এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য বাংলাদেশের ও বিশ্বপরিচয় গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- জাতিসংঘ ও বাংলাদেশ।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় mcq
১. প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বেইজিং
খ. নাইরোবি
গ. কোপেনহেগেন
ঘ. মেক্সিকো
২. লীগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯১৪
খ. ১৯২০
গ. ১৯২৫
ঘ. ১৯৩০
৩. কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?
ক. ১৯২০
খ. ১৯৩৯
গ. ১৯৪০
ঘ. ১৯৫০
৪. জাতিসংঘ দিবস কোনটি?
ক. ২৪ মার্চ
খ. ২৪ জুন
গ. ২৪ আগস্ট
ঘ. ২৪ অক্টোবর
৫. প্রথম বিশ্ব নারী সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯১৪
খ. ১৯২০
গ. ১৯২৫
ঘ. ১৯৩০
৬. কোনটিকে জাতিসংঘের ‘বিতর্কসভা’ বলে অভিহিত কর হয়?
ক. অছি পরিষদ
খ. আন্তর্জাতিক আদালত
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. সাধারণ পরিষদ
৭. তৃতীয় বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বেইজিং
খ. মেক্সিকো
গ. জেনেভা
ঘ. নাইরোবি
৮. জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
৯. বাংলাদেশ কততম সদস্য হিসেবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়?
ক. ১৩০তম
খ. ১৩৪তম
গ. ১৩৬তম
ঘ. ১৩৮তম
১০. কোন দেশের ব্যস্ততম সড়কের নাম “বাংলাদেশ সড়ক”?
ক. আইভরি কোস্ট
খ. সিয়েরালিওন
গ. ইংল্যান্ড
ঘ. কিউবা
১১. ‘বিতর্ক সভা’ এর অপর নাম কী?
ক. জাতিসংঘ সচিবালয়
খ. অছি সচিবালয়
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. সাধারণ পরিষদ
১২. কোন সংস্থা আন্তর্জাতিক আদালতের বিচারক নির্বাচন করে?
ক. সাধারণ পরিষদ
খ. সামাজিক পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
১৩. কোন সালে নারী দিবস ঘোষিত হয়েছিল?
ক. ১৯৭০
খ. ১৯৭৩
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৯
১৪. বর্তমানে বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?
ক. ১৯২
খ. ১৯৩
গ. ১৯৪
ঘ. ১৯৫
১৫. প্রথম নারী বছর ঘোষণা করা হয় কত সালে?
ক. ১৯৭৪
খ. ১৯৭৫
গ. ১৯৭৬
ঘ. ১৯৭৭
১৬. সিডও সনদে কতটি ধারা আছে?
ক. ১৪
খ. ১৬
গ. ২৩
ঘ. ৩০
১৭. জাতিসংঘ কত তারিখকে বিশ্ব নারীদিবস হিসেবে ঘোষণা করেছে?
ক. ৭ মার্চ
খ. ৮ মার্চ
গ. ৯ মার্চ
ঘ. ১০ মার্চ
১৮. জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
১৯. জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা কোনটি?
ক. সাধারণ পরিষদ
খ. অছি পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
২০. ভেটো ক্ষমতাসম্পন্ন বৃহৎ শক্তিধর রাষ্ট্রের সংখ্যা কয়টি?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ১৫
২১. প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা হয়?
ক. লীগ অব নেশনস
খ. জাতিসংঘ
গ. ওআইসি
ঘ. ন্যাম
২২. শান্তির জন্য প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠানটি চূড়ান্তভাবে ব্যর্থ হয়?
ক. আরব লীগ
খ. ওআইসি
গ. ন্যাম
ঘ. লীগ অব নেশনস
২৩. লীগ অব নেশনস চূড়ান্তরূপে ব্যর্থ হওয়ার ফলে কোনটি হয়?
ক. ইরাক-ইরান যুদ্ধ
খ. প্রথম বিশ্বযুদ্ধ শুরু
গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু
ঘ. ভিয়েতনাম যুদ্ধ শুরু
২৪. জাতিসংঘের জন্ম হয় কোন যুদ্ধের ফলে?
ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
খ. প্রথম বিশ্বযুদ্ধ
গ. ভিয়েতনাম যুদ্ধ
ঘ. উপসাগরীয় যুদ্ধ
২৫. কয়টি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
২৬. জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে কোন পরিষদ গঠিত?
ক. নিরাপত্তা
খ. অছি
গ. সাধারণ
ঘ. আন্তর্জাতিক বিচারালয়
২৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কয়টি?
ক. ৫
খ. ১০
গ. ১৫
ঘ. ২০
২৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কয়টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে?
ক. ৫
খ. ৭
গ. ৮
ঘ. ১০
২৯. জাতিসংঘের কার্যাবলিতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয় কত সাল থেকে?
ক. ১৯৮০
খ. ১৯৮৪
গ. ১৯৮৮
ঘ. ১৯৯০
৩০. ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
ক. পাট
খ. স্বরাষ্ট্র
গ. পররাষ্ট্র
ঘ. আইন
৩১. জাতিসংঘের কততম অধিবেশনে হুমায়ুন রশীদ চৌধুরী সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন?
ক. ৪১তম
খ. ৪২তম
গ. ৪৩তম
ঘ. ৪৪তম
৩২. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে সংক্ষেপে কী বলা হয়?
ক. ইউনিসেফ
খ. ইউএনডিপি
গ. ইউনেস্কো
ঘ. এফএও
৩৩. জাতিসংঘে নারীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার স্বীকৃত হয় কত সালে?
ক. ১৯৫২
খ. ১৯৫৪
গ. ১৯৫৭
ঘ. ১৯৬০
৩৪. জাতিসংঘে বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন ফরম সনদ কত সালে অনুমোদিত হয়?
ক. ১৯৫২
খ. ১৯৫৭
গ. ১৯৬০
ঘ. ১৯৬২
৩৫. ১৯৭৬-১৯৮৫ সালকে কী ঘোষণা করা হয়?
ক. যুবক দশক
খ. বৃদ্ধ দশক
গ. শিশু দশক
ঘ. নারীদশক
৩৬. নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ কী নামে পরিচিত?
ক. ইউনিফেম
খ. ইউনিসেফ
গ. সিডও
ঘ. ডব্লিউএইচও
৩৭. কোপেনহেগেনে কততম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
৩৮. বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৯৩
খ. ১৯৯৭
গ. ২০০০
ঘ. ২০০৫
৩৯ . বেইজিং প্লাস টেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বেইজিংয়ে
খ. রিওডি জেনেরোতে
গ. নিউইয়র্কে
ঘ. মেক্সিকোতে
৪০. সিডও সনদ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক. ১৯৮০
খ. ১৯৭৯
গ. ১৯৭৮
ঘ. ১৯৭৭
৪১. ১৯৮১ সালে কতটি দেশ সমর্থন করার পর সিডও সনদ কার্যকর হয়?
ক. ১২
খ. ১৬
গ. ২০
ঘ. ২২
৪২. বাংলাদেশসহ মোট কতটি দেশ সিডও সনদটি সমর্থন করেছে?
ক. ১৩২
খ. ১৩১
গ. ১৩০
ঘ. ১২৯
৪৩. উন্নত দেশগুলো চাঁদা দিয়ে জাতিসংঘে অবদান রাখছে, আর বাংলাদেশ ভূমিকা রাখছে-
i. শান্তিমিশনে অংশগ্রহণ করে
ii. শান্তিমিশনের কাজে জীবন বিসর্জন দিয়ে
iii. দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
আফ্রিকাসহ বিভিন্ন দেশে জাতিগত সংঘাত নিরসনে জাতিসংঘ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে একটি বিশেষ বাহিনী গঠন করে নির্দিষ্ট এলাকার শৃঙ্খলা বিধানের চেষ্টা করছে।
৪৪. অনুচ্ছেদে বর্ণিত বিশেষ বাহিনী নিচের কোনটিকে নির্দেশ করে?
ক. শান্তিবাহিনী
খ. শান্তিরক্ষা বাহিনী
গ. জাতিসংঘ বাহিনী
ঘ. নিরাপত্তা বাহিনী
৪৫. উক্ত বাহিনীতে বাংলাদেশের অংশ গ্রহণের ফলে-
i. বিশ্বের দরবারে পরিচিতি বেড়েছে
ii. দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে
iii. দেশের সংস্কৃতির প্রসার হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post