এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য ভূগোল ও পরিবেশ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, এসএসসি ২০২৫ ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- ভূগোল ও পরিবেশ।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের ইতিহাস বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয়া যাক।
এসএসসি ২০২৫ ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় mcq
১. সর্বপ্রথম Geography শব্দটি কে ব্যবহার করেন?
ক. ইরাটসথেনিস
খ. হামবোল্ট
গ. সি সি পার্ক
ঘ. রিচার্ড হার্টশোন
২. অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কী বলে আখ্যায়িত করেন?
ক. মহাশূন্যের বিজ্ঞান
খ. প্রাণিজগতের বিজ্ঞান
গ. পৃথিবীর বিজ্ঞান
ঘ. প্রকৃতির বিজ্ঞান
৩. ভূগোলের আলোচ্য বিষয় কী কী?
ক. প্রকৃতি, পরিবেশ ও সমাজ
খ. জীবের জন্ম ও বৃদ্ধি
গ. জৈব রাসায়নিক প্রক্রিয়া
ঘ. মানুষের খাদ্যাভ্যাস ও জীবনধারা
৪. ভূগোলকে ‘পৃথিবীর বিজ্ঞান’ বলেছেন কে?
ক. কার্ল রিটার
খ. ম্যাকনি
গ. রিচার্ড হার্টশোন
ঘ. ইরাটসথেনিস
৫. পৃথিবী আমাদের-
ক. বাসভূমি
খ. আবাসগৃহ
গ. মাতৃভূমি
ঘ. চারণভূমি
৬. ‘ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান’ উক্তিটি কে করেছেন?
ক. রিচার্ড হার্টশোন
খ. ডাডলি স্ট্যাম্প
গ. হামবোল্ট
ঘ. ম্যাকনি
৭. “পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল”- উক্তিটি কার?
ক. এরিস্টটল
খ. টলেমি
গ. রিচার্ড হার্টশোন
ঘ. কার্ল রিটার
৮. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে?
ক. ১৯৫৫
খ. ১৯৬৫
গ. ১৯৭৫
ঘ. ১৯৮৫
৯. প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয়-
ক. ভৌগোলিক অবস্থান
খ. পরিবেশ
গ. প্রকৃতি
ঘ. সংস্কৃতি
১০. পরিবেশের প্রধান উপাদান কয়টি?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
১১. কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. ব্যবসা-বাণিজ্য পরিচালনা
খ. উদ্ভিদ ও জীবজন্তু
গ. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
ঘ. শহরের ক্রমবিকাশ
১২. ভূগোলের সাথে পরিবেশ কিভাবে জড়িত?
ক. অঙ্গাঙ্গিভাবে
খ. বিপরীতভাবে
গ. উল্টোভাবে
ঘ. আলতোভাবে
১৩. ‘graphy’ শব্দের অর্থ কী?
ক. গোল
খ. বর্ণনা
গ. পরিবেশ
ঘ. সমাজ
১৪. মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনাকে ভূগোল হিসেবে কে আখ্যায়িত করেছেন?
ক. রিচার্ড হার্টশোন
খ. আর্মস
গ. হামবোল্ট
ঘ. ম্যাকনি
১৫. অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কিসের বর্ণনাকে ভূগোল বলেছেন?
ক. পৃথিবী ও এর অধিবাসীদের
খ. পৃথিবী ও জলজ প্রাণীদের
গ. পৃথিবী ও জড় পদার্থের
ঘ. পৃথিবী ও এর জীবজগতের
১৬. মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কী আছে?
ক. নিয়মকানুন
খ. বৈষম্য
গ. কার্যকারণের খেলা
ঘ. পারস্পরিক সম্পর্ক
১৭. ভূগোলের কোন শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যকর বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে?
ক. মানব ভূগোল
খ. রাজনৈতিক ভূগোল
গ. প্রাকৃতিক ভূগোল
ঘ. মৃত্তিকা ভূগোল
১৮ . মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে কী বলা হয়?
ক. প্রকৃতি বিজ্ঞান
খ. নৃতত্ত্ব বিজ্ঞান
গ. পরিবেশ বিজ্ঞান
ঘ. ভূগোল
১৯. ইংরেজি কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে?
ক. Geology
খ. Geography
গ. Zoology
ঘ. History
২০. ইরাটসথেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন?
ক. যুক্তরাজ্যের
খ. রাশিয়ার
গ. জার্মানির
ঘ. গ্রিসের
২১. প্রাচীন গ্রিসের ভূগোলবিদ কে ছিলেন?
ক. অ্যাকারমেন
খ. রিচার্ড হার্টশোন
গ. ইরাটসথেনিস
ঘ. হামবোল্ট
২২. Geo শব্দের অর্থ কী?
ক. ভূ
খ. জল
গ. স্থল
ঘ. বায়ু
২৩. পৃথিবীর বায়ুমন্ডল, বারিমন্ডল ও জলবায়ু ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?
ক. প্রাকৃতিক ভূগোল
খ. মানব ভূগোল
গ. আঞ্চলিক ভূগোল
ঘ. ঐতিহাসিক ভূগোল
২৪. ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে। এর যথার্থ কারণ হলো-
i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
ii. নতুন নতুন আবিষ্কার
iii. চিন্তা ধারণার বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
করিম সাহেব নিজ প্রচেষ্টায় একটি কটন মিল স্থাপন করেন রাজশাহী শহরের পাশে। ফলে সেখানে বহুলোকের কর্মসংস্থান হয়। মিলে শ্রমিক যাতে ভালোভাবে উৎপাদনমুখী কাজকর্ম করতে পারে সেজন্য বিভিন্ন সুযোগ তিনি প্রদান করেছেন।
২৫. করিম সাহেবের কর্মকান্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. অর্থনৈতিক ভূগোল
খ. জনসংখ্যা ভূগোল
গ. জীব ভূগোল
ঘ. নগর ভূগোল
২৬. উৎপাদনমুখী কাজকর্মের জন্য তিনি গুরুত্ব দিয়েছেন-
i. সামাজিক পরিবেশের ওপর
ii. শিল্প পরিবেশের
iii. শ্রমিক কাঠামোর
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৫ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৫ ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post