এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ও বিশ্বপরিচয় গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় mcq
১. গণতন্ত্রের মূল উদ্দেশ্য কোনটি?
ক. বিচার বিভাগের স্বাধীনতা
খ. জনকল্যাণ সাধন
গ. জনসচেতনতা সৃষ্টি
ঘ. অবাধ ও সুষ্ঠু নির্বাচন
২. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয়-
ক. যুক্তরাজ্যে
খ. আমেরিকায়
গ. গ্রিসে
ঘ. প্যারিসে
৩. গণতন্ত্র কোন শতকের একটি জনপ্রিয় ধারণা?
ক. সপ্তদশ শতকের
খ. অষ্টাদশ শতকের
গ. উনিশ শতকের
ঘ. বিশ শতকের
৪. “গণতন্ত্র হচ্ছে জনগণের, জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা”- উক্তিটি কার?
ক. অধ্যাপক গেটেল
খ. এরিস্টটল
গ. আব্রাহাম লিংকন
ঘ. মর্গেম থাও
৫. গণতন্ত্র প্রধানত কয়টি পদ্ধতিতে কার্যকর?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৫
৬. কোনটি রাজনৈতিক দলের কাজ?
ক. গঠনমূলক বিরোধিতা
খ. আইনের প্রয়োগ
গ. আইনের ব্যাখ্যা
ঘ. সংবিধান রচনা করা
৭. গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস কে?
ক. সরকার
খ. রাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. জনগণ
৮. ব্রিটেনের আইন সভার নাম হলো-
ক. কংগ্রেস
খ. পার্লামেন্ট
গ. মজলিশ
ঘ. কেবিনেট
৯. নিচের কোনটি নির্বাচনের কাজ?
ক. জনপ্রতিনিধি বাছাই
খ. সরকারি কর্মচারী বাছাই
গ. রাজনৈতিক দল গঠন
ঘ. রাজনৈতিক দলের সদস্য বাছাই
১০. গণতন্ত্র সাধারণত কয় পদ্ধতিতে কার্যকর হয়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১১. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
ক. এথেন্সে
খ. যুক্তরাষ্ট্রে
গ. ফ্রান্সে
ঘ. ইংল্যান্ডে
১২. ‘আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন’-সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ম্যাকাইভার
খ. গ্রাহাম সামনার
গ. অধ্যাপক গেটেল
ঘ. অধ্যাপক ফাইনার
১৩. নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধের জন্য জরিমানাসহ ক্ষেত্রবিশেষে সর্বোচ্চ কত বছরের কারাদন্ড হতে পারে?
ক. ৫
খ. ৮
গ. ১০
ঘ. ১২
১৪. কোন সরকারব্যবস্থা জনমতের ভিত্তিতে পরিচালিত হয়?
ক. একনায়কতন্ত্র
খ. গণতন্ত্র
গ. রাজতন্ত্র
ঘ. অভিজাততন্ত্র
১৫. ‘ইলেক্ট্ররাল কলেজ’ অর্থ কী?
ক. শাসক
খ. প্রতিনিধি
গ. সরকার
ঘ. নির্বাচকমণ্ডলী
১৬. আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কোন ধরনের নির্বাচন?
ক. প্রত্যক্ষ
খ. সরাসরি
গ. পরোক্ষ
ঘ. উত্তম
১৭. গণতন্ত্র কোন সময়ের একটি জনপ্রিয় ধারণা?
ক. বিশ শতক
খ. উনিশ শতক
গ. অষ্টাদশ শতক
ঘ. ষোড়শ শতক
১৮. রাষ্ট্র ব্যবস্থার বিস্তৃতির কারণে কোন ধরনের গণতন্ত্র প্রচলন প্রায় অসম্ভব?
ক. বিশুদ্ধ গণতন্ত্র
খ. পরোক্ষ গণতন্ত্র
গ. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
ঘ. জনমতের গণতন্ত্র
১৯. কোন দেশের কয়েকটি রাজ্যে রাশিয়া এখনও প্রত্যেক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে?
ক. রাশিয়া
খ. সুইজারল্যান্ড
গ. গ্রিস
ঘ. জার্মানি
২০. প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করার পদ্ধতিকে কী বলে?
ক. প্রত্যক্ষ গণতন্ত্র
খ. পরোক্ষ গণতন্ত্র
গ. বিশুদ্ধ গণতন্ত্র
ঘ. রাজতন্ত্র
২১. আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে-
i. আয়তনে বিশাল
ii. আয়তনে ক্ষুদ্র
iii. জনসংখ্যা বিপুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২২. কোন শাসনব্যবস্থায় আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়?
ক. সমাজতন্ত্রে
খ. একনায়কতন্ত্রে
গ. রাজতন্ত্রে
ঘ. গণতন্ত্রে
২৩. গণতন্ত্র কোন ধরনের শাসনব্যবস্থা?
ক. পরিকল্পনাহীন
খ. দায়িত্বহীন
গ. দায়িত্বশীল
ঘ. স্বৈরাচারী
২৪. গণতান্ত্রিক শাসনব্যবস্থা কীভাবে পরিচালিত হয়?
ক. আইনজীবীদের দ্বারা
খ. বিচার বিভাগ দ্বারা
গ. জনমত দ্বারা
ঘ. আইন বিভাগ দ্বারা
২৫. কোনটি নির্ধারণের ক্ষেত্রে গণতন্ত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়?
ক. রাষ্ট্রীয় তহবিল সংগ্রহ
খ. রাষ্ট্রীয় নীতি নির্ধারণ
গ. রাষ্ট্রীয় প্রচার কার্যক্রম
ঘ. রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ
২৬. কোন শাসনব্যবস্থায় জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়?
ক. রাজতান্ত্রিক
খ. প্রজাতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. সমাজতান্ত্রিক
২৭. জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হয় কোন শাসনব্যবস্থায়?
ক. রাজতন্ত্র
খ. সমাজতন্ত্র
গ. স্বৈরতন্ত্র
ঘ. গণতন্ত্র
২৮. জনগণের আস্থা হারালে টিকে থাকে না কোন ধরনের সরকার?
ক. গণতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. রাজতান্ত্রিক
ঘ. স্বৈরতান্ত্রিক
২৯. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ব্যক্তি কোনটির ক্ষেত্রে সর্বাধিক সুবিধা ভোগ করে?
ক. আত্মবিকাশের ক্ষেত্রে
খ. আচরণের ক্ষেত্রে
গ. অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে
ঘ. সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে
৩০. গণতন্ত্র কোন ধরনের সরকার?
ক. জনকল্যাণমূলক
খ. দমনমূলক
গ. স্বৈরাচারী
ঘ. সমাজতান্ত্রিক
৩১. কোন শাসনের অবসানের পর পাকিস্তানে পালামেন্টারি শাসনব্যবস্থা গৃহীত হয়?
ক. মুঘল
খ. পাঠান
গ. ব্রিটিশ
ঘ. সুলতানি
৩২. জেনারেল আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেন?
ক. ১৯৫৫
খ. ১৯৫৭
গ. ১৯৫৮
ঘ. ১৯৬০
৩৩. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে?
ক. আওয়ামী লীগ
খ. মুসলিম লীগ
গ. যুক্তফ্রন্ট
ঘ. নেজামে ইসলামী
৩৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়ে ছিল?
ক. ১২
খ. ১০
গ. ৯
ঘ. ৬
৩৫. স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দল বিচারে বাংলাদেশে কয়টি রাজনৈতিক দল প্রশাসনে এসেছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩৬. পাকিস্তানি অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালি সংগ্রামের মূর্ত প্রতীক কে ছিলেন?
ক. এ. কে. ফজলুল হক
খ. মওলানা ভাসানী
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. হোসেন শহিদ সোহরাওয়ার্দী
৩৭. নতুন রাষ্ট্র হিসেবে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ কয়টি দেশের স্বীকৃতি লাভ করে?
ক. ১২০
খ. ১৩০
গ. ১৪০
ঘ. ১৫০
৩৮. আধুনিক রাষ্ট্রের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটি?
ক. প্রতিনিধি
খ. জনগণ
গ. রাজনৈতিক দল
ঘ. সংসদ
৩৯. কোনটি ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্রের কথা চিন্তা করা যায় না?
ক. রাজনৈতিক দল
খ. রাজনৈতিক সভা
গ. শ্রমিকসংঘ
ঘ. জাতিসংঘ
৪০. নিচের কোনটি জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়?
ক. গণতন্ত্র
খ. রাজতন্ত্র
গ. সমাজতন্ত্র
ঘ. প্রজাতন্ত্র
৪১. জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে কিসের মাধ্যমে?
ক. শাসন পরিচালনা
খ. সরকার গঠন
গ. নির্বাচন
ঘ. মতামত প্রদান
৪২. আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্রের ক্ষমতার উৎস কে?
ক. সরকার
খ. জনগণ
গ. মন্ত্রী
ঘ. আমলা
৪৩. যারা ভোটদানের অধিকার ভোগ করেন তাদের কী বলে?
ক. ডাক্তার
খ. উকিল
গ. আমলা
ঘ. নির্বাচক
৪৪. সকল ভোটারদের একত্রিতভাবে কী বলে?
ক. নির্বাচক
খ. রাজনৈতিক প্রতিনিধি
গ. নির্বাচকমন্ডলী
ঘ. সংসদ সদস্য
৪৫. নির্বাচনি এলাকার ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Constetantion
খ. Constitution
গ. Constituency
ঘ. Constitent
৪৬. বাংলাদেশে জাতীয় পর্যায়ে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. উপজেলা পরিষদ
খ. সিটি কর্পোরেশন
গ. জাতীয় সংসদ
ঘ. ইউনিয়ন পরিষদ
৪৭. পৃথিবীর বিভিন্ন দেশে কয়টি নির্বাচন পদ্ধতি চালু আছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪৮. বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য কতটি সংরক্ষিত আসন রয়েছে?
ক. ৩০
খ. ৪০
গ. ৫০
ঘ. ৭০
৪৯. কার দ্বারা নির্বাচনি তফসিল ঘোষিত হয়?
ক. রাষ্ট্রপতি
খ. নির্বাচন কমিশন
গ. প্রধানমন্ত্রী
ঘ. জাতীয় সংসদ
৫০. নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ কিসের অংশ?
ক. নির্বাচনি আইনকানুন
খ. রাজনৈতিক পদ্ধতি
গ. নির্বাচন প্রক্রিয়া
ঘ. নির্বাচনি আচরণবিধি
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post