এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ও বিশ্বপরিচয় গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- রাষ্ট্র, নাগরিকতা ও আইন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় mcq
১. রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কে?
ক. এরিস্টটল
খ. ম্যাকাইভার
গ. গার্নার
ঘ. গেটেল
২. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
ক. এরিস্টটল
খ. জন লক
গ. ম্যাকাইভার
ঘ. রুশো
৩. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি প্রধান উৎসের কথা বলেছেন?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
৪. ‘The Modern State’ বইটির লেখক কে?
ক. এরিস্টটল গার্নার
খ. ম্যাকাইভার
গ. গার্নার গেটেল
৫. তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে?
ক.. তথ্য অধিকার আইন
খ. তথ্য প্রাপ্তি আইন
গ. তথ্য মন্ত্রণালয়
ঘ. তথ্য কমিশন
৬. নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?
ক. সংবিধানের প্রাধান্য
খ. শাসন বিভাগের প্রাধান্য
গ. আইনের প্রাধান্য
ঘ. বিচার বিভাগের প্রাধান্য
৭. রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৮. সার্বভৌমত্ব কী?
ক. সরকারের চূড়ান্ত ক্ষমতা
খ. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা
গ. রাষ্ট্রপতির চূড়ান্ত ক্ষমতা
ঘ. প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্ষমতা
৯. “স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র”- উক্তিটি কার?
ক. অধ্যাপক গার্নার
খ. অধ্যাপক গেটেল
গ. এরিস্টটল
ঘ. ম্যাকাইভার
১০. রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?
ক. জনসমষ্টি
খ. নির্দিষ্ট ভূখণ্ড
গ. সরকার
ঘ. সার্বভৌমত্ব
১১. রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদান কোনটি?
ক. সার্বভৌমত্ব
খ. সরকার
গ. জনসমষ্টি
ঘ. নির্দিষ্ট ভূখণ্ড
১২. ‘রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ’ -কে বলেছেন?
ক. ম্যাকাইভার
খ. অধ্যাপক গার্নার
গ. এরিস্টটল
ঘ. ই.এম. হোয়াইট
১৩. আধুনিক যুগে আইনের প্রধান উৎস কী?
ক. প্রথা
খ. ধর্ম
গ. ন্যায়বোধ
ঘ. আইনসভা
১৪. প্রাচীন ও মধ্যযুগে কোন প্রতিষ্ঠান ঈশ্বরের সৃষ্টি মনে করা হতো?
ক. রাষ্ট্র
খ. সমাজ
গ. পরিবার
ঘ. শিক্ষা প্রতিষ্ঠান
১৫. অধ্যাপক গার্নারের ‘রাষ্ট্রের’ সংজ্ঞায় একটি রাষ্ট্রের কতটি উপাদানের নাম উল্লেখ আছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৬. স্যানম্যারিনো রাষ্ট্রের জনসংখ্যা কত?
ক. চৌদ্দ হাজার
খ. বিশ হাজার
গ. পঁচিশ হাজার
ঘ. ত্রিশ হাজার
১৭. চৌদ্দ হাজার জনসংখ্যাবিশিষ্ট রাষ্ট্র কোনটি?
ক. স্যানম্যারিনো
খ. মোনাকো
গ. দারুস সালাম
ঘ. ব্রুনাই
১৮. নিচের কোন উপাদানটি রাষ্ট্রকে অন্য রাষ্ট্র হতে পৃথক করে?
ক. ভূখণ্ড
খ. সরকার
গ. জনসমষ্টি
ঘ. সার্বভৌমত্ব
১৯. জাতীয় নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক. ঐচ্ছিক
খ. কল্যাণমূলক
গ. মুখ্য
ঘ. সাধারণ
২০. বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ?
ক. অপরিহার্য
খ. ঐচ্ছিক
গ. গৌণ
ঘ. কল্যাণমূলক
২১. রাষ্ট্রের মৌলিক কাজ কোনটি?
ক. আইনের শাসন প্রতিষ্ঠা
খ জনগণকে শিক্ষিত করা
গ. রাষ্ট্রীয় সম্পদ বৃদ্ধি করা
ঘ. অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা
২২. নাগরিকের প্রধান কর্তব্য কী?
ক. আইন মেনে চলা
খ. সংবিধান মেনে চলা
গ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
ঘ. আইনের প্রতি সম্মান দেখানো
২৩. আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে?
ক. হল্যান্ড
খ. উড্রো উইলসন
গ. অস্টিন
ঘ. টি. এইচ. গ্রিন
২৪. হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
ক. ২
খ. ৪
গ. ৫
ঘ. ৬
২৫. আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি?
ক. ন্যায়বোধ
খ. রীতিনীতি
গ. ধর্ম
ঘ. প্রথা
২৬. কোন দেশের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে?
ক. যুক্তরাষ্ট্রের
খ. ব্রিটেনের
গ. গ্রিসের
ঘ. গণচীনের
২৭. আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কোনটি?
ক. বিচারকের রায়
খ. ধর্মীয় অনুশাসন
গ. আইনসভা
ঘ. কেন্দ্রীয় কার্যালয়
২৮. সুশাসন প্রতিষ্ঠায় কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. বিচার বিভাগ
খ. আইন বিভাগ
গ. শাসন বিভাগ
ঘ. আইনের অনুশাসন
২৯. কোনটি নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ?
ক. বিচারবিভাগ
খ. আইনের সাম্য
গ. আইনের প্রাধান্য
ঘ. আইনসভা
৩০. তথ্য প্রাপ্তির অধিকার বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ?
ক. ২৯
খ. ৩১
গ. ৩৯
ঘ. ৯৩
৩১. বাংলাদেশ সরকার কখন তথ্য অধিকার আইন জারি করে?
ক. ৫ এপ্রিল, ২০০১
খ. ১৫ এপ্রিল, ২০০১
গ. ৫ এপ্রিল, ২০০৯
ঘ. ১৫ এপ্রিল, ২০০৯
৩২. জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে কোন আইন প্রণীত হয়?
ক. তথ্য আইন
খ. তথ্য অধিকার আইন
গ. তথ্য কমিশন আইন
ঘ. পতিলিপি অধিকার আইন
৩৩. রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ঐ রাষ্ট্রের কী বলা হয়?
ক. বুদ্ধিজীবী
খ. নাগরিক
গ. নাগরিকত্ব
ঘ. সরকার
৩৪. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?
ক. রাজনৈতিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. সাংস্কৃতিক
৩৫. কোন উপাদানটি রাষ্ট্রকে অন্য রাষ্ট্র হতে পৃথক করে?
ক. সরকার
খ. ভূখণ্ড
গ. জনসমষ্টি
ঘ. সার্বভৌমত্ব
৩৬. জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব কী গঠনের মৌল উপাদান হিসেবে বিবেচ্য হয়?
ক. সমাজ
খ. রাজনৈতিক দল
গ. ধর্মীয় প্রতিষ্ঠান
ঘ. রাষ্ট্র
৩৭. রাষ্ট্রের উপাদান কোনটি?
ক. ধর্ম
খ. নির্বাচন
গ. ন্যায়বোধ
ঘ. সার্বভৌমত্ব
৩৮. রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?
ক. সরকার
খ. সার্বভৌমত্ব
গ. জনসমষ্টি
ঘ. নির্দিষ্ট ভূখন্ড
৩৯. সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংস্থা কোনটি?
ক. পরিবার
খ. রাষ্ট্র
গ. ধর্ম প্রতিষ্ঠান
ঘ. শিক্ষা প্রতিষ্ঠান
৪০. রাষ্ট্র গঠনের তৃতীয় অপরিহার্য উপাদান কোনটি?
ক. নির্দিষ্ট ভূখন্ড
খ. সার্বভৌমত্ব
গ. সরকার
ঘ. জনসমষ্টি
৪১. রাষ্ট্র পরিচালনার জন্য কয়টি বিভাগ থাকে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪২. সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের কোন ধরনের উপাদান?
ক. মুখ্য
খ. অপরিহার্য
গ. গৌণ
ঘ. ঐচ্ছিক
৪৩. কোনটি প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়?
ক. জনসমষ্টি
খ. নির্দিষ্ট ভূখন্ড
গ. সার্বভৌমত্ব
ঘ. সরকার
৪৪. সার্বভৌমত্বের আদর্শ কী?
ক. আইন
খ. বিচার
গ. শাসন
ঘ. স্বাধীনতা
৪৫. বিশ্লেষকদের মতে, রাষ্ট্র প্রধানত কয় ধরনের ভূমিকা পালন করে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪৬. আধুনিক রাষ্ট্রের কার্যাবলিকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪৭. রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনটি?
ক. শিক্ষা
খ. সড়ক উন্নয়ন
গ. শ্রমিক কল্যাণ
ঘ. স্বাধীনতা রক্ষা
৪৮. ‘আইনশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ’-কে বলেছেন?
ক. গার্নার
খ. ম্যাকাইভার
গ. এরিস্টটল
ঘ. হল্যান্ড
৪৯. রাষ্ট্রের মুখ্য কাজ কোনটি?
ক. শিক্ষা বিস্তার
খ. পেনশন প্রদান
গ. জীবনের নিরাপত্তা বিধান
ঘ. জাদুঘর প্রতিষ্ঠা
৫০. রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কী?
ক. পরিশ্রমী জনগোষ্ঠী
খ. শিক্ষিত জনগোষ্ঠী
গ. পোশাক শিল্প
ঘ. প্রাকৃতিক সম্পদ
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post