালং
ঘ. যমুনা
১৪. ‘রাঙখিয়াং’ কী?
ক. বৃক্ষ
খ. ঝরনা
গ. পাহাড়িদের অনুষ্ঠান
ঘ. উপনদী
১৫. কোন নদীর অর্থনৈতিক গুরুত্ব সর্বাধিক?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. কর্ণফুলী
ঘ. তিস্তা
১৬. বাংলাদেশে প্রবাহিত সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য কত?
ক. ১২০ কিলোমিটার
খ. ২৭৭ কিলোমিটার
গ. ১৭৭ কিলোমিটার
ঘ. ১৪২ কিলোমিটার
১৭. তিস্তা ব্যারেজ প্রকল্পটি কত সালে নির্মিত হয়?
ক. ১৯৮৭-৮৮
খ. ১৯৯৩-৯৪
গ. ১৯৯১-৯৭
ঘ. ১৯৯৭-৯৮
১৮. নিচের কোন নদীটি সুন্দরবনের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
ক. পশুর
খ. ফেনী
গ. সাঙ্গু
ঘ. মাতামুহুরী
১৯. সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়?
ক. লুসাই পাহাড়
খ. আরাকান পাহাড়
গ. গঙ্গোত্রী হিমবাহ
ঘ. সুরমা কুশিয়ারা
২০. কোন ধরনের নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়?
ক. গভীর নদী
খ. বড় নদী
গ. পাহাড়ি নদী
ঘ. পার্বত্য নদী
২১. বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের কত শতাংশ আনা- নেওয়া করা হয়?
ক. ৫৫
খ. ৬৫
গ. ৭৫
ঘ. ৮৫
২২. বাংলাদেশ শিপিং কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৪
২৩. ভূপ্রকৃতি ও জলবায়ুর সাথে বাংলাদেশের কোন সম্পদের সরাসরি সম্পর্ক রয়েছে?
ক. কৃষিজ
খ. মৎস্য
গ. বনজ
ঘ. সৌর
২৪. বাংলাদেশের কোন দিকে হিমালয় অবস্থিত?
ক. উত্তর
খ. পূর্ব-দক্ষিণ
গ. পশ্চিম
ঘ. উত্তর-পশ্চিম
২৫. কোনটি পদ্মার শাখানদী?
ক. আত্রাই
খ. মাথাভাঙ্গা
গ. তিতাস
ঘ. বাউলাই
২৬. ‘গঙ্গোত্রী’ কীসের নাম?
ক. নদী
খ. হিমবাহ
গ. ঝরনা
ঘ. জলপ্রপাত
২৭. পদ্মা নদীর শাখা নদী কোনটি?
ক. মুন
খ. গোমতী
গ. ধলেশ্বরী
ঘ. কপোতাক্ষ
২৮. আড়িয়াল খাঁ কোন নদীর শাখা নদী?
ক. নিম্ন গঙ্গার
খ. যমুনার
গ. ব্রহ্মপুত্রের
ঘ.মেঘনার
২৯. তিব্বতের মানস সরোবরে উৎপত্তি হয়েছে কোন নদী?
ক. মেঘনা
খ. যমুনা
গ. ব্রহ্মপুত্র
ঘ. পদ্মা
৩০. ব্রহ্মপুত্র আসাম হয়ে বাংলাদেশের কোন জেলায় প্রবেশ করেছে?
ক. কুড়িগ্রাম
খ. লালমনিরহাট
গ. নীলফামারী
ঘ. রংপুর
৩১. আসামের নাগা মনিপুর অঞ্চলে কোন নদী অবস্থিত?
ক. বরাক
খ. গঙ্গা
গ. পদ্মা
ঘ. মেঘনা
৩২. কুশিয়ারা ও সুরমা কোন জেলায় এসে মেঘনা নাম ধারণ করেছে?
ক. সুনামগঞ্জ
খ. ভৈরব
গ. দিনাজপুর
ঘ. জামালপুর
৩৩. মেঘনার শাখানদী কোনটি?
ক. ধরলা
খ. তিতাস
গ. আত্রাই
ঘ. গোমতী
৩৪. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদী কোনটি?
ক. মেঘনা
খ. যমুনা
গ. কর্ণফুলী
ঘ. পদ্মা
৩৫. কোন নদীর উৎপত্তিস্থল লুসাই পাহাড়ে?
ক. পদ্মা
খ. যমুনা
গ. কর্ণফুলী
ঘ. মেঘনা
৩৬. কোথায় ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
ক. সন্দ্বীপের উত্তরে
খ. চকরিয়ার পশ্চিমে
গ. নোয়াখালীর উত্তরে
ঘ. ফেনীর উত্তরে
৩৭. বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তে কোন নদী অবস্থিত?
ক. সাঙ্গু
খ. ফেনী
গ. নাফ
ঘ. মাতামুহুরী
৩৮. কোন মৌসুমে নদীর নাব্য হ্রাস পায়?
ক. গ্রীষ্ম
খ. শরৎ
গ. হেমন্ত
ঘ. বসন্ত
৩৯. নদী শুকিয়ে গেলে কীসের অভাব বাড়ে?
ক. মানুষের
খ. পশুপাখির
গ. মাছের
ঘ. পোকামাকড়ের
৪০. জলবিদ্যুৎ উৎপাদন করা হয়-
i. ডায়নামোর সাহায্যে
ii. নদীর গতিপথে বাঁধ দিয়ে
iii. টার্বাইনের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪১. কোথায় ভূতাত্ত্বিক অবস্থা বৈচিত্র্যময়?
ক. মায়ানমারে
খ. ভারতে
গ. নেপালে
ঘ. বাংলাদেশে
৪২. খনিজ সম্পদে কোন দেশ বেশ অগ্রসর অবস্থানে আছে?
ক. মায়ানমারে
খ. ভারতে
গ. নেপালে
ঘ. বাংলাদেশে
৪৩. খনিজ সম্পদে তুলনামূলকভাবে পিছিয়ে আছে কোন দেশ?
ক. নেপাল
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. চীন
৪৪. সূর্য বছরের প্রায় সবসময়ই লম্বভাবে কিরণ দেয় কোন অঞ্চলে?
ক. দক্ষিণ অঞ্চলে
খ. উত্তরাঞ্চলে
গ. নিরক্ষীয় অঞ্চলে
ঘ. মেরু অঞ্চলে
৪৫. কোন মহাদেশের দেশগুলো সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া
৪৬. কোন মহাদেশের বেশ কিছু দেশে সূর্য বাঁকাভাবে কিরণ দেয়?
ক. ইউরোপ
খ. আফ্রিকা
গ. এশিয়া
ঘ. আমেরিকা
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ফিরোজ ও তার বন্ধু দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ ভ্রমণ করে। উক্ত দেশগুলো কৃষি প্রধান এবং তাদের প্রাকৃতিক সম্পদ প্রায় একই রকম।
৪৭. ফিরোজ ও তার বন্ধু ভ্রমণ করে-
i. নেপাল
ii. মায়ানমার
iii. আফগানিস্তান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৮. উক্ত দেশগুলোতে –
i. পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যায়
ii. পর্যাপ্ত পরিমাণে জ্বালানি সম্পদ ব্যয় করতে হয় না
iii. তাপমাত্রা নিম্ন পর্যায়ে নামে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post